Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word psychopath Bengali definition [সাইকোপ্যাথ্‌] (noun) আবেগের গুরুতর বৈকল্যঘটিত মানসিক রোগী; বিশেষত এ ধরনের রোগী যখন হিংস্র, সমাজবিরোধী, নীতিবোধবিবর্জিত হয়; চিত্তবিকারগ্রস্তpsychopathic [সাইকোপ্যাথিক্] (adjective) চিত্তবিকার ঘটিত।
  • English Word psychosis Bengali definition [সাইকোসিস্] (noun) (plural psychoses [সাইকোউসীজ্‌) সাংঘাতিরূপে অস্বাভাবিক বা রুগ্‌ণ মানসিক অবস্থা; মনোবৈকল্য
  • English Word psychosomatic Bengali definition [সাইকোসাম্যাটিক্] (adjective) (রোগ) মানসিক চাপজনিত; (ওষুধ) উক্তরূপ ব্যাধি-সম্পৃক্ত; মনঃশারীরিক।
  • English Word psychotherapy Bengali definition [সাইকোউথেরাপি] (noun) [Uncountable noun] মনস্তাত্ত্বিক পদ্ধতিতে মানসিক আবেগঘটিত এবং স্নায়বিক রোগের চিকিৎসা; মনস্তাত্ত্বিক চিকিৎসা
  • English Word ptarmigan Bengali definition [টা:মিগান্‌] (noun) বুনোহাঁসজাতীয় পাখিবিশেষ; এদের পালকের রং গ্রীষ্মকালে কালো বা ধূসর এবং শীতকালে সাদা হয়ে থাকে; টার্মিগান
  • English Word ptomaine Bengali definition [টোমেইন্‌] (noun) বাসিপচা খাবারে প্রাপ্ত (বিভিন্ন ধরনের) বিষ; বাসিবিষ: ill with ptomaine poisoning.
  • English Word pub Bengali definition [পাব্‌] (noun) public house-এর কথ্যসংক্ষেপ; পানশালা: They’ve gone down/round to the pub for a drink; go round to the pub. pub-crawl, দ্রষ্টব্য crawl (noun) (১).
  • English Word puberty Bengali definition [পিঊবাটি] (noun) [Uncountable noun] শারীরিক বিকাশের যে স্তরে ব্যক্তি প্রজননের ক্ষমতা অর্জন করে; বয়ঃসন্ধি: reach the age of puberty.
  • English Word pubic Bengali definition [পিঊবিক্] (adjective) তলপেটের নিম্নাংশ সম্বন্ধীয়; উপস্থ সম্বন্ধীয়: pubic-hair.
  • English Word public Bengali definition [পাব্‌লিক্‌] (private-এর বিপরীত) জনসাধারণ বা সর্বসাধারণ সম্বন্ধীয়; সর্বসম্বন্ধীয়; সর্বসাধারণ; সর্বজনীন; সার্বজনিক; সর্বলোকবিদিত; সর্বসাধারণের; প্রকাশ্য: a public library/park সার্বজনিক গ্রন্থাগার/উদ্যান; a matter of public knowledge, সর্বজনবিদিত বিষয়; enter public life জনসাধারণের কাজে বা সেবায় নিয়োজিত হওয়া; যেমন সরকারি চাকরিতে যোগ দেওয়া; public elementary and secondary school সরকারি (অবৈতনিক) প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। public-address system (noun) (সংক্ষেপ PA System) প্রকাশ্যস্থানে সম্প্রচারের জন্য মাইক্রোফোন ও লাউডস্পিকারের ব্যবস্থা; প্রকাশ্য প্রচারব্যবস্থা। public bar (পানশালা বা হোটেলে) সাধারণ পানঘর। দ্রষ্টব্য saloon ভক্তিতে saloon bar. public corporation (আইন সম্বন্ধীয়) জনসাধারণের সেবায় নিয়োজিত কর্পোরেশন বা নিগম (যেমন ব্রিটেনে বিবিসি); সাধারণসংস্থা। public enemy সমগ্র সম্প্রদায়ের জন্য বিপজ্জনক বলে বিবেচিত ব্যক্তি; গণশত্রু। public house (noun) (British/Britain) (আনুষ্ঠানিক সংক্ষেপ pub [পাব্‌]) যে অনাবাসিক পানশালায় নিজস্ব পরিসরের