R পৃষ্ঠা ১১
- English Word recrudesence Bengali definition [রীক্রূডেস্ন্স্] (noun) (রোগ, সহিংস কার্যকলাপ ইত্যাদি) পুনঃপ্রকোপ; পুনঃপ্রাদুর্ভাব: the recrudesence of cholera.
- English Word recruit Bengali definition [রিক্রূট্] (noun) কোনো সংঘ, দল ইত্যাদির নতুন সদস্য, বিশেষত নবসংগৃহীত সৈনিক; নবাগত; নবসংগ্রহ। □ (verb transitive), (verb intransitive) (১) নতুন সদস্য সংগ্রহ বা ভর্তি করা: a recruiting officer, সৈন্যসংগ্রহ কর্মকর্তা। (২) পর্যাপ্ত পরিমাণে সংগ্রহ করা; পুনরুদ্ধার করা: recruit supplies; recruit one’s health/strength. recruitment (noun) প্রবেশন; সংগ্রহ: recruit (somebody) (to something); recruit somebody (as something) কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান ইত্যাদির জন্য নতুন লোক বা জনবল নিয়োগ করা।
- English Word rectal Bengali definition [রেক্টাল্] (adjective) মলনালিঘটিত।
- English Word rectangle Bengali definition [রেক্ট্যাঙ্গ্ল্] (noun) [Countable noun] সমকোণী চতুর্ভুজ; আয়তক্ষেত্র; rectangular [রেক্ট্যাঙ্গ্যিউলা(র্)] (adjective) আয়তক্ষেত্রাকার।
- English Word rectify Bengali definition [রেক্টিফাই] (verb transitive) (Past tense, past participle) (১) সংশোধন বা শুদ্ধ করা; দোষত্রুটি মোচন করা: rectify abuses. (২) বারবার পাতন বা অন্য প্রক্রিয়ায় শোধন করা: rectified spirits. rectifier (noun) শোধক (বস্তু বা ব্যক্তি); (বিদ্যুৎ) পরিবর্তী তড়িৎপ্রবাহকে সমপ্রবাহে রূপান্তর করার কৌশলবিশেষ; শোধক। rectification [রেক্টিফিকেইশ্ন্] (noun) [uncountable noun, countable noun] শোধন; সংশোধন: rectification of errors/alcohol.
- English Word rectilinear Bengali definition [রেক্টিলিনিআ(র্)] (adjective) ঋজুরেখ।
- English Word rectitude Bengali definition [রেক্টিট্যিঊড্ America(n) রেক্টিটূড্] (noun) [Uncountable noun] সততা; ঋজুতা; সাধুতা।
- English Word recto Bengali definition [রেক্টোউ] (noun) past participle rectos [রেক্টোউজ্]) (বইয়ের) ডানপাতা। দ্রষ্টব্য verso.
- English Word rector Bengali definition [রেকটা(র্)] (noun) (১) (ইংল্যান্ডীয় গির্জা) ইংল্যান্ডীয় গির্জা রোমক গির্জা থেকে বিচ্ছিন্ন হওয়ার সময় বা তারপরে যেসব যাজক পল্লির (parish) দেয় কর প্রত্যাহার করা হয়নি, তাদের যেকোনো একটির দায়িত্বে নিয়োজিত পাদরি। (২) কোনো কোনো বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, প্রশাসনিক দফতর বা ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান; রেক্টর। rectory [রেক্টারি] (noun) (plural rectories) রেক্টরের বাসভবন।
- English Word rectum Bengali definition [রেক্টাম্] (noun) মলনালি।
- English Word recumbent Bengali definition [রিকাম্বান্ট্] (adjective) (বিশেষত ব্যক্তি সম্বন্ধে) শায়িত: a recumbent figure on a tomb, শায়িত অবস্থানে ভাস্কর্য বা খোদাই করা মূর্তি।
