T পৃষ্ঠা ২৩
- English Word trace 2 Bengali definition [ট্রেইস্] (verb transitive), (verb intransitive) (১) trace something (out) অঙ্কন করা; স্কেচ করা অথবা রূপরেখা তৈরি করা; (লাক্ষণিক) পরিকল্পনার ছক তৈরি করা। (২) ম্যাপ, ডিজাইন ইত্যাদি ট্রেস করা। (৩) ধীরে ধীরে এবং কষ্টের সঙ্গে লেখা। (৪) অনুসরণ করা অথবা সন্ধান পাওয়া। trace (something/somebody) back (to something) (ক) আদি উৎস সন্ধান করা। (খ) তথ্যপ্রমাণের ভিত্তিতে অনুসন্ধান করা। (৫) ধ্বংসাবশেষ থেকে অবস্থান, আকার ইত্যাদির সন্ধান পাওয়া। traceable [ট্রেইস্আব্ল্] (adjective) অনুসন্ধানযোগ্য। tracer (noun) (১) ম্যাপ, ডিজাইন ইত্যাদিতে যিনি অঙ্কন বা স্কেচ করেন। (২) (প্রায়ই tracer bullet) আগুন অথবা ধোয়ার কারণে যে ক্ষেপণাস্ত্রের পথরেখা দৃষ্টমান হয়। tracing (noun) ম্যাপ-ট্রেসিং। tracing-paper (noun) ট্রেসিং পেপার।
- English Word trace 3 Bengali definition [ট্রেইস্] (noun) [countable noun] মালটানা ঘোড়ার গায়ে ব্যবহৃত দড়ি। kick over the traces (লাক্ষণিক) লাগামহীন হওয়া।
- English Word tracery Bengali definition [ট্রেইসারি] (noun) [countable noun, uncountable noun] (plural traceries) কাচ অথবা পাথরে অলংকরণবিশেষ; নকশা।
- English Word trachea Bengali definition [ট্রাকিআ America(n) ট্রেইকিআ] (noun) (plural tracheae [ট্রেইকিআকী]) (শারীরবিদ্যা) শ্বাসনালি।
- English Word trachoma Bengali definition [ট্রাকোমা] (noun) [uncountable noun] চোখের রোগবিশেষ।
- English Word track Bengali definition [ট্র্যাক্] (noun) [countable noun] (১) যানবাহন, মানুষ অথবা পশুর চলাচলের ফলে সৃষ্ট পথচিহ্ন বা দুর্গম পথ। be on somebody’s track/on the track of somebody কারো তালাশে বের হওয়া। cover up one’s track গতিবিধি অথবা কার্যকলাপে গোপন রাখা। have a one-mind একপেশে স্বভাবের; একই বিষয়ে সমস্ত মনোযোগ নিবন্ধ করা। keep/lose track of somebody/something সম্পর্ক রাখা/হারানো; গতিবিধি এবং বিকাশ অনুসরণ করা/অনুসরণে ব্যর্থ হওয়া। make tracks (কথ্য) বিচ্ছিন্ন হওয়া; দৌড়ে পালিয়ে যাওয়া। make tracks for (কথ্য) অভিমুখে যাওয়া। in one’s tracks (অপশব্দ) ঠিক যেখানে অবস্থান করছে সেখানে। off the track (লাক্ষণিক) বিষয়বহির্ভূত; ভুল কর্মপন্থা অনুসরণ করেছে এমন। go off/keep to the beaten track, দ্রষ্টব্য beaten. (২) গতিপথ: the track of a tornado. (৩) রেললাইন বিশেষ: double track. on/from the wrong side of the tracks (America(n)) শহরের গরিব এলাকায়/এলাকা থেকে। (৪) দৌড়প্রতিযোগিতার জন্য নির্মিত পথ। track suit (noun) ট্র্যাকসুট। (৫) ট্রাক্টর অথবা ট্যাংকে চাকার বদলে ব্যবহৃত বন্ধনী। □(verb transitive) (১) পথ অনুসরণ করা। tracking station (noun) মহাশূন্যযানের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী স্টেশন। track somebody/something down তালাশ করে খুঁজে পাওয়া। track out পথচিহ্ন পরীক্ষার মাধ্যমে (গতিপথ, বিকাশ ইত্যাদির) সন্ধান পাওয়া। (২) (চলচ্চিত্র, টিভি) লং শট গ্রহণের উদ্দেশ্যে ক্যামেরা ট্র্যাক করা। tracked (adjective) বন্ধনীযুক্ত (ট্রাকটর অথবা ট্যাংক)। tracker (noun) বুনো পশুদের পিছনে ধাওয়াকারী শিকারি। tracker dog (noun) সন্ধানী কুকুর। trackless (adjective) পদচিহ্নহীন।
