R পৃষ্ঠা ১০
- English Word reckon Bengali definition [রেকান্] (Verb transitive), (verb intransitive) (১) গনা; গণনা করা; হিসাব করা; গুনে বের করা। reckon something in অন্তর্ভুক্ত করা; গণ্য করা; হিসাবে ধরা: Did you reckon in the cost of a taxi across London? reckon something up যোগফল বের করা; সাকল্য করা: reckon up the bill. (২) reckon with somebody (ক) বোঝাপড়া করা; হিসাব মেটানো: He will reckon with you once his present troubles are over. (খ) বিবেচনা করা; গণ্য করা: a man to be reckoned with. reckon without somebody গণ্য না-করা; হিসাবে না-ধরা। (৩) reckon on/upon somebody/something নির্ভর/ভরসা করা: You may reckon on his skill. (৪) reckon somebody/something as/to be; reckon that. .., গণ্য/বিবেচনা করা; মত পোষণ করা। (৫) আনুমানিক হিসাব করা: When do you reckon to return? ৬ (America(n) কথ্য) ধরে নেওয়া; আন্দাজ করা: I reckon she’ll turn up tomorrow. reckoner [রেকানা(র্)] (noun) গণনাকারী বা গণনযন্ত্র। ready reckoner, দ্রষ্টব্য ready. reckoning [রেকানিঙ্] (noun) (বিশেষত) (১) [countable noun] পরিশোধনীয় মূল্যের হিসাব (হোটেলে বা রেস্তোরাঁয়): pay the reckoning, হিসাব মেটানো day of reckoning কোনো কিছুর জন্য প্রায়শ্চিত্তের শেষ সময়; হিসাবনিকাশের দিন। (২) [uncountable noun] গণনা (যেমন সূর্য, নক্ষত্র ইত্যাদি পর্যবেক্ষণ করে জাহাজের অবস্থান) dead reckoning সূর্য, নক্ষত্র ইত্যাদির পর্যবেক্ষণ যখন অসম্ভব হয়ে পড়ে, তখন পূর্ববর্তী কোনো জ্ঞাত অবস্থান এবং পরবর্তী চলার পথ ও দূরত্বের ভিত্তিতে জাহাজ বা বিমানের অবস্থান নির্ণয়ের পদ্ধতি। out in one’s reckoning কারো হিসাবের বাইরে।
- English Word reclaim Bengali definition [রিক্লেইম্] (verb transitive) (১) (পতিত জমি ইত্যাদি) পুনরুদ্ধার করা। (২) (কোনো ব্যক্তিকে) সংশোধন করা; উদ্ধার করা: reclaim a man from error/vice. (৩) ফেরত চাওয়া reclamation [রিক্লামেইশ্ন্] (noun) [Uncountable noun] পুনরুদ্ধার।
- English Word recline Bengali definition [রিক্লাইন্] (Verb transitive), (verb intransitive) এগিয়ে দেওয়া/পড়া; হেলান দেওয়া; সটান শুয়ে পড়া: recline on a couch.
- English Word recluse Bengali definition [রিক্লূস্] (noun) যে ব্যক্তি অন্য মানুষের সঙ্গ পরিহার করে নিঃসঙ্গ জীবনযাপন করেন; একান্তবাসী; বিবিক্তবাসী; সন্ন্যাসী: live the life of a recluse.
