R পৃষ্ঠা ১৪
- English Word regal Bengali definition [রীগ্ল্] (adjective) রাজকীয়; রাজোচিত। regally [রীগালি] (adverb) রাজকীয়ভাবে।
- English Word regale Bengali definition [রিগেইল্] (verb transitive) regale oneself/somebody (with/on something) সুখ বা আনন্দ দান করা; পরিতৃপ্ত/চরিতার্থ করা: regale oneself with a bottle of champagne.
- English Word regalia Bengali definition [রিগেইলিআ] (noun) (plural) [Countable noun] (১) (প্রায়ই singular- সহ) রাজচিহ্নাদি (মুকুট, রাজদণ্ড, রাজগোলক, যেমন অভিষেককালে ব্যবহৃত হয়); রাজোপচার। (২) কোনো কোনো ধর্মসংঘের (যেমন ফ্রিম্যাসনদের) প্রতীক বা ভূষণ।
- English Word regard 1 Bengali definition [রিগা:ড্] (noun) (১) (সাহিত্যিক বা প্রাচীন প্রয়োগ) দীর্ঘ; স্থির; তাৎপর্যপূর্ণ দৃষ্টি; স্থিরদৃষ্টি; চাহনি। (২) [uncountable noun] আলোচ্য বিষয়; সম্বন্ধ; প্রসঙ্গে। in this regard এতৎসম্পর্কে; এই প্রসঙ্গে in/with regard to সম্পর্কে; বিষয়ে। (৩) [uncountable noun] মনোযোগ; বিবেচনা; দৃষ্টি; You should have more regard for the feelings of your children. (৪) [uncountable noun] শ্রদ্ধা; সম্মান; সমীহ; সম্ভ্রম। (৫) (plural) শুভেচ্ছা; শুভকামনা; প্রীতিসম্ভাষণ: with kind regards. regardful [রিগা:ড্ফ্ল্] (adjective) regardful (of) মনোযোগী; সাবধান। regardless (adjective) regardless of চিন্তা/বিবেচনা না করে: regardless of consequences.
- English Word regard 2 Bengali definition [রিগা:ড্] (verb transitive) (১) (সাহিত্যিক বা প্রাচীন প্রয়োগ) গভীরভাবে নিরীক্ষণ করা। (২) regard somebody/something as গণ্য/বিবেচনা করা: regard somebody as a friend. (৩) regard (with) মনে মনে দেখা: regard with suspicion, সন্দেহের চোখে দেখা; regard somebody with disfavour, সুনজরে না-দেখা। (৪) মনোযোগ/দৃষ্টি/কান দেওয়া (প্রধানত negative(ly) or inter): You do not seem to regard his advice. as regards, regarding (preposition(al)) সম্পর্কে; বিষয়ে।
- English Word regatta Bengali definition [রিগ্যাটা] (noun) নৌকাবাইচ।
- English Word regency Bengali definition [রীজেন্সি] (noun) (plural regencies) দ্রষ্টব্য regent-এর পদ ও কার্যকাল। the Regency (British/Britain)' ১৮১০-২০ সাল।
- English Word regenerate Bengali definition [রিজেনারেইট্] (verb transitive), (verb intransitive) (১) আত্মিক সংস্কারসাধন করা; নবজীবন লাভ করা; নৈতিক উন্নতিসাধন করা। (২) নবজীবন দান করা; হারানো গুণাবলি পুনরুদ্ধার করা। (৩) পুনর্বিকশিত হওয়া। □ (adjective) [রিজেনারাট্] আত্মিকভাবে নবজীবনপ্রাপ্ত; পুনর্জন্মপ্রাপ্ত: a regenerate society.
