T পৃষ্ঠা ৪
- English Word tantamount Bengali definition [ট্যান্টামাউন্ট্] (adjective) tantamount to সমপরিমাণ; সদৃশ; শামিল: His absence in the meeting was tantamount to violation of discipline. Her statement is tantamount to a confession of guilt.
- English Word tantrum Bengali definition [ট্যান্ট্রাম্] (noun) [countable noun] বদমেজাজের ঘোর; ক্রোধান্বিত অবস্থা: He flies into tantrums at the slightest provocation.
- English Word tap 1 Bengali definition [ট্যাপ্] (noun) (১) তরলপদার্থ বা গ্যাসের নির্গম নলের মুখ। on tap ট্যাপযুক্ত; ঢেলে নেওয়ার জন্য তৈরি; (লাক্ষণিক) প্রয়োজনের সময় ব্যবহারোপযোগী। tap-room (noun) (সরাইখানা ইত্যাদিতে) যে কক্ষে মদের পিপা রাখা হয়। taproot গাছের মূল শিরা। (২) পিপার ছিপি। □(verb transitive) (১) tap (off) something (from something) ট্যাপ খুলে তরল পদার্থ ঢেলে নেওয়া: tap off wine from a cask. (২) সংগ্রহ করা: tap somebody for money/information. (৩) পিপা ইত্যাদিতে ছিপি লাগানো।
- English Word tap 2 Bengali definition [ট্যাপ্] (noun) [countable noun] (১) টোকা; চাপড়: I heard a tap on the door. tap-dancing (noun) পা, পায়ের গোড়ালি বা আঙুল দিয়ে টোকা দিয়ে তাল ঠুকে নাচ। (২) taps (America(n) সেনাবাহিনী) আলো নিভিয়ে ফেলার জন্য ড্রাম বা বিউগল বাজিয়ে দিনের শেষ সংকেত। □(verb transitive), (verb intransitive) টোকা দেওয়া; চাপড় দেওয়া: He tapped me on the shoulder.
- English Word tape Bengali definition [টেইপ্] (noun) [countable noun, uncountable noun] (১) পারসেল বাঁধা বা পোশাক তৈরিতে ব্যবহৃত ফিতা। tape-measure (noun) কাপড় ইত্যাদির দৈর্ঘ্য মাপতে ব্যবহৃত ফিতা। tape-worm (noun) ফিতাকৃমি। (২) (ticker-) tape টেলিপ্রিন্টারে স্বয়ংক্রিয়ভাবে খবর ছাপা হওয়ার সরু কাগজের রোল। insulating tape বৈদ্যুতিক সংযোগকে নিরাপদ করতে ব্যবহৃত কাপড়ের আঠালো টেপ। magnetic tape চুম্বকায়িত প্লাস্টিক ফিতা যার উপর শব্দ, ছবি, তথ্য ইত্যাদি মুদ্রিত হয় (কম্পিউটারে ব্যবহারের জন্য): red tape, দ্রষ্টব্য red, (adjective) (৩). tape deck hi-fi system- এর অন্যতম অংশ। tape-recorder শব্দ রেকর্ড করা ও রেকর্ডকৃত শব্দ বাজিয়ে শোনার যন্ত্র; টেপরেকর্ডার। (৩) দৌড় প্রতিযোগিতায় সমাপনী রেখায় টানানো ফিতা। breast the tape এই ফিতাকে বুকে স্পর্শ করে প্রতিযোগিতায় বিজয়ী হওয়া। □(verb transitive) (১) ফিতা দ্বারা বাঁধা। (২) চুম্বকায়িত ফিতায় শব্দ ইত্যাদি ধারণ। (৩) (কথা) have something/somebody taped কাউকে/কোনো কিছুকে সম্পূর্ণ বোঝা।
- English Word taper 1 Bengali definition [টেইপা(র্)] (noun) [countable noun] খুব সরু মোমবাতি; মোম লাগানো সুতা, অগ্নিসংযোগে যা আলো দেয়।
- English Word taper 2 Bengali definition [টেইপা(র্)] (verb transitive), (verb intransitive) একদিকে ক্রমাগত সরু হয়ে যাওয়া: One end of the cloth tapers.
