• Bengali Word fee English definition [ফী] (noun) ১ [countable noun] ডাক্তার, উকিল, গৃহশিক্ষক ইত্যাদি পেশাজীবীর কাজের জন্য প্রদেয় অর্থ বা সম্মানী; পরীক্ষা, ক্লাব ইত্যাদিতে ভর্তির জন্য প্রদেয় অর্থ; ফি।
    (২) [uncountable noun] (আইন) প্রজাস্বত্ব; উত্তরাধিকার; জায়গির। □ (verb transitive) কাউকে ফি প্রদান করা; ফি দিয়ে নিযুক্ত করা: to fee a legal adviser.