T পৃষ্ঠা ৮
- English Word temple 1 Bengali definition [টেম্প্ল্] (noun) (১) মন্দির; উপাসনাগৃহ; দেবপীঠ (বিশেষত প্রাচীন গ্রিক, রোমান, মিসরীয় এবং আধুনিক হিন্দু বা বৌদ্ধ মন্দির)। (২) (কখনো কখনো) খ্রিষ্টীয় উপাসনালয়; গির্জা: a Mornon temple. (৩) প্রাচীন জেরুজালেমে ইহুদিদের ধর্মকেন্দ্র।
- English Word temple 2 Bengali definition [টেম্প্ল] (noun) কপালের দুই পাশের যেকোনো একটি।
- English Word templet Bengali definition [টেম্প্লিট্] (noun) দ্রষ্টব্য template.
- English Word tempo Bengali definition [টেম্পো] (noun) (১) কোনো কাজের বা গতির বেগমাত্রা: The election tempo is rising. (২) (সংগীত) লয়।
- English Word temporal Bengali definition [টেম্পারাল্] (adjective) (১) সময়গত। (২) পার্থিব বা বিষয়ী; অনাধ্যাত্মিক। temporality (noun) পার্থিব বস্তু; যাজকদের অযাজকীয় সম্পত্তি।
- English Word temporary Bengali definition [টেম্প্রারি] (adjective) দীর্ঘস্থায়ী নয় এমন; অস্থায়ী; সাময়িক; ক্ষণস্থায়ী: a temporary job. temporarily (adverb) = temporary. temporariness (noun) = temporary.
- English Word temporize, temporise Bengali definition [টেম্পারাইজ্] (verb intransitive) গড়িমসি করা; কালক্ষেপণ করা: The Minister gave a temporizing answer to the question.
- English Word tempt Bengali definition [টেম্প্ট্] (verb intransitive) tempt (to something/into doing something) (১) প্রলুব্ধ করা। (২) বুঝিয়েসুঝিয়ে কোনো কাজ করানোয় সম্মত করা। (৩) (প্রাচীন) পরীক্ষা করা; ঝুঁকি নেওয়া: tempt Providence. temptingly (adverb) tempter (noun) প্রলোভনকারী; মানুষকে যে অন্য কাজে প্রলুব্ধ করে; শয়তান। temptress (noun) মোহিনী রমণী।
- English Word temptation Bengali definition [টেম্প্টেইশ্ন্] (noun) (১) প্রলোভন: We should not yield to temptations. (২) প্রলুব্ধকারী বস্তু।
- English Word ten Bengali definition [টেন্] (noun), (adjective) দশ। ten to one খুব সম্ভবত: ten to one the train will arrive late. tenth (noun). (adjective) এক-দশমাংশ। tenthly (adverb) tenfold (adverb) দশগুণ। tenpence (noun) দশ পেনি (ইংল্যান্ড)।
- English Word ten pin Bengali definition [টেন্পিন্] (noun) দশ ঘুটির খেলাবিশেষ।
- English Word tenable Bengali definition [টেনাব্ল্] (adjective) (১) সমর্থনযোগ্য বা রক্ষাযোগ্য: His terms are hardly tenable. (২) (চাকরি) নির্দিষ্ট মেয়াদযুক্ত: The post of the President is tenable for three years. tenability (noun)
- English Word tenacious Bengali definition [টিনেইশাস্] (adjective) শক্ত করে আঁকড়ে রাখে এমন; নাছোড়বান্দা; ধৈর্যশীল। tenaciously (adverb) tenaciousness (noun) tenacity (noun)
- English Word tenant Bengali definition [টেনান্ট্] (noun) ভাড়াটে; প্রজা। tenant farmers ভাগচাষি। □(verb transitive) ভাড়াটে হিসেবে ভোগদখল করা: We have tenanted this house since 1 9৪0. tenancy (noun) (১) প্রজাস্বত্ব; ভাড়াটে হিসেবে ভোগকৃত অধিকার;এমন অধিকারের কার্যকাল। tenantry (noun) ভাড়াটেগণ।
- English Word tench Bengali definition [টেন্চ্] (noun) ইউরোপীয় মিঠা জলের মাছবিশেষ; কার্প।
- English Word tend 1 Bengali definition [টেন্ড্] (verb transitive) যত্ন নেওয়া; তত্ত্বাবধান করা; গরু, ভেড়া ইত্যাদি চারণ করা।
- English Word tend 2 Bengali definition [টেন্ড্] (verb transitive) কোনো বিশেষ দিকে ঝোঁকা; প্রবণতা দেখানো: He tends to be whimsical in taking decisions. tendency (noun) প্রবণতা; ঝোঁক: Prices are showing an upword tend at the moment.
