Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word recap 2 Bengali definition [রীক্যাপ্] (verb transitive) (recapped, recapping, recaps) (America(n)) টায়ারের খাঁজকাটা অংশ ক্ষয়ে গেলে তা নতুন করে লাগানো
  • English Word recapitulate Bengali definition [রীকাপিচুলেইট্] (verb transitive), (verb intransitive) (আলোচিত কোনো বিষয়ের) প্রধান প্রধান দফা পুনরাবৃত্তি করা; মূল প্রসঙ্গগুলো পুনর্ব্যক্ত করাrecapitulation [রীকাপিচুলেইশ্‌ন্‌] (noun) [Uncountable noun, Countable noun] মূল প্রসঙ্গগুলোর পুনরাবৃত্তি; সংক্ষিপ্তবৃত্তি।
  • English Word recapture Bengali definition [রীক্যাপ্‌চা(র্‌)] (verb transitive) (১) পুনরায় অধিকার করা(২) স্মরণ করা: to recapture the past.
  • English Word recast Bengali definition [রীকা:স্‌ট্ America(n) রীক্যাস্ট্] (verb transitive) (১) নতুন করে ছাঁচে ঢালা বা গড়া: recast a gun; নতুন করে লেখা; recast sentence/chapter. (২) নাটকের নটনটীদের বদল করা কিংবা তাদের মধ্যে ভূমিকা পুনর্বণ্টন করা
  • English Word recede Bengali definition [রিসীড্] (Verb intransitive) recede (from) (১) পিছিয়ে/সরে যাওয়া; অপসৃত হওয়া: As the tide receded we were able to explore the rocky pools on the beach. (২) (সম্মুখ দিক থেকে বা পর্যবেক্ষকের দিক থেকে) পশ্চাতে ঢালু হওয়া: a receding chin/forehead.
  • English Word receipt Bengali definition [রিসীট্] (noun) (১) [Uncountable noun] প্রাপ্তি: on receipt of the news, সংবাদ পেয়ে। (২) (plural) (ব্যবসা প্রভৃতিতে) গৃহীত/প্রাপ্ত অর্থ; আদান; প্রতিগ্রহ(৩) প্রাপ্তিস্বীকারপত্র; রসিদ: sing a receipt. □ (verb transitive) রসিদ লিখে স্বাক্ষর করা বা সিল মারা: receipt a hotel bill.
  • English Word receivable Bengali definition [রিসীভাব্‌ল্] (adjective) (১) গ্রহণযোগ্য; আদানযোগ্য; গ্রহণোপযোগী(২) (বাণিজ্য বিল, হিসাব ইত্যাদি) যে বাবদে অর্থ আদায়যোগ্যbills receivable (bills payable- এর বিপরীত) আদায়যোগ্য/উসুলযোগ্য বিল।
  • English Word receive Bengali definition [রিসীভ্‌] (verb transitive), (verb intransitive) (১) পাওয়া; গ্রহণ করা receiving-set (noun) (বেতার) গ্রাহকযন্ত্র। (২) অভ্যর্থনা করা; আপ্যায়ন করা; সদস্য হিসেবে গ্রহণ করাreceived (adjective) যথার্থ বলে ব্যাপকভাবে স্বীকৃত; বহুলস্বীকৃত।
  • English Word receiver Bengali definition [রিসীভা(র্‌)] (noun) (১) গ্রহীতা; (বিশেষত চোরাই মালের) সংরক্ষক(২) (Official) receiver দেউলে ব্যক্তির বিষয়সম্পত্তির দায়িত্বগ্রহণ কিংবা মামলাধীন সম্পত্তির তত্ত্বাবধানের জন্য নিযুক্ত কর্মকর্তা; জিম্মাদার(৩) কোনো কোনো যন্ত্রের যে অংশ কিছু গ্রহণ করে, যেমন টেলিফোনের যে অংশ কানে লাগানো হয়; গ্রাহকযন্ত্র; (বেতারের) গ্রাহকযন্ত্র। receivership [রিসীভারশিপ্‌] (noun) জিম্মাদারি।
