Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word tense 2 Bengali definition [টেন্‌স্‌] (noun) (ব্যাকরণ) ক্রিয়ার কাল: present tense; past tense.
  • English Word tensile Bengali definition [টেন্‌সাইল্‌] America(n) [টেন্‌স্‌ল্] (adjective) প্রসারণসাধ্য
  • English Word tension Bengali definition [টেন্‌শ্‌ন্‌] (noun) [uncountable noun] (১) প্রসারণ; টান(২) মানসিক, আবেগগত বা স্নায়বিক চাপ; প্রেষ; ব্যক্তিগণের মধ্যে, কিংবা জনগোষ্ঠী অথবা রাষ্ট্রসমূহের মধ্যে বিরাজমান উত্তেজনা: Is racial tense not unknown in Britain? (৩) বিদ্যুতের ভোল্টেজ: One should not touch high tense wires.
  • English Word tensity Bengali definition [টেন্‌সাটি] (noun) = tenseness, দ্রষ্টব্য tense 1.
  • English Word tent Bengali definition [টেন্‌ট্‌] (noun) (সাধারণত বহনযোগ্য) মোটা ক্যানভাস কাপড় এবং খুঁটি ও দড়ির সাহায্যে নির্মিত আশ্রয়; তাঁবুoxygen tent রোগীকে অক্সিজেন দেওয়ার বায়ুনিরোধক তাঁবু। tent-peg (noun) তাঁবুর দড়ি মাটিতে পুঁততে ব্যবহৃত পেরেক।
  • English Word tentacle Bengali definition [টেন্‌টাক্‌ল্‌] (noun) [countable noun] (কোনো কোনো প্রাণীর) দীর্ঘ, সরু, নরম, অস্থিবিহীন শুঁড় যা দ্বারা প্রাণী হাঁটাচলা করে, অনুভব করে
  • English Word tentative Bengali definition [টেন্‌টাটিভ্‌] (adjective) পরীক্ষামূলক; আপাতত স্থিরীকৃত: the tentative date; a tentative suggestion. tentatively (adverb)
  • English Word tenth Bengali definition [টেন্‌থ্‌] (noun), (adjective) দ্রষ্টব্য ten.
  • English Word tenuous Bengali definition [টেন্যিউআস্‌] (adjective) ক্ষীণ; সরুtenuity (noun) পাতলা অবস্থা।
  • English Word tenure Bengali definition [টেন্যিউআ(র্‌)] (noun) [countable noun, uncountable noun] ভোগদখল বা ক্ষমতার কাল (যেমন ভূমির বা রাজনৈতিক পদের): The tenure of the President of Bangladesh is five years.
  • English Word tepee Bengali definition [টীপী] (noun) আমেরিকার আদিবাসীদের পশুর চামড়ায় নির্মিত মোচাকৃতি তাঁবু
  • English Word tepid Bengali definition [টেপিড্] (adjective) অল্প গরম, ঈষদুষ্ণ, কুসুমকুসুম গরমtepidly (adverb) tepidness. tepidlty (noun(s))
  • English Word tercentenary Bengali definition [টাসেন্‌টীনারি America(n) টাসেন্‌টানারি], tercentennial [টাসেন্‌টনিআল্] (noun(s)) ত্রিশতবার্ষিকী
  • English Word term Bengali definition [টাম্‌] (noun) [countable noun] (১) সীমাবদ্ধ বা সীমিতকাল; শাসনকাল; কার্যকাল: during his term of office as President. (২) (বিদ্যালয় ইত্যাদি) শিক্ষাবর্ষের ভাগ বা পর্ব: the winter term; term test, পর্বান্তের পরীক্ষা। (৩) (আইন সম্বন্ধীয়) আদালতের অধিবেশনের স্থায়িত্বকাল(৪) (plural) শর্তাবলি: The two armies discussed the terms of ceasefire, term of reference, দ্রষ্টব্য reference (১). come to terms/make terms (with somebody) আপস মীমাংসায় পৌঁছা; বশ্যতা স্বীকার করা। come to terms (with something) মেনে, নেওয়া। (৫) be on good/friendly/bad terms (with somebody) কারো সঙ্গে বন্ধুত্বের/খারাপ সম্পর্ক স্থাপিত হওয়া: We were on good terms. on equal terms সম-অধিকারের ভিত্তিতে। not be on speking terms with somebody, দ্রষ্টব্য speak (২). (৬) কোনো ধারণা ব্যক্ত করার জন্য ব্যবহৃত শব্দ; পদ: technical/scientific/legal terms, ৭ (plural) কিছুর নিজস্ব ভাষায় বা পরিভাষায়: He praised the book in flattering terms.