- English Word recuperate Bengali definition [রিকূপারেইট্] (verb transitive), (verb intransitive) অসুস্থতা, অবসাদ বা ক্ষয়ক্ষতির পর আবার সুস্থ সরল হয়ে ওঠা/করে তোলা; পুনরুদ্ধার করা: recuperate one’s health. recuperation [রিকূপারেইশ্ন্] (noun) আরোগ্যলাভ; পুনরুদ্ধার। recuperative [রিকূপারাটিভ্ (adjective) আরোগ্যলাভের সহায়ক; (হৃতশক্তি) পুনরুদ্ধার সম্বন্ধীয়।
- English Word recur Bengali definition [রিকা(র্)] (verb intransitive) (recurred, recurring, recurs) (১) পুনরায় ঘটা; পুনরাবৃত্ত/আবৃত্ত হওয়া: recurring decimals, আবৃত্ত দশমিক। (২) recur to কথা বা চিন্তায় পূর্বরর্তী কোনো কিছুর দিকে প্রত্যাবর্তন করা; পুনরুল্লেখ করা: recur to his recent suggestion. (৩) recur to (ভাব, ঘটনা ইত্যাদি) ফিরে আসা; পুনরুদিত হওযা: That fateful day often recurs to my memory. recurrence [রিকারান্স্] (noun) [countable noun, uncountable noun] পুনরাবর্তন; পুনরাবৃত্তি। recurrent [রিকারান্ট্] (adjective) (ঘটনা, জ্বর ইত্যাদি সম্বন্ধে পুনঃপুন বা নিয়মিতভাবে আবৃত হয় এমন; আবর্তক; পৌনঃপুনিক: recurrent expenses.
- English Word recurve Bengali definition [রীকাভ্] (verb transitive), (verb intransitive) পিছনে বা নিচের দিকে বাঁকানো বা বেঁকে যাওয়া।
- English Word recusant Bengali definition [রেক্যিঊজ্ন্ট্] (noun), (adjective) (ইতিহাস) ইংল্যান্ডীয় গির্জার প্রার্থনাসভায় যোগ দিতে অসম্মত রোমান ক্যাথলিক; কর্তৃপক্ষ বা বিধিবিধান মানতে অসম্মত (ব্যক্তি)। recusancy [রেক্যিঊজ্ন্সি] (noun) [Uncountable noun] অবাধ্যতা; অবশীভূততা।
- English Word recycle Bengali definition [রীসাইক্ল্] (verb transitive) (শিল্পকারখানায় ব্যবহৃত পদার্থ ইত্যাদি) পুনর্ব্যবহারের জন্য প্রক্রিয়াজাত করা; পুনর্ব্যবহারোপযোগী করা।
- English Word red Bengali definition [রেড্] (adjective) (redder, reddest) (১) লাল; লোহিত; রক্তবর্ণ; রক্তিম। red carpet (গুরুত্বপূর্ণ ব্যক্তিকে অভ্যর্থনা করার জন্য) লাল গালিচা। paint the town red আনন্দ-উল্লাসচ্ছলে কোলাহল ও অশালীন আচরণে নিয়োজিত হওয়া। see red ক্ষোভে বা ক্রোধে উন্মত্ত হওয়া; রাগে ফেটে পড়া। (২) রুশ; সোভিয়েত; কমিউনিস্ট: The Red Army, লালফৌজ। ৩ (যৌগশব্দ ইত্যাদিতে বিবিধপ্রয়োগ): red-breast (noun) (অপিচ robin readbreast) রবিন নামক পাখি। Red-brick (adjective) (British/Britain) (প্রধানত অক্সফোর্ড ও কেম্ব্রিজের সঙ্গে বৈপরীত্যক্রমে) ইংল্যান্ডে ১৯ শতকের শেষভাগে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়সমূহ সম্বন্ধে প্রযোজ্য। Red Crescent মুসলিম দেশসমূহে রেডক্রসের তুল্য সংগঠন এবং এর প্রতীক। Red Cross (noun) প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদির ফলে সৃষ্ট দুঃখদুর্দশায় ত্রাণ এবং অসুস্থ, আহত ও যুদ্ধবন্দিদের সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংগঠন এবং ঐ সংগঠনের প্রতীক; রেড