- English Word regeneration Bengali definition [রিজেনারেইশ্ন্] (noun) [Uncountable noun] নবজন্মলাভ; আধ্যাত্মিক পুনর্জন্ম; পুনর্জীবন।
- English Word regent Bengali definition [রিজান্ট্] (noun) (১) শাসকের অপ্রাপ্তবয়স্কতা, বার্ধক্য, অসুস্থতা, অনুপস্থিতি ইত্যাদি কারণে তার দায়িত্বপালনে নিয়োজিত ব্যক্তি; রাজপ্রতিভূ। (২) (America(n)) পরিচালনা-পরিষদের (যেমন কোনো রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে) সদস্য। □ (adjective) (noun-এর পরে) রাজপ্রতিভূর দায়িত্বে নিয়োজিত: the Prince Regent.
- English Word reggae Bengali definition [রেগেই] (noun) [Uncountable noun] পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের দ্রুত তালের নৃত্য ও সংগীতবিশেষ।
- English Word regicide Bengali definition [রেজিসাইড্] (noun) [Uncountable noun] রাজহত্যা; [Countable noun] রাজহন্তা।
- English Word régime, regime Bengali definition [রেইজীম্] (noun) [Countable noun] (১) শাসন; শাসনব্যবস্থা; সরকারপদ্ধতি; প্রশাসনপদ্ধতি; বিদ্যমান ব্যবস্থা: under the old régime. (২) সাবেক ব্যবহার (অর্থাৎ পরিবর্তনের আগে)। (২)= regimen.
- English Word regimen Bengali definition [রেজিমান্] (noun) [Countable noun] স্বাস্থ্যের উন্নতির জন্য পথ্য, ব্যায়াম ইত্যাদি বিষয়ক নিয়মাবলি; স্বাস্থ্যবিধান।
- English Word regiment Bengali definition [রেজিমান্ট্] (noun) [Countable noun] (১) কর্নেলের নেতৃত্বাধীন (অশ্বারোহী ও গোলন্দাজ বাহিনীর) সেনাদল, যা স্কোয়াড্রন বা ব্যাটারিতে বিভক্ত করা হয়; রেজিমেন্ট। (২) (British/Britain পদাতিক বাহিনী) সাধারণত কোনো শহর বা কাউন্টিভিত্তিক সেনাসংগঠন; যার বিশেষ ঐতিহ্য ও পোশাক থাকে; যুদ্ধক্ষেত্রে ব্যাটালিনের প্রতিনিধিত্ব করে; রেজিমেন্ট: the first battalion of Manchester Regiment. regiment of অগণিত; লক্ষ লক্ষ: whole regiments of swallows. □ (verb transitive) সংগঠিত বা শৃঙ্খলাবদ্ধ করা।
- English Word regimental Bengali definition [রেজিমেন্ট্ল্] (adjective) রেজিমেন্টসংক্রান্ত: the regimental tie, রেজিমেন্টের প্রতীক হিসেবে ব্যবহৃত রঙের টাই। □ (plural) রেজিমেন্টের সৈনিকগণ কর্তৃক পরিহিত পোশাক; সামরিক উর্দি: in full regimentals, পূর্ণ সামরিক পরিচ্ছদে।
- English Word regimentation Bengali definition [রেজিমেনটেইশ্ন্] (noun) [Uncountable noun] নিয়ন্ত্রণাধীনকরণ; কঠোর রাজনৈতিক শৃঙ্খলা (যেমন পুলিশি রাষ্ট্রে)।
- English Word Regina Bengali definition [রিজাইনা] (noun) (সংক্ষেপ R) রাজ্যশাসনরতা রানি (উদঘোষণায় যুক্তস্বাক্ষরে ব্যবহৃত) Elizabeth Regina; (আইন সম্বন্ধীয়) (মামলার শিরোনামে ব্যবহৃত): Regina v Levy, রাজ্ঞী বনাম লেভি।
