P পৃষ্ঠা ৫৮
- English Word protoplasm Bengali definition [প্রোটাপ্ল্যাজাম্] (noun) [Uncountable noun] উদ্ভিদ ও প্রাণী জীবনের মূল উপাদানস্বরূপ বর্ণহীন জেলিসদৃশ পদার্থবিশেষ; জীবাকর; প্রোটোপ্লাজম।
- English Word prototype Bengali definition [প্রোটাটাইপ্] (noun) [Uncountable noun] উড়োজাহাজ প্রভৃতির প্রথম বা মূলনমুনা; যার অনুরূপ উড়োজাহাজ ইত্যাদি নির্মাণ করা হয়েছে বা হবে; মূলরূপ; আদিরূপ; আদি প্রতিমা।
- English Word protozoa Bengali definition [প্রোটাজোউআ] (noun) (plural) সরলতম শ্রেণির এককোষবিশিষ্ট (সাধারণত আণুবীক্ষণিক) প্রাণী; আদ্যপ্রাণী।
- English Word protract Bengali definition [প্রট্র্যাক্ট্ America(n) প্রোট্র্যাক্ট্] (verb transitive) দীর্ঘায়িত/বিলম্বিত করা: a protracted visit/argument. protraction [প্রট্র্যাক্শ্ন্ America(n) প্রোউট্র্যাক্শ্ন্] (noun) দীর্ঘীকরণ; দীর্ঘসূত্রতা।
- English Word protractor Bengali definition [প্রাট্যাক্ট(র্) America(n) প্রোউট্যাক্ট(র্)] (noun) কোনো অঙ্কন ও মাপার জন্য অর্ধবৃত্তাকার যন্ত্রবিশেষ; চাঁদা।
- English Word protrude Bengali definition [প্রাট্রুড্ America(n) প্রোট্রুড্] (verb intransitive), (verb transitive) বাইরে প্রসারিত হওয়া বা করা; বহিঃসৃত/বহির্বর্তিত/বহিঃসারিত/প্রসূত/উদ্ভিন্ন হওয়া বা করা: a shelf that protrudes from a wall; protruding eyes/teeth. protrusion [প্রাট্রুজ্ন America(n) প্রোট্রুজ্ন] (noun) বহিঃসরণ; উদ্ভেদ; প্রোদ্ভেদ। protrusive [প্রাট্রুসিভ্ America(n) প্রোউট্রুসিভ্] (adjective) বহির্বর্তী; বহির্গত; বহির্লম্ব।
- English Word protuberant Bengali definition [প্রাটিঊবারান্ট্ America(n) প্রোটূবারান্ট্] (adjective) (আনুষ্ঠানিক) প্রস্ফীত; প্রলম্ব। protuberance [প্রাটিঊবারান্স্] (noun) [Uncountable noun, Countable noun] প্রলম্বতা; প্রস্ফীতি।
- English Word proud Bengali definition [প্রাউড্] (adjective) (prouder, proudest) (১) (সদার্থে) গর্বিত; মর্যাদাবান: proud of one’s success/of being so successful. (২) (কদার্থে) উদ্ধত; অহংকারী; প্রগলভ; অহংকৃত; দাম্ভিক: He is too proud to apologize. (৩) সঙ্গতভাবে গর্ব করার মতো; দৃপ্ত গর্বোন্নত; শ্লাঘ্য; শ্লাঘনীয়; প্রোজ্জ্বল; গর্বের বিষয়: This is our only proud possession in the house. (৪) proud flesh শুকিয়ে-আসা ক্ষতস্থানের চারদিকে বর্ধিত মাংস। (৫) (যৌগশব্দ) houseproud নিজগৃহ; গৃহের যত্ন ইত্যাদি বিষয়ে গর্বিত; গৃহগর্বিত। purse-proud ধনগর্বিত। (adverb) প্রয়োগ; কথ্য) do somebody proud অত্যন্ত সম্মানিত করা; মহাসমারোহে/সাড়ম্বরে আখ্যায়িত করা। proudly (adverb) সগর্বে; সদর্পে; সদম্ভে; মহাসমারোহে।
- English Word prove Bengali definition [প্রূভ্] (verb transitive), (verb intransitive) past participle 'proved' কিংবা 'proven' [প্রভ্ন্]) (noun) (১) prove (to) প্রমাণ/প্রমাণিত/প্রতিপন্ন করা: prove somebody’s guilt/that he is guilty. The expectation proves the rule ব্যতিক্রম প্রমাণ করে যে নিয়ম অধিকাংশ ক্ষেত্রেই সিদ্ধ; ব্যতিক্রম নিয়মকেই প্রতিপন্ন করে। not proven (স্কটল্যান্ডে ফৌজদারি মামলার বিচারে) অপ্রমাণিত (জুরির সিদ্ধান্ত যে, যেহেতু অভিযোগ প্রমাণিত করা যাচ্ছে না, তাই আসামিকে খালাস দেওয়া যেতে পারে, যদিও সে নিরপরাধ না-ও হতে পারে)। (২) সত্যতা বা অকৃত্রিমতা প্রমাণ/প্রতিপন্ন করা; prove a will; prove a man’s worth. (৩) prove (oneself) (to be) প্রমাণিত/প্রতিপন্ন হওয়া: You proved yourself to be an unworthy husband. provable [প্রূভ্ভাব্ল্] (adjective) প্রমাণযোগ্য; প্রমেয়; প্রতিপাদ্য।