- English Word tract 1 Bengali definition [ট্র্যাক্ট্] (noun) নিবন্ধ।
- English Word tract 2 Bengali definition [ট্র্যাক্ট্] (noun) ধর্ম বা নৈতিকতাবিষয়ক পুস্তিকা।
- English Word tractable Bengali definition [ট্র্যাক্টাব্ল্] (adjective) সহজে নিয়ন্ত্রণযোগ্য। tractability [ট্র্যাক্টাবিলাটি] (noun) সহজে নিয়ন্ত্রণযোগ্যতা।
- English Word traction Bengali definition [ট্র্যাক্শ্ন্] (noun) [uncountable noun] উত্তোলন শক্তি। traction-engine (noun) ভারোত্তোলন যন্ত্র।
- English Word tractor Bengali definition [ট্র্যাক্টা(র্)] (noun) ট্রাক্টর; কলের লাঙল।
- English Word trade 1 Bengali definition [ট্রেইড্] (noun) (১) [uncountable noun] কেনাবেচা; ব্যবসাবাণিজ্য। stock-in trade, দ্রষ্টব্য stock 1 (১). the trade (কথ্য) বিশেষ দ্রব্যের নির্মাতা ও বিক্রেতা। trademark (noun) ট্রেডমার্ক; (লাক্ষণিক) স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য। trade name (noun) কোনো দ্রব্যের নির্মাতা প্রদত্ত নাম। tradeprice (noun) খুচরা বিক্রেতার কাছে নির্মাতা অথবা পাইকারি বিক্রেতার প্রস্তাবিত মূল্য। trade(s)-union (noun) ট্রেড-ইউনিয়ন। trade-unionism (noun) [uncountable noun] ট্রেড-ইউনিয়ন প্রথা; ট্রেড ইউনিয়ন আন্দোলন। trade-unionist (noun) ট্রেড-ইউনিয়ন কর্মী। Trades Union Congress (সংক্ষেপ TUC) ব্রিটেনের ট্রেড-ইউনিয়ন সমিতি। trade-wind (noun) বিষুবরেখা অভিমুখী প্রবল বায়ু। the Trades এই ধরনের সব বায়ুপ্রবাহ। (২) পেশা; জীবিকা অর্জনের উপায়। tradesfolk, tradespeople (noun(s) ব্যবসায়ী। tradesman [ট্রেজ্মান] (plural tradesmen) দোকানদার।
- English Word trade 2 Bengali definition [ট্রেইড্] (verb intransitive), (verb transitive) (১) trade (in) (with) ব্যবসাবাণিজ্য করা; কেনাবেচা করা। trading estate শিল্প এলাকা। trading stamp (= gift coupo) ক্রেতাদের প্রদত্ত কুপন, যার বিনিময়ে কেনাকাটা করা যায় অথবা সেটি নগদ হিসেবেও ভাঙানো যায়। (২) trade something for something বিনিময় করা; বদলে নেওয়া। (৩) trade something in নতুন কিছু কিনতে মূল্য পরিশোধের অংশ হিসেবে পুরনো দ্রব্য দেওয়া। trade in (noun) [countable noun] পুরনো দ্রব্যের বদলে নতুন দ্রব্য কেনার নিয়ম। (৪) trade on/upon ব্যক্তিস্বার্থে অন্যায় সুযোগ নেওয়া। (৫) (America(n)) কেনাকাটা করা। trader (noun) ব্যবসায়ী।