- English Word recognition Bengali definition [রিকাগ্নিশ্ন্] (noun) [Uncountable noun] প্রত্যভিজ্ঞা; শনাক্তকরণ; স্বীকৃতি: recognition signals; aircraft recognition; in recognition of; recognition of a new state. alter/change beyond/out of (all) recognition এমনভাবে পরিবর্তিত হওয়া যে চেনার কোনো উপায় নেই।
- English Word recognizance Bengali definition [রিকগ্নিজ্ন্স্] (noun) [Countable noun] (আইন সম্বন্ধীয়) (১) আদালতে প্রদত্ত অঙ্গীকারপত্র, যা কোনো ব্যক্তিকে একটি নির্দিষ্ট আদালতে উপস্থিত হতে কিংবা কতকগুলো শর্ত পালনে বাধ্য করে এবং অন্যথায় তার জামানত বাজেয়াপ্ত হয়ে যায়; মুচলেকা। enter into recognizances মুচলেকায় স্বাক্ষর করা। (২) উক্ত মুচলেকার সঙ্গে প্রদত্ত অর্থ; জামানত।
- English Word recognize, recognise Bengali definition [রেকাগ্নাইজ্] (Verb transitive) (১) শনাক্ত করা; চেনা; চিনতে পারা: a tune/an old acquaintance. (২) স্বীকৃতি দেওয়া; কবুল করা: recognize a new government. (৩) স্বীকার করতে প্রস্তুত থাকা; মেনে নেওয়া: He recognized the Qualities of his rival. (৪) স্বীকার করা: His colleagues recognized him to be the best administrator. recognizable [রেকাগনাইজাব্ল্] (adjective) চেনা যায় এমন; প্রত্যভিজ্ঞেয়; স্বীকারযোগ্য। recognizably [রেকাগ্নাইজাব্লি] (adverb) প্রত্যভিজ্ঞেয়রূপে।
- English Word recoil Bengali definition [রিকয়ল্] (Verb transitive) (১) recoil (from) পিছিয়ে আসা; (ভয়, বিস্ময় বা ঘৃণায়) পিছু হটা: recoil from doing something. (২) (বন্দুক সম্বন্ধে; গুলি চালানোর সময়ে) পিছনে ধাক্কা দেওয়া। (৩) recoil on/upon (লাক্ষণিক) প্রতিক্রিয়া করা; প্রতিক্ষিপ্ত হওয়া; His evil designs recoiled upon his head. □(noun) পশ্চাদপসরণ; কুণ্ঠা; পিছনে ধাক্কা; প্রতিক্ষেপ।
- English Word recollect Bengali definition [রেকালেক্ট্] (Verb transitive), (verb intransitive) স্মরণ করা; মনে করা বা পড়া: As far as I recollect...
- English Word recollection Bengali definition [রেকালেক্শ্ন্] (noun) [Uncountable noun] (১) স্মরণ; স্মরণশক্তি; অনুস্মরণ: to the best of my recollection যতদূর আমার স্মরণে আছে। (২) [Uncountable noun] স্মৃতিশক্তি অতীতে যতদূর পৌঁছায়; স্মরণকাল: within my recollection. (৩) [Uncountable noun] স্মৃতি: The old photographs will bring many recollections to her mind.
- English Word recommend Bengali definition [রেকামেন্ড্] (noun) (১) recommend something (to be) (for something); recommend somebody something; recommend somebody (for something/as something) অনুকূলে বা সপক্ষে বলা; সুপারিশ করা। (২) পরামর্শ দেওয়া: Do you recommend me to buy that house? (৩) recommend somebody (to somebody) (গুণ ইত্যাদি) গ্রহণযোগ্য/আকর্ষণীয় করে তোলা: Such vanity will not recommend you. (৪) recommend somebody to somebody হেফাজতে দেওয়া (এই অর্থে commend অধিক প্রচলিত: recommend oneself/one’s soul to God). recommendation [রেকামেন্ডেইশ্ন্] (noun) (১) [uncountable noun] সুপারিশ; পরামর্শ। (২) [countable noun] সুপারিশমূলক বাক্য বা বিবৃতি; গুণবর্ণনা; সুপারিশ: The candidate produced a number of recommendations. (৩) [Countable noun] যা কোনো ব্যক্তি সম্বন্ধে উত্তম ধারণা দেয়; সদ্গুণ; কাঙ্ক্ষিত গুণ: Behaviour of that kind is not a recommendation in a subordinate.
- English Word recompense Bengali definition [রেকাম্পেন্স্] (Verb transitive) recompense somebody (for something) পুরস্কৃত বা দণ্ডিত করা; পাওয়া পরিশোধ করা; ক্ষতিপূরণ দেওয়া; প্রতিফল দেওয়া: recompense somebody for his trouble; recompense good with evil. □ (noun) [Countable noun, Uncountable noun] পুরস্কার; প্রতিফল; ক্ষতিপূরণ; খেসারত; পাওনা।
- English Word reconcile Bengali definition [রেকান্সাইল্] (Verb transitive) (১) reconcile somebody (with somebody) পুনরায় বন্ধুত্ব স্থাপন বা মিলনসাধন করানো; বিরোধ দূর করা বা মিটিয়ে ফেলা; মিটমাট করা: The two brothers became reconciled. (২) (বিরোধ, মতপার্থক্য ইত্যাদি) নিষ্পত্তি বা মীমাংসা করা। (৩) reconcile something (with something) সামঞ্জস্যবিধান করা; সঙ্গতিপূর্ণ করা: I can’t reconcile what you say with the facts of the case. How can this decision be reconcile with justice? (৪) reconcile oneself to something; be reconciled to something মেনে নেওয়া; বিরূপ মনোভাব কাটিয়ে ওঠা: How can one reconcile oneself with such drudgery? reconcilable [রেকান্সাইলাব্ল্] (adjective) সমন্বয়যোগ্য। reconciliation [রেকান্সিলিএইশ্ন্] (noun) [uncountable noun, countable noun] সামঞ্জস্যবিধান; মিটমাট; পুনর্মিত্রতা; মীমাংসা।
- English Word recondite Bengali definition [রেকান্ডাইট্] (adjective) (১) (জ্ঞানের বিষয়াদি) সৃষ্টি ছাড়া; দুর্বোধ্য; নিগূঢ়: recondite studies. (২) (গ্রন্থকর্তা) নিগূঢ় বা সৃষ্টিছাড়া জ্ঞানের অধিকারী।
- English Word recondition Bengali definition [রেকান্ডিশ্ন্] (Verb transitive) পুনরায় ভালো অবস্থায় নিয়ে আসা; পূর্বাবস্থায় নিয়ে আসা। reconditioned (adjective) কৃত সংস্কার: a reconditioned engine.