  • English Word termagant Bengali definition [টামাগান্‌ট্] (noun) কলহপ্রিয় রমণী
  • English Word terminable Bengali definition [টামিনাব্‌ল্] (adjective) শেষ করা যায় বা সমাপ্তি টানা যায় এমন
  • English Word terminal Bengali definition [টামিন্‌ল্‌] (adjective) (১) প্রান্তিক; একটি সময়পর্বের অন্তে ঘটে এমন: terminal examinations. (২) চরম অবস্থায় পৌঁছেছে এমন: terminal cancer (বাঁচার আশা নেই)। □(noun) (১) রেল/বাস/লঞ্চ লাইনের প্রান্তিক স্টেশন(২) বৈদ্যুতিক বর্তনীর সংযোগস্থলterminally (adverb)
  • English Word terminate Bengali definition [টামিনেইট্] (verb transitive), (verb intransitive) (আনুষ্ঠানিক) ইতি টানা; সমাপ্ত করা; সমাপ্ত হওয়া
  • English Word termination Bengali definition [টামিনেইশ্‌ন্‌] (noun) (১) [countable noun, uncountable noun] সমাপ্তি(২) [countable noun] কোনো শব্দের অন্তিম অক্ষর বা অংশ
  • English Word terminology Bengali definition [টামিনলাজি] (noun) [countable noun, uncountable noun] পরিভাষা; পারিভাষিক শব্দাবলি: Scientific/medical terminology. terminological (adjective)
  • English Word terminus Bengali definition [টামিনাস্‌] (noun) [countable noun] (plural terminuses) রেললাইনের প্রান্তিক/শেষ স্টেশন; ট্রাম, বাস বা বিমানপথের অন্ত
  • English Word termite Bengali definition [টামাইট্] (noun) ঘুণপোকা, উইপোকা
  • English Word tern Bengali definition [টান্‌] (noun) শঙ্খচিলজাতীয় সামুদ্রিক পাখিবিশেষ
  • English Word terra firma Bengali definition [টেরাফামা] (noun) [uncountable noun] (লাতিন) শুকনা জমি; শক্ত মাটি
  • English Word terra incognita Bengali definition [টেরা ইন্‌কগ্‌নিটা] (noun) (লাতিন) অজানা ভূখণ্ড; অচেনা দেশ
  • English Word terra-cotta Bengali definition [টেরাকটা] (noun) [uncountable noun] পোড়ামাটি; মূর্তি গড়তে কাদামাটি ও বালির মিশ্রণ, যা পুড়িয়ে শক্ত করা হয়
  • English Word terrace Bengali definition [টেরাস্] (noun) (১) সমতল থেকে একটু উঁচুতে অবস্থিত একই রকমের বাড়ির সারি(২) স্তরে স্তরে বানানো দর্শক-গ্যালারি, কিংবা স্নানের ঘাট (যেমন বারানসীতে গঙ্গার ঘাট)। □(verb transitive) চত্বরযুক্ত বা সারিবদ্ধ করে বানানো।
  • English Word terrain Bengali definition [টেরেইন্] (noun) ভূখণ্ড
  • English Word terrestrial Bengali definition [টিরেস্‌ট্রিআল্] (adjective) (১) পৃথিবীসম্পর্কিত; পৃথিবীতে বসবাসকারী(২) পৃথিবীর প্রতীকস্বরূপ: a terrestrial globe, ভূগোলক।
  • English Word terrible Bengali definition [টেরাব্‌ল্] (adjective) (১) ভয়ংকর; ভীষণ; ভয়াবহ(২) চরম: terrible heat. (৩) (কথ্য) শোচনীয়ভাবে খারাপ: The waiter served us terrible food. terribly (adverb)