- English Word tradition Bengali definition [ট্রাডিশ্ন্] (noun) [uncountable noun] ঐতিহ্য। traditional [ট্রাডিশান্ল্] (adjective) ঐতিহ্যবাহী; সনাতন। traditionally [ট্রাডিশানালি] (adverb) ঐতিহ্যগতভাবে; প্রথাগতভাবে। traditionalism [ট্রাডিশানালিজাম] (noun) ঐতিহ্য অনুরাগ; রক্ষণশীলতা। traditionalist [ট্রাডিশানালিস্ট্] (noun) ঐতিহ্যবাদী।
- English Word traduce Bengali definition [ট্রাড্ইঊস্ America(n) ট্রাডূস্] (verb transitive) (আনুষ্ঠানিক) কলঙ্ক রটানো। traducer (noun) কলঙ্ক রটনাকারী।
- English Word traffic Bengali definition [ট্র্যাফিক্] (noun) [uncountable noun] (১) যাতায়াত; চলাচল; গমনাগমন। traffic circle (America(n)= roundabout. traffic indicator= trafficator. trafficjam (noun) ট্রাফিকজ্যাম; যানজট। traffic light(s) রাস্তার মোড় অথবা সংযোগস্থলে ট্রাফিক সিগনাল হিসেবে ব্যবহৃত নানা রঙের বাতি; ট্রাফিক-আলো। trafficwarden দ্রষ্টব্য warden. (২) পরিবহন ব্যবসা। (৩) অবৈধ ব্যবসা। □(verb transitive) (trafficked, trafficking, traffics) traffic in something (with somebody) একা অথবা যৌথকারবার করা। trafficker (noun) (বাজে অর্থে) ব্যবসায়ী।
- English Word trafficator Bengali definition [ট্র্যাফিকেইটা(র্)] (noun) দিক ফেরার সময়ে যানবাহনে ব্যবহৃত দিকনির্দেশক আলো।
- English Word tragedy Bengali definition [ট্র্যাজাডি] (noun) (plural tragedies) (১) [countable noun] ট্র্যাজেডি; বিয়োগান্ত নাটক। (২) বাস্তব জীবনের শোকাবহ ঘটনা/অভিজ্ঞতা। tragedien [ট্র্যাজীডিএন] (noun) ট্র্যাজেডি লেখক/অভিনেতা। tragedienne [ট্রাজীডিএন্] (noun) ট্র্যাজেডি নাটকের অভিনেত্রী।
- English Word tragi-comedy Bengali definition [ট্র্যাজিকমাডি] (noun) (plural tragi-comedies) ট্র্যাজিকমেডি। tragi-comic [ট্র্যাজিকমিক্] (adjective) হাস্য-করুণরসাত্মক।
- English Word tragic Bengali definition [ট্র্র্যাজিক্] (adjective) করুণরসাত্মক; বিয়োগান্ত। tragically [ট্র্র্যাজিক্লি] (adverb) করুণভাবে; করুণরসের সঙ্গে; বিয়োগান্তভাবে।
- English Word trail Bengali definition [ট্রেইল্] (noun) [countable noun] (১) চিহ্নরেখা। (২) শিকারিদের অনুসরণীয় পথ অথবা গন্ধ। hot on the trail (of) (লাক্ষণিক) ঠিক পিছনে। (৩) দুর্গম দেশের মাঝ দিয়ে চলে যাওয়া পথ; blaze a trail, দ্রষ্টব্য blaze 3. □(noun), (verb intransitive) (১) টেনে-হেঁচড়ে নেওয়া বা টেনে টেনে চলা। (২) চিহ্ন-রেখা অনুসরণ করা। (৩) (গাছপালা) মাটির উপরে অথবা মাটি ঘেঁষে (দেওয়ালের উপরে) বেড়ে ওঠা; (ব্যক্তি) অতিকষ্টে হাঁটা। trailer (noun) (১) ট্রাক অথবা ট্রাক্টরে-টানা যানবাহন। (২) দেওয়ান ঘেঁষে বেড়ে ওঠা লতাপাতা। (৩) ট্রেইলার; বিজ্ঞাপন হিসেবে ব্যবহৃত চলচ্চিত্রের অংশবিশেষ।