- English Word reconnaissance Bengali definition [রীকনিসন্স্] (noun) [Uncountable noun] শত্রুপক্ষের অবস্থান, তাদের শক্তি ইত্যাদি জানার উদ্দেশ্যে পরিচালিত তথ্যানুসন্ধান বা তৎসংক্রান্ত অভিযান। (২) [Countable noun] (লাক্ষণিক) যেকোনো ধরনের কাজ শুরু করার পূর্বে প্রাথমিক জরিপ: make a reconnaissance of the work to be done.
- English Word reconnoitre Bengali definition (America(n)= reconnoiter) [রেকানয়টা(র্)] (verb transitive), (verb intransitive) শত্রুপক্ষের অবস্থান; তাদের শক্তি; সামর্থ্য ও দক্ষতা ইত্যাদি জানতে তাদের নিকটবর্তী হওয়া: reconnoitre the ground.
- English Word reconstruct Bengali definition [রীকান্স্ট্রাক্ট্] (verb transitive) (১) পুনর্নির্মাণ করা। (২) (গুটিকতক অংশ বা আংশিক সাক্ষ্যপ্রমাণের সাহায্যে) পুনর্গঠন করা: reconstruct a ruined monument; to reconstruct a crime. reconstruction [রীকান্স্ট্রাকশ্ন্] (noun) পুনর্নির্মাণ; পুনর্গঠন।
- English Word record 1 Bengali definition [রেকোড্ America(n) রেকার্ড] (noun) (১) [Countable noun] তথ্য, ঘটনা ইত্যাদির লিখিত বিবরণ; লেখ্যপ্রমাণ: a record of road accidents; the (Public) Record Office, লন্ডনে অবস্থিত মোহাফিজখানা। (২) [Countable noun] (কম্পিউটার) (কোনো নির্দিষ্ট বিষয়ে) যন্ত্রের সাহায্যে পাঠযোগ্যরূপে তথ্যের একক হিসেবে বিদ্যমান ক্ষুদ্র উপাত্তসংগ্রহ; রেকর্ড। (৩) [Uncountable noun] লিপিবদ্ধ সাক্ষ্যপ্রমাণ; দলিল: a matter of record, প্রামাণিক দলিলের অন্তর্ভুক্তি। be/go/put somebody on record লিপিবদ্ধ হওয়া/করা। off the record (কথ্য) প্রকাশনার বা লিপিবদ্ধ করার জন্য নয়। (৪) [Countable noun] কোনো ব্যক্তি বা বস্তুর অতীত সম্বন্ধে জ্ঞাত তথ্যাদি; লেখ্যপ্রমাণ: an honourable record of services. (৫) [countable noun] সাক্ষ্য বা তথ্য জোগায় এমন কিছু; দলিলপ্রমাণ: records of past history. (৬) [countable noun] (গ্রামোফোনের) রেকর্ড। record player (noun) রেকর্ড বাজিয়ে শোনার জন্য যন্ত্র; রেকর্ডপ্লেয়ার। (৭) [countable noun] ইতিপূর্বে অর্জিত হয়নি এমন (উচ্চ বা নিম্ন) সীমা, চিহ্ন, কৃতিত্ব ইত্যাদি; (বিশেষত খেলাধুলায়) অদ্যাবধি সর্বশ্রেষ্ঠ; রেকর্ড। break/beat the record রেকর্ড ভঙ্গ করা। record-breaking (adjective) পূর্বসৃষ্ট তথ্য, প্রমাণ, বিবরণ ইত্যাদি অতিক্রম করা; রেকর্ড ভঙ্গকারী।
- English Word record 2 Bengali definition [রিকোড্] (Verb transitive) (১) লিপিবদ্ধ করা; (টেপ, রেকর্ড ইত্যাদিতে) ধারণ করা: a recorded programme. recording angel মানুষের সৎ ও অসৎ কাজ লিপিবদ্ধ করার জন্য নিযুক্ত কথিত ফেরেশতা। (২) (যন্ত্র) স্কেলে নির্দেশ বা চিহ্নিত করা: The Richter Scale recorded 6. 5.
