Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word reflector Bengali definition [রিফ্লেক্‌টা(র্‌)] (noun) যা তাপ, আলো বা ধ্বনিকে প্রতিফলিত করে; প্রতিফলক; পরাবর্তকreflector studs দ্রষ্টব্য studs.
  • English Word reflex Bengali definition [রীফ্লেক্‌স্‌] (adjective) (১) reflexaction স্নায়ুর উপর উদ্দীপনা সৃষ্টির দরুন ইচ্ছানিরপেক্ষ ক্রিয়া, যেমন হাঁচি, কাঁপুনি ইত্যাদি; প্রতিবর্তী ক্রিয়া(২) reflex camera হাত-ক্যামেরাবিশেষ, যাতে একটি আয়নার মাধ্যমে, যে বস্তু বা দৃশ্যের আলোকচিত্র গৃহীত হবে তার প্রতিফলিত ছবি দেখা যায় এবং সূর্যালোক সম্পাতের মুহূর্ত পর্যন্ত নিবন্ধ করে রাখা যায়; প্রতিবর্তী ক্যামেরা। □ (noun) প্রতিবর্তী ক্রিয়া।
  • English Word reflexion Bengali definition [রিফ্লেক্‌শ্‌ন্‌] (noun)= reflection.
  • English Word reflexive Bengali definition [রিফ্লেক্‌সিভ্‌] (noun), (adjective) কর্তাই কর্তার উপর কাজ করছে এই ভাবের প্রকাশক (শব্দ বা রূপ); আত্মবাচকreflexive verb আত্মবাচক ক্রিয়া (যেমন He killed himself). reflexive pronoun আত্মবাচক সর্বনাম (যেমন myself, yourself).
  • English Word refloat Bengali definition [রীফ্‌লোউট্] (verb transitive), (verb intransitive) আবার ভাসা বা ভাসানো
  • English Word reflux Bengali definition [রীফ্‌লাক্‌স্‌] (noun) ভাটা: flux and reflux.
  • English Word reforest Bengali definition [রীফরিস্‌ট্ America(n) রীফোরিস্‌ট্] (verb transitive) দ্রষ্টব্য reafforest. reforestation [রীফরিস্‌টেইশ্‌ন্‌ America(n) রীফোরিস্‌ট্] (noun)
  • English Word reform Bengali definition [রিফোম্‌] (verb transitive), (verb intransitive) সংশোধন করা; সংস্কার করা; সংস্কারসাধন করা: reform sinner/the society. □ (noun) [uncountable noun, countable noun] সংস্কার; সংস্কারসাধন; সংশোধন: social or political reform; a reform in teaching methods. reformer (noun) সংস্কারক।
  • English Word reformation Bengali definition [রেফামেইশ্‌ন্‌] (noun) (১) [Uncountable noun, countable noun] সংস্কার; সংস্কারসাধন; সংশোধন(২) the Reformation ১৬ শতকে রোমান ক্যাথলিক চার্চের সংস্কার-আন্দোলন
  • English Word reformatory Bengali definition [রিফোমাট্রি America(n) রিফোমাটোরি] (adjective) সংস্কারমূলক। □ (noun) (plural reformatories) (পূর্বকালে) তরুণ অপরাধীদের শারীরিক, মানসিক ও নৈতিক প্রশাসনের মাধ্যমে সংশোধনের জন্য স্কুল বা প্রতিষ্ঠান (ব্রিটেনে সাধারণত approved school বা community house নামে অভিহিত); সংশোধনাগার।
  • English Word refract Bengali definition [রিফ্র্যাক্‌‌ট্‌] (verb transitive) পানি, কাচ প্রভৃতি বস্তুর মধ্যে প্রবেশ করার সময় (আলোকরশ্মিকে) বাঁকানো; প্রতিসৃত করাrefraction [রিফ্র্যাক্‌শ্‌ন্] (noun) প্রতিসরণ।
  • English Word refractory Bengali definition [রিফ্র্যাক্‌টারি] (adjective) (১) একগুঁয়ে; অবাধ্য: as refractory as a mule; (রোগব্যাধি) দুশ্চিকিৎস্য; দুরারোগ্য। (২) (পদার্থ, বিশেষত ধাতু) গলানো বা শিল্পের উপকরণরূপে ব্যবহার করতে দুরূহ এমন; দুর্গল; অবশ্য
  • English Word refrain 1 Bengali definition [রিফ্‌রেইন্] (noun) [countable noun] গানের ধুয়া; ধ্রুবক ধ্রুবপদ; ধ্রুববাক্য; রিফ্রেইন; কবিতা, গান প্রভৃতিতে একই বাক্য বা বাক্যাংশ পৌনঃপুনিকভাবে ফিরে আসা: Will you all join in singing the refrain, please? Using refrain is a style of poem.
