• Bengali Word tell English definition [টেল্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle told) ১ tell something (to somebody), tell somebody something বলা, জানানো; (কথায় অথবা লেখার মাধ্যমে) He told the news to his father. Tell me your name.
    Tell me your name. I told you so আমি তোমাকে আগেই বলেছিলাম এ রকম ঘটবে। you’re telling me আমি তোমার সঙ্গে সম্পূর্ণ একমত। Tell me another আমি তোমার কথা বিশ্বাস করছি না। tell the world (কথ্য) সবাইকে জানিয়ে দাও। (২) উচ্চারণ করা; কথায় প্রকাশ করা: Don’t tell a lie. tell the tale (কথ্য) সহানুভূতি পাওয়ার জন্য করুণ গল্প শোনানো। tell tales about/on somebody শত্রুতাবশত কারো গোপন কথা প্রকাশ করে দেওয়া। telltale যে ব্যক্তি অন্যের ব্যক্তিগত ব্যাপার বলে দেয়; যে ঘটনা ইত্যাদি কোনো ব্যক্তির চিন্তা, কর্মকাণ্ড ইত্যাদি ফাঁস করে দেয়: There was a tell-tale mark of lipstick on his lips. (৩) আদেশ করা: You must do what I tell you. Tell him to come tomorrow. (৪) tell somebody/something (from somebody/something) আলাদা করে চেনা; ফারাক করতে পারা; It is difficult to tell his brother from him: they look so much alike. (৫) বুঝতে পারা: Can you tell which button to press to start the machine? tell the time ঘড়ি দেখে সময় বলা। You never can tell তুমি কখনোই নিশ্চিত হতে পারো না (কারণ বাহ্যিক চেহারা দেখে প্রায়ই ঠকতে হয়)। ‘there is/was no telling জানা বা বোঝা অসম্ভব। (৬) (প্রাচীন) গণনা করা। tell one’s beads তসবি জপা; জপমালা বা তসবিদানা গুনে গুনে দোয়াদরুদ পড়া। tell somebody off (for something/to do something) (ক) একজন একজন করে গুনে প্রত্যেককে নির্দেশ দেওয়া। (খ) (কথ্য) কারো দুষ্কর্মের হিসাব করা; ভর্ৎসনা করা: The teacher told the student off for making so many careless mistakes. (৭) tell (on/upon somebody) স্বাস্থ্যের ক্ষতি করা: Hard work is telling on him. telling (adjective) কার্যকর: He gave a telling speech. tellingly (adverb) = tell.