Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word regularize, regularise Bengali definition [রিগ্যিউলারাইজ্‌] (verb transitive) বিধিসম্মত করা; নিয়মানুগ করা: regularize the proceedings. regularization, regularisation [রেগ্যিউলারাইজেইশ্‌ন্‌ America(n) রিগ্যিউলারিজেইশ্‌ন্‌] (noun) বিধিসম্মতকরণ।
  • English Word regulate Bengali definition [রেগ্যিউলেইট্] (verb transitive) (১) প্রণালিবদ্ধভাবে নিয়ন্ত্রণ করা; কোনো বিধি বা মান অনুসরণ করানো; নিয়মিত করা; ব্যবস্থিত করা(২) (যন্ত্র, কৌশল ইত্যাদি) সর্বোত্তম ফল পাওয়ার জন্য উপযোজিত করা; নিয়মিত করা: regulate a clock. regulator [রেগ্যিউলেইটা(র্‌)] (noun) যে বস্তু বা কৌশল নিয়মিত করে; নিয়ামক; নিয়ন্ত্রক।
  • English Word regulation Bengali definition [রেগ্যিউলেইশ্‌ন্] (noun) (১) [Uncountable noun] নিয়মন; নিয়ন্ত্রণ: the regulation of affairs. (২) [Countable noun] নিয়ম; প্রবিধান: safety regulations. (৩) (attributive(ly)) বিধিসম্মত: regulation dress/uniform.
  • English Word regurgitate Bengali definition [রীগাজিটেইট্] (verb intransitive), (verb transitive) (তরল পদার্থ ইত্যাদি) পুনরায় উৎসারিত; (গিলিত খাদ্য) উদ্গিরণ করা।
  • English Word rehabilitate Bengali definition [রীআবিলিটেইট্] (verb transitive) (১) (পুরনো ভবন ইত্যাদি) পূর্বাবস্থায় ফিরিয়ে আনা; সংস্কার করা(২) পূর্বতন অবস্থা; পদমর্যাদা বা খ্যাতিতে পুনরায় প্রতিষ্ঠিত করা; পুনর্বাসিত করা(৩) বিশেষ পরিচর্যায় (প্রতিবন্ধী বা অপরাধীদের) স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা; পুনর্বাসিত করাrehabilitation [রীআবিলিটেইশ্‌ন্‌] (noun) পুনর্বাসন।
  • English Word rehash Bengali definition [রীহ্যাশ্‌] (verb transitive) (পুরনো সাহিত্য-উপাদান প্রভৃতি) নতুনরূপে ব্যবহার করা: rehash last term’s lectures for the coming term. □ (noun) [রীহ্যাশ্‌] [countable noun] পুরানো উপাদানে প্রস্তুত নতুন বস্তু।
  • English Word rehear Bengali definition [রীহিআ(র্‌)] (verb transitive) (আদালতে মোকদ্দমা) পুনরায় শ্রবণ করা; পুনর্বিবেচনা করাrehearing (noun) পুনরায় শুনানি; পুনর্বিচার: apply for a rehearing.
  • English Word rehearse Bengali definition [রিহাস্‌] (verb transitive), (verb intransitive) (১) (নাটক, সংগীত, অনুষ্ঠান ইত্যাদি) জনসমক্ষে উপস্থাপনার পূর্বে অনুশীলন করা; মহড়া/আখড়াই দেওয়া(২) পুনরাবৃত্তি করা; বিবরণ দেওয়া: rehearse the events of the day. rehearsal [রিহাস্‌ল্‌] (noun) (১) [Uncountable noun] মহড়া; আখড়াই(২) নাটক প্রভৃতির পরীক্ষামূলক উপস্থাপনা; মহড়া: a dress rehearsal.
