T পৃষ্ঠা ৫
- English Word task Bengali definition [টা:স্ক্ America(n) ট্যাস্ক্] (noun) [countable noun] কাজ; বিশেষত শক্ত কাজ: It is a hard task. take somebody to task (about/for something) কাউকে তিরস্কার করা। task-force ১ কোনো বিশেষ উদ্দেশ্যে নিয়োজিত নৌবাহিনী ইত্যাদির অংশ। (২) কোনো বিশেষ সমস্যা সমাধানকল্পে কর্তৃপক্ষ কর্তৃক নিযুক্ত পর্যালোচক দল; টাস্কফোর্স। task-master/-mistress (noun(s)) কঠোর কর্মদাতা। □(verb transitive) কাজের ভার দেওয়া; কাজ চাপানো।
- English Word tassel Bengali definition [ট্যাস্ল্] (noun) শোভা বাড়াতে (পরদা, পোশাক ইত্যাদি থেকে) ঝুলিয়ে দেওয়া সূত্রগুচ্ছ; টাসেল। tasseled (adjective) সূত্রগুচ্ছযুক্ত।
- English Word taste 1 Bengali definition [টেইস্ট্] (noun) (১) the taste মিষ্টতা, তিক্ততা, লবণাক্ততা প্রভৃতির উপলব্ধি। taste bud (noun) জিহ্বায় অবস্থিত স্বাদ নিরূপক কোষগ্রন্থি। (২) [countable noun, uncountable noun] উক্ত উপলব্ধি দিয়ে যাচাইকৃত পদার্থের গুণ: The hag-palm has a sour and sweet taste; Quinine has a bitter taste. leave a bad/nasty taste in the mouth; (সাহিত্যিক বা লাক্ষণিক) তিক্তস্বাদ রেখে যাওয়া। (৩) (সাধারণত a taste (of)) আস্বাদনের বা চেখে দেখার জন্য ক্ষুদ্র অংশ। (৪) [countable noun, uncountable noun] taste (for) রুচি; পছন্দ; She has a taste for good clothes. (৫) সৌন্দর্য উপলব্ধির ক্ষমতা (বিশেষত শিল্প ও সাহিত্যের ক্ষেত্রে): He has excellent taste for art. (be) in good/bad/poor/excellent etc taste আস্বাদনের ক্ষমতার ভালোভাবে/মন্দভাবে প্রকাশ ঘটানো। tasteful (adjective) রুচিকর; সুস্বাদু; রুচিসম্মত; সৌন্দর্যবোধপূর্ণ। tastefully (adverb) tasteless বিস্বাদ; নীরস। tastelessly (adverb) tasty (adjective) সুস্বাদু।
- English Word taste 2 Bengali definition [টেইস্ট্] (verb transitive), (verb intransitive) (১) স্বাদ গ্রহণ করা; আস্বাদনপূর্বক উপলব্ধি করা: We can taste with the help of our tongue. (২) taste (of) বিশেষ স্বাদ থাকা: The tea tastes of ginger. (৩) চেখে দেখা: The cook tasted the meat to see whether it was fully done. (৪) অভিজ্ঞতা অর্জন করা: He tasted misfortune in his life. taster (noun) আস্বাদ গ্রহণকারী; খাদ্যদ্রব্য চেখে পরীক্ষায় নিয়োজিত ব্যক্তি।
- English Word tat 1 Bengali definition [ট্যাট্] (verb transitive), (verb intransitive) সেলাইয়ের সুতা থেকে হাতে লেইস তৈরি করা।
- English Word tat 2 Bengali definition [ট্যাট্] (noun) লেইসের মতো জটিল, প্যাঁচালো ব্যক্তি বা জিনিস।
- English Word tat 3 Bengali definition [টাট্] (noun) দ্রষ্টব্য tit 2
- English Word tatter Bengali definition [ট্যাটা(র্)] (noun) (সাধারণত plural) ছিন্নবস্ত্র; ন্যাকড়া; বিচূর্ণিত অবস্থা: tear somebody’s reputation to tatters, (লাক্ষণিক) সম্মান বিনষ্ট করা। tattered (adjective) (বস্ত্র) জীর্ণ; ছিন্নভিন্ন। tatterdemalion (noun) ছিন্নবস্ত্র পরিহিত লোক।
- English Word tatting Bengali definition [ট্যাটিঙ্] (noun) [uncountable noun] সেলাইয়ের সুতা দিয়ে হাতে বানানো লেসবিশেষ।
- English Word tattle Bengali definition [ট্যাট্ল্] (verb intransitive), (verb transitive) বক বক করা। □(noun) [uncountable noun] বাজে আলাপ। tattler (noun) যে ব্যক্তি বাজে বকে।
