T পৃষ্ঠা ২২
- English Word totem Bengali definition [টোটাম] (noun) [countable noun] টোটেম; উত্তর আমেরিকান ইন্ডিয়ানদের মধ্যে প্রচলিত পশুপাখির সঙ্গে মানুষের ঘনিষ্ঠ যোগাযোগসম্পর্কিত চিন্তা। totempole (noun) টোটেম অঙ্কিত খুঁটি।
- English Word totes Bengali definition [টোটস্] (adverb) (অপিচ tots, অনানুষ্ঠানিক) পুরোপুরি, সম্পূর্ণ; আস্ত; সবটুকু: He is totes adorable.
- English Word totter Bengali definition [টটা(র্)] (verb intransitive) (১) খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা। (২) পড়ো পড়ো অবস্থায় চলে যাওয়া। tottery (adjective) পড়োপড়ো; অনিরাপদ।
- English Word touch 1 Bengali definition [টাচ্] (noun) [countable noun] স্পর্শ; ছোঁয়া । at a touch মৃদুতম স্পর্শে। (২) [uncountable noun] স্পর্শানুভূতি: the hot touch. touchstone (noun) কষ্টিপাথর। (৩) [countable noun] কলম অথবা তুলির পরশ। (৪) a touch (of) সামান্য পরিমাণ। (৫) [countable noun] বাদ্যযন্ত্রে গুণী শিল্পীর হাতের ছোঁয়া: the touch of a master. touch-type (verb intransitive) টাইপরাইটারের কি-বোর্ড না-দেখে টাইপ করা। (৬) [uncountable noun] যোগাযোগ। in/out of touch (with) নিয়মিত যোগাযোগ আছে এমন/যোগাযোগ রহিত। lose touch (with) যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া। (৭) (ফুটবল, রাগবি) সাইডলাইনের বাইরের পিচের অংশ। (৮) a near touch অল্পের জন্য রক্ষা পাওয়া। touch-and-go (adjective) (কথ্য) ঝুঁকিপূর্ণ; অনিশ্চিত। (৯) a soft/easy touch (অপশব্দ) এমন ব্যক্তি যার কাছে সহজে ধার চাওয়া যায়।
- English Word touch 2 Bengali definition [টাচ্] (verb transitive), (verb intransitive) (১) কাছাকাছি আসা; লেগে থাকা; (হাত দিয়ে) ছোঁয়া। touch bottom (ক) তলদেশে পৌঁছা। (খ) (লাক্ষণিক) দুর্ভাগ্যের শেষবিন্দুতে পৌঁছা। touch wood দুর্ভাগ্যের স্পর্শ এড়াতে কাঠ স্পর্শ করা। (২) মৃদুভাবে স্পর্শ করা। (৩) (সাধারণত negative(ly)) তুলনীয় হওয়া; সমান হওয়া: Some can touch him as a writer. (৪) (সাধারণত negative(ly)) খাবার পানি স্পর্শ করা, অর্থাৎ খাওয়া: He has not touched even a drop of water. (৫) হৃদয় স্পর্শ করা; মন ছুঁয়ে যাওয়া: The song touched the audience. (৬) কাছে ঘেঁষা: His argument did not touch the point. (৭) সামান্য ক্ষতিগ্রস্ত হওয়া। (৮) (past participle touched) (কথ্য) সামান্য মাথা খারাপ হওয়া। (৯) মানসম্মানে আঘাত করা অথবা দুর্বল জায়গায় খোঁচা দেওয়া। দ্রষ্টব্য quick (noun) (১০) উত্তর দানের জন্য ছুঁতে পারা: He failed to touch the question. (১১) (adverbial particle এবং preps- এর সঙ্গে বিশেষ ব্যবহার): touch at (জাহাজ) তীরে জাহাজ লাগা: The ship touch at Chittagong. touch down (ক) (রাগবি) প্রতিপক্ষের গোললাইনের পিছনের মাটিতে বল ধরা। (খ) (বিমান) ভূমিস্পর্শ করা। touch-down (noun) বিমানের অবতরণ। touch somebody for something (অপশব্দ) (ভিক্ষার মাধ্যমে) টাকা চেয়ে নেওয়া। touch something off (কামান) দাগানো; (লাক্ষণিক) লাগিয়ে দেওয়া; কোনোকিছুর সূত্রপাত করে দেওয়া: His violent speech touched off the movement. touch on/upon something (কোনো বিষয়ে) সংক্ষেপে আলোকপাত করা। touch something up কোনো লেখা অথবা চিত্রের মানোন্নয়নের উদ্দেশ্য শেষবার কলম চালানো/তুলির পোঁচ দেওয়া।
- English Word touchable Bengali definition [টাচাব্ল্] (adjective) স্পর্শযোগ্য।
- English Word touching Bengali definition [টাচিং] (adjective) করুণ। touchingly (adverb) করুণভাবে।
- English Word touchscreen Bengali definition [টাচস্ক্রীন] (noun) [countable noun] মাউস বা টাচপ্যাচ ব্যবহার ছাড়াই বিশেষ ধরনের স্টাইলাস, পেন এমনকি হাতের আঙুলের ছোঁয়ায় সচল হওয়া ইলেকট্রনিক ভিজ্যুয়াল ডিসপ্লে; টাচস্ক্রিন। সাধারণত স্মার্টফোন, ভিডিও গেম, ই-বুক ও ল্যাপটপে টাচস্ক্রিন থাকে: The touchscreen Generation. বিকল্প বানান touch screen.
- English Word touchy Bengali definition [টাচি] (adjective) (touchier, touchiest) অভিমানী। touchily [টাচইলি] (adverb) touchiness (noun) অভিমান; একটুতে আহত হওয়া স্বভাব।
- English Word tough Bengali definition [টাফ্] (adjective) (tougher, toughest) (১) (গোশত) চিবাতে কষ্ট হয় এমন। (২) সহজে কাটবে না, ভাঙবে না অথবা ছিঁড়বে না এমন: as tough as leather. (৩) শক্তিশালী; কষ্টসহিষ্ণু। (৪) (ব্যক্তি) স্থূল ও ভয়ংকর স্বভাবসম্পন্ন। tough customer (noun) (কথ্য) জ্বালাতনকারী। (৫) নাছোড়বান্দা। be/get tough (with somebody) কঠিন মনোভাব গ্রহণ করা। (৬) কঠিন; শক্ত: a tough job. (৭) tough luck (কথ্য) দুর্ভাগ্য। □(noun) (অপিচ toughie [টাফি]) (কথ্য) স্থূল ও ভয়ংকর স্বভাবের ব্যক্তি। toughly (adverb) toughness (noun) দৃঢ়তা। toughen [টাফ্ন্] (verb transitive), (verb intransitive) শক্ত করা; দৃঢ় মনোভাবের হওয়া।
- English Word toupee Bengali definition [টূপেই America(n) টূপেই] (noun) পরচুলা।
- English Word tour Bengali definition [টুআ(র্)] (noun) (১) ভ্রমণ। (২) সংক্ষিপ্ত সফর। (৩) (বিদেশের সামরিক ঘাঁটিতে) কর্তব্য পালনের কাল। (৪) বিভিন্ন প্রতিষ্ঠানে অফিসসংক্রান্ত পরিদর্শন। (৫) কোনো নাটক-কোম্পানির বিভিন্ন স্থানে গমন। □(verb transitive), (verb intransitive) ভ্রমণ করা। touring (adjective) ভ্রমণোপযোগী; ভ্রমণে ব্যবহৃত হয় এমন। tourist [টুআ(র্)ইস্ট্] (noun) পর্যটক। tourism [টুআরিজাম্] (noun) [uncountable noun] পর্যটন।
- English Word tour de force Bengali definition [টুআডাফোস্] (noun) (ফরাসি) বিশেষ নৈপুণ্যের পরিচায়ক কাজ বা সাফল্য।