  • English Word rehouse Bengali definition [রীহাউজ্‌] (verb transitive) (বিশেষত সরকারিভাবে ব্যবহারের অযোগ্য বলে ঘোষিত বাড়ির স্থলে) অন্য বাড়ির ব্যবস্থা করা
  • English Word Reich Bengali definition [রাইক্] (noun) সামগ্রিকভাবে জার্মান রাষ্ট্রমণ্ডল (কমন-ওয়েল্‌থ); জার্মান রাষ্ট্রপুঞ্জ; রাইখthe First Reich পবিত্র রোমক সাম্রাজ্য (৯ম শতক থেকে ১৮০৬) the Second Reich ১৮৭১-১৯১৮the Third Reich নাৎসিআমল; ১৯৩৩-৪৫
  • English Word reign Bengali definition [রেইন্] (noun) [Countable noun] রাজত্ব; রাজত্বকাল; শাসনামল; আধিপত্য। □ (verb intransitive) reign (over) (১) রাজত্ব করা; রাজ্যশাসন করা(২) প্রভাববিস্তার করা; আধিপত্য করা
  • English Word reimburse Bengali definition [রীইম্‌বাস্] (verb transitive) reimburse something (to somebody); reimburse somebody (for) something ব্যয়িত অর্থ পরিশোধ করা: reimburse the cost of one’s journey. reimbursement (noun) [countable noun, uncountable noun] ব্যয়পরিশোধ।
  • English Word rein Bengali definition [রেইন্] (noun) (একই অর্থে 'singular'- এর স্থলে প্রায়ই 'plural' ব্যবহৃত হয়) লাগাম; বলগাassume/drop the reins of government সরকারের দায়িত্ব গ্রহণ করা/ত্যাগ করা। draw rein (আক্ষরিক অর্থ ও লাক্ষণিক) লাগাম টানা। give free rein/the reins to somebody/something (আক্ষরিক অর্থ ও লাক্ষণিক) স্বাধীনতা দেওয়া; লাগান আলগা করা/ছেড়ে দেওয়া। hold/take the reins (আক্ষরিক অর্থ ও লাক্ষণিক) নিয়ন্ত্রণ গ্রহণ করা/লাভ করা; লাগান হাতে নেওয়া। keep a tight rein on somebody/something (আক্ষরিক অর্থ ও লাক্ষণিক) কঠোর হওয়া; শক্ত হাতে লাগান ধরা। □ (verb transitive) লাগান টেনে সংযত রাখা: rein in a horse.
  • English Word reincarnate Bengali definition [রীইন্‌কা:নেইট্] (verb transitive) (কোনো আত্মাকে) নতুন একটি দেহ দান করা। □ (adjective) [রীইন্‌কানেইট্] নতুন শরীরে পুনর্জাত; নবজন্মপ্রাপ্ত। reincarnation [রীইনকা:নেইশ্‌ন্‌] (noun) [Uncountable noun, Countable noun] পুনর্জন্ম; পুনর্জন্মবাদ।
  • English Word reindeer Bengali definition [রেইন্‌ডিআ(র্‌)] (noun) (plural অপরিবর্তিত) ল্যাপল্যান্ডের বৃহদাকার হরিণবিশেষ; বলগাহরিণ
  • English Word reinforce Bengali definition [রীইন্‌ফোস্] (verb transitive) অধিকতর জনবল বা রসদ জুগিয়ে আরো শক্তিশালী করা; ভারবহনক্ষমতা বৃদ্ধির জন্য আকার, ঘনত্ব ইত্যাদি বৃদ্ধি করা; দৃঢ়তর/জোরদার করা: reinforce an army; reinforce a garment (স্থানে স্থানে কিছু বেশি কাপড় জুড়ে দিয়ে)। reinforced concrete ভিতরে ইস্পাতশলাকা বা ধাতব জাল ব্যবহার করে দৃঢ়ীভূত কংক্রিট। reinforcement (noun) [Uncountable noun] দৃঢ়ীভবন; দৃঢ়ীকরণ; যা দৃঢ় করে; (বিশেষত plural) সেনাবাহিনী, নৌবাহিনী ইত্যাদির শক্তিবৃদ্ধির জন্য প্রেরিত জনবল, জাহাজ ইত্যাদি।
  • English Word reinstate Bengali definition [রীইন্‌স্‌টেইট্] (verb transitive) reinstate somebody (in) (পূর্বেকার পদ বা অবস্থায়) পুনঃপ্রতিষ্ঠিত/পুনর্বহাল করাreinstatement (noun) পুনঃপ্রতিস্থাপন; পুনর্বহাল।