- English Word tattoo 1 Bengali definition [টাটূ America(n) ট্যাটূ] (noun) (১) সৈন্যদেরকে শিবিরে ফিরিয়ে আনার জন্য ঢাকের আওয়াজ বা অন্য কোনো সংকেত। (২) ক্রমাগত টোকার শব্দ। (৩) সৈন্যদের নৈশ নৃত্যগীতের উৎসব।
- English Word tattoo 2 Bengali definition [টাটূ America(n) ট্যাট্] (verb transitive) উলকি আঁকা: He tattooed his name on his forearm. □(noun) উলকি।
- English Word taunt Bengali definition [টোন্ট্] (noun) [countable noun] কারো অনুভূতিতে আঘাত দেওয়ার উদ্দেশ্যে মন্তব্য; বিদ্রূপ। tauntingly (adverb) বিদ্রূপাত্মকভাবে।
- English Word Taurus Bengali definition [টোরাস্] (noun) (জ্যোতির্বিদ্যা) রাশিচক্রের দ্বিতীয় রাশি; বৃষরাশি।
- English Word taut Bengali definition [টোট্] (adjective) (দড়িদড়া, তার ইত্যাদি) শক্তভাবে বাঁধা; আঁটো; (লাক্ষণিক নার্ভ) উত্তেজিত।
- English Word tautology Bengali definition [টোটলাজি] (noun) [uncountable noun] একই কথা বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলা (কিন্তু যাতে অর্থ স্পষ্ট হয় না); অর্থহীন পুনরাবৃত্তি; [countable noun] এ রকম পুনরাবৃত্তির ঘটনা। tautological (adjective)
- English Word tavern Bengali definition [ট্যাভান্] (noun) (প্রাচীন বা সাহিত্যিক) সরাইখানা; মদের দোকান; পানশালা।
- English Word tawdry Bengali definition [টোড্রি] (adjective) রুচিহীনভাবে জমকালো; চটকদার: tawdry jewellery/dresses. tawdrily (adverb) tawdrlness (noun)
- English Word tawny Bengali definition [টোনি] (adjective) তামাটে।
- English Word tax Bengali definition [ট্যাক্স্] (noun) (১) [countable noun, uncountable noun] কর; খাজনা। tax-collector কর আদায়কারী। tax-payer (noun) করদাতা। tax- free (adjective) করমুক্ত। (২) a tax on বোঝা; চাপা; The journey was a tax on my health. □(verb transitive) (১) করারোপ করা। (২) বোঝা চাপানো; চাপ দেওয়া। (৩) tax somebody with something কাউকে কোনো বিষয়ে অভিযুক্ত করা: He was taxed with neglect of his duties. (৪) (আইন সম্বন্ধীয়) কোনো মামলার খরচ নির্ধারণ করা। taxable (adjective) করারোপযোগ্য। taxation (noun) করারোপের মাধ্যমে অর্থসংগ্রহ প্রদানযোগ্য করের পরিমাণ।
- English Word taxi Bengali definition [ট্যাক্সি] (noun) (অথবা taxicab) ভাড়াটে মোটরগাড়ি; ট্যাক্সি। taxi-rank যেখানে ভাড়ার অপেক্ষায় ট্যাক্সি দাঁড়ানো থাকে। □(verb transitive), (verb intransitive) (বিমান) রানওয়ের উপর দিয়ে চাকার সাহায্যে দ্রুত চলা বা চালানো।
- English Word taxidermy Bengali definition [ট্যাক্সিডামি] (noun) [uncountable noun] মৃত পশুর চামড়ার ভিতর খড় ইত্যাদি ভড়ে তাকে জীবিতের ন্যায় দেখানোর বিদ্যা। taxidermist (noun) এই বিদ্যায় পারদর্শী ব্যক্তি।
- English Word taxonomy Bengali definition [ট্যাক্সনামি] (noun) [uncountable noun, countable noun] শ্রেণিকরণের সূত্রাবলি।
- English Word Te Deum Bengali definition [টী ডীআম্] (noun) লাতিন ধর্মসংগীত যার শুরু এভাবে- Te Deum Laudamus (আমরা তোমার স্তুতি করি প্রভু!’)।
