T পৃষ্ঠা ৬
- English Word tear 2 Bengali definition [টেআ(র্)] (verb intransitive), (verb intransitive) (past tense tore, past participle torn) (১) ছেঁড়া; ছিঁড়ে ফেলা; ছিন্ন করা: Tear the piece of paper into two. torn clothes ছিন্নবস্ত্র; ছেঁড়া পোশাক। (২) tear oneself away (from) স্থানত্যাগ করা; কোনো কিছু থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়া: The boy could hardly. tear himself away from the TV programmes. (৩) (সাধারণত passive) শান্তি বিঘ্নিত করা: The country was torn by civil strife. torn between দুই বিপরীতধর্মী টানের ভিতরে পড়ে ক্ষতবিক্ষত হয়েছে এমন। (৪) ছিন্ন হওয়া: This newsprint tears easily. (৫) উত্তেজিতভাবে বা খুব দ্রুত কোথাও যাওয়া: The boy tore down the street. □(noun) [countable noun] কাপড়, কাগজ ইত্যাদিতে ছেঁড়া, কাটা জায়গা: There are several tears on this shirt.
- English Word tease Bengali definition [টীজ্] (verb transitive) (১) ঠাট্টা করা; বিরক্ত করা; প্রশ্ন করে বিব্রত করা; খেদানো: The husband teased the wife about her short hair. (২) আঁশ বা তন্তু বা ফেঁসো বের করা অথবা কাপড়ের উপরিভাগকে এভাবে ফাঁপিয়ে তোলা: tease wool. □(noun) (১) যে ব্যক্তি অন্যদের সঙ্গে ঠাট্টা মশকরা করতে ভালোবাসে। (২) (কথ্য) কঠিন প্রশ্ন বা কাজ। teasingly (adverb) ঠাট্টাছলে।
- English Word teasel, teazel, teazle Bengali definition [টীজ্ল্] (noun) বাঁকানো শীর্ষ ও কাঁটাওয়ালা একপ্রকার ফুলগাছ বা ঐ ফুল।
- English Word teat Bengali definition [টীট্] (noun) স্তন বা স্তনের বোঁটা।
- English Word tech Bengali definition [টেক্] (noun) technical college- এর কথ্যসংক্ষেপ।
- English Word technetium Bengali definition [টেক্নেটিআম্] (noun) [uncountable noun] (রসায়ন) তেজস্ক্রিয় পদার্থবিশেষ (Tc)।
- English Word technical Bengali definition [টেক্নিক্ল্] (adjective) (১) প্রযুক্তিগত; প্রায়োগিক কৌশলসংক্রান্ত: technical difficulties, প্রযুক্তিগত ব্যবহারিক অসুবিধা। (২) বিশেষ বিজ্ঞান, কৌশল বা শিল্পের সঙ্গে সংযুক্ত, পরিভাষাগত: technical terms/training. technical college Polytechnic- এর পূর্বনাম। technically (adverb) technicality (noun) কলাকৌশলগত খুঁটিনাটি।
- English Word technician Bengali definition [টেক্নিশ্ন্] (noun) প্রয়োগবিদ; প্রকৌশলী; যন্ত্রকারিগর।
- English Word technicolor Bengali definition [টেক্নিকালা(র্)] (noun) চলচ্চিত্রে রঙিন ছবি তোলার প্রণালি।
- English Word technique Bengali definition [টেক্নীক্] (noun) কৌশল; সংগীত, চিত্রকলা ইত্যাদিতে বিশেষ দক্ষতা, প্রকাশশৈলী বা প্রকাশভঙ্গী।
- English Word technobabble Bengali definition [টেকনব্যাব্ল্] (noun) অপ্রয়োজনীয়ভাবে দুর্বোধ্য প্রযুক্তি- পরিভাষা বা ভাষণ; Ignore all the technobabble. এটা technospeak নামেও পরিচিত।
- English Word technocracy Bengali definition [টেক্নক্রাসি] (noun) প্রয়োগবিদ্যাকুশলীদের দ্বারা পরিচালিত শিল্প-সংগঠন; কোনো দেশের এমন শিল্পব্যবস্থা, যেখানে প্রয়োগবিদরাই সব নীতি নির্ধারণ ও পরিচালনা করে। technocrat (noun) technocracy-এর সমর্থক, সদস্য ইত্যাদি।
- English Word technology Bengali definition [টেক্নলাজি] (noun) [uncountable noun] প্রযুক্তি: Computer technology, কম্পিউটারপ্রযুক্তি। technotogist (noun) প্রযুক্তিবিদ; প্রযুক্তিনবিস। technological (adjective) প্রযুক্তিগত।
