R পৃষ্ঠা ১২
- English Word redound Bengali definition [রিডাউন্ড্] (Verb intransitive) redound to (আনুষ্ঠানিক) প্রভূত সহায়তা করা; প্রবর্ধিত করা: His talents will redound to the success of the group.
- English Word redress Bengali definition [রিড্রেস্] (verb transitive) (১) (ভুল) সংশোধন করা; ক্ষতিপূরণ/প্রতিকার/ক্ষালন করা: redress one’s errors. (২) redress the balance ভারসাম্য পুনরায় প্রতিষ্ঠিত করা। □ (noun) [uncountable noun] প্রতিকার; প্রতিবিধান; ক্ষতিপূরণ: seek legal redress.
- English Word reduce Bengali definition [রিড্যিঊস্] (Verb transitive), (verb intransitive) reduce (to) (১) কমানো; হ্রাস করা: reduce speed/costs. (২) কোনো বিশেষ অবস্থায় আসা বা নিয়ে আসা। পরিণত/পর্যবসিত করা বা হওয়া: reduce somebody to silence, চুপ করানো; be reduced to begging, ভিক্ষুকে পরিণত হওয়া। (৩) (অন্যরূপে) পরিবর্তিত করা; রূপান্তরিত করা; পরিণত করা: reduce an equation/argument/statement to its simplest form. redueible [রিড্যিঊসাব্ল্] (adjective) কমানোর বা পরিণত/পর্যবসিত করার উপযোগী।
- English Word reduction Bengali definition [রিডাক্শ্ন্] (noun) [Uncountable noun, countable noun] লাঘব; লঘুকরণ; হ্রাস: a reduction in/of numbers. (২) [Countable noun] ছবি, মানচিত্র ইত্যাদির ছোট মাপের প্রতিলিপি।
- English Word redundant Bengali definition [রিডান্ডান্ট্] (adjective) প্রয়োজনাতিরিক্ত; বাড়তি; অনাবশ্যক: a redundant word; redundant labour. redundance [রিডান্ডান্স্], redundancy [রিডান্ডান্সি্] (noun(s) [Uncountable noun, Countable noun] (plural redundancies) বাহুল্য; আতিরেক্য; প্রয়োজনাতিরিক্ততা; redundancies in the docks, বাড়তি শ্রমিক। redundancy pay বাড়তি শ্রমিককে নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত অর্থ; বাহুল্য ভাতা।
- English Word reduplicate Bengali definition [রিড্যিঊপ্লিকেইট্ America(n) রিডূঊপ্লিকেইট্] (verb transitive) দ্বিগুণ করা; পুনরাবৃত্তি করা। reduplication [রিড্যিঊপ্লিকেইশ্ন্ America(n) রিডূঊপ্লিকেইট্] (noun) দ্বিগুণীকরণ; পুনরাবৃত্তি।
- English Word reed Bengali definition [রীড্] (noun) (১) [Countable noun] কীচক; নল; শর; খাগড়া; [Uncountable noun] (সমষ্টিগত) নলখাগড়া; (plural) ঘর ছাওয়ার জন্য ব্যবহৃত নলখাগড়ার শুষ্ক কাণ্ড। a broken reed (লাক্ষণিক) অনির্ভরযোগ্য ব্যক্তি বা বস্তু। (২) (কোনো কোনো বাদ্যযন্ত্রে, যেমন ক্ল্যারিওনেট, অরগ্যান পাইপ) ধাতব পাত, যার কম্পনে ধ্বনি উৎপাদিত হয়; রিড। the reeds উপর্যুক্ত ধরনের বাদ্যযন্ত্র; রিডযুক্ত বাদ্যযন্ত্রসমূহ। reedy (adjective) (১) নলখাগড়াময়। (২) (ধ্বনি ও কণ্ঠ) সুতীক্ষ্ণ; কীচকী।
- English Word reef 1 Bengali definition [রীফ্] (noun) পালের যে অংশ গুটিয়ে পালকে খাটো করা যায়: take in a reef, পাল খাটো করা; (লাক্ষণিক) সতর্কতার সঙ্গে অগ্রসর হওয়া। reef-knot (noun) মামুলি দ্বিমুখী গিঁট (= America(n) square knot) □ (verb transitive) পাল খাটো করা।