- English Word tea Bengali definition [টী] (noun) [uncountable noun] (১) চা গাছ বা চা পাতা; চা পাতা থেকে প্রস্তুত পানীয়; চা। not my cup of tea (লাক্ষণিক) আমার যে রকম জিনিস পছন্দ তা নয়। tea-break চা-বিরতি। tea-caddy দৈনন্দিন ব্যবহারের চা রাখার জন্য বায়ুনিরোধক বাক্স। teacup (noun) চায়ের পেয়ালা। a storm in a tea cup চায়ের পেয়ালায় ঝড় অর্থাৎ সামান্য ব্যাপার নিয়ে তুলকালাম কাণ্ড। tea-garden (noun) চা-এর বাগান, চা ও অন্যান্য হালকা খাবারযে বাগানসদৃশ জায়গায় বসে খাওয়া হয়। tea-house (noun) (জাপান ও চীনে) রেস্টুরেন্ট, যেখানে চা বিক্রি হয়। tea-kettle (noun) চায়ের কেতলি। tea-leaf (noun) চা-পাতা। tea-party (noun) বৈকালিক চা-পানের আসর। tea-pot চা তৈরি করার পাত্রবিশেষ। tearoom (noun) যে রেস্তোরাঁয় চা ও জলখাবার পাওয়া যায়। tea-service/-set চা তৈরি ও পান করার বাসনকোসন, যথা- পেয়ালা, পিরিচ, টি-পট ইত্যাদি। teaspoon (noun) চা-চামচ। tea spoonful (adjective) চা-চামচের সমপরিমাণ। tea-strainer (noun) চা-ছাকনি। tea-table (noun) চায়ের টেবিল। tea-taster চা-পান করে এর গুণাগুণ নির্ধারণে সক্ষম ব্যক্তি। tea-things, দ্রষ্টব্য tea-set. tea-time (noun) [uncountable noun] বৈকালিক চা-নাস্তা খাওয়ার সময়। tea-towel (noun) চায়ের সরঞ্জাম ধোয়ার পর মোছার জন্য তোয়ালে। tea-tray (noun) চা-এর সরঞ্জাম বহনের পাত্র। tea-trolly/-wagon চা পরিবেশনে ব্যবহৃত চাকাওয়ালা ছোট টেবিল। (২) চা-চক্র (বৈকালিক): We were invited to tea by the Vice-Chancellor. high tea পেটভরা খাবারসহ চা (সাধারণত দ্বিপ্রাহরিক ও সান্ধ্য খাবারের সময়ের মধ্যবর্তীকালে)।
- English Word teach Bengali definition [টীচ্] (verb transitive), (verb intransitive) শিক্ষা দেওয়া; শেখানো; অধ্যাপনা করা: She teaches at a school? Mr Ali taught us English. I taught my son (how) to swim; খারাপ আচরণ থেকে বিরত করার জন্য শাসানো: I will teach you a lesson if you do this again. teachable (adjective) শিক্ষাদানযোগ্য। teacher (noun) শিক্ষক। teaching (noun) (১) শিক্ষকের কাজ: He earns a living by teaching. (২) শিক্ষাবস্তু; উপদেশ: Muslims follow the teachings of Prophet Mohammad (sm).
- English Word teak Bengali definition [টীক্] (noun) সেগুন গাছ বা সেগুন কাঠ।
- English Word teal Bengali definition [টীল্] (noun) একপ্রকার ছোট, বুনো হাঁসবিশেষ।
- English Word team Bengali definition [টীম্] (noun) [countable noun] (১) একত্র জোয়ালে বা গাড়িতে জোতা (দুই বা অধিক) প্রাণী। (২) পরস্পর সহযোগিতা করে কাজ বা খেলা করে এমন ব্যক্তিবর্গ; কর্মীদল; খেলোয়াড়ি টিম: Our team won the match. team-work (noun) দলগত কাজ; সুশৃঙ্খল পারস্পরিক সহযোগিতা। team spirit নিজের ব্যক্তিগত কৃতিত্ব ফলানোর চেষ্টা না-করে দলের সমষ্টিতগত সাফল্যের জন্য অন্যদের সঙ্গে মিলেমিশে কাজ করার মনোবৃত্তি। □(verb intransitive) team up (with somebody) (কথ্য) অন্যের সঙ্গে মিলে কাজ করা। teamster (noun) একসঙ্গে জোয়ালবদ্ধ পশুর চালক; (America(n)) ট্রাকচালক।
- English Word tear 1 Bengali definition [টিআ(র্)] (noun) [countable noun] চোখের জল; অশ্রু: Tears were rolling down his cheeks. tear-drop (noun) একফোঁটা অশ্রু। tear-gas (noun) যে গ্যাস চোখে লাগলে চোখে জল আসে। tearful (adjective) অশ্রুপূর্ণ। tear fully (adverb) tearless (adjective) অশ্রুহীন।