T পৃষ্ঠা ৭
- English Word telegraph Bengali definition [টেলিগ্রা:ফ্ America(n) টেলিগ্র্যাফ্] (noun) তারের মাধ্যমে বৈদ্যুতিক তরঙ্গ পাঠিয়ে অথবা বিনাতারে খবরাখবর পাঠানোর যন্ত্র। telegraph-post/-pole (noun(s) টেলিগ্রাফের তারের খুঁটি। bush telegraph ধোঁয়ার কুণ্ডলী অথবা ঢেঁড়া পিটিয়ে দূরে বার্তা-সংকেত পৌঁছানোর ব্যবস্থা। □(verb transitive), (verb intransitive) টেলিগ্রাফের মাধ্যমে বার্তাপ্রেরণ করা। telegrapher টেলিগ্রাফের বার্তা গ্রহণ ও প্রেরণে প্রশিক্ষিত ব্যক্তি। telegraphic (adjective) টেলিগ্রাফের মাধ্যমে প্রেরিত/প্রাপ্ত; টেলিগ্রাফসংক্রান্ত। a telegraphic address সংক্ষিপ্ত ঠিকানা যা টেলিগ্রাফে ব্যবহৃত হয়। telegraphically (adverb) telegraphese (noun) [uncountable noun] টেলিগ্রাফে ব্যবহৃত সংক্ষিপ্ত ভাষা। telegraphist (noun) telegraphy (noun) টেলিগ্রাফের মাধ্যমে বার্তা গ্রহণ ও প্রেরণের বিদ্যা।
- English Word telemetry Bengali definition [টিলেমাট্রি] (noun) [uncountable noun] রেডিওর মাধ্যমে স্বয়ংক্রিয় উপায়ে উপাত্ত প্রেরণ ও পরিমাপণ পদ্ধতি।
- English Word teleology Bengali definition [টেলিঅলাজি] (noun) পরম কারণবাদ- পৃথিবীর সবকিছু একটি বিশেষ উদ্দেশ্যে, বিশেষ পরিকল্পনামাফিক সৃষ্টি হয়েছে এমন বিশ্বাস বা মতবাদ (এই মতবাদ যান্ত্রিক বিশ্বের ধারণার বিপরীত)। teleological (adjective) teleologist (noun) পরম কারণবাদে বিশ্বাসী ব্যক্তি।
- English Word telepathy Bengali definition [টেলিপাথি] (noun) (১) টেলিপ্যাথি; ইন্দ্রিয়ের সাহায্য ছাড়া মন জানাজানি । (২) (কথ্য) অন্যের চিন্তা বা অনুভূতি দ্রুত বুঝে নেওয়ার ক্ষমতা। telepathic (adjective) telepathist (noun) টেলিপ্যাথ চর্চাকারী ব্যক্তি; এমন ক্ষমতাসম্পন্ন ব্যক্তি।
- English Word telephone Bengali definition [টেলিফোন্] (noun) (কথ্যরূপ phone) তারের মাধ্যমে বৈদ্যুতিক তরঙ্গ পাঠিয়ে মানুষের কণ্ঠস্বর প্রেরণের মাধ্যম, পদ্ধতি; এই পদ্ধতিতে ব্যবহৃত যন্ত্র (গ্রাহকযন্ত্র এবং মাউথপিসসহ): When the phone rang, I was in the kitchen. I answerd the phone (গ্রাহকযন্ত্র উঠিয়ে উত্তর দেওয়া)। telephone booth পাবলিক টেলিফোনের ছোট কুঠুরি। telephone directory (অপিচ phone-book) টেলিফোন গ্রাহকদের নাম ও ঠিকানাসংবলিত তালিকা। telephone exchange টেলিফোনের সংযোগ ঘটানোর স্থান। □(verb transitive), (verb intransitive) টেলিফোনের মাধ্যমে সংবাদ প্রেরণ: He (tele) phoned me last night. telephony (noun) টেলিফোনের মাধ্যমে বার্তা প্রেরণ ও গ্রহণ প্রক্রিয়া; দূরভাষণ। telephonistn টেলিফোন এক্সচেঞ্জের অপারেটর।
- English Word telephoto Bengali definition [টেলিফোটো] (noun) (১) telephoto lens= telescopic lens. (২) (কথ্য সংক্ষিপ্তরূপ) টেলিগ্রাফ। telephotograph (ক) টেলিফোটো লেন্সের সাহায্যে তোলা ছবি। (খ) টেলিফটোগ্রাফির মাধ্যমে গৃহীত বা প্রেরিত ছবি। telephotography (noun) [uncountable noun] (১) দূরের বস্তুর ছবি তোলার প্রক্রিয়া। (২) দূর থেকে ছবি গ্রহণ ও দূরে ছবি প্রেরণের প্রক্রিয়া।
- English Word teleprinter Bengali definition [টেলিপ্রিন্টা(র্)] (noun) খবর আদানপ্রদানের টেলিগ্রাফ যন্ত্র (যাতে প্রেরক অপারেটর তারবার্তাটি টাইপ করেন এবং গ্রহণযন্ত্রে একই সঙ্গে যে বার্তা স্বয়ংক্রিয়ভাবে টাইপ হয়ে যায়)।
- English Word teleprompter Bengali definition [টেলিপ্রম্প্টা(র্)] (noun) টেলিভিশনের খবর পাঠকদের সামনের যে যন্ত্রে তাদের পাঠ্য লেখাটি বড় হরফে ভেসে ওঠে, যা দেখে তারা খবর পড়েন (দর্শকদের মনে হয় খবর পাঠক সরাসরি তার দিকে চেয়ে কথা বলছেন)।
