• Bengali Word red English definition [রেড্‌] (adjective) (redder, reddest) ১ লাল; লোহিত; রক্তবর্ণ; রক্তিম।
    red carpet (গুরুত্বপূর্ণ ব্যক্তিকে অভ্যর্থনা করার জন্য) লাল গালিচা। paint the town red আনন্দ-উল্লাসচ্ছলে কোলাহল ও অশালীন আচরণে নিয়োজিত হওয়া। see red ক্ষোভে বা ক্রোধে উন্মত্ত হওয়া; রাগে ফেটে পড়া। (২) রুশ; সোভিয়েত; কমিউনিস্ট: The Red Army, লালফৌজ। ৩ (যৌগশব্দ ইত্যাদিতে বিবিধপ্রয়োগ): red-breast (noun) (অপিচ robin readbreast) রবিন নামক পাখি। Red-brick (adjective) (British/Britain) (প্রধানত অক্সফোর্ড ও কেম্ব্রিজের সঙ্গে বৈপরীত্যক্রমে) ইংল্যান্ডে ১৯ শতকের শেষভাগে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়সমূহ সম্বন্ধে প্রযোজ্য। Red Crescent মুসলিম দেশসমূহে রেডক্রসের তুল্য সংগঠন এবং এর প্রতীক। Red Cross (noun) প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদির ফলে সৃষ্ট দুঃখদুর্দশায় ত্রাণ এবং অসুস্থ, আহত ও যুদ্ধবন্দিদের সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংগঠন এবং ঐ সংগঠনের প্রতীক; রেড ক্রস। red deer (noun) ইউরোপ ও এশিয়ার বন্য হরিণবিশেষ। red ensign (কিংবা কথ্য, red duster) (noun) এক কোণে ইউনিয়ন জ্যাকসহ লাল পতাকা, যা ব্রিটিশ বাণিজ্যতরিতে ব্যবহৃত হয়; লাল নিশান। red flag (noun) (ক) বিপদের প্রতীক হিসেবে ব্যবহৃত পতাকা (যেমন রেলপথের উপর কার্যরত শ্রমিকগণ ব্যবহার করে); লাল পতাকা। (খ) বিপ্লবের প্রতীক; লাল ঝাণ্ডা। (গ) the Red Flag বিপ্লবী সমাজতান্ত্রিক গান। (catch somebody)। red-handed (adjective) হাতেনাতে (ধরা)। redhat (noun) (কার্ডিনালের) লাল টুপি। redhead (noun) লাল চুলওয়ালা লোক। redherring (noun) (ক) ধোঁয়ায় শুকানো হেরিং। (খ) (লাক্ষণিক) (আলোচ্য বিষয় থেকে অন্যদিকে দৃষ্টি ফেরানোর জন্য উত্থাপিত) অবান্তর প্রসঙ্গ। neither fish, flesh, nor good red herring সন্দেহজনক বা দ্ব্যর্থক চরিত্র, যা স্পষ্ট করে নির্ণয় করা যায় না। draw a red herring across the trail আলোচ্য বিষয় থেকে অন্যদিকে দৃষ্টি ফেরানোর জন্য অবান্তর প্রসঙ্গের অবতারণা করা। red-hot (adjective) (ধাতু) তপ্ত হয়ে লালবর্ণ ধারণ করেছে এমন; লোহিত তপ্ত; (লাক্ষণিক) অত্যন্ত উত্তেজিত; অগ্নিশর্মা: red-hot enthusiasm. Red Indian (noun) (প্রাচীন প্রয়োগ অধুনা অসৌজন্যমূলক) আমেরিকান ইন্ডিয়ান। redlead (noun) [uncountable noun] সিসার অক্সাইড থেকে প্রস্তুত রংবিশেষ। red-letter day গুরুত্বপূর্ণ বা স্মরণীয় দিন। redlight (noun) (ক) রেলপথ ইত্যাদিতে বিপদসংকেত; রাস্তায় ‘থামুন’ সংকেত; লাল বাতি। see the red light আসন্ন বিপদ বা বিপর্যয় উপলব্ধি করা। (খ) red-light district শহরের নিষিদ্ধ এলাকা; পতিতালয় । red meat (noun) [uncountable noun] (বাছুর, শূকর ও মুরগির মাংসের সঙ্গে বৈপরীত্যক্রমে) গরু, ছাগল ও ভেড়ার মাংস; লাল মাংস redpepper (noun) লাল (পাকা) লংকা। redrag (noun) like a red rag to a bull ষাঁড়ের জন্য রক্তিম বস্ত্রখণ্ডের মতো; ক্রোধ বা ভাবাবেগ উদ্দীপ্ত করে এমন বস্তু। red skin (noun) (প্রাচীন প্রয়োগ অধুনা অসৌজন্যসূচক) আমেরিকান ইন্ডিয়ান। the Red star (প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন ও অন্যান্য কমিউনিস্ট দেশের প্রতীক) লাল তারা। red tape (noun) [uncountable noun] (লাক্ষণিক) সরকারি কাজকর্মে আনুষ্ঠানিকতার আতিশয্য; নিয়মকানুনের প্রতি অত্যধিক মনোযোগ; লাল ফিতা। redwing (noun) লাল পালকযুক্ত ডানাওয়ালা কয়েক ধরনের থ্রাশ ও অন্যান্য পাখির যৌথ নাম। redwood (noun) লালচে রঙের কাঠবিশিষ্ট বিভিন্ন গাছ, বিশেষত ক্যালিফোর্নিয়ার একটি চিরহরিৎ বৃক্ষ। □ (noun) (১) [countable noun, uncountable noun] লাল রং: too much red in the painting; the reds and browns of the woods in autumn. (২) লাল কাপড়; dressed in red. (৩) (কথ্য) কমিউনিজম বা সমাজতান্ত্রিক ব্যবস্থার সমর্থক। (৪) the red ব্যবসায়িক হিসাবের খরচের দিক/খাত। be/get into red পাওনার চেয়ে দায় অধিক হওয়া। be/get out of the red ঘাটতি থেকে বেরিয়ে আসা। দ্রষ্টব্য black.