Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word reappoint Bengali definition [রীআপইন্‌ট্‌] (verb) কোনো ব্যক্তিকে তার পূর্বাবস্থানে যোগদানের সুযোগ বা পূর্বপদে নিযুক্তকরণ; পুনর্নিয়োগ করা: She was reappointed as national coach for a further two years. reappointment (noun) [Uncountable noun]
  • English Word reappraisal Bengali definition [রীআপ্রেইজ্‌ল্] (noun) নতুন পরীক্ষা ও সিদ্ধান্ত; পুনর্বিচার; পুনর্বিবেচনা
  • English Word rear 1 Bengali definition [রিআ(র্‌)] (noun) (১) পিছনের অংশ/দিক; পশ্চাৎ; পশ্চাদ্ভাগ: the rear of the house. (২) (attributive(ly)) পিছনের: the rear wheels; a rear-view mirror, (মোটরগাড়িতে) পিছনের দৃশ্য দেখার জন্য চালকের সম্মুখস্থ আয়না। (৩) সেনাদল, নৌবাহিনী প্রভৃতির পশ্চাদ্ভাগ: attack the enemy in the rear. bring up the rear সবশেষে আসা। (৪) rear-admiral [রিআরঅ্যাড্‌মারাল্] (noun) ভাইস-অ্যাডমিরালের অধস্তন নৌকর্মকর্তা; রিয়ার অ্যাডমিরালrearguard (noun) সেনাবাহিনীর পশ্চাদ্ভাগ রক্ষী সেনাসমষ্টি; পশ্চাদরক্ষী। a rear guard action বিলম্বে হলেও সম্ভাব্য বিনষ্টি বা দুর্ঘটনা এড়াতে গৃহীত কার্যক্রম: This rear of ours was doomed to failure. rearmost [রিআমোস্‌ট্‌] (adjective) সর্বপশ্চাতের। rearward [রিআওয়াড্‌] (noun): to rearward of, কিছুটা পিছনে; in the rearward, পিছনে। rearwards [রিআওয়াড্‌জ্‌] (adverb) পিছনের দিকে।
  • English Word rear 2 Bengali definition [রিআ(র্‌)] (verb transitive), (verb intransitive) (১) লালনপালন করা: rear poultry/cattle; rear a family (America(n) সাধারণত raise a family). (২) (বিশেষত ঘোড়া) পিছনের দুই পায়ে ভর দিয়ে দাঁড়ানো(৩) তোলা; উঠানো(৪) প্রতিষ্ঠিত/প্রতিষ্ঠা করা: rear a monument.
  • English Word rearm Bengali definition [রীআ:ম্] (verb transitive), (verb intransitive) পুনরায় অস্ত্রসজ্জিত করা; নতুন ধরনের অস্ত্রে সজ্জিত করাrearmament [রীআ:মামান্‌ট্] (noun) পুনঃসশস্ত্রীকরণ।
  • English Word rearrange Bengali definition [রীআরেইন্‌জ্‌] (verb transitive) (১) নতুনভাবে/অন্যভাবে বিন্যস্ত করা; পুনর্বিন্যাস করা(২) পূর্বের পরিকল্পনায় পরিবর্তন আনা: rearrange one’s appointments due to unavoidable circumstances. rearrangement (noun) পুনর্বিন্যাস।
  • English Word reason 1 Bengali definition [রীজ্ন্] (noun) [Countable noun, Uncountable noun] (১) কারণ; হেতু: with reason, ন্যায়সঙ্গতভাবে by reason of কারণে; হেতু। (২) (মনের) যুক্তিবৃত্তি: Man is endued with reason. lose one’s reason মাথা খারাপ হওয়া। (৩) [Uncountable noun] কাণ্ডজ্ঞান, সুবুদ্ধি; যুক্তি: amenable to reason. bring somebody to reason বুঝিয়েসুঝিয়ে নির্বোধ কার্যকলাপ, অনর্থক বাধাদান ইত্যাদি থেকে বিরত করা। do anything in/within reason যুক্তিসঙ্গত যেকোনো কিছু করা। listen to/hear reason সদুপদেশে/যুক্তির কথায় কান দেওয়া। lose all reason কাণ্ডজ্ঞানহীন হওয়া; কাণ্ডজ্ঞান বিসর্জন দেওয়া। see reason যৌক্তিকতা উপলব্ধি করা। without rhyme or reason, দ্রষ্টব্য rhyme (১). It stands to reason (that...) যুক্তিবাদী ব্যক্তিমাত্রই স্বীকার করবেন যে...। reasonless (adjective) যুক্তিহীন।