- English Word tendentious Bengali definition [টেনডেন্শাস্] (adjective) (লেখা বা বক্তৃতা) গূঢ় উদ্দেশ্যসম্পন্ন; পক্ষপাতযুক্ত: Radio stations broadcast tendentious news during the wartime. tendentiously (adverb) tendentiousness (noun)
- English Word tender 1 Bengali definition [টেন্ডা(র্)] (adjective) (১) কোমল; নরম; সূক্ষ্ম; সহজে আঘাতপ্রাপ্ত হয় এমন; নাজুক: tender plants a tender subject, স্পর্শকাতর বিষয়; tender age অল্প বয়স; tender conscience/heart, কোমল বা নরম মন; সহজেই দয়ার্দ্র হয় এমন। tender-hearted (adjective). tenderfoot (noun) জীবনধারণ কষ্টসাধ্য এমন দেশে নবাগত ব্যক্তি। (২) (মাংস) সহজে সিদ্ধ হয় এমন। (৩) দয়ালু; স্নেহপরায়ণ। tender looks স্নেহার্দ্র দৃষ্টি। tenderly (adverb) tenderness (noun)
- English Word tender 3 Bengali definition [টেন্ডা(র্)] (verb transitive), (verb intransitive) (১) পেশ করা; দাখিল করা: He tendered his resignation. (২) tender for দরপত্র, নির্দিষ্ট পারিশ্রমিকে কাজ করে দেওয়া বা নির্দিষ্ট মূল্যে মাল সরবরাহের উদ্দেশ্যে প্রস্তাব পেশ করা। □(noun) (১) দরপত্র: The company invited tenders for the construction of the building. (২) legal tender আইনগত গ্রাহ্য মুদ্রা।
- English Word tendon Bengali definition [টেন্ডান্] (noun) [countable noun] শক্ত ও মোটা তন্তু যা দিয়ে মাংসপেশি হাড়ের সঙ্গে যুক্ত থাকে।
- English Word tendril Bengali definition [টেন্ড্রাল্] (noun) [countable noun] গাছের সুতার আকারের লতানো অঙ্গ, যা দিয়ে গাছটি কোনো অবলম্বনকে আঁকড়ে থাকে; আঁকশি।
- English Word tenement Bengali definition [টেনামান্ট্] (noun) [countable noun] (১) tenement (-house) অনেক পরিবার ভাড়া থাকতে পারে এমন ফ্ল্যাটবাড়ি। (২) (আইন সম্বন্ধীয়) যেকোনো বসতবাড়ি; যেকোনো রকম স্থায়ী সম্পত্তি।
- English Word tenet Bengali definition [টেনিট্] (noun) [countable noun] মতবাদ, বিশ্বাস।
- English Word tenner Bengali definition [টেনা(র্)] (noun) (কথ্য) ব্রিটেনে দশ পাউন্ডের নোট; দশ টাকার নোট।
- English Word tennis Bengali definition [টেনিস্] (noun) টেনিস খেলা। tennis-court (noun) টেনিস খেলার অঙ্গন। tennis-elbow (noun) টেনিস খেলার কারণে সৃষ্ট কনুইর প্রদাহ।
- English Word tenon Bengali definition [টেনন্] (noun) খাঁজের মধ্যে ঢোকানো যায় এমন করে চাঁছা কাঠের প্রান্তভাগ।
- English Word tenor 1 Bengali definition [টেনা(র্)] (noun) (সাধারণত the tenor (of)) কোনো মানুষের জীবনের সাধারণ ধারা (কোনো বক্তৃতা বা রচনার) সাধারণ অর্থ, মর্ম বা ধাঁচ: I read the first few pages of the novel to get the tenor of what was being said.
- English Word tenor 2 Bengali definition [টেনা(র্)] (noun) (১) (সংগীত) (পুরুষের) চড়া সুর; সপ্তম সুর। (২) তারের বাদ্যযন্ত্রবিশেষ: a tenor saxophone.
- English Word tense 1 Bengali definition [টেন্স্] (adjective) টানটানভাবে প্রসারিত; চাপা উত্তেজনায় কঠিন ভারপ্রাপ্ত: His face was tense with anxiety. উত্তেজনাপূর্ণ: We had passed some tense moments before the results were declared. □(verb transitive), (verb intransitive) উত্তেজনায় কঠিনভাব প্রাপ্ত হওয়া বা করা: He tensed his muscles. be/get tensed up স্নায়বিক চাপ অনুভব করা: He’s always tensed up before an interview.