Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word transmigration Bengali definition [ট্র্যানজ্‌মাইগ্রেইশ্‌ন্] (noun) [uncountable noun] স্থানান্তর; (বিশেষত) মৃত্যুর পর অন্য দেহে আত্মার গমন।
  • English Word transmission Bengali definition [ট্র্যানজ্‌মিশ্‌ন্‌] (noun) (১) [uncountable noun] প্রেরণ; the transmission of a radio programme. (২) [countable noun] মোটরযানের ইনজিন থেকে শক্তি প্রেরক ক্লাচ, গিয়ার ইত্যাদি
  • English Word transmit Bengali definition [ট্র্যান্‌জ্‌মিট্] (verb transitive) (transmitted, transmitting, transmits) transmit something (to) (১) হস্তান্তর করা; প্রেরণ করা; সঞ্চারিত করা(২) কোনোকিছুর ভিতর দিয়ে যেতে দেওয়াtransmitter (noun) প্রেরণযন্ত্র, বিশেষ করে টেলিগ্রাফ ও বেতার প্রেরণযন্ত্র।
  • English Word transmogrify Bengali definition [ট্র্যান্‌জ্‌মগ্‌রিফাই] (verb transitive) (past tense, past participle transmogrified) চরিত্র বৈশিষ্ট্য অথবা চেহারার পরিবর্তন করাtransmogrification [ট্র্যান্‌জ্‌মগ্‌রিফিকেইশ্‌ন্‌] (noun) রূপান্তরসাধন।
  • English Word transmute Bengali definition [ট্র্যান্‌জ্‌মিঊট্‌] (verb transitive) transmute something (into) রূপান্তর করা; এক দ্রব্য থেকে অন্য দ্রব্যে পরিণত করাtransmutable [ট্র্যান্‌জ্‌মিঊট্‌আব্‌ল্] (adjective) পরিবর্তনযোগ্য; রূপান্তরযোগ্য। transmutation [ট্র্যান্‌জ্‌মিঊটেইশ্‌ন্‌] (noun) রূপান্তরসাধন।
  • English Word transoceanic Bengali definition [ট্র্যান্‌জ্ঔশিঅ্যানিক্] (adjective) মহাসাগরের অপর পারসংক্রান্ত; মহাসাগর অতিক্রমী
  • English Word transom Bengali definition [ট্র্যান্‌সাম্] (noun) আড়কাঠ; দরজা-জানালার উপরে আড়াআড়িভাবে স্থাপিত কাঠtransom (-window) দরজার উপরে স্থাপিত ঝুলন্ত জানালা।
  • English Word transparent Bengali definition [ট্র্যান্‌স্‌প্যারান্‌ট্] (adjective) (১) আলোকভেদ্য, দ্রষ্টব্য translucent. (২) নির্ভুল; সন্দেহহীন(৩) স্বচ্ছ; সহজবোধ্যtransparently (adverb) সহজভাবে। transparence [ট্র্যান্‌স্‌প্যারান্‌স্‌] (noun) [uncountable noun] স্বচ্ছতা। transparrncy [ট্র্যান্‌স্‌প্যারান্‌সি] (noun) (plural transparrncies) (১) [uncountable noun]= transparence. (২) [countable noun] (আলোকচিত্রে) ট্রান্সপারেন্সি
  • English Word transpire Bengali definition [ট্র্যান্‌স্‌পাই(র্)] (verb intransitive) (verb transitive) (১) (কোনো ঘটনা অথবা গোপন ব্যাপার) প্রকাশিত হওয়া; জানাজানি হয়ে পড়া(২) (কথ্য) কোনোকিছু ঘটা; ঘটে যাওয়া(৩) (শরীর, লতাপাতার ক্ষেত্রে) ছাড়া; ত্যাগ করা (আর্দ্রতা, বাষ্প ইত্যাদি)। transpiration [ট্র্যান্‌স্‌পিরেইশ্‌ন্‌] (noun) বাষ্পত্যাগ।