- English Word reef 2 Bengali definition [রীফ্] (noun) সমুদ্রপৃষ্ঠের কিঞ্চিৎ নিচে বা উপরে শৈলশিরা; শৈলশ্রেণি।
- English Word reefer Bengali definition [রীফা(র্)] (noun) (১) মোটা কাপড়ের তৈরি, আঁটসাঁট জ্যাকেটবিশেষ, যাতে সিনার দুই দিকেই বোতাম আঁটার ব্যবস্থা থাকে (যে ধরনের জ্যাকেট নাবিকরা পরে থাকে)। (২) (অপশব্দ) গাঁজামিশ্রিত সিগারেটবিশেষ।
- English Word reek Bengali definition [রীক্] (noun) (১) [Uncountable noun] তীব্র দুর্গন্ধ: the reek of stale tobacco smoke. (২) (সাহিত্যিক ও স্কটল্যান্ডীয়) ঘন ধোঁয়া বা বাষ্প। □ (verb intransitive) (১) reek of দুর্গন্ধে ভুর ডুর করা: reek of garlic. (২) reek with (ঘাম, রক্ত ইত্যাদিতে) লিপ্ত বা সিক্ত হওয়া।
- English Word reel 1 Bengali definition [রীল্] (noun) (১) সুতা, তার, ফিল্ম, ফিতা ইত্যাদি পেঁচিয়ে রাখার বেলনাকার বস্তুরিশেষ; কাটিম; লাটাই; চরকি। (straight) off the reel (কথ্য) গড়গড় করে; অবলীলাক্রমে; অবিশ্রান্তভাবে। (২) (চলচ্চিত্রে) এক কাটিমে প্যাঁচানো পজিটিভ ফিল্ম; রিল: a six-reel film. দ্রষ্টব্য spool. □ (verb transitive) কাটিমে বা কাটিম দিয়ে প্যাঁচানো; পাক খোলা। reel something off কোনো কিছু গড়গড় করে/অবলীলাক্রমে বলা বা আবৃত্তি করা: reel off the verses of a poem.
- English Word reel 2 Bengali definition [রীল্] (Verb intransitive) (১) (শারীরিক বা মানসিকভাবে) রিচলিত হওয়া; নাড়া খাওয়া: Her mind reeled when she read the telegram. (২) স্খলিত পায়ে হাঁটা বা দাঁড়ানো; টলমল করা; হেলেদুলে চলা। (৩) কাঁপছে বলে প্রতীয়মান হওয়া; দোলা: The tower reeled before her eyes.
- English Word reel 3 Bengali definition [রীল্] (noun) [Countable noun] সাধারণত দুটি যুগলের জন্য প্রাণবন্ত স্কটিশ নৃত্যবিশেষ এবং ঐ নাচের সংগীত।
- English Word reface Bengali definition [রীফেইস্] (verb transitive) নতুন পৃষ্ঠ বা তল লাগানো।
- English Word refectory Bengali definition [রিফেক্টারি] (noun) (plural refectories) (আশ্রম, মঠ বা কলেজের) ভোজনশালা।
- English Word refer Bengali definition [রিফা(র্)] (verb transitive), (verb intransitive) (১) refer somebody/something (back) (to somebody/something) ব্যবস্থাগ্রহণ বা সিদ্ধান্তের জন্য (ফেরত) পাঠানো/নিয়ে যাওয়া/অর্পণ করা: The question was referred to the law officer. (২) refer to (বক্তা, বক্তব্য ইত্যাদি) নির্দেশ করা; উল্লেখ করা; উদ্দেশ্য করে বলা: That comment does not refer to you: ৩ refer to তথ্যাদির জন্য ফিরে তাকানো; শরণ বা সাহায্য নেওয়া: refer to one’s notes. referable [রিফারাব্ল্] (adjective) নির্দেশ্য; দ্রষ্টব্য ।
- English Word referee Bengali definition [রেফারী] (noun) (১) যে ব্যক্তির কাছে বিবাদের ক্ষেত্রে (যেমন শিল্পকারখানায় শ্রমিক ও মালিকদের মধ্যে) সিদ্ধান্ত চাওয়া হয়; সালিশ; মধ্যস্থ। (২) (ফুটবল, মুষ্টিযুদ্ধ ইত্যাদিতে) যে ব্যক্তি প্রতিযোগিতা পরিচালনা করেন, বিতর্কিত প্রশ্নে সিদ্ধান্ত দেন; রেফারি; বিচারক। দ্রষ্টব্য umpire. □ (verb transitive), (verb intransitive) রেফারি হিসেবে কাজ করা: referee a football match.
