• Bengali Word reference English definition [রেফ্‌রান্‌স্‌] (noun) ১ [Countable noun, Uncountable noun] উল্লেখ; শরণ; অভিসম্বন্ধ; বরাত; সূত্র: make reference to a dictionary, অভিধান দেখা।
    reference book, book of reference যে গ্রন্থ আগাগোড়া পড়া হয় না, তথ্যের জন্য আলোচনা করা হয়, যেমন অভিধান বা বিশ্বকোষ; সন্ধানপুস্তক; দীপিকা। reference library যে গ্রন্থাগারে কেবল সন্ধানপুস্তক রক্ষিত হয় (কেবল গ্রন্থাগারে বসে দেখার জন্য); সন্ধান গ্রন্থাগার। terms of reference (কমিশন সম্বন্ধে) কোনো কর্তৃপক্ষকে প্রদত্ত কার্যপরিধি; আয়ত্ত: The question is not within the terms of reference of the commission. (২) [countable noun] কোনো ব্যক্তির চরিত্র বা কর্মদক্ষতার উপর মন্তব্য (করতে ইচ্ছুক ব্যক্তি); শংসাপত্র; অভিসম্বন্ধ: a banker’s reference, আর্থিক অবস্থা সচ্ছল এই মর্মে ব্যাংকের পত্র। (৩) [Countable noun] তথ্যনির্দেশ; তথ্যোল্লেখ; অভিসম্বন্ধ: a book crowded with references to other books. reference marks পাদটীকা ইত্যাদির প্রতি পাঠকের দৃষ্টি-আকর্ষণের জন্য ব্যবহৃত চিহ্ন; অভিসম্বন্ধ-চিহ্ন। cross-reference, দ্রষ্টব্য cross-reference. (৪) in/with reference to বিষয়ে; সম্বন্ধে; অভিসম্বন্ধক্রমে। without reference to নির্বিশেষে; সম্বন্ধ ব্যতিরেকে। referential [রেফারেন্‌শ্‌ল্‌] (adjective) সম্বন্ধ আছে এমন; আভিসম্বন্ধিক।