  • English Word reason 2 Bengali definition [রীজ্‌ন্] (verb intransitive), (verb transitive) (১) যুক্তি/বিচারবুদ্ধি প্রয়োপ করা(২) reason with somebody স্বমতে আনার জন্য কারো সঙ্গে তর্ক করা(৩) reason that... যুক্তিচ্ছলে বলা; যুক্তি দেখানো(৪) যুক্তিযুক্তভাবে প্রকাশ করা: a well reasond statement, যুক্তিপরম্পরায় বিন্যস্ত বিবৃতি। reason something out যুক্তিপরম্পরায় কোনো প্রশ্নের উত্তর নির্ণয় করা: reason out the answer to a question. (৫) reason somebody into/out of something যুক্তি প্রদর্শনের মাধ্যমে কাউকে দিয়ে কিছু করানো বা কাউকে কিছু করা থেকে নিরস্ত করাreasoning (noun) [uncountable noun] যুক্তিবৃত্তির মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হওয়ার প্রক্রিয়া; যুক্তিবিন্যাস; যুক্তিপাত।
  • English Word reasonable Bengali definition [রীজনাব্‌ল্‌] (adjective) (১) যুক্তিপরায়ণ; যুক্তিসম্মত; যুক্তিবাদী: beyond reasonable doubt. (২) পরিমিত; ন্যায়সঙ্গত; যুক্তিসঙ্গত: no doubt it is a reasonable price/offer. (৩) যুক্তিযুক্ত; ন্যায়সঙ্গত; ন্যায্য: a reasonable excuse. reasonableness (noun) যুক্তিপরায়ণতা; যুক্তিযুক্ততা। reasonably [রীজনাব্‌লি] (adverb) যুক্তিসঙ্গতভাবে।
  • English Word reassure Bengali definition [রীআশ্যুআ(র্‌)] (verb transitive) ভয় বা দুশ্চিন্তামুক্ত করা; আশ্বস্ত করাreassurance [রীআশ্যুআরান্‌স্‌] (noun) [uncountable noun, countable noun] আশ্বাসদান; দৃঢ় আশ্বাস। reassuring (adjective) আশ্বাসদায়ক; সান্ত্বনাদায়ক a reassure glance/pat. reassuringly (adverb) সান্ত্বনাদায়কভাবে।
  • English Word rebarbative Bengali definition [রিবা:বাটিভ্] (adjective) (আনুষ্ঠানিক) কঠোর; বিতাড়ক
  • English Word rebate Bengali definition [রীবেইট্] (noun) [Countable noun] ছাড়; রেয়াত; বাটা
  • English Word rebel 1 Bengali definition [রেব্‌ল্] (noun) (১) বিদ্রোহী(২) (attributive(ly)) বিদ্রোহী: the rebel forces.
  • English Word rebel 2 Bengali definition [রিবেল্] (verb transitive) (rebelled, rebelling, rebels) rebel (against) (১) বিদ্রোহ করা (সরকারের বিরুদ্ধে)। (২) তীব্র প্রতিবাদ করা; বাধা দেওয়া; বিদ্রোহ করা: The students rebelled against too much regimentation.
  • English Word rebellion Bengali definition [রিবেলিআন্] (noun) [Uncountable noun] rebellion (against) (বিশেষত সরকারের বিরুদ্ধে) বিদ্রোহ
  • English Word rebellious Bengali definition [রিবেলিআস্‌] (adjective) (১) বিদ্রোহে লিপ্ত; বিদ্রোহীসুলভ: rebellious subjects; rebellious behaviour. (২) অসংযত; দুর্দমনীয়: a child with a rebellious temper. rebelliously (adverb) বিদ্রোহীর মতো; দুর্দমনীয়ভাবে। rebelliousness (noun) বিদ্রোহাচরণ।
  • English Word rebind Bengali definition [রীবাইন্‌ড্] (verb transitive) (past tense, past participle bound [রীবা:উন্‌ড্]) (বই ইত্যাদি) পুনরায় বাঁধাই করা
  • English Word rebirth Bengali definition [রীবাথ্‌] (noun) (১) আত্মিক পরিবর্তন, যেমন ধর্মান্তরগ্রহণ বা আলোকপ্রাপ্তির মধ্য দিয়ে, যার ফলে কোনো ব্যক্তি নতুন ধরনের জীবনযাপনে প্রণোদিত হতে পারেন; পুনর্জন্ম(২) পুনর্জাগরণ; পুনরুজ্জীবন: the rebirth of learning.
  • English Word reborn Bengali definition [রীবোন্‌] (adjective) (১) (লাক্ষণিক) (আত্মিকভাবে) পুনর্জাত(২) জীবন ফিরে পাওয়া; পুনরায় ক্রিয়াশীল বা জাগ্রত হওয়া: Hope was reborn.