- English Word tournament Bengali definition [টোনামান্ট্ America(n) টোরনমান্ট্] (noun) [countable noun] (১) টুর্নামেন্ট; বহু প্রতিযোগীর অংশগ্রহণে ক্রীড়াপ্রতিযোগিতা- এতে জয়ী ব্যক্তি/দল পরবর্তী স্তরে খেলার সুযোগ পায় এবং শেষ পর্যন্ত একজন বা একটি দল বিজয়ী সাব্যস্ত হয়। (২) (মধ্যযুগে) অশ্বারোহী নাইটদের মারাত্মক অস্ত্রপ্রতিযোগিতা।
- English Word tourniquet Bengali definition [টুআনিকেই America(n) টোনিকেট্] (noun) রক্তপড়া বন্ধের প্রক্রিয়াবিশেষ।
- English Word tousle Bengali definition [টাউজ্ল্] (verb transitive) (চুল) এলোমেলো বা অগোছালো করা।
- English Word tout Bengali definition [টাউট্] (noun) টাউট; দালাল; যে ব্যক্তি পয়সার বিনিময়ে রেসের ঘোড়া, ফুটবল খেলার টিকিট, হোটেল ইত্যাদি সংক্রান্ত খবর সরবরাহ করে। □(verb intransitive) tout (for) টাউটের কাজ করা করা; দালালি করা।
- English Word tow 1 Bengali definition [টো] (verb transitive) রশি অথবা শিকল দিয়ে টেনে নেওয়া; (নৌকার) গুন টানা। tow(ing)-line/-rope (noun(s)) গুন টানার রশি। tow(ing)-path (noun) নদীতীর অথবা খানের পাড়ঘেঁষা গুন টানার পথ। □(noun) [countable noun, uncountable noun] গুন টানা।
- English Word tow 2 Bengali definition [টোউ] (noun) [uncountable noun] মোটা সুতা অথবা কাতা।
- English Word toward (s) Bengali definition [টায়োড(জ্) America(n) টোর্ড্(জ্)] (preposition(al)) (১) অভিমুখে; দিকে; পানে: toward(s) Dhaka; toward(s) quarrel. (২) সম্পর্কে; ব্যাপারে: His attitude toward(s) the government policy. (৩) (সহায়তার) উদ্দেশ্যে। (৪) (সময়) কাছাকাছি: toward(s) the end of the year.
- English Word towel Bengali definition [টাউআল্] (noun) [countable noun] তোয়ালে। towel-rack/-horse (noun(s) কাঠের আলনা। towel-rail (noun) তোয়ালে রাখবার (ধাতুনির্মিত) রেলিং। throw in the towel, দ্রষ্টব্য throw 1 (১২). □(verb transitive) (towelled, towelling, towels, America(n) toweled, toweling, towels) তোয়ালে দিয়ে গড়া মোছা। towelling (America(n)= toweling) (noun) [uncountable noun] তোয়ালে নির্মাণের সামগ্রী।
- English Word tower Bengali definition [টাউআ(র্)] (noun) (১) উঁচু বিচ্ছিন্ন দালান অথবা অনেকগুলো উঁচু দালানের একটি। (২) (লাক্ষণিক) a tower of strength বিপদ আপদে, নির্ভয়ে নির্ভর করা যায় এমন ব্যক্তি। (৩) water tower জলাধার স্তম্ভ। tower-block (noun) উঁচু অফিসের সমষ্টি। □(verb intransitive) চার পাশের দালানকোঠাকে ছাড়িয়ে অত্যন্ত উঁচু হয়ে ওঠা। tower above somebody (লাক্ষণিক) গুণ ও কৃতিত্বে অন্যদের অনেক বেশি ছাড়িয়ে যাওয়া। towering (adjective) প্রবল; সুউচ্চ: tower inferns.