- English Word region Bengali definition [রীজান্] (noun) [Countable noun] অঞ্চল; এলাকা; মণ্ডল: the lower regions, নরক। regional [রীজান্ল্] (adjective) আঞ্চলিক regionally [রীজানালি] (adverb) আঞ্চলিকভাবে।
- English Word register 1 Bengali definition [রেজিস্টা(র্)] (noun) [Countable noun] (১) তালিকা; নিবন্ধগ্রন্থ; তালিকাপুস্তক; পঞ্জিপুস্তক: the Register of voters ভোটার-তালিকা। (২) মানুষের কণ্ঠ বা বাদ্যযন্ত্রের বিস্তার; স্বরবিস্তার: the upper/middle register. (৩) গতি, বল, সংখ্যা ইত্যাদি নির্দেশ ও লিপিবদ্ধ করার জন্য যান্ত্রিক কৌশল; রেজিস্টার। cash register ৪ দোকান ইত্যাদিতে নগদ মূল্য বাবদ প্রাপ্ত অর্থের হিসাব রাখার জন্য উক্তরূপ যন্ত্র। (৪) ছিদ্রের মুখ বড় বা ছোট করে বায়ু ইত্যাদির চলাচল নিয়ন্ত্রণ করার জন্য জালি বা চাকতি; নিয়ামক: a hot-air register. (৫)= registry. (৬) (ভাষাবিজ্ঞান) বক্তাগণ কর্তৃক বিশেষ বিশেষ পরিস্থিতি বা প্রসঙ্গে (যেমন আইনগত, বাণিজ্যিক) ব্যবহৃত শব্দভাণ্ডার, ব্যাকরণ ইত্যাদি।
- English Word register 2 Bengali definition [রেজিস্টা(র্)] (verb transitive), (verb intransitive) register (something/oneself) (with something/somebody) (for something) (১) তালিকাভুক্ত করা; নিবন্ধিত করা: register one’s car/a new trade-mark; register for a course. (২) (নিজের/অন্যের নাম) তালিকাপুস্তকে লিপিবদ্ধ করা বা করানো; নিবন্ধিত করা। (৩) (যন্ত্রপাতি) নির্দেশ করা; লিপিবদ্ধ করা। (৪) (কারো মুখমণ্ডল) আবেগ ইত্যাদি প্রকাশ করা: His face registered embarrassment. (৫) (চিঠিপত্র) অতিরিক্ত মাসুল দিয়ে বিশেষ ডাকে পাঠানো; নিবন্ধিত করা। registered (participial adjective) নিবন্ধীকৃত; নিবন্ধিত।
- English Word registrar Bengali definition [রেজিস্ট্রা:(র্)] (noun) দলিলপত্র বা তালিকাদি সংরক্ষণের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি (যেমন বিশ্ববিদ্যালয়ে); নিবন্ধক; রেজিস্ট্রার।
- English Word registration Bengali definition [রেজিস্ট্রেইশ্ন্] (noun) (১) [Uncountable noun] নিবন্ধন; নিবন্ধীকরণ; registration of letters; registration of students for an examination. (২) [Uncountable noun] ভুক্তি; তালিকাভুক্তি; নথিভুক্তি।
- English Word registry Bengali definition [রেজিস্ট্রি] (noun) (plural registries) (১) (কখনো কখনো 'register') যেখানে নিবন্ধনগ্রন্থ রাখা হয়; নিবন্ধনস্থান;: a ship’s port of registry, নিবন্ধনবন্দর; married at a registry office, নিবন্ধক/কাজির দফতরে বিবাহিত (ধর্মীয় অনুষ্ঠান ব্যতিরেকে) (২) [Uncountable noun]= registration.
