T পৃষ্ঠা ২৪
- English Word trampoline Bengali definition [ট্র্যাম্পালীন্] (noun) [countable noun] শারীরিক কসরতকালে জিমন্যাস্ট ব্যবহৃত স্প্রিংয়ের উপর স্থাপিত ক্যানভাস।
- English Word trance Bengali definition [ট্রা:ন্স্ America(n) ট্র্যান্স্] (noun) (১) সমাধি অবস্থা; ঘুমের মতো অবস্থা। (২) অস্বাভাবিক স্বপ্নপ্রয়াণ; মোহগ্রস্তের অবস্থা।
- English Word tranquil Bengali definition [ট্র্যাংকুয়িল্] (adjective) শান্ত; চুপচাপ। tranquilly [ট্র্যাংকওয়িলি] (adverb) tranquility (America(n) অপিচ tranquility) [ট্র্যাংকোয়িলাটি] (noun) [uncountable noun] প্রশান্তি; শান্ত অবস্থা। tranquilize, tranquilise (verb transitive) (ওষুধ প্রয়োগে) উত্তেজনা কমানো; প্রশান্ত করা। tranquilizer (noun) স্নায়ুর উত্তেজনা কমিয়ে নিদ্রা উদ্রেককারী ওষুধ।
- English Word transact Bengali definition [ট্র্যানজ্যাক্ট্] (verb transitive) transact something (with somebody) (ব্যবসাবাণিজ্য) পরিচালনা করা; লেনদেন করা।
- English Word transaction Bengali definition [ট্র্যান্জ্যাকশ্ন্] (noun) (১) [uncountable noun] the transact of লেনদেন: the transact of business. (২) [countable noun] piece of business: cash transacts. (৩) (plural) (কোনো সমিতির) কার্যবিবরণী এবং তার রেকর্ডপত্র।
- English Word transalpine Bengali definition [ট্র্যান্জ্যাল্পাইন্] (noun), (adjective) আল্পস্ পর্বতমালার অপর পারের অধিবাসী বা তাদেরআল্পসের অপর পারের অধিবাসীসংক্রান্ত।
- English Word transatlantic Bengali definition [ট্র্যান্জাট্ল্যান্টিক্] (adjective) আটলান্টিকের অপর পারের; আটলান্টিক পাড়িদানসংক্রান্ত; আটলান্টিকের উভয় পারের দেশসংক্রান্ত।
- English Word transcend Bengali definition [ট্র্যান্সেন্ড্] (verb transitive) (মানুষের অভিজ্ঞতা, যুক্তি, বিশ্বাস, বর্ণনা শক্তির) সীমা ছাড়িয়ে যাওয়া; ছাপিয়ে যাওয়া।
- English Word transcendent Bengali definition [ট্র্যান্সেন্ডান্ট্] (adjective) সবাইকে ছাড়িয়ে গেছে এমন। transcendence [ট্র্যান্সেন্ডান্স্] transcendency [ট্র্যান্সেন্ডান্সি] (noun(s)) সীমাতিক্রমী; সর্বোৎকৃষ্ট।
- English Word transcendental Bengali definition [ট্র্যান্সেন্ডেন্ট্ল্] (adjective) (১) অলৌকিক; মানুষের জ্ঞানে কুলায় না এমন; অভিজ্ঞতা দিয়ে বোঝা যায় না এমন; স্বজ্ঞালব্ধ। দ্রষ্টব্য empirical. (২) (কথ্য) দুর্জ্ঞেয়; সাধারণ বুদ্ধির বাইরে। transcendentally (ট্র্যান্সেন্ডেন্টালি) (adverb) transcendentalism [ট্র্যান্সেন্ডেন্টালিজাম্] (noun) [uncountable noun] অলৌকিক দর্শন; অভিজ্ঞতায় নয়, মানসিক প্রক্রিয়ায় জ্ঞানলাভে বিশ্বাসী মতবাদ। transcendentalist [ট্র্যান্সেন্ডেন্টালিস্ট] (noun) অলৌকিকতাবাদী।
- English Word transcontinental Bengali definition [ট্যান্জ্কন্টিনেন্ট্ল্] আন্তঃমহাদেশীয়: a transcontinental road.