- English Word train 1 Bengali definition [ট্রেইন্] (noun) (১) [countable noun] ট্রেন; রেলগাড়ি। trainferry ট্রেন বহনের ফেরি। trainman [ট্রেইন্মান] (noun) (plural trainmen) (America(n)) রেলকর্মী। (২) মানুষ, প্রাণী ও গাড়ির সারি: a train of lambs. (৩) চিন্তারাশি; ঘটনাপ্রবাহ; সিরিজ। (৪) দীর্ঘ পোশাকের পিছনের অংশ যা মাটিতে গড়ায়। train-bearer (noun) এই ধরনের পোশাকবাহক, যে পিছনের অংশ ধরে থাকে। (৫) বিস্ফোরণের জন্য সংরক্ষিত গোলাবারুদের সারি। in train প্রস্তুত আছে এমন।
- English Word train 2 Bengali definition [ট্রেইন্] (verb transitive), (verb intransitive) (১) train (for) প্রশিক্ষণ দেওয়া/পাওয়া। (২) ইচ্ছানুসারে দিক ঠিক করে দেওয়া: train a plant over a wall. (৩) train something on/upon something নিশানা করা; তাক করা: train a gun. trainee [ট্রেইনী] (noun) প্রশিক্ষণার্থী। trainer (noun) (১) প্রশিক্ষক। (২) পাইলট প্রশিক্ষণে ব্যবহৃত বিমান। training (noun) [uncountable noun] প্রশিক্ষণ। in/out of training (ক্রীড়া প্রতিযোগিতার জন্য) শারীরিকভাবে উপযুক্ত/অনুপযুক্ত। go into training নিজেকে নিজে প্রশিক্ষণ দেওয়া অথবা গড়ে তোলা। training-college (noun) ট্রেনিং কলেজ; প্রশিক্ষণ মহাবিদ্যালয়। training-ship (noun) নাবিক-প্রশিক্ষণ।
- English Word trait Bengali definition [ট্রেইট্] (noun) [countable noun] চারিত্রিক বৈশিষ্ট্য।
- English Word traitor Bengali definition [ট্রেইটা(র্)] (noun) traitor (to) বিশ্বাসঘাতক। turn traitor বিশ্বাসঘাতকে পরিণত হওয়া। traitorous [ট্রেইটারাস্] (adjective) প্রতারণাপূর্ণ; বিশ্বাসঘাতকসুলভ। traitorously (adverb) বিশ্বাসঘাতকতার সঙ্গে; প্রতারণার সঙ্গে। traitress [ট্রেইটরিস্] (noun) মহিলা বিশ্বাসঘাতক।
- English Word trajectory Bengali definition [ট্রাজেক্টারি] (noun) (plural trajectories) ক্ষেপণাস্ত্রের বঙ্কিম পথ।
- English Word tram Bengali definition [ট্র্যাম্] (noun) (১) (অপিচ 'tram-car' বা 'trolley-bus') ট্র্যাম; (America(n)= street-car বা trolley-car). tramline (noun) ট্রামলাইন। (২) কয়লাখনিতে ব্যবহৃত চার চাকার গাড়ি।
- English Word trammel Bengali definition [ট্র্যাম্ল্] (verb transitive) (trammelled, trammelling, trammels; America(n) trammeled, trammeling, trammels) বাধা দেওয়া; অগ্রগতি রুদ্ধ করা। □(noun) (plural) trammels বাধাবিপত্তি।
- English Word tramp Bengali definition [ট্র্যাম্প্] (verb intransitive), (verb transitive) (১) ভারী পদক্ষেপে হাঁটা। (২) (লম্বা দূরত্বে) হেঁটে চলা। □(noun) (১) the tramp of ভারী পদশব্দ। (২) দীর্ঘভ্রমণ। (৩) ভবঘুরে। (৪) tramp (tramp steamer) যেকোনো বন্দরে যায় ও ভিড়তে পারে এমন কার্গো বোট।
- English Word trample Bengali definition [ট্র্যাম্প্ল্] (verb transitive), (verb intransitive) (১) trample something (down) পায়ে মাড়ানো। (২) trample on মাড়ানো: trample on somebody’s heart. (৩) trample about যত্রতত্র ঘুড়ে বেড়ানো। □(noun) পদদলন; পদদলনের শব্দ।