  • English Word refrain 2 Bengali definition [রিফ্‌রেইন] (verb intransitive) refrain (from) বিরত থাকা; নিরস্ত হওয়া
  • English Word refresh Bengali definition [রিফ্‌রেশ্‌] (verb transitive) (১) সতেজ/ঝরঝরে/চনমনে/তরতাজা করা: refresh oneself with a cup of tea. (২) refresh one’s memory. (লিখিত টোকা ইত্যাদির সাহায্যে) স্মৃতিকে ঝালিয়ে নেওয়া/উজ্জীবিত করা। refreshing (adjective) (১) শক্তিদায়ক; শ্রান্তিহর: a refreshing breeze/bath. (২) বিরল বা অপ্রত্যাশিত বলে প্রীতিজনক ও চিত্তাকর্ষী; প্রফুল্লকর: refreshing innocence. refreshingly (adverb) শক্তিদায়করূপে ইত্যাদি।
  • English Word refresher Bengali definition [রিফ্‌রেশা(র্)] (noun) (১) (আইন সম্বন্ধীয়) আদালতে মামলা চলাকালে উকিলকে প্রদত্ত অতিরিক্ত দক্ষিণা(২) (কথ্য) পানীয়(৩) (attributive(ly)) refresher course কর্মরত শিক্ষক প্রভৃতির জন্য আধুনিক পদ্ধতি, নবতর পেশাগত কলাকৌশল ইত্যাদি বিষয়ে শিক্ষা-কার্যক্রম; নবায়নী শিক্ষাক্রম
  • English Word refreshment Bengali definition [রিফ্‌রেশ্‌মান্‌ট্‌] (noun) (১) [Uncountable noun] সজীবতা; চনমনে ভাব: refreshment of mind and body. (২) [Uncountable noun] যা নতুন শক্তি জোগায় বা ক্লান্তি হরণ করেrefreshments হালকা খাবারদাবার; জলখাবার: refreshment room, রেলস্টেশন প্রভৃতি স্থানে হালকা খাবারদাবার কিনে খাওয়ার জন্য নির্দিষ্ট কক্ষ।
  • English Word refrigerate Bengali definition [রিফ্‌রিজারেইট্] (verb transitive) শীতল করা; খাদ্যদ্রব্য ঠাণ্ডা করে সংরক্ষণ করা; হিমায়িত করাrefrigerant [রিফ্‌রিজারান্‌ট্‌] (noun), (adjective) ঠাণ্ডা করে এমন (পদার্থ), যেমন তরল কার্বন ডাইঅক্সাইড।
  • English Word refrigeration Bengali definition [রিফ্‌রিজারেইশ্‌ন্‌] (noun) (বিশেষত) সংরক্ষণের জন্য খাদ্যদ্রব্য শীতলকরণ বা হিমায়ন; শীতল: the refrigeration industry. refrigerator [রিফ্‌রিজারেইটা(র্‌)] (noun) [countable noun] (কথ্য সংক্ষেপ fridge) হিমায়নযন্ত্র।
  • English Word reft Bengali definition [রেফ্‌ট্] past participle = bereft.
  • English Word refuel Bengali definition [রীফ্যিঊআল্] (verb transitive), (verb intransitive) (refuelled, refuelling, refuels; America(n) অপিচ 'refueled, refueling, refuels ) আবার জ্বালানি ভরে নেওয়া বা সরবরাহ করা
  • English Word refuge Bengali definition [রেফ্যিঊজ্‌] (noun) [Countable noun, Uncountable noun] আশ্রয়; আশয়; সমাশ্রয়; গতি: (লাক্ষণিক) take refuge in silence.
  • English Word refugee Bengali definition [রেফ্যিঊজী America(n) রেফ্যিঊজী] (noun) শরণার্থী; মোহাজের: (attributive(ly)) refugee camps.
  • English Word refund Bengali definition [রিফান্‌ড্] (verb transitive) (অর্থ) ফেরত দেওয়া; প্রত্যর্পণ করা। □ (noun) [রীফান্‌ড্] [countable noun, uncountable noun] অর্থ ফেরত; প্রত্যর্পণ।
  • English Word refurbish Bengali definition [রীফাবিশ্‌] (verb transitive) আবার পরিচ্ছন্ন বা উজ্জ্বল করা; ঘষেমেজে ঝকঝকে তকতকে করা
  • English Word refusal Bengali definition [রিফ্যিঊজ্‌ল্‌] (noun) (১) [Uncountable noun, countable noun] গ্রহণ করতে/প্রদান করতে/মেনে নিতে সম্মতিহীনতা; প্রত্যাখ্যান; অসম্মতি(২) the refusal কোনো বস্তু অন্যকে দেওয়ার আগে গ্রহণ বা প্রত্যাখ্যান বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার: I shall give you (the) first refusal, when I decide to dispose of the land.
  • English Word refuse 1 Bengali definition [রেফ্যিঊস্] (noun) [Uncountable noun] জঞ্জাল; আবর্জনা: a refuse damp, আঁস্তাকুড়। refuse-collector (noun) মেথর; জমাদার।
  • English Word refuse 2 Bengali definition [রিফ্যিঊজ্‌] (verb transitive), (verb intransitive) প্রত্যাখ্যান/অগ্রাহ্য/অস্বীকার করা; অসম্মত হওয়া
  • English Word refute Bengali definition [রিফ্যিঊট্] (verb transitive) (মতামত, বিবৃতি ইত্যাদি) খণ্ডন/নিবারণ করা; অসত্য/অমূলক বলে প্রতিপন্ন করা; কাউকে ভ্রান্ত প্রমাণ করা: refute an argument/an opponent. refutable [রিফ্যিঊটাব্‌ল্] (adjective) খণ্ডনীয়; নিরাকরণযোগ্য। refutation [রিফ্যিঊটেইশ্‌ন্‌] (noun) [uncountable noun, countable noun] খণ্ডন; নিরাকরণ; পালটা যুক্তি।
  • English Word regain Bengali definition [রিগেইন্] (verb transitive) (১) ফিরে পাওয়া; পুনরাধিকার করা: regain consciousness. (২) (পূর্বস্থানে) ফিরে যাওয়া: regain one’s footing, টাল সামলানো।