ক্রস। red deer (noun) ইউরোপ ও এশিয়ার বন্য হরিণবিশেষ। red ensign (কিংবা কথ্য, red duster) (noun) এক কোণে ইউনিয়ন জ্যাকসহ লাল পতাকা, যা ব্রিটিশ বাণিজ্যতরিতে ব্যবহৃত হয়; লাল নিশান। red flag (noun) (ক) বিপদের প্রতীক হিসেবে ব্যবহৃত পতাকা (যেমন রেলপথের উপর কার্যরত শ্রমিকগণ ব্যবহার করে); লাল পতাকা। (খ) বিপ্লবের প্রতীক; লাল ঝাণ্ডা। (গ) the Red Flag বিপ্লবী সমাজতান্ত্রিক গান। (catch somebody)। red-handed (adjective) হাতেনাতে (ধরা)। redhat (noun) (কার্ডিনালের) লাল টুপি। redhead (noun) লাল চুলওয়ালা লোক। redherring (noun) (ক) ধোঁয়ায় শুকানো হেরিং। (খ) (লাক্ষণিক) (আলোচ্য বিষয় থেকে অন্যদিকে দৃষ্টি ফেরানোর জন্য উত্থাপিত) অবান্তর প্রসঙ্গ। neither fish, flesh, nor good red herring সন্দেহজনক বা দ্ব্যর্থক চরিত্র, যা স্পষ্ট করে নির্ণয় করা যায় না। draw a red herring across the trail আলোচ্য বিষয় থেকে অন্যদিকে দৃষ্টি ফেরানোর জন্য অবান্তর প্রসঙ্গের অবতারণা করা। red-hot (adjective) (ধাতু) তপ্ত হয়ে লালবর্ণ ধারণ করেছে এমন; লোহিত তপ্ত; (লাক্ষণিক) অত্যন্ত উত্তেজিত; অগ্নিশর্মা: red-hot enthusiasm. Red Indian (noun) (প্রাচীন প্রয়োগ অধুনা অসৌজন্যমূলক) আমেরিকান ইন্ডিয়ান। redlead (noun) [uncountable noun] সিসার অক্সাইড থেকে প্রস্তুত রংবিশেষ। red-letter day গুরুত্বপূর্ণ বা স্মরণীয় দিন। redlight (noun) (ক) রেলপথ ইত্যাদিতে বিপদসংকেত; রাস্তায় ‘থামুন’ সংকেত; লাল বাতি। see the red light আসন্ন বিপদ বা বিপর্যয় উপলব্ধি করা। (খ) red-light district শহরের নিষিদ্ধ এলাকা; পতিতালয় । red meat (noun) [uncountable noun] (বাছুর, শূকর ও মুরগির মাংসের সঙ্গে বৈপরীত্যক্রমে) গরু, ছাগল ও ভেড়ার মাংস; লাল মাংস redpepper (noun) লাল (পাকা) লংকা। redrag (noun) like a red rag to a bull ষাঁড়ের জন্য রক্তিম বস্ত্রখণ্ডের মতো; ক্রোধ বা ভাবাবেগ উদ্দীপ্ত করে এমন বস্তু। red skin (noun) (প্রাচীন প্রয়োগ অধুনা অসৌজন্যসূচক) আমেরিকান ইন্ডিয়ান। the Red star (প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন ও অন্যান্য কমিউনিস্ট দেশের প্রতীক) লাল তারা। red tape (noun) [uncountable noun] (লাক্ষণিক) সরকারি কাজকর্মে আনুষ্ঠানিকতার আতিশয্য; নিয়মকানুনের প্রতি অত্যধিক মনোযোগ; লাল ফিতা। redwing (noun) লাল পালকযুক্ত ডানাওয়ালা কয়েক ধরনের থ্রাশ ও অন্যান্য পাখির যৌথ নাম। redwood (noun) লালচে রঙের কাঠবিশিষ্ট বিভিন্ন গাছ, বিশেষত ক্যালিফোর্নিয়ার একটি চিরহরিৎ বৃক্ষ। □ (noun) (১) [countable noun, uncountable noun] লাল রং: too much red in the painting; the reds and browns of the woods in autumn. (২) লাল কাপড়; dressed in red. (৩) (কথ্য) কমিউনিজম বা সমাজতান্ত্রিক ব্যবস্থার সমর্থক। (৪) the red ব্যবসায়িক হিসাবের খরচের দিক/খাত। be/get into red পাওনার চেয়ে দায় অধিক হওয়া। be/get out of the red ঘাটতি থেকে বেরিয়ে আসা। দ্রষ্টব্য black.