- English Word reference Bengali definition [রেফ্রান্স্] (noun) (১) [Countable noun, Uncountable noun] উল্লেখ; শরণ; অভিসম্বন্ধ; বরাত; সূত্র: make reference to a dictionary, অভিধান দেখা। reference book, book of reference যে গ্রন্থ আগাগোড়া পড়া হয় না, তথ্যের জন্য আলোচনা করা হয়, যেমন অভিধান বা বিশ্বকোষ; সন্ধানপুস্তক; দীপিকা। reference library যে গ্রন্থাগারে কেবল সন্ধানপুস্তক রক্ষিত হয় (কেবল গ্রন্থাগারে বসে দেখার জন্য); সন্ধান গ্রন্থাগার। terms of reference (কমিশন সম্বন্ধে) কোনো কর্তৃপক্ষকে প্রদত্ত কার্যপরিধি; আয়ত্ত: The question is not within the terms of reference of the commission. (২) [countable noun] কোনো ব্যক্তির চরিত্র বা কর্মদক্ষতার উপর মন্তব্য (করতে ইচ্ছুক ব্যক্তি); শংসাপত্র; অভিসম্বন্ধ: a banker’s reference, আর্থিক অবস্থা সচ্ছল এই মর্মে ব্যাংকের পত্র। (৩) [Countable noun] তথ্যনির্দেশ; তথ্যোল্লেখ; অভিসম্বন্ধ: a book crowded with references to other books. reference marks পাদটীকা ইত্যাদির প্রতি পাঠকের দৃষ্টি-আকর্ষণের জন্য ব্যবহৃত চিহ্ন; অভিসম্বন্ধ-চিহ্ন। cross-reference, দ্রষ্টব্য cross-reference. (৪) in/with reference to বিষয়ে; সম্বন্ধে; অভিসম্বন্ধক্রমে। without reference to নির্বিশেষে; সম্বন্ধ ব্যতিরেকে। referential [রেফারেন্শ্ল্] (adjective) সম্বন্ধ আছে এমন; আভিসম্বন্ধিক।
- English Word referendum Bengali definition [রেফারেন্ডাম্] (noun) (plural referendums, referenda [রেফারেন্ডা]) [Countable noun] কোনো রাজনৈতিক প্রশ্নের মীমাংসার জন্য সর্বসাধারণের প্রত্যক্ষ ভোটগ্রহণ; গণভোট।
- English Word refill Bengali definition [রীফিল্] (verb transitive) আবার ভরা। □ (noun) [রীফিল্] যা দিয়ে আবার ভরতি করা হয়; পুনরায় পূর্ণকরণ; ভরানি; আধার: a refill for a ball-point pen.
- English Word refine Bengali definition [রিফাইন্] (verb transitive), (verb intransitive) (১) শোধন/বিশুদ্ধ করা: refine sugar/oil. (২) পরিমার্জিত/পরিশুদ্ধ/সুসংস্কৃত করা: refine language. (৩) refine upon (আনুপুঙ্খিক বিষয়ে গভীর মনোযোগ দিয়ে) উত্কর্ষবিধান করা: refine upon one’s methods.
