• Bengali Word radio English definition [রেইডিও] (noun) ১ [Uncountable noun] বেতার; তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে যোগাযোগ।
    (২) [Uncountable noun] বেতারসম্প্রচার। (৩) [Countable noun] radio-(set) জাহাজ, বিমান ইত্যাদিতে বেতারসংকেত পাঠানো ও গ্রহণ করার যন্ত্র; বেতারকেন্দ্র থেকে সম্প্রচারিত অনুষ্ঠান শোনার (ঘরে ব্যবহৃত) বেতারযন্ত্র; রেডিও সেট। (৪) radio beacon (noun) বৈমানিকদের সাহায্য করতে বেতারসংকেত পাঠানোর স্টেশন। radio beam বেতারসংকেতের রশ্মি যা বেতার স্টেশন থেকে পাঠানো হয়। radio frequency সেকেন্ডে ১০ কিলো-সাইকেলস থেকে ৩০০০০০০ মেগাসাইকেল্‌স্‌- এই পরিধির মধ্যে বেতারতরঙ্গ দৈর্ঘ্য।