মধ্যে পান করার জন্য সরকারি অনুমতিক্রমে সুরাজাতীয় পানীয় বেচা হয়; সাধারণ পানশালা। public nuisance (আইন সম্বন্ধীয়) সর্বসাধারণের জন্য ক্ষতিকর বেআইনি কার্যকলাপ; (কথ্য) সম্প্রদায়ের জন্য উপদ্রবজনক ব্যক্তি। public opinion poll দ্রষ্টব্য poll 1 (২). public ownership রাষ্ট্রীয় মালিকানা; গণমালিকানা। public Prosecutor দ্রষ্টব্য prosecute ভুক্তিতে prosecutor. public relations (সংক্ষেপ PR) (noun) (plural) জনসংযোগ। public relation officer (সংক্ষেপে PRO) জনসংযোগ কর্মকর্তা। public school (ক) (British/Britain) অপেক্ষাকৃত অধিকবয়স্ক বেতনপ্রদায়ী ছাত্রছাত্রীদের জন্য অংশত দানপুষ্ট এবং একটি প্রশাসন-পরিষদ পরিচালিত (সাধারণত আবাসিক) বেসরকারি বিদ্যালয়বিশেষ; লোকবিদ্যালয়। দ্রষ্টব্য preparatory ভুক্তিতে preparatory school. (খ) (America(n) ও স্কটল্যান্ডীয়) জনসাধারণের অর্থে পরিচালিত অবৈতনিক বিদ্যালয়; সরকারি বিদ্যালয়। public spirit সর্বসাধারণের জন্য কল্যাণকর যেকোনো কাজ করার জন্য উন্মুখতা; জনকল্যাণচেতনা; লোকহিতৈষণা। public-spirited (adjective) জনকল্যাণোন্মুখ; লোকহিতৈষী। public transport (সড়ক ও রেলপথে) রাষ্ট্রীয় সংস্থার মালিকানাধীন পরিবহনব্যবস্থা; সর্বজনীয় পরিবহন। public trustee দ্রষ্টব্য trustee. public utilities যেসব সংস্থা জনসাধারণকে পানি, বিদ্যুৎ, গ্যাস, পরিবহন, যোগাযোগ প্রভৃতি সেবাদান ও পণ্য সরবরাহ করে; সাধারণ উপযোগিতামূলক প্রতিষ্ঠান। go public (ব্যবসাপ্রতিষ্ঠান সম্বন্ধে) জনসাধারণের ক্রয়ের জন্য শেয়ার বাজারে ছাড়া: After its bankruptcy, the company went public. □ (noun) (১) the public জনসাধারণ; লোকসাধারণ: the British public. in public প্রকাশ্যে। (২) সমাজের বিশেষ অংশ: the theatre going public, নাট্যামোদী সম্প্রদায়; the reading public পাঠকসম্প্রদায়; a book that will appeal to a large public. publicly (adverb) প্রকাশ্যে; জনসমক্ষে।
  • English Word publican Bengali definition [পাব্‌লিকান্‌] (noun) (১) পানশালার (public house) মালিক(২) রোমান আমলে এবং বাইবেলের পুরাতন নিয়মে (Old Testament) কর আদায়কারী
  • English Word publication Bengali definition [পাব্‌লিকেইশ্‌ন্‌] (noun) (১) [Uncountable noun] প্রকাশ; প্রকাশনা(২) প্রকাশিত পুস্তক; পত্রিকা ইত্যাদি
  • English Word publicist Bengali definition [পাব্‌লিসিস্‌ট্] (noun) সমকালীন ঘটনার উপর প্রতিবেদন রচনাকারী সংবাদপত্রকর্মী; প্রচারণা পরিচালনাকারী ব্যক্তি
  • English Word publicity Bengali definition [পাব্‌লিসাটি] (noun) [Uncountable noun] (১) প্রচার: Filmstars always seek publicity. (২) প্রচারকার্য: The book/film was given wide publicity. publicity agent প্রচারকার্য চালানোর এজেন্ট। publicize, publicise [পাব্‌লিসাইজ্‌] (verb transitive) প্রচার করা; জনগণের গোচরীভূত করা।
  • English Word publish Bengali definition [পাব্‌লিশ্‌] (verb transitive) (১) (বই, পত্রিকা ইত্যাদি) মুদ্রণ করা ও বিক্রির জন্য প্রস্তুত করা(২) জনগণের গোচরীভূত করা; The news item was published in the national dailies. publisher (noun) প্রকাশক; পুস্তকপ্রকাশক।