  • English Word rebound Bengali definition [রিবাউন্‌ড্‌] (verb intransitive) (১) rebound (from) কোনো কিছুর উপর আঘাত করে ছিটকে যাওয়া বা ফিরে আসা; প্রতিক্ষিপ্ত হওয়া(২) rebound on/up on (লাক্ষণিক) কারো কার্যকলাপের পরিণামস্বরূপ ঘটা; কাজের যিনি কর্তা তার উপরই ফিরে আসা। □ (noun) [রিবাউন্‌ড্] on the rebound (ক) প্রতিক্ষিপ্ত হওয়ার সময়ে: hit the ball on the rebound (খ) (লাক্ষণিক) বিক্ষুব্ধ অবস্থায়; She quarrelled with Paul and then married Peter on the rebound. (৩) rebind এর past tense, past participle
  • English Word rebrand Bengali definition [রিব্রান্‌ড্] (Verb transitive) পুরনো পণ্যের কাটতি পড়ে গেলে বিক্রির উদ্দেশ্যে পণ্যটি নতুন নামে বিপণন করা; পুনরায় ব্রান্ড করা: We can help you rebrand your image or freshen up your current website.
  • English Word rebuff Bengali definition [রিবাফ্‌] (noun) [Countable noun] meet with/suffer a rebuff (from somebody) রূঢ় প্রত্যাখ্যান; অবজ্ঞাপূর্ণ উপেক্ষা। □ (verb transitive) রূঢ়ভাবে প্রত্যাখ্যান করা।
  • English Word rebuild Bengali definition [রীবিল্‌ড্] (verb transitive) (past tense, past participle rebuilt [রীবিল্‌ট্‌]) পুনর্নিমাণ করা
  • English Word rebuke Bengali definition [রিব্যিঊক্] (verb transitive) rebuke somebody (for something) তিরস্কার বা ভর্ৎসনা করা। □ (noun) [countable noun] তিরস্কার; ভর্ৎসনা। rebukingly (adverb) তিরস্কারপূর্বক।
  • English Word rebus Bengali definition [রীবাস্‌] (noun) এক ধরনের ধাঁধা, যাতে অনুপস্থিত শব্দ বা বাক্যাংশটি ছবি বা নকশা দেখে আঁচ করতে হয়
  • English Word rebut Bengali definition [বিরাট্‌] (verb transitive) (rebutted, rebutting, rebuts) (অভিযোগ, সাক্ষ্যপ্রমাণ ইত্যাদি) মিথ্যা বলে প্রমাণ করা; খণ্ডন করাrebuttal [বিরাট্‌ট্‌ল্] (noun) খণ্ডন; অভিযোগ খণ্ডনকারী সাক্ষ্যপ্রমাণ: The allegations met with immediate rebutal.
  • English Word recalcitrant Bengali definition [রিক্যাল্‌সিট্রান্‌ট্‌] (adjective) অবাধ্য; অবশ্য; শৃঙ্খলাভঙ্গকারী: a recalcitrant child/attitude. recalcitrance [রিক্যাল্‌সিট্রান্‌স্], recalcitrancy [রিক্যাল্‌সিট্রান্‌সি] (noun(s) [Uncountable noun] অবাধ্যতা; অবশ্যতা।
  • English Word recall Bengali definition [রিকোল্] (verb transitive) (১) recall somebody (from/to) ডেকে পাঠানো; ফিরে আসতে আদেশ দেওয়া(২) মনে করা; স্মরণ করা: Can you recall his face? I don’t recall his name. (৩) (আদেশ, সিদ্ধান্ত ইত্যাদি) ফিরিয়ে নেওয়া; প্রত্যাহার করা। □ (noun) (১) (বিশেষত রাষ্ট্রদূতদের স্বদেশে) প্রত্যাবর্তনের হুকুম: letters of recall. (২) [uncountable noun] স্মরণশক্তি; স্মরণ করার সম্ভাবনা: a man gifted with instant recall. beyond/past recall ফিরিয়ে আনা বা প্রত্যাহার করা যায় না এমন; অপ্রত্যাহার্য। (৩) [countable noun] সৈন্যদের ফিরে আসার জন্য সংকেত, বিশেষত তূর্যধ্বনি; প্রত্যাবর্তনসংকেত: sound the recall.
  • English Word recant Bengali definition [রিক্যান্‌ট্‌] (verb transitive), (verb intransitive) (মতামত, বিশ্বাস) ছেড়ে দেওয়া/ত্যাগ করা; (বিবৃতি) অমূলক বলে প্রত্যাহার/কোনো কিছু পরিহার করা। recantation [রীক্যান্‌টেইশ্‌ন্] (noun) [uncountable noun, countable noun] পূর্বের মত বা বিশ্বাস পরিহার এবং ঐ রূপ পরিহারসূচক বিবৃতি।
  • English Word recap 1 Bengali definition [রীক্যাপ্‌] (verb transitive), (verb intransitive), (noun) recapitulate recapitulation - এর কথ্য সংক্ষেপ।