- English Word teddy bear Bengali definition [টেডি বেআ(র্)] (noun) শিশুর খেলনা ভালুক।
- English Word Teddy Boy Bengali definition [টেডি বয়্] (কথ্যরূপ Ted) (British/Britain) পঞ্চাশ ও ষাটের দশকের উঠতিবয়সী তরুণ, যারা রাজা সপ্তম এডওয়ার্ডের কালের পোশাকের মতো জামাকাপড় পরত।
- English Word tedious Bengali definition [টীডিআস্] (adjective) ক্লান্তিকর; অনাকর্ষণীয়; বিরক্তিকর: Proofreading is a tedious job. tediously ক্লান্তিকরভাবে। tediousness (noun) tedium (noun) ক্লান্তিকরতা; একঘেয়েমি; বিরক্তি।
- English Word tee Bengali definition [টী] (noun) (১) (গলফে) উঁচু স্থান (বালির ঢিবি), যেখান থেকে খেলোয়াড় তার বলটিকে গর্তের দিকে ঠেলে দেন। tee-shirt (noun)= T-shirt, দ্রষ্টব্য নিখুঁতভাবে। to a tee/T নিখুঁতভাবে। □(verb transitive), (verb intransitive) tee (the ball) up বলকে tee-তে স্থাপন।
- English Word teem 1 Bengali definition [টীম্] (verb intransitive) (১) অনেক সংখ্যায় বর্তমান থাকা: Fish teem in this lake. (২) teem with প্রচুর পরিমাণে ধারণ করা: Bangladesh is teeming with people.
- English Word teem 2 Bengali definition [টীম্] (verb intransitive) teem (down) (with) (বৃষ্টি ইত্যাদি) অঝোর ধারায় নেমে আসা; প্রবল বর্ষণ হওয়া; The rain was teeming down.
- English Word teens Bengali definition [টীন্জ্] (noun) '১৩' থেকে '১৯', বছরের মধ্যে বয়স: The boy is in his teens. teenage (adjective) '১৩' থেকে '১৯' বছরের মধ্যে বয়স এমন। teenager এমন বয়সী ছেলে/মেয়ে।
- English Word teeny Bengali definition [টীনি] (adjective)= tiny.
- English Word teeny-bopper Bengali definition [টীনিবপা(র্)] (noun) ফ্যাশনসচেতন টিনএজ তরুণ।
- English Word teeter Bengali definition [টীটা(র্)] (verb intransitive) টলমলভাবে হাঁটা বা দাঁড়ানো: The oldman is teetering with a stick in hand.
- English Word teeth Bengali definition [টীথ্] tooth - এর plural
- English Word teethe Bengali definition [টীদ্] (verb intransitive) (শুধু progressive tense, gerund ও' pres part teethe এ ব্যবহৃত) (শিশুর) দাঁত ওঠা: The child is teething. teething troubles প্রথম দাঁত ওঠার সময়ে শিশুর যেসব অসুবিধা দেখা দেয়; (লাক্ষণিক) কোনো কর্মের শুরুতে যেসব বাধাবিপত্তি দেখা দেয়।
- English Word teetotal Bengali definition [টীটোট্ল্] (adjective) অ্যালকোহলিক পানীয় পানবিরোধী। teetotaler (noun) যিনি মদ্যপান থেকে বিরত থাকেন।
- English Word tegument Bengali definition [টেগিউমান্ট্] (noun) (সাধারণত integument) প্রাণীর শরীরের প্রাকৃতিক শক্ত আবরণ, যেমন কচ্ছপের খোল।
- English Word telecommunications Bengali definition [টেলিকামিঊনিকেইশ্ন্জ্] (noun), (plural) তার, টেলিগ্রাফ, টেলিফোন, বেতার অথবা টিভির মাধ্যমে যোগাযোগের ব্যবস্থা।
- English Word teleconferencing Bengali definition [টেলিকন্ফারেনসিঙ্] (noun) [countable noun] টেলিযোগাযোগের মাধ্যমে সভা অনুষ্ঠানের প্রক্রিয়া; টেলিকনফারেন্সিং: We are going to do some teleconferencing with our clients. teleconference (noun) যে কনফারেন্সে বিভিন্ন এলাকার অংশগ্রহণকারীরা টেলিযোগাযোগ প্রযুক্তির সাহায্যে সংযুক্ত হয়; টেলিকনফারেন্স: Set up a teleconferencing meeting instead of flying to Chittagong.
- English Word telegram Bengali definition [টেলিগ্র্যাম্] (noun) [countable noun] টেলিগ্রাফির মাধ্যমে পাঠানো বার্তা।