- English Word town Bengali definition [টাউন্] (noun) (১) টাউন; গ্রামের চেয়ে বড় অথচ পুরাপুরি শহর হিসেবে গড়ে ওঠেনি এমন জনপদ: God made the country and man made the town. (British/Britain তে city- এর বদলে প্রায়ই town ব্যবহৃত হয়) দ্রষ্টব্য city (১). be/go out on the town আমোদেপ্রমোদের জন্য শহরে যাও। paint the town red, দ্রষ্টব্য red (১). (২) (attributive(ly)) towncentre শহরের কেন্দ্রবিন্দু। townclerk টাউনের রেকর্ডসমূহ সংরক্ষণকারী। towncouncil টাউন পরিচালনা পরিষদ। towncouncillor টাউন পরিচালনা পরিষদের সদস্য; কাউন্সিলর। town-gas (noun) গৃহ বা শিল্পপ্রতিষ্ঠানে ব্যবহারের জন্য তৈরি গ্যাস। townhall টাউন হল। townhouse গাঁয়ে বাড়ি আছে এমন ব্যক্তির টাউনের বাড়ি। townplanning টাউন পরিকল্পনা। (৩) (preposition(al)-এর পরে ও art ছাড়া) (শহরতলির বিপরীতে ব্যবহৃত) শহরের দোকানপাট ও ব্যবসাকেন্দ্র। দ্রষ্টব্য downtown. go to town (অপশব্দ) টাকা-পয়সা উড়িয়ে যথেচ্ছ আচরণ করা। (৪) (art বাদে) শহরের আশপাশের বড় শহর। man about town নিজের আনন্দে ব্যস্ত বিলাসীব্যক্তি। (৫) the town কোনো শহরের লোকজন: The whole town took interest. the talk of the town, দ্রষ্টব্য talk 1 (৩). (৬) the town সাধারণ অর্থে ব্যবহৃত টাউন। (৭) townsfolk (noun), (plural. (ক) (definite article- সহ) যে শহর নিয়ে আলোচনা চলছে সে শহরের অধিবাসী। (খ) (definite article ছাড়া) শহরবাসী। townspeople (noun), (plural= townsfolk. townsman [টাউন্জ্মান্] (noun) (plural men) (ক) শহুরে। (খ) (প্রায়ই fellow- townsman) স্বশহরবাসী।
- English Word townee Bengali definition [টাউনী] (noun) শহুরে ব্যক্তি; যে গ্রামের খোঁজখবর রাখে না।
- English Word township Bengali definition [টাউন্শিপ্] (noun) (১) (America(n) কানাডা) দেশের প্রশাসনিক উপবিভাগ। (২) (দক্ষিণ আফ্রিকা) অ-ইউরোপীয়দের বাড়িঘরের জন্য নির্ধারিত এলাকা ও শহরতলি। (৩) (অস্ট্রেলিয়া) টাউনের জন্য নির্বাচিত হান।
- English Word toxaemia Bengali definition [অপিচ toxemia] [টক্সীমিআ] (noun) [uncountable noun] রক্তে বিষক্রিয়া।
- English Word toxic Bengali definition [টক্সিক্] (adjective) বিষাক্ত; বিষসংক্রান্ত। toxicity [টক্সিসাটি] (noun) [uncountable noun] বিষাক্ততা। toxicology [টক্সিকলাজি] (noun) [uncountable noun] বিষবিদ্যা। toxicologist [টক্জিস্ট্] (noun) বিষবিশেষজ্ঞ।
- English Word toxin Bengali definition [টক্সিন্] (noun) [countable noun] বিষাক্ত পদার্থ, গাছপালা ও পশুদের ব্যাকটেরিয়া থেকে জন্মে বিশেষ ধরনের রোগ ছড়িয়ে থাকে।
- English Word toy Bengali definition [টই] (noun) (১) খেলনা। (২) (attributive(ly)) toy dog ছোট জাতের পোষা কুকুর। toyshop (noun) খেলনার দোকান। □(verb intransitive) toy with something ১ কোনো বিষয়ে ঠাট্টা মশকরা করা; কোনো বিষয়ে গভীরভাবে না ভাবা। (২) অসতর্কভাবে নাড়াচাড়া করা।
- English Word trace 1 Bengali definition [ট্রেইস্] (noun) [uncountable noun, countable noun] কেউ আছে, ছিল অথবা কোনো ঘটনা ঘটেছে এ ধরনের আলামত, চিহ্ন ইত্যাদি। (২) [countable noun] খুব সামান্য পরিমাণ। traceelement গাছপালার বিকাশের জন্য অপরিহার্য ক্ষুদ্র উপাদান, যার অভাবে ফলন কম হয়।