• Bengali Word pass 1 English definition [পা:স্‌ America(n) প্যাস্‌] (noun) ১ পরীক্ষায় পাস, বিশেষত (বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা ডিগ্রি পরীক্ষায়) সম্মান বা অনার্স না-পেয়ে পাস: get a pass.
    (২) come to/reach a pretty/sad/strange, etc pass (বিদ্রূপার্থে) চমৎকার/দুঃখজনক/অদ্ভুত অবস্থায় পড়া। (৩) bring to pass ঘটানো; সম্পন্ন করা। come to pass ঘটা: I don’t know how it came to pass. (৪) ভ্রমণের বা কোনো ভবনে প্রবেশের বা সিনেমা হল ইত্যাদিতে আসনগ্রহণের অনুমতিপত্র; পাস: a free pass. (৫) একই দলের খেলোয়াড়দের মধ্যে বলের আদান-প্রদান; পাস: a quick pass to the forward. (৬) (জাদু বা ভোজবাজিতে) কোনো কিছুর উপর বা সামনে দিয়ে হস্ত সঞ্চালন। (৭) সম্মুখগতি; (অসিচালনা ইত্যাদিতে) সম্মুখদিকে প্রক্ষিপ্ত আঘাত। make a pass at somebody (অপশব্দ) কারো দিকে কটাক্ষ করা। (৮) গিরিপথ; কোনো দেশের প্রবেশদ্বার হিসেবে গণ্য সংকীর্ণ গিরিপথ। hold the pass (লাক্ষণিক) কোনো আদর্শ বা উদ্দেশ্যকে রক্ষা করা। sell the pass (লাক্ষণিক) কোনো আদর্শ বা উদ্দেশ্যের প্রতি বিশ্বাসঘাতকতা করা; কোনো (নৈতিক বা আদর্শিক) অবস্থান পরিত্যাগ করা বা সমর্পণ করা। (৯) (তাস খেলায়) পাস-দেওয়া। (১০) (যৌগশব্দ) pass-book (noun) (ক) ব্যাংকের পাসবই। (খ) (বর্ণবাদী দক্ষিণ আফ্রিকায়) কোনো কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়া বা থাকার অনুমতি দিয়ে প্রদত্ত বই। passkey (noun) গেট প্রভৃতির ব্যক্তিগত চাবি; গুপ্তচাবি; যে চাবি দিয়ে অনেক তালা খোলা যায়; মাস্টার চাবি। password (noun) যে গুপ্ত শব্দ উচ্চারণ করলে স্বপক্ষের লোক মনে করা হয়: give the pass word.