- English Word recorder Bengali definition [রিকোডা(র্)] (noun) (১) (British/Britain) নির্দিষ্ট ফৌজদারি ও দেওয়ানি এক্তিয়ারযুক্ত বিচারকবিশেষ। (২) ধ্বনি, চিত্র ইত্যাদি ধারণ করার যন্ত্র; ধারকযন্ত্র। tape-recorder (noun) যে যন্ত্র চৌম্বক ফিতার ধ্বনি ধরে রাখে; টেপ-রেকর্ডার। video tape-recorder চৌম্বক ফিতায় ছবি ও ধ্বনি ধরে রাখার যন্ত্র। (৩) বাঁশিজাতীয় কাঠের বাদ্যযন্ত্রবিশেয।
- English Word recording Bengali definition [রিকোডিঙ্] (noun) (বিশেষত শব্দ বা টেলিভিশন সম্প্রচারে এবং রেকর্ড প্লেয়ার ইত্যাদিতে) ধারণকৃত অনুষ্ঠান, সংগীত ইত্যাদি: a good recording of a TV serial.
- English Word recount Bengali definition [রিকাউন্ট্] (verb transitive) বলা; বিবরণ দেওয়া।
- English Word recoup Bengali definition [রিকূপ্] (Verb transitive) recoup (for) পুষিয়ে নেওয়া/দেওয়া; recoup one’s losses; recoup oneself for one’s losses.
- English Word recourse Bengali definition [রিকোস্] (noun) [Uncountable noun] (১) have recourse to সাহায্য চাওয়া; আশ্রয় গ্রহণ বা অবলম্বন করা। (২) আশ্রয়; অবলম্বন: His last recourse was an offer from a friend.
- English Word recover 1 Bengali definition [রিকাভা(র্)] (verb transitive), (verb intransitive) (১) ফিরে পাওয়া; পুনরুদ্ধার করা: recover what was lost; recover one’ s strength. (২) recover (from) আরোগ্যলাভ করা; নিরাময় হওয়া; পূর্বাবস্থায় ফিরে আসা; সামলে ওঠা; recover from a shock. (৩) নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়া; স্বাভাবিক/প্রকৃতিস্থ হয়ে ওঠা; ফিরে পাওয়া: recover one’s balance/composure. recoverable [রিকাভারাব্ল্] (adjective) যা ফিরে পাওয়া যেতে পারে; পুনরুদ্ধারযোগ্য: a recoverable deposit. recovery (noun) [uncountable noun] আরোগ্য; নিরাময়; পুনরুদ্ধার: make a quick recovery, দ্রুত আরোগ্য লাভ করা কিংবা (খেলাধুলায়) পূর্বের অবস্থা ফিরে পাওয়া।
- English Word recover 2 Bengali definition [রীকাভা(র্)] (Verb transitive) নতুন ওয়াড়, খোল বা আবরণ লাগানো: recovered pillow.
- English Word recreant Bengali definition [রেক্রিআন্ট্] (adjective), (noun) (সাহিত্যিক) কাপুরুষ; বিশ্বাসঘাতক; বিশ্বাসহন্তা; খল: a recreant lover.
- English Word recreation Bengali definition [রেক্রিএইশ্ন্] (noun) [Countable noun, Uncountable noun] বিনোদন; আমোদপ্রমোদ। recreation ground (জনসাধারণের জন্য উন্মুক্ত উদ্যান প্রভৃতি স্থানে খেলাধুলা ইত্যাদির জন্য) বিনোদন স্থান। recreational [রেক্রিএইশান্ল্] (adjective) বিনোদনমূলক।
- English Word recrimination Bengali definition [রিক্রিমিনেইশ্ন্] (noun) [Countable noun, Uncountable noun] পালটা অভিযোগ; প্রত্যভিযোগ। recriminate [রিক্রিমিনেইট্] (verb intransitive) recrimination (against somebody) পাল্টা অভিযোগ করা। recriminatory [রিক্রিমিনাট্রি America(n) [রিক্রিমিনেইশ্ন্টোরি] (adjective) প্রত্যভিযোগমূলক।