- English Word transcribe Bengali definition [ট্র্যান্স্ক্রাইব্] (verb transitive) প্রতিলিপি করা বিশেষ করে শর্টহ্যান্ড লেখক- বা সাঁটলিপি থেকে লিপ্যন্তর করা। transcript [ট্রান্স্ক্রিপ্ট্] (noun) [uncountable noun] প্রতিলিপি; নকল। transcription [ট্র্যান্স্ক্রিপ্শ্ন্] (noun) (১) [uncountable noun] লিপ্যন্তরকরণ; প্রতিলিপিকরণ। (২) [countable noun] বিশেষ পদ্ধতিতে প্রতিলিপিকরণ: phonetic transcribe. (৩) রেকর্ডকৃত অনুষ্ঠান সম্প্রচার: the transcribe service of the Bangladesh Betar.
- English Word transept Bengali definition [ট্র্যান্সেপ্ট্] (noun) [countable noun] (স্থাপত্য) ক্রুশের আকারে আড়াআড়িভাবে নির্মিত গির্জার অংশবিশেষ।
- English Word transfer 1 Bengali definition [ট্র্যান্স্ফা(র্)] (noun) [countable noun, uncountable noun] বদলি; স্থানান্তর। transfer fee (বিশেষ করে পেশাদার ফুটবল খেলোয়াড়ের ক্লাব বদলের) বদলি ফি।
- English Word transfer 2 Bengali definition [ট্রান্স্ফা(র্)] (verb transitive), (verb intransitive) (transferred, transferring, transfers) transfer (somebody/something) (from) (to) (১) বদলি করা; স্থানান্তর করা। (২) অধিকার অথবা দখল হস্তান্তর করা (যেমন সম্পত্তির)। (৩) (চিত্রকলায়) এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে নিয়ে আসা। (৪) যানবাহন, পেশা ইত্যাদি বদল করা। transferable [ট্র্যান্সফারআব্ল] (adjective) বদলিযোগ্য; স্থানান্তরযোগ্য; হস্তান্তরযোগ্য। transferability [ট্র্যান্সফারাবিলাটি] (noun) [uncountable noun] transference [ট্র্যান্সফারান্স্ America(n) ট্র্যানস্ফারান্স্] (noun) চাকরিবদল।
- English Word transfigure Bengali definition [ট্র্যান্স্ফিগা(র্) America(n) ট্র্যান্স্ফিগ্ইআর] (verb transitive) আদর্শায়িত মূর্তিপ্রদান করা; মহিমান্বিত রূপদান করা; গৌরবোজ্জ্বল আকৃতি দেওয়া। transfiguration [ট্র্যান্স্ফিগারেইশ্ন্ America(n) ট্র্যান্স্ফিগইআরশন] (noun) [uncountable noun, countable noun] চেহারাবদল। the Transfiguration বাইবেলের বর্ণনা অনুসারে বিশেষ করে যিশুর চেহারাবদল।
- English Word transfix Bengali definition [ট্র্যান্স্ফিক্স] (verb transitive) (১) বিদ্ধ করা। (২) অবশ করে দেওয়া।
- English Word transfrom Bengali definition [ট্র্যান্সফোম্] (verb transitive) transfrom something (into something) রূপান্তরিত করা। transfromable [ট্র্যান্সফোম্আব্ল্] (adjective) রূপান্তরযোগ্য। transfromation [ট্র্যানস্ফামেইশ্ন] (noun) [uncountable noun] রূপান্তর। transfromer (noun) রূপান্তরকারী; বিদ্যুৎ সরবরাহ শক্তির ভোল্টেজ হ্রাসবৃদ্ধি।
- English Word transfuse Bengali definition [ট্র্যান্স্ফিঊজ্] (verb transitive) (একজনের রক্ত অন্যের শরীরে) ঢুকিয়ে দেওয়া। transfusion [ট্র্যান্সফিঊজ্ন্] (noun) [uncountable noun] একজনের শরীর থেকে অন্যের শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়া।
- English Word transgender Bengali definition [ট্রানসজেনডার] (adjective) (অথবা transgendered) হিজড়া; যৌনপ্রতিবন্ধী; তৃতীয় লিঙ্গ (এটা এমন এক লৈঙ্গিক অবস্থাকে বোঝায় যা দৈহিক বা জেনিটিক কারণে মেয়ে বা ছেলে কোনো শ্রেণিতে পড়ে না। ক্রোমোজোমের ত্রুটির কারণে এটা হয়): Some transgender people choose to have surgery to take the physical form of their desired sex.