- English Word tapestry Bengali definition [ট্যাপিস্ট্রি] (noun) [countable noun, uncountable noun] রঙিন সুতা দ্বারা অলংকৃত বস্ত্রখণ্ড; তাপিশ্রী। tapestried (adjective) এ ধরনের চিত্রিত বস্ত্রখণ্ড দ্বারা সজ্জিত।
- English Word tapioca Bengali definition [ট্যাপিওউকা] (noun) কাসাভা মূল থেকে প্রাপ্ত শর্করাজাত খাদ্য।
- English Word tapster Bengali definition [ট্যাপ্স্টা(র্)] (noun) বিয়ার, মদ ইত্যাদি পরিবেশনের জন্য নিযুক্ত ব্যক্তি।
- English Word tar Bengali definition [টা:(র্)] (noun) আলকাতরা। tarmacadam= tarmac. □(verb transitive) আলকাতরা লেপন করা। tar and feather somebody কারো গায়ে আলকাতরা মাখিয়ে পালক গুঁজে দিয়ে শাস্তি দেওয়া। tarred with the same brush একই দোষে দোষী হওয়া।
- English Word tarantella Bengali definition [ট্যারান্টেলা] tarantelle [ট্যারানাটেল] (noun) দ্রুত লয়ের ইতালীয় যুগল নাচ; এমন নাচের জন্য সংগীত।
- English Word tarboosh Bengali definition [টা:বূশ্] (noun) মুসলিম পুরুষদের ব্যবহৃত কিনারাবিহীন ফেজ টুপিবিশেষ।
- English Word tardy Bengali definition [টা:ডি] (adjective) (১) ধীর; ধীরগতিসম্পন্ন; দেরিতে আগত বা দেরিতে সম্পন্ন: The progress has been tardy.
- English Word tare Bengali definition [টেআ(র্)] (noun) জ্বালানির ওজন বাদ দিয়ে মোটরগাড়ির ওজন; পণ্যবাহী মানের পণ্যসহ ওজন থেকে পণ্যের ওজন নির্ণয়ে যে ওজন বাদ দেওয়া হয় অর্থাৎ যানের ওজন।
- English Word target Bengali definition [টা:গিট্] (noun) (১) লক্ষ্যবস্তু। (২) যে বস্তু, ব্যক্তি, পরিকল্পনা ইত্যাদির প্রতি সমালোচনা বর্ষিত হয়: This book will be the target of bitter criticism. (২) (উৎপাদন ইত্যাদির) লক্ষ্যমাত্রা।
- English Word tariff Bengali definition [ট্যারিফ্] (noun) (১) ভাড়া; মূল্য তালিকা। (২) আমদানি-রপ্তানির শুল্ক; কোনো বিশেষ শ্রেণির আমদানি দ্রব্যের উপর আরোপিত ট্যাক্স।
- English Word tarmac Bengali definition [টা:ম্যাক্] (noun) [uncountable noun] আলকাতরা, ঘুড়ি ইত্যাদির মিশ্রণ-যা রাস্তা, বিমানবন্দরের রানওয়ে ইত্যাদির উপরিতল নির্মাণে ব্যবহৃত হয়।
- English Word tarn Bengali definition [টা:ন্] (noun) ক্ষুদ্র পার্বত্য হ্রদ।
- English Word tarnish Bengali definition [টা:নিশ্] (verb intransitive), (verb transitive) নিষ্প্রভ করা; নিষ্প্রভ হওয়া: tarnished her reputation. □(noun) নিষ্প্রভতা; পালিশের ক্ষয়প্রাপ্তি।
- English Word tarpaulin Bengali definition [টা:পোলিন্] (noun) [countable noun, uncountable noun] জলঅভেদ্য মোটা ক্যাম্বিস কাপড়; ত্রিপল; তেরপল।
- English Word tarragon Bengali definition [ট্যারাগান্ America(n) ট্যারাগন্] (noun) [uncountable noun] সালাদে ব্যবহৃত তীব্র স্বাদযুক্ত গুল্মবিশেষ।
- English Word tarry Bengali definition [টা:রি] (adjective) আলকাতরার মতো; আলকাতরায় লেপা।
- English Word tarsal Bengali definition [টা:স্ল্] (adjective) (ব্যবচ্ছেদবিদ্যা) পায়ের গোড়ালিসংক্রান্ত।
- English Word tart 1 Bengali definition [টা:ট্] (adjective) তিক্ত; কটুস্বাদযুক্ত; অম্ল; (লাক্ষণিক) তীক্ষ্ণ: tart fruit; a tart comment. tartly (adverb) tartness (noun)
- English Word tart 2 Bengali definition [টা:ট্] (noun) ফলের চাটনিবিশেষ।
- English Word tart 3 Bengali definition [টা:ট্] (noun) (অশিষ্ট) বেশ্যা। □(verb transitive) tart something/somebody up (কথ্য) জাঁকজমকপূর্ণ করা; বাহ্যিক আকর্ষণযুক্ত করা; বেশ্যাদের মতো সাজগোজ করা।
- English Word tartan Bengali definition [টা:ট্ন্] (noun) [uncountable noun] চৌকা ছককাটা স্কটল্যান্ডীয় পশমি কাপড়।
- English Word tartar Bengali definition [টা:টা(র্)] (noun) [uncountable noun] (১) দাঁতের ছাতা; দন্তমল। (২) মদ গাঁজানোর ফলে পিপায় যে ছাতা পড়ে। cream of tartar এ ধরনের ছত্রাকের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে যে বেকিং পাউডার তৈরি হয়। tartaric acid আঙুর, কমলালেবুর রসে পাওয়া যায় এমন অম্ল।
- English Word Tartar 2 Bengali definition [টা:টা(র্)] (noun) তাতার দেশের অধিবাসী; (লাক্ষণিক) দুর্বিনীত, হিংস্র প্রকৃতির লোক।