  • English Word puce Bengali definition [পিঊস্‌] (noun) [Uncountable noun] খয়েরি-লাল
  • English Word puck 1 Bengali definition [পাক্‌] (noun) (লোককাহিনীতে) দৃষ্ট ভূতবিশেষ; (লাক্ষণিক) দুষ্ট ছেলে। puckish দুষ্টামিপূর্ণ: puckish smile. puckishly (adverb)
  • English Word puck 2 Bengali definition [পাক্] (noun) বরফের উপর হকি খেলার জন্য ব্যবহৃত রাবারের চাকতিবিশেষ
  • English Word pucker Bengali definition [পাকা(র্‌)] (verb transitive), (verb intransitive) pucker (up) কুঞ্চিত করা বা হওয়া: He puckered up his lips. □ (noun) কুঞ্চন।
  • English Word pudden Bengali definition [পুড্‌ন্‌] (noun) (কথ্য)pudden head নির্বোধ ব্যক্তি
  • English Word pudding Bengali definition [পুডিঙ্] (noun) [Countable noun, Uncountable noun] (১) মিষ্টদ্রব্যাদি দিয়ে তৈরি খাবারবিশেষmilk puddings দুধ, চাল এবং সুগন্ধি মিশিয়ে প্রস্তুত খাবার। pudding-face গোলগাল ও মাংসল মুখাবয়ব। (২) পুডিংয়ের মতো দেখতে কোনো কিছু(৩) pudding stone গোল নুড়িপাথরে গঠিত শিলা
  • English Word puddle Bengali definition [পাড্‌ল্‌] (noun) (১) [Countable noun] (বৃষ্টিপাতের ফলে রাস্তা বা মাঠে সৃষ্ট) ছোট জলভরতি ডোবা বা গর্ত(২) দেওয়াল গাঁথার জন্য কাদা ও বালি মিশ্রিত মাটির লেই (verb transitive) (১) কাদা ও বালি মিশিয়ে লেই বানানো(২) গলিত লোহাকে এমনভাবে নাড়ানো যাতে ক্রমে তা পেটা লোহায় পরিণত হয়puddler (noun) কাদাবালির মিশ্রণকারী শ্রমিক; গলিত লোহাকে নাড়াচাড়া করার শ্রমিক।
  • English Word pudenda Bengali definition [প্যিঊডেন্‌ডা] (noun) (plural) (আনুষ্ঠানিক) জননেন্দ্রিয় (স্ত্রীজাতীয় প্রাণীর)।
  • English Word pudgy Bengali definition [পাজি] (adjective) বেঁটে ও মোটা: pudgy fingers.
  • English Word pueblo Bengali definition [পুয়েব্‌লো] (noun) রোদেপোড়া ইট ও পাথর দিয়ে বানানো গ্রামীণ বাড়িঘর (মেক্সিকো ও দক্ষিণ-পশ্চিম আমেরিকায়)।
  • English Word puerile Bengali definition [প্যিউআরাইল্‌] (adjective) শিশুসুলভ; বালকসুলভ; তুচ্ছpuerility (noun) বালকসুলভ ব্যবহার; কথা বা চিন্তা।
  • English Word puerperal Bengali definition [প্যিঊআপারাল্‌] (adjective) সন্তানপ্রসবসংক্রান্ত; সন্তানপ্রসবজনিত
  • English Word puff Bengali definition [পাফ্‌] (noun) মুখ থেকে ধোঁয়া বা বাতাস ত্যাগ (verb transitive), (verb intransitive) মুখ থেকে ধোঁয়া বা বাতাস ত্যাগ করা; জোরে নিশ্বাস ফেলা; বাঁশিতে ফুঁ দেওয়া; সিগারেট টানা।
  • English Word pugilist Bengali definition [প্যিঊজিলিস্‌ট্] (noun) (আনুষ্ঠানিক) মুষ্টিযোদ্ধাpugilism (noun) মুষ্টিযুদ্ধ। pugilistic (adjective) মুষ্টিযোদ্ধাসুলভ; মুষ্টিযুদ্ধসংক্রান্ত।
  • English Word pugnacious Bengali definition [পাগ্‌নেইশাস্‌] (adjective) (আনুষ্ঠানিক) যুদ্ধংদেহী; লড়াইপ্রিয়; কলহপ্রিয়; কলহপ্রবণ; ঝগড়াটেpugnaciously (adverb) pugnacity (noun)