- English Word transgress Bengali definition [ট্র্যানজ্গ্রেস্] (verb transitive), (verb intransitive) (১) (সীমা) লঙ্ঘন করা। (২) (আইন, চুক্তি) ভঙ্গ করা। (৩) পাপ করা, নীতিভ্রষ্ট হওয়া। transgression [ট্র্যান্জ্গ্রেইশ্ন্] (noun) [uncountable noun] সীমালঙ্ঘন; আইনের বরখেলাপ; পাপ। transgressor [ট্র্যান্জ্গ্রেইসা(র্)] (noun) সীমা লঙ্ঘনকারী; চুক্তিভঙ্গকারী; আইন অমান্যকারী; পাপী।
- English Word transient Bengali definition [ট্র্যান্জিআন্ট্ America(n) ট্র্যান্শ্ন্ট্] (adjective) স্বল্পস্থায়ী; ক্ষণস্থায়ী। □(noun)(America(n))(হোটেলের) অতিথি। transience [ট্র্যান্জিআন্স্], transiency [ট্র্যান্জিন্সি] (noun(s)) স্বল্পস্থায়ী অবস্থান।
- English Word transistor Bengali definition [ট্র্যান্জিস্টা(র্)] (noun) [countable noun] (১) ট্রানজিস্টার। (২) ট্রানজিস্টার রেডিও। transistorized [ট্র্যান্জিস্টা(র্)আইজ্ড্]. (adjective) ভালভের বদলে ট্রানজিস্টারের সঙ্গে সংযুক্ত: a transistorized computer.
- English Word transit Bengali definition [ট্র্যান্সিট্] (noun) [uncountable noun] (১) গমনপথ; ট্রানজিট। transitcamp বিশ্রামশিবির; আশ্রয়শিবির; ট্রানজিট ক্যাম্প; একস্থান থেকে অন্যস্থান গমনকারী সৈন্যদল অথবা উদ্বাস্তুদের জন্য মাঝপথে নির্মিত শিবির। transit visa কোনো দেশের মাঝ দিয়ে গমনের জন্য (বসবাসের জন্য নয়) প্রদত্ত ভিসা। (২) গ্রহনক্ষত্রের পরিক্রমণ পথ।
- English Word transition Bengali definition [ট্র্যান্জিশ্ন্] (noun) [countable noun, uncountable noun] ক্রান্তিকাল; এক পর্যায় থেকে অন্য পর্যায়ে উত্তরণের মধ্যবর্তী সময়। transitional [ট্র্যান্জিশান্ল্] (adjective) পরিবর্তনমূলক। transitionally [ট্র্যান্জিশানালি] (adverb)
- English Word transitive Bengali definition [ট্র্যান্সাটিভ্] (adjective) (ব্যাকরণে) (ক্রিয়াসংক্রান্ত) সকর্মক। transitively (adverb) সকর্মকভাবে।
- English Word transitory Bengali definition [ট্র্যান্সিট্রি America(n) ট্র্যান্সিটোরি] (adjective) স্বল্পকালস্থায়ী।
- English Word translate Bengali definition [ট্র্যান্জ্লেইট্] (verb transitive) translate something (From) (into) (১) অনুবাদ করা। (২) (বাইবেলি) সশরীরে স্বর্গে নেওয়া। translatable [ট্র্যান্জ্লেইট্আব্ল্] (adjective) অনুবাদযোগ্য। translator [ট্র্যান্জ্লেইটা(র্)] (noun) অনুবাদক। translation [ট্র্যান্জলেইশ্ন্] (noun) [uncountable noun] অনুবাদ।
- English Word transliterate Bengali definition [ট্র্যান্জ্লিটারেইট্] (verb transitive) transliterate something (into) বর্ণান্তরিত করা; ভিন্ন ভাষার বর্ণমালায় লিপিবদ্ধ করা। transliteration (noun) প্রতিবর্ণীকরণ।
- English Word translucent Bengali definition [ট্র্যানজ্রলূস্ন্ট্] (adjective) আলোকপ্রবাহী কিন্তু অস্বচ্ছ। translucence [ট্র্যানজ্রলূস্ন্স্], translucency [ট্র্যানজ্রলূসন্সি] (noun(s) আলোকভেদ্য।