- English Word refinement Bengali definition [রিফাইন্মান্ট্] (noun) (১) [Uncountable noun] শোধন; পরিমার্জনা; শুদ্ধতা; বিশোধন; পরিশোধন; প্রমার্জন। (২) [Uncountable noun] অনুভূতি, রুচি, ভাষা ইত্যাদির বিশুদ্ধতা; পরিশুদ্ধি; পরিমার্জনা: lack of refinement; a lady of refinement, পরিমার্জিত মহিলা। (৩) [Countable noun] রুচি ইত্যাদির উক্তরূপ বিশুদ্ধির নৈপুণ্যপূর্ণ বা লক্ষণীয় দৃষ্টান্ত; কোনো কিছুর সূক্ষ্ম বা নিপুণ বিকাশ; সূক্ষ্মতা; পরিশীলিত উৎকর্ষ: refinement s of meaning/cruelty; all the refinements of the age.
- English Word refiner Bengali definition [রিফাইনা(র্)] (noun) (১) বিভিন্ন বস্তুর পরিশোধনে নিয়োজিত ব্যক্তি; পরিশোধক, বিশোধক; sugar refiner. (২) ধাতু, চিনি ইত্যাদি শোধন করার যন্ত্র; বিশোধক। refinery [রিফাইনারি] (noun) শোধনাগার; শোধনশালা।
- English Word refit Bengali definition [রীফিট্] (verb transitive), (verb intransitive) (refitted, refitting, refits) (জাহাজ ইত্যাদি) মেরামত করে পুনরায় ব্যবহারোপযোগী বা চালু করা; (জাহাজসমূহে) অনুরূপভাবে পুনরায় ব্যবহারোপযোগী বা চালু হওয়া। □ (noun) [রীফিট্] পুনরায় কার্যোপযোগীকরণ।
- English Word reflate Bengali definition [রীফ্লেইট্] (verb transitive) (অর্থনৈতিক অবস্থা বা মুদ্রামানকে) পূর্বাবস্থায় ফিরিয়ে আনা: plans to reflate the economy.
- English Word reflation Bengali definition [রীফ্লেইশ্ন্] (noun) [Uncountable noun] মুদ্রাব্যবস্থাকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্য মুদ্রা সরবরাহ হ্রাস করার পরে আবার মুদ্রাস্ফীতি; পুনর্মুদ্রাস্ফীতি।
- English Word reflect Bengali definition [রিফ্লেক্ট্] (verb transitive), (verb intransitive) (১) প্রতিফলিত/প্রতিবিম্বিত করা। reflecting telescope যে দূরবীক্ষণে একটি আয়নায় ছবি প্রতিফলিত হয় এবং বিবর্ধিত হয়; প্রতিফলক দূরবীক্ষণ। (২) অভিব্যক্ত করা; প্রতিফলিত করা: the book reflects the innermost thought of the author. (৩) reflect something on/upon something (কাজ, ফলাফল ইত্যাদি) খ্যাতি বা অখ্যাতি বয়ে আনা: That action is sure to reflect discredit upon you. (৪) reflect on/upon অখ্যাতি বয়ে আনা; সুনাম নষ্ট করা; কটাক্ষ করা: Don’t reflect on my good faith. (৫) reflect (on/upon) বিবেচনা করা; ভেবে দেখা: You must reflect upon how to solve the problem.
- English Word reflection Bengali definition (British/Britain অপিচ reflexion) [রিফ্লেক্শ্ন্] (noun) (১) [Uncountable noun] পরাবর্তন; প্রতিফলন। (২) [countable noun] প্রতিবিম্ব; প্রতিফলন: the reflection of trees in a lake. (৩) [uncountable noun] চিন্তা; অনুধ্যান; ভাবনা: lost in reflection. on reflection পুনর্বিবেচনা করার পর। (৪) [countable noun] কথায় বা লেখায় চিন্তার অভিব্যক্তি; মনে উদীয়মান ভাবনা; অনুচিন্তন: reflections on the transience of human life. (৫) [countable noun]: you should refrain from casting reflections on his sincerity. (৬) [countable noun] অখ্যাতিকর কিছু: a reflection upon one’s honour, মর্যাদার জন্য হানিকর।
- English Word reflective Bengali definition [রিফ্লেক্টিভ্] (adjective) চিন্তাশীল; ভাবুক। reflectively (adverb) চিন্তাশীলতার সঙ্গে।