- English Word telescope Bengali definition [টেলিস্কোপ্] (noun) দুরবিন: Lock at the moon through a telescope. radio- telescope, দ্রষ্টব্য radio. telescopic (adjective) (১) দুরবিন দ্বারা দেখা যায়, দুরবিনে ব্যবহৃত হয় এমন: a telescope lens, দূরের বস্তুর ছবি তোলার জন্য ব্যবহৃত ক্যামেরা লেন্স: a telescope sight, রাইফেল ইত্যাদিতে সংযুক্ত লক্ষ্যবস্তু স্থিরকারী কৌশল। (২) এমন যন্ত্র যার এক অংশ অন্য অংশের ভিতর ঢুকে যায়: a telescope aerial (বহনযোগ্য রেডিওতে যেমনটি থাকে)।
- English Word telethon Bengali definition [টেলিথন্] (noun) [uncountable noun] কোনো সাহায্যার্থে অর্থ সংগ্রহের জন্য টেলিভিশনের মাধ্যমে প্রদর্শিত সুদীর্ঘ অনুষ্ঠান।
- English Word teletypewriter Bengali definition [টেলিটাইপ্রাইটা(র্)] (noun) (America(n))= teleprinter
- English Word television Bengali definition [টেলিভিজ্ন্] (noun) (১) [uncountable noun] (সংক্ষিপ্তরূপ টিভি অথবা কথ্যরূপ টেলি, telly) দূরদর্শন; টেলিভিশন। (২) বস্তুর ছবি সম্প্রচারের কৌশল। televise (verb intransitive) টেলিভিশনের মাধ্যমে সম্প্রচার: The SAF games were televised.
- English Word telex Bengali definition [টেলেক্স্] (noun) টেলিপ্রিন্টারের সাহায্যে যোগাযোগের ব্যবস্থা।
- English Word telfer Bengali definition [টেল্ফা(র্)] = telpher.
- English Word tell Bengali definition [টেল্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle told) (১) tell something (to somebody), tell somebody something বলা, জানানো; (কথায় অথবা লেখার মাধ্যমে) He told the news to his father. Tell me your name. I told you so আমি তোমাকে আগেই বলেছিলাম এ রকম ঘটবে। you’re telling me আমি তোমার সঙ্গে সম্পূর্ণ একমত। Tell me another আমি তোমার কথা বিশ্বাস করছি না। tell the world (কথ্য) সবাইকে জানিয়ে দাও। (২) উচ্চারণ করা; কথায় প্রকাশ করা: Don’t tell a lie. tell the tale (কথ্য) সহানুভূতি পাওয়ার জন্য করুণ গল্প শোনানো। tell tales about/on somebody শত্রুতাবশত কারো গোপন কথা প্রকাশ করে দেওয়া। telltale যে ব্যক্তি অন্যের ব্যক্তিগত ব্যাপার বলে দেয়; যে ঘটনা ইত্যাদি কোনো ব্যক্তির চিন্তা, কর্মকাণ্ড ইত্যাদি ফাঁস করে দেয়: There was a tell-tale mark of lipstick on his lips. (৩) আদেশ করা: You must do what I tell you. Tell him to come tomorrow. (৪) tell somebody/something (from somebody/something) আলাদা করে চেনা; ফারাক করতে পারা; It is difficult to tell his brother from him: they look so much alike. (৫) বুঝতে পারা: Can you tell which button to press to start the machine? tell the time ঘড়ি দেখে সময় বলা। You never can tell তুমি কখনোই নিশ্চিত হতে পারো না (কারণ বাহ্যিক চেহারা দেখে প্রায়ই ঠকতে হয়)। ‘there is/was no telling জানা বা বোঝা অসম্ভব। (৬) (প্রাচীন) গণনা করা। tell one’s beads তসবি জপা; জপমালা বা তসবিদানা গুনে গুনে দোয়াদরুদ পড়া। tell somebody off (for something/to do something) (ক) একজন একজন করে গুনে প্রত্যেককে নির্দেশ দেওয়া। (খ) (কথ্য) কারো দুষ্কর্মের হিসাব করা; ভর্ৎসনা করা: The teacher told the student off for making so many careless mistakes. (৭) tell (on/upon somebody) স্বাস্থ্যের ক্ষতি করা: Hard work is telling on him. telling (adjective) কার্যকর: He gave a telling speech. tellingly (adverb) = tell.
