• Bengali Word relief 1 English definition [রিলীফ্‌] (noun) [Uncountable noun] ১ (বেদনা, কষ্ট, উদ্বেগ ইত্যাদির) লাঘব; উপশম; নিবৃত্তি; মোচন; ত্রাণ; আরাম; স্বস্তি: a sigh of relief, স্বস্তির নিশ্বাস।
    (২) যা বেদনা ইত্যাদি লাঘব বা উপশম করে; ত্রাণসামগ্রী: a relief fund; a relief road, যানবাহনের চাপে বিপর্যস্ত সড়কের বিকল্প সড়ক; ত্রাণসড়ক। (৩) যা একঘেয়েমি বা উদ্বেগ কমায়; বৈচিত্র্য: stretches of moorland without relief. (৪) relief (of) অবরুদ্ধ নগরীর রক্ষা ব্যবস্থার দৃঢ়ীকরণ; (অবরোধ) উত্তোলন/প্রত্যাহার: hasten to the relief of the stronghold. (৫) কর্তব্যে নিয়োজিত ব্যক্তি বা ব্যক্তিবর্গের স্থলে অন্যব্যক্তি বা ব্যক্তিবর্গের নিয়োগ; অনুরূপভাবে নিয়োজিত ব্যক্তি বা ব্যক্তিবর্গ; বদলনিয়োগ; অব্যাহতি; বদলির লোক: on duty from 9 am to 5 pm with two hours relief; (attributive(ly)) a relief driver, বদলি গাড়িচালক।