• Bengali Word freeze English definition [ফ্রীজ্] (verb transitive), (verb intransitive) (past tense froze [ফ্রোউজ্‌] past participle frozen [ফ্রোউজ্‌ন্‌]) ১ (impersonal) পানি জমে বরফ হওয়ার মতো ঠাণ্ডা পড়া: It’s freezing tonight.
    freezing-point (noun) যে তাপমাত্রায় কোনো তরলপদার্থ (বিশেষত পানি) জমে কঠিন হয়; হিমাঙ্ক। (২) freeze (over/up) (জল) জমে বরফ হওয়া; (অন্য তরল পদার্থ সম্বন্ধে) কঠিন হওয়া; (অন্য পদার্থ সম্বন্ধে) ঠাণ্ডায় শক্ত হওয়া। make one’s blood freeze আতঙ্কিত করা; রক্ত হিম করা। (৩) অত্যন্ত ঠাণ্ডা লাগা বা বোধ করা: The victims froze to death, ঠাণ্ডায় মারা গেছে। (৪) freeze (over/up) শীতল করা; শক্ত করা; হিমায়িত করা: frozen food. দ্রষ্টব্য refrigerate ভুক্তিতে refrigeration; frozen road. freeze one’s blood আতঙ্কিত করা; রক্ত হিম করা। freezing-mixture (noun) তরলপদার্থকে জমানোর জন্য ব্যবহৃত লবণ, তুষার ইত্যাদির মিশ্রণ। (৫) (অর্থ ব্যবস্থাপনাবিদ্যা) পরিসম্পৎ, সঞ্চয় ইত্যাদি সাময়িকভাবে কিংবা স্থায়ীভাবে অর্থের সঙ্গে বিনিময়ের অযোগ্য করা; মূল্য; মজুরি; বেতন স্থিতিশীল করা: price-freezing ও wage-freezing (মুদ্রাস্ফীতির প্রতিকারের পদ্ধতি হিসেবে); অবরুদ্ধ করা। (৬) freeze somebody out (কথ্য) প্রতিযোগিতা, ঔদাসীন্য ইত্যাদির দ্বারা কাউকে ব্যবসা, সমাজ ইত্যাদি থেকে বিতাড়িত করা। (৭) freeze on to something (কথ্য) দৃঢ় মুষ্টিতে/শক্ত হাতে ধরা; কড়া নিয়ন্ত্রণে রাখা। (৮) নিশ্চল হওয়া (যেমন, দৃষ্টি এড়ানোর জন্য কোনো কোনো জীবজন্তু করে থাকে)। freeze up (অভিনেতা) মঞ্চে কথা বলতে, চলাফেরা করতে অসমর্থ হওয়া; নির্বাক-নিশ্চল হওয়া। □ (noun) (১) হিমশীতল আবহাওয়ার সময়। (২) (অর্থ ব্যবস্থাপনাবিদ্যা) আয়, বেতন, লভ্যাংশ ইত্যাদির উপর কঠোর নিয়ন্ত্রণ; অবরোধ: a wage-freeze. (৩) deep-freeze (noun) হিমায়ন যন্ত্র (বা ঐ যন্ত্রের অংশবিশেষ), যাতে অত্যন্ত নিম্ন তাপমাত্রা ব্যবহৃত হয়। অপিচ দ্রষ্টব্য deep 2 ভুক্তিতে deep-freeze.