- English Word teller Bengali definition [টেলা(র্)] (noun) (১) ব্যাংকের কর্মচারী যে কাউন্টারে বসে টাকা গুনে নেয় বা দেয়। (২) ভোট গণনাকারী।
- English Word tellurium Bengali definition [টেলূরিআম্] (noun) [uncountable noun] (রসায়ন) মৌলিক পরমাণুবিশেষ যার প্রতীক; (Te)।
- English Word telly Bengali definition [টেলি] (noun) টেলিভিশনের কথ্যসংক্ষেপ।
- English Word telpher Bengali definition [টেল্ফা(র্)] (noun) (১) আকাশে টানানো রজ্জুপথে চালিত গাড়ি বা বাহন। (২) এভাবে বৈদ্যুতিক শক্তির সাহায্যে চালিত পরিবহন ব্যবস্থা।
- English Word telstar Bengali definition [টেল্স্টা:(র্)] (noun) টেলিফোন-সংবাদ ও টিভির অনুষ্ঠানের বাণিজ্যিক সম্প্রচারে ব্যবহৃত যোগাযোগ উপগ্রহ।
- English Word temerity Bengali definition [টিমেরাটি] (noun) হঠকারিতা।
- English Word temper 1 Bengali definition [টেম্পা(র্)] (noun) (১) মানসিক অবস্থা বা মেজাজ; খোশমেজাজ। in a bad temper রাগান্বিত মেজাজে। get/fly into a temper রেগে যাওয়া। keep/lose one’s temper মেজাজ ঠিক রাখা/মেজাজ বিগড়ে যাওয়া। out of temper (with) রাগান্বিত।
- English Word temper 2 Bengali definition [টেম্পা(র্)] (verb transitive), (verb intransitive) (১) গরম ও ঠাণ্ডা করে লোহা ইত্যাদিতে পান দেওয়া; অনুপাত-অনুযায়ী মিশ্রিত করা অথবা মিশ্রিত হওয়া। (২) কোমল অথবা শান্ত করা বা হওয়া: We must temper justice with mercy. (বিচারকে ক্ষমার মিশ্রণ দিয়ে সহনীয় করা)।
- English Word tempera Bengali definition [টেম্পারা] (noun) [uncountable noun]= distemper, বিশেষত ফ্রেসকো চিত্রকলায় ব্যবহৃত।
- English Word temperament Bengali definition [টেম্প্রামান্ট্] (noun) (১) [countable noun, uncountable noun] শারীরিক বা মানসিক পরিস্থিতি; ধাত; প্রকৃতি; মেজাজ: The man has an artistic temperament/nervous temperament. (২) [uncountable noun] অত্যন্ত উত্তেজনাপ্রবণ, অস্থির প্রকৃতি ও অভিমানী স্বভাব; মেজাজিস্বভাব। temperamental (adjective) (১) শারীরিক বা মানসিক প্রকৃতিগত; ধাতুগত। (২) বদমেজাজি; অস্থির প্রকৃতিসম্পন্ন: John Mcenro is a temperament tennis player. temperamentally (adverb) = temperament.
- English Word temperance Bengali definition [টেম্পারান্স্] (noun) [uncountable noun] (১) মিতাচার; সংযম (বিশেষ করে মদ্যপানের ব্যাপারে)। (২) মদ্যপান পুরোপুরি বর্জন; মদ্যপান বর্জনের পক্ষপাতী। temperance hotel যে হোটেলে মদ্যপান নিষিদ্ধ।
- English Word temperate Bengali definition [টেম্পারাট্] (adjective) (১) সংযত; মিতাচারী (বিশেষত মদ্যপানে)। (২) (জলবায়ু) শীতপ্রধান; নাতিশীতোষ্ণ: Italy has a temperate climate. temperately (adverb), temperateness (noun) = temperate.
- English Word temperature Bengali definition [টেম্প্রাচা(র্)] (noun) [countable noun, uncountable noun] তাপমাত্রা; শরীর বা বাতাসের তাপ (থার্মোমিটার বা ব্যারোমিটারে নির্ণীত): In Hawaii there are no extremes of temperature. The child has a mild temperature, (সামান্য জ্বর) have a/run a fever জ্বর ওঠা।
- English Word tempest Bengali definition [টেম্পিস্ট্] (noun) প্রচণ্ডঝড়; (লাক্ষণিক) প্রচণ্ড উত্তেজনা: A tempest of laughter swept through the audience. tempest swept ঝটিকাতাড়িত। tempestuous (adjective) ঝঞ্ঝাক্ষুব্ধ; ঝড়ো; প্রচণ্ড উত্তেজিত: He was in a tempest mood.
- English Word template, templet Bengali definition [টেম্প্লিট্] (noun(s)) কাঠ বা ধাতব পদার্থ ছিদ্র করা বা কাটতে পাতলা কাঠ ইত্যাদির যে মাপনদণ্ড ব্যবহৃত হয়।