  • English Word recent Bengali definition [রীস্‌ন্‌ট্‌] (adjective) সাম্প্রতিক; অধুনাতন; ইদানীন্তনrecently (adverb) সম্প্রতি; অধুনা; ইদানীং।
  • English Word receptacle Bengali definition [রিসেপ্‌টাক্‌ল্‌] (noun) (কোনো কিছু সরিয়ে রাখার জন্য) আধার; পাত্র; ভাজন
  • English Word reception Bengali definition [রিসেপ্‌শ্‌ন্‌] (noun) (১) [Uncountable noun] অভ্যর্থনাreception-desk (noun) (হোটেলে) অভ্যর্থনা-ডেস্ক। reception clerk (noun) (America(n)) অভ্যর্থনা-ডেস্কে যে ব্যক্তি অতিথিদের অনুসন্ধানের জবাব দেন; অভ্যর্থনা কর্মচারী। (২) [Countable noun] আনুষ্ঠানিক সমাবেশ বা অভ্যর্থনা; সংবর্ধনা: a wedding reception. (৩) [Uncountable noun] নির্দিষ্ট ধরনের অভ্যর্থনা; কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি অনুভূতি: an enthusiastic reception. (৪) [Uncountable noun] বেতার ইত্যাদির সংকেত গ্রহণ; ঐরূপ সংকেত গ্রহণের কার্যকরতা: reception of TV. receptionist [রিসেপ্‌শ্‌নিস্‌ট্] (noun) হোটেল, অফিস ইত্যাদি কর্মস্থলে অভ্যর্থনায় নিযুক্ত কর্মচারী।
  • English Word receptive Bengali definition [রিসেপ্‌টিভ্‌] (adjective) ইঙ্গিত, নতুন ভাব ইত্যাদি গ্রহণোন্মুখ; আশুগ্রাহী: a receptive mind; receptive to new ideas. receptively (adverb) আশুগ্রাহিতার সঙ্গে। receptivity [রীসেপ্‌টিভাটি] (noun) গ্রহণোন্মুখতা; আশুগ্রাহিতা।
  • English Word recess Bengali definition [রিসেস্‌ America(n) রীসেস্‌] (noun) (১) (America(n)= vacation) দীর্ঘ ছুটি; অবকাশ(২) কক্ষের যে অংশের দেওয়ান মূল অংশ থেকে কিছুটা পিছনে সরিয়ে কোটরের মতো তৈরি করা হয়; গর্ভ(৩) গুপ্তস্থান; দুর্গম স্থান; নিভৃত স্থান: the dark recesses of a cave. □ (verb transitive) (১) কুলুঙ্গিতে রাখা; পশ্চাতে স্থাপন করা; recess a wall. (২) কুলুঙ্গির ব্যবস্থা করা
  • English Word recession Bengali definition [রিসেশ্‌ন্‌] (noun) (১) [Uncountable noun] প্রত্যাহার; পশ্চাদপসরণ(২) [Countable noun] ব্যবসা ও শিল্পোৎপাদনে শ্লথগতি; মন্দা; পড়তিrecessionary (adjective) (১) অর্থনৈতিক মন্দাঘটিত: The government’s new regulations may have a recessionary influence. a recessionary period, মন্দার কাল। (২) মন্দাজনক: a recessionary influence.
  • English Word recessional Bengali definition [রিসেশান্‌ল্‌] (noun) recessional (hymn) গির্জার প্রার্থনা-অনুষ্ঠান শেষে পাদরি ও ঐকতান-গায়কদের প্রস্থানের সময় গীত স্তোত্র। □ (adjective) (১) প্রাস্থানিক: recessional music. (২) (সংসদের) অবকাশকালীন
  • English Word recessionista Bengali definition [রিসেসনিস্‌তা] (plural recessionistas) (অনানুষ্ঠানিক) (Fashionista অবলম্বনে 'recession' আর 'ista' যোগে তৈরি) সীমিত বাজেটেও যিনি পোশাকআশাকে ফ্যাশনসচেতন থাকেন: A recessionista looks like a million dollars, but only has $ 20.00 in her pocket.