  • English Word transplant Bengali definition [ট্র্যান্‌স্‌প্লা:ন্‌ট্ America(n) ট্র্যান্‌স্‌প্ল্যান্‌ট্‌] (verb transitive), (verb intransitive) (১) চারা লাগানো(২) শরীরের অঙ্গপ্রত্যঙ্গ (হৃদযন্ত্র, কিডনি ইত্যাদি) এক দেহ থেকে অন্য দেহে স্থাপন করা; (লাক্ষণিক লোকজনের ক্ষেত্রে) একস্থান থেকে অন্যস্থানে গমন করা। □(noun) [ট্র্যান্‌স্‌প্লা:ন্‌ট America(n) ট্র্যান্‌স্‌প্ল্যান্‌ট] এক দেহ থেকে অন্য দেহে অঙ্গসংযোজন।
  • English Word transpolar Bengali definition [ট্র্যান্‌জ্‌পোলা(র্)] (adjective) এক মেরু থেকে অন্য মেরুসংক্রান্ত
  • English Word transport 1 Bengali definition [ট্র্যান্‌স্‌পোট্] (noun) (১) [uncountable noun] পরিবহন; একস্থান থেকে অন্য স্থানে বহন(২) (attributive(ly)) যাতায়াতব্যবস্থা: Dhaka’s transport system. transport café দূরপাল্লার লরিচালক ব্যবহৃত কাফে। (৩) [countable noun] troop-transport সৈন্য অথবা খাদ্য পরিবহনে ব্যবহৃত জাহাজ অথবা বিমান(৪) (প্রায়ই plural) in a transport/in transports of [সাহিত্যে] (আনন্দে অথবা রাগে) আত্মহারা
  • English Word transport 2 Bengali definition [ট্র্যান্‌স্‌পোট্] (verb transitive) (১) (মাল বা মানুষ) আনা-নেওয়া করা; পরিবহন করা(২) (ইতিহাস) দ্বীপান্তরে পাঠানো(৩) be transported with (সাহিত্যে) (আবেগে) আত্মহারা হওয়াtransportable [ট্র্যান্‌স্‌পোট্‌সাবল] (adjective) বহনযোগ্য; পরিবহনযোগ্য। transportation [ট্র্যান্‌স্‌পোটেইশ্‌ন্‌] (noun) দ্বীপান্তর।
  • English Word transporter Bengali definition [ট্র্যান্‌স্‌পোটা(র্‌)] (noun) পরিবহনকারী বা কারখানা থেকে মোটরগাড়ি পরিবহনে ব্যবহৃত বড় যানবাহনtransporter bridge ভাসমান সেতু; ফেরি।
  • English Word transpose Bengali definition [ট্র্যান্‌স্‌পোজ্] (verb transitive) (১) (একাধিক জিনিসের ক্ষেত্রে) পরস্পর স্থান পরিবর্তন করানো(২) (সংগীতে) স্বর পরিবর্তন করানোtransposition [ট্র্যান্‌স্‌পাজিশ্‌ন্‌] (noun) [countable noun, uncountable noun] স্থানবিন্যাস।
  • English Word transsexual Bengali definition [ট্র্যান্‌জ্‌সেক্‌সুআল্] (noun) (শারীরবিদ্যা) শারীরিকভাবে কোনো বিশেষ লিঙ্গের হয়ে যে ব্যক্তি মনস্তাত্ত্বিকভাবে নিজেকে অন্য লিঙ্গের মনে করে; অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তনকারী
  • English Word transship Bengali definition [ট্র্যান্‌শিপ্‌] (verb transitive) (transshipped, transshipping, transships) এক জাহাজ থেকে অন্য জাহাজে মালপত্র নেওয়াtransshipment (noun) এক জাহাজ থেকে অন্য জাহাজে মাল পরিবহন।
  • English Word transubstantiation Bengali definition [ট্র্যান্‌সাব্‌স্ট্যান্‌শিএইশ্‌ন্‌] (noun) খ্রিষ্টান মতবাদবিশেষ
  • English Word transverse Bengali definition [ট্র্যান্‌জ্‌ভাস্‌] (adjective) আড়াআড়িভাবে স্থাপিতtransversely (adverb) আড়াআড়িভাবে।
  • English Word transvestism Bengali definition [ট্র্যান্‌জ্‌ভেস্‌টিজাম্] (noun) [uncountable noun] (মনোবিজ্ঞান) বিপরীত লিঙ্গের পোশাক পরিধানের অভ্যাসtransvestite [ট্র্যান্‌জ্‌ভেস্‌টাইট্] (noun) বিপরীত লিঙ্গের পোশাক পরিধানে অভ্যস্ত ব্যক্তি।