- English Word regnant Bengali definition [রেগ্নানট্] (adjective) রাজ্যশাসনরত। Queen regnant, রাজার স্ত্রী হিসেবে নয়, নিজ অধিকারবলে রাজ্যশাসনে নিরতা রানি; রাজ্যশাসিকা রাজ্ঞী।
- English Word regress Bengali definition [রিগ্রেস্] (verb intransitive) পূর্ববর্তী বা আদিমতর কোনো রূপ বা অবস্থায় ফিরে যাওয়া; পশ্চাদ্গমন করা; প্রত্যাবৃত্ত হওয়া। regression [রিগ্রেশ্ন্] (noun) প্রত্যাবৃত্তি; পশ্চাদ্গতি। regressive (adjective) প্রত্যাবর্তী; পশ্চাদ্গামী।
- English Word regret 1 Bengali definition [রিগ্রেট্] (noun) (১) [Uncountable noun] অনুতাপ; পরিতাপ; আক্ষেপ; খেদ; মনস্তাপ; অনুশোক; দুঃখ: hear with regret that a friend is dead. (২) (plural) (প্রত্যাখ্যান ইত্যাদির সৌজন্যসূচক অভিব্যক্তি) দুঃখ: refuse with many regrets. regretful [রিগ্রেট্ফ্ল্] (adjective) দুঃখিত; অনুতপ্ত। regretfully [রিগ্রেট্ফালি] (adverb) দুঃখের সঙ্গে; অনুতাপের সঙ্গে; পরিতাপের সঙ্গে।
- English Word regret 2 Bengali definition [রিগ্রেট্] (verb transitive) (regretted, regretting, regrets) (১) অনুতপ্ত হওয়া; অনুতাপ/অনুশোচনা/আক্ষেপ/আফসোস করা। (২) দুঃখিত হওয়া; দুঃখ বোধ করা। regrettable [রিগ্রেট্টাব্ল্] (adjective) দুঃখজনক; শোচনীয়। regrettably [রিগ্রেট্টাব্লি্] (adverb) দুঃজনকভাবে।
- English Word regroup Bengali definition [রীগ্রূপ] (verb transitive), (verb intransitive) নতুনভাবে গোষ্ঠীবদ্ধ হওয়া বা করা; আবার নানা দলে বিভক্ত হওয়া বা করা।
- English Word regular Bengali definition [রেগ্যিউলা(র্)] (adjective) (১) সমভাবে বিন্যস্ত; সুসংবদ্ধ; প্রতিসম; সুবিন্যস্ত; সুষম; সুগঠিত: regular teeth; a regular figure. (২) নিয়মিত; নিয়মানুবর্তী; নিয়মনিষ্ঠ; স্থায়ী; নিয়মানুগ: regular habits; regular breathing. (৩) যথোচিত যোগ্যতাসম্পন্ন; স্বীকৃত; প্রশিক্ষণপ্রাপ্ত; পূর্ণকালীন; পেশাদার; স্থায়ী: regular soldiers; the regular army. (৪) স্বীকৃত মানসম্মত; নিয়মানুগ; রীতিসম্মত: The procedure he followed was not regular. (৫) (ব্যাকরণ, verb(s), noun(s) ইত্যাদি) সাধারণ নিয়মানুযায়ী বিভক্তি-প্রত্যয়যোগে গঠিত; নিয়মিত: ‘Want’ is a regular verb. (৬) (গির্জা) (পার্থিব নয়) ধর্মীয় বিধিবিধানের আওতায় ও অধীনে জীবনযাপনে বাধ্য; নিয়মাধীন: the regular clergy, মঠবাসী যাজক (জনজীবনের সঙ্গে সম্পৃক্ত পাদরি নয়)। (৭) (কথ্য) পুরোপরি; সত্যিকারের; আস্ত: a regular hero/rascal. (৮) সাধারণ; স্বাভাবিক; মামুলি: regular size cigarettes. (৯) (কথ্য) পছন্দনীয়; ভালো: a regular guy. □ (noun) (১) স্থায়ী বাহিনীর সৈনিক। (২) (কথ্য) নিয়মিত খদ্দের। regularly (adverb) নিয়মিতভাবে; নিয়মিত ব্যবধানে; সুষমভাবে: a garden regularly laid out. regularity [রেগ্যিউল্যারাটি] (noun) [uncountable noun] নিয়মানুবর্তিতা; নিয়মনিষ্ঠা।