• Bengali Word double 1 English definition [ডাব্‌ল্] (adjective) ১ দ্বিগুণিত; দুই গুণসম্পন্ন।
      (২) একই ধরনের দুটি অংশবিশিষ্ট: a gun with a double barrel. (৩) দুজনের জন্য উপযুক্ত বা নির্মিত: a double bed; a double room. (৪) দুই প্রকার: double purpose; double meaning. (৫) (ফুল) দ্বিদলচক্র; দুইচক্র পাপড়ি বিশিষ্ট: a double rose.
    • Bengali Word double 2 English definition [ডাব্‌ল্] (adverb) ১ দ্বিগুণ; দুই গুণ: Many things now cost double what they deed a few years ago.
      (২) যুগলভাবে; জোড়ায় জোড়ায়।
    • Bengali Word double 3 English definition [ডাব্‌ল্] (noun) ১ দ্বিগুণ (পরিমাণ, সংখ্যা): Four is the double of two.
      double or quits জুয়া খেলায় ছক্কা ফেলে দ্বিগুণ অর্থলাভ বা সব হারানোর ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত। (২) কোনো ব্যক্তি বা বস্তু দেখতে হুবহু অপর কোনো ব্যক্তি বা বস্তুর মতো হওয়া: He is the double of his brother. (৩) (plural) (টেনিস বা ঐ জাতীয় খেলায়) জোড়ায় জোদায় প্রতিদ্বন্দ্বিতা। mixed doubles একজন পুরুষ ও মহিলার জোটের সঙ্গে অন্য একজন পুরুষ ও মহিলার জোটের প্রতিদ্বন্দ্বিতা। (৪) at the double (বিশেষত সৈন্যদের চলার গতি) হাঁটা বা দৌড়ের মধ্যবর্তী অবস্থা। (৫) [countable noun] (ব্রিজ খেলা) ‘ডবল’ দেওয়ার ঘোষণা বা কর্ম।
    • Bengali Word double 4 English definition [ডাব্‌ল্‌] (verb transitive), (verb intransitive) ১ দুই গুণ করা বা হওয়া: His income has doubled.
      (২) double up/over/across ভাঁজ করা। double(back) গ্রেফতার এড়াতে হঠাৎ উলটাদিকে সবেগে দৌড়।
    • Bengali Word double 5 English definition [ডাব্‌ল্] (যৌগশব্দে) double agent (noun) প্রতিদ্বন্দ্বী দুটি শক্তির পক্ষে একই সঙ্গে কাজ করে এমন ব্যক্তি।
      double barrelled (adjective) দোনলা: a double barreled gun; (লাক্ষণিক) দ্ব্যর্থক: double meaning. double bedded (adjective) দুইজনেরর উপযুক্ত বিছানাসংবলিত শয়নকক্ষ। double bind (noun) উভয়সংকট। double breasted (adjective) বুকের একপাশ আড়াআড়িভাবে অপর পাশ পর্যন্ত সম্মুখ দিকে ঢাকা যায় এমন (কোট)। double check (verb transitive) ভুলভ্রান্তি এড়ানোর উদ্দেশ্যে দুবার খতিয়ে দেখা। double-cross (verb transitive) উভয়পক্ষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। □(noun) এরূপ কর্ম। double-crown (noun) (৫১) x ৭৬ সেন্টিমিটার বা ২০ × ৩০ ইঞ্চি মাপের কাগজ। double dealer (noun) প্রতারক; শঠ; মুনাফেক। double-dealing (noun), (adjective) প্রতারণা। double decker দোতলা বাস, ট্রাম বা জাহাজ। double dutch (noun) (কথ্য) অর্থহীন বা বোধগম্য নয় এমন কথা বা বাক্য। double dyed গাঢ়ভাবে রঞ্জিত; (লাক্ষণিক) অনুদ্ধারণীয়ভাবে দুষ্কর্মে নিয়োজিত। double edged (adjective) দুধারী; দুইদিকে ধারবিশিষ্ট; (লাক্ষণিক) কোনো তর্ক বা প্রশংসা যা পক্ষে বা বিপক্ষে উভয় প্রকারে ভাবা যায়। double entry (noun) প্রতিটি আদান-প্রদান একবার জমার ঘরে আরেকবার খরচের ঘরে-এভাবে দুই জায়গায় লিপিবদ্ধ করার রীতি। double-faced (adjective) (= two faced) দুমুখো; কপট। double glazing (noun) ঠাণ্ডা প্রতিরোধ করতে এক স্তর কাচের পর বিছানো অন্য এক স্তর কাচ। double glazed (adjective) double jeopardy দ্বিগুণ ঝুঁকি বা বিপদ। double minded (adjective) দ্বিধাগ্রস্ত। double quick (adjective), (adverb) অতিদ্রুত বেগে। double standard অসম নীতি; এক ব্যক্তির জন্য এক প্রকার নিয়ম, অন্য ব্যক্তির জন্য অন্য প্রকার নিয়ম। double talk (noun) এমন উক্তি যার বাহ্যিক অর্থ প্রকৃত অর্থ থেকে ভিন্ন বা বিপরীত। double think (noun) দুটি সম্পূর্ণ বিপরীত চিন্তাধারা একত্রে পোষণ করার ক্ষমতা। double tongued (adjective) এক মুখে দুই কথা বলে এমন প্রতারক; শঠ।