  • English Word trap Bengali definition [ট্র্যাপ্] (noun) (১) ফাঁদ; (লাক্ষণিক) কাউকে প্রতারণা করার পরিকল্পনা; অনিচ্ছুক ব্যক্তিকে কিছু করতে অথবা বলতে বাধ্য করার কৌশল: He was traped. (২) নর্দমার নলবিশেষ(৩) দুই চাকার ঘোড়ার গাড়ি(৪) trap (-door) (noun) ছাদ, মঞ্চ ইত্যাদির ঝুলন্ত দরজা অথবা খোলা পথবিশেষ(৫) (অপশব্দ) মুখ: shut your trap! (৬) কোনো প্রতিযোগিতায় (বাক্স থেকে) ঊর্ধ্বে মাটির পায়রা অথবা বল ছুড়ে মারার কৌশলবিশেষtrap-shooting (noun) খেলাবিশেষ। □(verb transitive) (trapped, trapping, traps) ফাঁদে ফেলা; কৌশলে ধরা। trapper (noun) ফাঁদি, ফাঁদ বসিয়ে পশুপাখি শিকার করে যে ব্যক্তি।
  • English Word trapeze Bengali definition [ট্রাপীজ্‌ America(n) ট্র্যাপীজ্‌] (noun) হরাইজণ্টাল বার; শারীরিক কলাকসরতে দক্ষ ক্রীড়াবিদদের ব্যবহৃত দণ্ড
  • English Word trapezium Bengali definition [ট্রাপীজিআম্‌] (noun) (plural trapeziums) (জ্যামিতিতে) (British/Britain) দুইবাহু সমান্তরাল চতুর্ভুজ; ট্রাপিজিয়াম
  • English Word trapezoid Bengali definition [ট্র্যাপিজইড্] (noun) (জ্যামিতি) (British/Britain) কোনো পাশ সমান্তরাল নয় এমন চতুর্ভুজ; ট্রাপিজিয়াম। (America(n))= trapezium.
  • English Word trappings Bengali definition [ট্র্যাপিংজ্] (noun) (plural) (লাক্ষণিক) সরকারি কর্মচারীদের ব্যবহৃত অলংকার
  • English Word trappist Bengali definition [ট্র্যাপিস্‌ট্] (noun) মৌনব্রত ধারণকারী ভিক্ষু অথবা সাধু
  • English Word trash Bengali definition [ট্র্যাশ্‌] (noun) [uncountable noun] (১) বাজে জিনিস অথবা লেখা(২) (America(n))আবর্জনা; (British/Britain= dustbin). trashy (adjective) মূল্যহীন।
  • English Word trashion Bengali definition [ট্রাশ্‌ন্‌] (noun) ('trash' আর 'fashion' মিলে তৈরি) পুরনো, ব্যবহৃত ও পুনর্ব্যবহার উপযোগী জিনিস বা আইটেম বা পণ্য দিয়ে তৈরি নতুন ফ্যাশন: Trashion is a philosophy and an ethic encompassing environmentalism and innovation. trashioner (noun) যিনি এ ধরনের জিনিস তৈরি করেন: Fahim’s girl friend is a trashion.
  • English Word trauma Bengali definition [ট্রোমা America(n) ট্রাউমা] (noun) (plural traumas [ট্রোমাজ্‌) (চিকিৎসাশাস্ত্র) আঘাতের ফলে শরীরের রোগা অবস্থা; (মনোবিজ্ঞান) মানসিক আঘাতের ফলে সৃষ্ট স্নায়ুরোগ। traumatic [ট্রোম্যাটিক্ America(n) ট্রাউম্যাটিক্] (adjective) আঘাত বা ঘাসংক্রান্ত; আঘাত অথবা ঘায়ের চিকিৎসাসংক্রান্ত; (অভিজ্ঞতা) দুঃখজনক ও অবিস্মরণীয়।
  • English Word travail Bengali definition [ট্র্যাভেইল্ America(n) ট্রাভেইল্] (noun) [uncountable noun] (১) (সাহিত্যে) পরিশ্রমী প্রচেষ্টা(২) (প্রাচীন প্রয়োগ) প্রসব-বেদনা