- English Word redact Bengali definition [রিড্যাক্ট্] (verb transitive) (আনুষ্ঠানিক) সম্পাদনা করা। redaction [রিড্যাক্শ্ন্] (noun) [Uncountable noun, Countable noun] সম্পাদনা।
- English Word redden Bengali definition [রেড্ন্] (verb transitive), (verb intransitive) লাল হওয়া বা করা; আরক্তিম হওয়া।
- English Word reddish Bengali definition [রেডিশ্] (adjective) লালচে; আলোহিত।
- English Word redeem Bengali definition [রিডীম্] (Verb transitive) redeem (from) (১) কিছু করে বা অর্থ পরিশোধ করে (কোনো কিছু) উদ্ধার করা; পুনরুদ্ধার করা; redeem a pawned necklace; redeem one’s honour. (২) (প্রতিশ্রুতি বা দায়িত্ব) পালন বা রক্ষা করা। (৩) অর্থ পরিশোধ করে বা মুক্তিপণ দিয়ে মুক্ত করা; ত্রাণ করা: redeem a slave/prisoner; (যিশু কর্তৃক) পাপমুক্ত করা। (৪) ক্ষতিপূরণ করা; প্রায়শ্চিত্ত করা: his redeeming feature, যে দিকটি তার দোষত্রুটির ক্ষতি পূরণ করে। redeemable [রিডীমাব্ল্] (adjective) উদ্ধারযোগ্য; মোচনীয় (the) Redeemer (noun) যিশুখ্রিষ্ট; ত্রাণকর্তা।
- English Word redemption Bengali definition [রিডেম্প্শ্ন্] (noun) [Uncountable noun] ত্রাণ; পরিত্রাণ; উদ্ধার; মুক্তি: beyond/past redemption, উদ্ধরণের অতীত; পালন; পূরণ; রক্ষা: the redemption of a promise.
- English Word redemptive Bengali definition [রিডেম্পটিভ্] (adjective) উদ্ধারক; পরিত্রাণমূলক; পরিত্রাণ সম্বন্ধ।
- English Word redeploy Bengali definition [রীডিপ্লয়] (verb transitive) (সেনাদল, কারখানার শ্রমিক প্রভৃতি) অধিকতর কার্যকরভাবে ব্যবহার করার জন্য প্রত্যাহার ও পুনর্বিন্যস্ত করা; নতুনভাবে সমাবেশ বা বিন্যস্ত করা। redeployment (noun) [uncountable noun, countable noun] নবতর সমাবেশ: the redeployment of labour.
- English Word rediffusion Bengali definition [রীডিফ্যিঊজ্ন্] (noun) [Uncountable noun] বেতার ও টেলিভিশনে প্রচারিত অনুষ্ঠান সিনেমা হল প্রভৃতি স্থানে পুনঃপ্রচার।
- English Word redo Bengali definition [রীডূ] (verb transitive) (past tense redodid [রীডূডিড্], past participle redodone [রীডূডান্]) আবার করা।
- English Word redolent Bengali definition [রেডালান্ট্] (adjective) redolent of (আনুষ্ঠানিক) বিশেষত কোনো কিছুর স্মৃতিবাহী তীব্র গন্ধ; স্মৃতিসুরভিত: handkerchiefs redolent of rose-leaves; (লাক্ষণিক) a palace redolent of age and romance.
- English Word redouble Bengali definition [রিডাব্ল্] (Verb transitive), (verb intransitive) (১) তীব্রতর করা বা হওয়া; বৃদ্ধি করা বা পাওয়া: redouble one’s efforts. (২) (ব্রিজ খেলায়) প্রতিপক্ষ কর্তৃক ইতিপূর্বে দ্বিগুণিত ডাক আবার দ্বিগুণিত করা। দ্রষ্টব্য double 3(৫)
- English Word redoubt Bengali definition [রিডাউট্] (noun) [Countable noun] দুর্গপ্রাকারের দুর্ভেদ্য স্থান।
- English Word redoubtable Bengali definition [রিডাউটাব্ল্] (adjective) (সাহিত্যিক) দুর্দান্ত; দুর্ধর্ষ; জাঁদরেল: a redoubtable lady.