  • English Word recessive Bengali definition [রিসেসিভ্‌] (adjective) (১) অপসরণশীল; অপসরণ-প্রবণ(২) (জীববিদ্যা) যেসব দুর্বল বৈশিষ্ট্য জিনের মাধ্যমে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়, সেগুলি প্রকাশ করে এমন; প্রচ্ছন্ন
  • English Word rechauffé Bengali definition [রেইশোফেই America(n) রেইশোফেই] (noun) পুনরায় গরম করা আহার্য
  • English Word recherché Bengali definition [রাশেআশেই] (adjective) (অত্যধিক) যত্নের সঙ্গে উদ্ভাবিত বা নির্বাচিত; অতিমার্জিত; কষ্টকল্পিত; আয়াসলব্ধ; সুনির্বাচিত
  • English Word recidivist Bengali definition [রিসিডিভিস্‌ট্] (noun) অপরাধপ্রবণ ব্যক্তি; যে ব্যক্তির অপরাধপ্রবণতা কিছুতেই সংশোধন হওয়ার নয়; অশোধ্য অপরাধী; চরম দোষীrecidivism [রিসিডিভিজাম্] (noun) বদ্ধ অপরাধপ্রবণতা।
  • English Word recipe Bengali definition [রেসাপি] (noun) [Countable noun] recipe (for) আহার্য, ওষুধ ইত্যাদি তৈরি করার কিংবা (লাক্ষণিক) কাঙ্ক্ষিত ফল লাভের জন্য নিয়মনির্দেশ; প্রস্তুতপ্রণালি
  • English Word recipient Bengali definition [রিসিপিআন্‌ট্] (noun) গ্রহীতা; প্রাপক
  • English Word reciprocal Bengali definition [রিসিপ্রাক্‌ল্‌] (adjective) (১) পরস্পর; অন্যোন্য: reciprocal relationship between teachers and students; reciprocal affection/help. (২) অনুরূপ কিন্তু বিপরীতমুখী; পারস্পরিক: a reciprocal mistake. (৩) (ব্যাকরণ) reciprocal pronouns অন্যোন্যতাসূচক সর্বনাম (যেমন each other, one another). reciprocally [রিসিপ্রাক্‌লি] (adverb) পরস্পর; পারস্পরিকভাবে।
  • English Word reciprocate Bengali definition [রিসিপ্রাকেইট্] (Verb transitive), (verb intransitive) (১) প্রতিদানে প্রতিদান দেওয়া; লেনদেন করা; পরস্পর বিনিময় করা: to reciprocate somebody’s good wishes. (২) (যন্ত্রের অংশসমূহ) সরল রেখায় সামনে-পিছনে চলা বা চালানো; a reciprocating engine/saw. দ্রষ্টব্য rotatory. reciprocation [রিসিপ্রাকেইশ্‌ন্] (noun) [Uncountable noun] বিনিময়; ব্যতিহার; অন্যোন্যতা।
  • English Word recital Bengali definition [রিসাইট্‌ল্‌] (noun) [Countable noun] (১) অনেকগুলো ধারাবাহিক ঘটনা ইত্যাদির বিস্তারিত বিবরণ; বয়ান(২) (এক ব্যক্তি বা ক্ষুদ্র দল কর্তৃক কিংবা একই সুরস্রষ্টার) সংগীত পরিবেশনা: a piano recital; a recital of songs.
  • English Word recitation Bengali definition [রেসিটেইশ্‌ন্‌] (noun) (১) [Uncountable noun] ফিরিস্তি; বয়ান: the recitation of his grievances. (২) [Uncountable noun, countable noun] আবৃত্তি(৩) [Countable noun] আবৃত্তির জন্য গদ্য বা পদ্যাংশ(৪) (America(n)) [Uncountable noun, Countable noun] পড়া মুখস্থ
  • English Word recitative Bengali definition [রেসিটাটীভ্‌] (noun) (১) [Uncountable noun] গায়নরীতি, যাতে কথা বলা ও গান গাওয়ার মাঝামাঝি ভঙ্গিতে একই সুরে বহু শব্দ উচ্চারিত বা গীত হয়; কিছু কিছু অপেরার কাহিনি বর্ণনায় ও সংলাপে এই রীতি ব্যবহৃত হয়; আবৃত্তি ঢং(২) উক্তরূপ পরিবেশনার জন্য অপেরা ইত্যাদির অংশবিশেষ
  • English Word recite Bengali definition [রিসাইট্] (verb transitive), (verb intransitive) (১) আবৃত্তি করা(২) ফিরিস্তি বা তালিকা দেওয়া: recite one’s grievances.
  • English Word reckless Bengali definition [রেক্‌লিস্‌] (adjective) reckless of অগ্রাহ্য করে এমন; বেপরোয়া; অপরিণামদর্শী; অসংযত: a reckless spender; reckless driver. recklessly (adverb) বেপরোয়াভাবে recklessness (noun) হঠকারিতা; অসংযম।