• Bengali Word poll 1 English definition [পোল্‌] (noun) ১ নির্বাচনে ভোটদান বা ভোটগ্রহণ; ভোটারতালিকা; ভোটগণনা; ভোটকেন্দ্র: a light/heavy poll, আনুপাতিকভাবে অল্পসংখ্যক/বহুসংখ্যক ভোটারের ভোটদান; go to the polls (=polling-booths); exclude people from the poll, ভোটাধিকার বঞ্চিত করা; be successful at the poll, নির্বাচনে সাফল্য লাভ করা; head the poll, প্রার্থীদের তালিকার শীর্ষে থাকা; declare the poll, নির্বাচনে ফলাফল ঘোষণা করা।
    (২) জনমত জরিপ করা: a public opinion poll. (৩) (প্রাচীন প্রয়োগ) মাথা: (হাস্যরসাত্মক) a grey poll, পলিতকেশ বৃদ্ধ; পলিতমুণ্ড। poll-tax (noun) কোনো সম্প্রদায়ের প্রত্যেকের উপর আরোপিত কর; মাথাপিছু কর।