• Bengali Word throw 1 English definition [থ্রো] (verb transitive), (verb intransitive) (past tense threw [থ্রু], past participle thrown [থ্রোন্]) (adverbial particle ও' preps- সহ প্রয়োগের জন্য নিচে ১২ দ্রষ্টব্য) ১ ছোড়া; ছুড়ে মারা; নিক্ষেপ/ক্ষেপণ করা।
    (২) (পোশাক-পরিচ্ছদ) দ্রুত বা এলোপাতাড়ি পরা বা খুলে ফেলা (on, off, over, etc): throw a shawl over one’s shoulders; throw off one’s clothes. (৩) (হাত, পা ইত্যাদি) ছোড়া (out, up, down, about): throw up one’s arms; throw one’s head back. (৪) (ক) (কুস্তিগির) (প্রতিপক্ষকে) ভূমিতে ফেলে দেওয়া। (খ) (ঘোড়া) আরোহীকে মাটিতে নিক্ষেপ করা। (গ) (সাপ) (খোলস) ছাড়া। (ঘ) (জীবজন্তু) বাচ্চা প্রসব করা। (৫) (পাশা) ছোড়া; মারা: throw three sixes, তিন ছক্কা মারা। (৬) (রেশম দিয়ে) সুতা পাকানো। (৭) (কুমারের চাকে) ঘট, কলসি ইত্যাদি গড়া। (৮) (কথ্য) পীড়া দেওয়া; বিচলিত করা; অন্যমনস্ক করা; The sudden death of the child really threw her. (৯) (অপশব্দ) throw party পার্টি দেওয়া। throw a fit ভিরমি খাওয়া। দ্রষ্টব্য fit 3 (২). (১০) throw something open (to) (ক) (প্রতিযোগিতা ইত্যাদি) সবার জন্য অবারিত/উন্মুক্ত করা। (খ) (সাধারণত বদ্ধ উদ্যান প্রভৃতি) সর্বসাধারণের জন্য খুলে দেওয়া। (১১) (noun(s)- এর সঙ্গে): throw cold water on something দ্রষ্টব্য water 1 (১). throw doubt upon, দ্রষ্টব্য doubt (১). throw dust in somebody’s eyes, দ্রষ্টব্য dust 1 (১). throw down the gauntlet, দ্রষ্টব্য gauntlet. throw light on, দ্রষ্টব্য light 1 (৬). throw a sop to Cerberus, দ্রষ্টব্য sop. throw one’s weight about, দ্রষ্টব্য weight. (১২) (adverbial particle ও preposition সহ বিশেষ প্রয়োগে): throw something about ছড়ানো ছিটানো; ইতস্তত বিক্ষিপ্ত করা: throw one’s money about, (লাক্ষণিক) টাকা ওড়ানো। throw oneself at (ক) ঝাঁপিয়ে পড়া। (খ) জোর করে মনোযোগ নিবন্ধ করা; প্রণয়ভাজন হতে বেপরোয়া আচরণ করা; ঝাঁপিয়ে পড়া। throw something away (ক) বোকামি বা অবহেলা করে হারানো: Your advice was thrown away upon her, উপদেশটা বাজে খরচ হলো। (খ) (অভিনেতা, সম্প্রচারক প্রভৃতি কর্তৃক উচ্চারিত শব্দাবলি) সচেতনভাবে কম গুরুত্ব দিয়ে, অযত্নসহকারে উচ্চারণ করা; ছুড়ে মারা। সুতরাং, throw-away (noun) ফেলে দেওয়ার মতো বস্তু (মুদ্রিত ইশতেহার ইত্যাদি); ফেলনা জিনিস: (attributive(ly)) a throw-away ballpen, ব্যবহারের পরে পরিত্যাজ্য: a throw-away line, কথার কথা। throw back বহু দূরের কোনো পূর্বপুরুষের বৈশিষ্ট্যসূচিত করা বা ফিরে পাওয়া। অতএব, throw-back (noun) পূর্বপুরুষের বৈশিষ্ট্যে প্রত্যাবর্তন; পূর্বানুবৃত্তি। throw somebody back on/upon something (প্রায়ই passive) (উপায়ান্তর না-থাকায়) কোনোকিছু পুনরায় অবলম্বন করতে বাধ্য করা: Since nobody came to his aid, he was thrown back upon his own resources. throw oneself down সটান/নম্র হয়ে শুয়ে পড়া। throw something in (ক) অতিরিক্ত মূল্য ছাড়া বাড়তি কিছু সরবরাহ করা: I bought this table for $ 40, with the chair thrown in. (খ) (মন্তব্য ইত্যাদি) কথাচ্ছলে যোগ করা। (গ) (ফুটবল) বল মাঠের বাইরে যাওয়ার পর ভিতরে নিক্ষেপ করা। সুতরাং throw-in (noun) নিক্ষেপ। throw in one’s hand নিরস্ত্র হওয়া; হাত গুটানো; কিছু করার অসামর্থ্য স্বীকার করা। throw in one’s lot with somebody অন্যের ভাগ্যের সঙ্গে ভাগ্য জড়ানো। throw in the towel/sponge (কথ্য) (মুষ্টিযুদ্ধ থেকে) পরাজয় স্বীকার করা; হার মানা। throw oneself into something পূর্ণোদ্যমে কাজ শুরু করা। throw somebody/something off ঝেড়ে ফেলা; কোনোক্রমে হাত থেকে অব্যাহতি/রেহাই পাওয়া: throw off a cold/one’s pursuers. throw something off খুব সহজে কিছু বানানো বা রচনা করা: throw off a few lines of verse. throw oneself on/upon somebody/something ভরসা/নির্ভর করা; নিজেকে কোনোকিছুর উপর সোপর্দ করা I throw something out (ক) (বিশেষত কথাচ্ছলে হালকাভাবে) কিছু উচ্চারণ করা: throw out a hint; throw out a challenge.(খ) (সংসদে বিল ইত্যাদি) প্রত্যাখ্যান করা। (গ) সম্প্রসারিত অংশ হিসেবে নির্মাণ করা: throw out a wing. throw somebody out (ক) (ক্রিকেটে ফিল্ডার) বল উইকেটে মেরে (ব্যাটসম্যানকে) আউট করা। (খ) কোনোকিছুতে (একান্ত নিবিষ্ট কোনো ব্যক্তির) মনকে বিক্ষিপ্ত করে কাজের বিঘ্ন ঘটানো: The noise in the street throw me out in my calculations. throw somebody over পরিত্যাগ করা: throw over an old friend. throw something together তাড়াহুড়া করে/জোড়াতালি দিয়ে দাঁড় করানো; সাততাড়াতাড়ি ও অযত্নে সংকলন করা: I have the impression that the book has been thrown together. throw people together একত্র করা। throw something up (ক) বমি করা। (খ) (চাকরি থেকে) পদত্যাগ করা; ছেড়ে দেওয়া: throw up one’s job. throw something up গোচরে আনা। throw up one’s hands (in horror) (বিভীষিকায়, আতঙ্কে) দুহাত উপরে তোলা।