• Bengali Word speak English definition [স্পীক্] (verb intransitive), (verb transitive) ১ কথা বলা: He spoke slowly.
    (২) speak (to/with somebody) (about something) কারো সঙ্গে (কোনো বিষয়ে) কথা বলা; আলাপ করা: He was speaking to me about his plans for the school. speak for somebody (ক) কারো (পক্ষ) হয়ে কথা বলা। (খ) কারো সপক্ষে সাক্ষ্য দেওয়া। speak for oneself নিজের মতো করে নিজের মতামত ইত্যাদি প্রকাশ করা। (গ) (সাধারণত Speak for yourself!) অন্যের (পক্ষ) হয়ে কথা বলতে না-যাওয়া, অর্থাৎ, কথা বলার ধৃষ্টতা পোষণ না-করা। speak to somebody কাউকে মৃদু তিরস্কার করা: He has started using my table again- I must speak to him about it. speak to something কোনোকিছুর সত্যতা স্বীকার করা বা প্রসঙ্গ রক্ষা করা: There was no one here who could speak to his having been at the scene of the murder, অকুস্থলে উপস্থিত ছিল- একথা বলার মতো কেউ ছিল না সেখানে; This time he took care to speak to the subject, বিষয়ান্তরে যায়নি। speak of the devil কারো সম্পর্কে কথা শেষ না হতেই সেই ব্যক্তিকে দেখা গোল কিংবা তার কণ্ঠস্বর শোনা গেলে এমন বলা হয়ে থাকে; (বাংলা সমার্থক) বলতে না বলতেই (এসে) হাজির! nothing to speak of বলার মতো (তেমন) কিছু নেই। speak out/up (ক) (আরো) জোরে বলা। (খ) নির্দ্বিধায় বা নির্ভয়ে নিজের মতামত দেওয়া। not be on speaking terms with somebody (ক) কারো সঙ্গে কথা বলার মতো পরিচয় না-থাকা। (খ) (মনোমালিন্যের কারণে) কারো সঙ্গে কথা বলা বন্ধ করা। so to speak বলতে গেলে; বলতে কি। speak-trumpet (noun) (অধুনা প্রচলিত hearing-aids) শোনায় সহায়তা পাওয়ার জন্য বধির ব্যক্তি কর্তৃক কানে ব্যবহার করা শ্রবণযন্ত্র। speaking-tube (noun) এক জায়গা থেকে অন্য জায়গায় (যেমন, জাহাজের ডেকের উপরে ক্যাপ্টেনের মঞ্চ থেকে ইনজিন-কক্ষে) কণ্ঠস্বর বহন করার নল। (৩) সাক্ষ্য বহন করা; প্রকাশ করা (আবশ্যিকভাবে শব্দসহযোগে নয়): Actions speak louder than words. speak volumes for জোরালো সাক্ষ্য বহন করা: This evidence speaks volumes for his sincerity of purpose. speak well for কারো বা কোনোকিছুর সপক্ষে প্রমাণস্বরূপ হওয়া। (৪) (কোনো ভাষা) জানা এবং তা ব্যবহার করতে সক্ষম হওয়া: She speaks three languages. (৫) বক্তৃতা করা: He spoke on the need for adult literacy. (৬) ঘোষণা করা; জানানো; উচ্চারণ করা; বলা: speak the truth. speak one’s mind খোলাখুলি বা চাঁচাছোলাভাবে আপন মনোভাব ব্যক্ত করা। (৭) (adverb+pres part এই ছকে): strictly/roughly/generally speaking, সঠিকভাবে/মোটামুটিভাবে/সাধারণভাবে বললে…। (৮) (নৌচালনবিদ্যা) (পতাকা নেড়ে) শুভেচ্ছা জ্ঞাপন করা ও (পতাকাসংকেত ইত্যাদির ব্যবহার করে) তথ্য বিনিময় করা: speak a passing ship. (৯) (বন্দুক, বাদ্যযন্ত্র ইত্যাদির) আওয়াজ করা। (১০) speak-easy (noun) (বিশেষত যুক্তরাষ্ট্রে মদ বিক্রি নিষিদ্ধ ঘোষিত অবস্থায়) অবৈধ মদের দোকান। speaker (noun) (১) বক্তা: He is a good speaker. (২) লাউড স্পিকারের সংক্ষেপ। (৩) the Speaker আইনসভার (যেমন, বাংলাদেশের জাতীয় সংসদ) সভাপতি। speakership [স্পিকারশিপ্‌] (noun) স্পিকারের পদ; স্পিকারের কার্যকাল।