  • English Word reinsure Bengali definition [রীইন্‌শুআ(র্‌)] (verb transitive) (বিশেষত জাহাজি বিমার দালাল, যিনি তার ঝুঁকি কমানোর জন্য অন্য দালাল বা বিমা প্রতিষ্ঠানের কাছ থেকে বিমা গ্রহণ করেন) পুনরায় বিমা করা
  • English Word reissue Bengali definition [রীইশূ] (verb transitive) সাময়িকভাবে বন্ধ থাকার পর পুনরায় চালু করা, প্রকাশ করা বা বাজারে ছাড়া: reissue stamps/books. □ (noun) বিশেষত আকার বা মূল্যের পরিবর্তনসহ পুস্তকের পুনর্মুদ্রণ; পুনঃপ্রবর্তন; পুনঃপ্রকাশনা।
  • English Word reiterate Bengali definition [রীইটারেইট্] (verb transitive) নতুন করে একাধিকবার বলা বা করা; পুনর্ব্যক্ত/পুনরাবৃত্তি করা: reiterate an argument/a demand/an offer; a reiterate command. reiteration [রীইটারেইশ্‌ন্] (noun) [Uncountable noun, Countable noun] পুনরাবৃত্তি; পুনরুক্তি।
  • English Word reject 1 Bengali definition [রিজেক্‌ট্‌] (noun) পরিত্যক্ত বস্তু; বাতিল মাল/জিনিস: export rejects.
  • English Word reject 2 Bengali definition [রিজেক্‌ট্] (verb transitive) (১) ফেলে দেওয়া; বাতিল করা: reject bananas that are over-ripe. (২) প্রত্যাখ্যান/অগ্রাহ্য করা: reject an offer. rejection [রিজেক্‌শ্‌ন্‌] (noun) [Uncountable noun, Countable noun] বাতিলকরণ; প্রত্যাখ্যান; অপক্ষেপ।
  • English Word rejig Bengali definition [রীজিগ্] (verb transitive) (rejigged, rejigging, rejigs) (কলকারখানা) নতুন যন্ত্রপাতিতে সজ্জিত করা
  • English Word rejoice Bengali definition [রিজয়স্‌] (verb transitive), (verb intransitive) (১) আনন্দিত/আহ্লাদিত/প্রহৃষ্ট করা(২) rejoice (at/over) আহ্লাদিত/প্রহৃষ্ট/আনন্দে উদ্বেলিত হওয়া: rejoice over a victory. rejoicing (noun) [Uncountable noun] আনন্দ; আহ্লাদ; প্রহর্ষ; (past participle) উৎসব-আনন্দ; আমোদফুর্তি; আনন্দোৎসব।
  • English Word rejoin 1 Bengali definition [রিজয়ন্‌] (verb transitive), (verb intransitive) জবাব/উত্তর দেওয়া; (আইন সম্বন্ধীয়) অভিযোগ বা কৈফিয়তের জবাব দেওয়া। rejoinder [রিজয়ন্‌ডা(র্)] (noun) [Countable noun] প্রত্যুত্তর।
  • English Word rejoin 2 Bengali definition [রীজয়ন্‌] (verb transitive) পুনরায় যোগদান করা: rejoin one’s regiment.
  • English Word rejoin 3 Bengali definition [রীজয়ন্‌] (verb transitive) পুনরায় জোড়া বা সংযুক্ত করা
  • English Word rejuvenate Bengali definition [রীজূভানেইট্] (verb transitive), (verb intransitive) নবযৌবন/পুনর্যৌবন দান বা লাভ করা; নবতেজোদ্দীপ্ত হওয়া বা করাrejuvenation [রিজূভানেইশ্‌ন্‌] (noun) পুনর্যৌবনপ্রাপ্তি; পুনর্যৌবনদান।
  • English Word rekindle Bengali definition [রীকিন্‌ড্‌ল্‌] (verb transitive), (verb intransitive) পুনরায় জ্বলা বা জ্বালানো; পুনরুদ্দীপ্ত হওয়া বা করা: rekindle a fire.
  • English Word relaid Bengali definition [রীলেইড্] relay-এর past tense, past participle