- English Word provenance Bengali definition [প্রভানান্স্] (noun) [Uncountable noun] উৎস; উদ্ভব; উৎপত্তি (-স্থল): antique furniture of doubtful provenance, যে আসবাব সত্যিকারভাবে প্রাচীন নাও হতে পারে।
- English Word provender Bengali definition [প্রভিন্ডা(র্)] (noun) [Uncountable noun] ঘোড়া ও গবাদিপশুর খাদ্য, যেমন বিচালি, ঘাস, যব ইত্যাদি; পশুখাদ্য; (কথ্য) যেকোনো খাদ্য; ভক্ষ্যদ্রব্য।
- English Word proverb Bengali definition [প্রভাব্] (noun) (১) প্রবাদ; প্রবচন। (২) (the Book of) Proverbs বাইবেলের আদিখণ্ডের অন্যতম পুস্তক; প্রবাদপুস্তক; প্রবাদপুরুষ; প্রবাদস্বরূপ: He is a proverb for meanness/miserliness. His meanness/miserliness is a proverb. proverbial [প্রাভাবিআল্] (adjective) (১) প্রবাদবিষয়ক কিংবা প্রবাদের দ্বারা প্রকাশিত; প্রবাদ: proverbial saying, প্রবাদবাক্য; proverbial wisdom প্রবাদনিহিত প্রজ্ঞা। (২) প্রবাদতুল্য; লোকপ্রসিদ্ধ; (কদর্থে) কুখ্যাত: His meanness is proverbial. proverbially (adverb) লোকপ্রসিদ্ধরূপে: He is proverbially niggardly.
- English Word provide Bengali definition [প্রাভাইড্] (verb intransitive), (verb transitive) (১) provide for something/somebody যথাযথ প্রস্তুতি গ্রহণ করা; প্রতিপালন/ভরণপোষণ করা; সংস্থান/সৎকার করা: Have we enough to provide for our guests? I have many dependants to provide for. provide against something সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া; সংস্থান করা: We have adequately provided against a food shortage next summer. (২) provide something (for somebody); provide somebody with something দেওয়া; যোগানো; সরবরাহ করা: provide one’s children with food and clothes; শর্ত আরোপ করা; শর্ত উল্লেখ করা: It is provided in the agreement that the tenant... provider (noun) প্রতিপালক; সরবরাহকারী; যোগানদার।
- English Word provided Bengali definition [প্রাভাইডেড্] (conjunction) provided (that) এই শর্তে (যে)।
- English Word providence Bengali definition [প্রভিডান্স্] (noun) (১) [Uncountable noun] (প্রাচীন প্রয়োগ) মিতব্যয়; মিতব্যয়িতা; ভবিষ্যৎচিন্তা; দূরদর্শিতা। (২) providence ঈশ্বর; ঈশ্বর বিধান; বিধাতা; মানুষ ও সৃষ্টজগতের জন্য ঈশ্বরের প্রযত্ন: (ছোট p দিয়ে) এই প্রযত্নের বিশেষদৃষ্টান্ত: the mysterious working of divine providence. I put my trust in providence.
- English Word provident Bengali definition [প্রভিডান্ট্] (adjective) ভবিষ্যৎ চাহিদা; বিশেষত বার্ধক্যকালীন প্রয়োজন মেটানোর জন্য প্রস্তুত কিংবা ভবিষ্যতের চাহিদা সম্বন্ধে সতর্ক; দূরদর্শী; ভবিষ্যৎচিন্তক; অগ্রদর্শী; বিমৃশ্যকারী: provident fund, ভবিষ্য তহবিল। providently (adverb) ভবিষ্যৎ চিন্তা করে; দূরদর্শিতাপূর্বক।
- English Word providential Bengali definition [প্রভিডেন্শ্ল্] (adjective) ঈশ্বরবিহিত; বিধাতৃকৃত: a providential escape. providentially [প্রভিডেন্শালি] (adverb) ঈশ্বরবিধানে; বিধাতৃসিদ্ধভাবে; ঈশ্বরের দয়ায়; দৈব সৌভাগ্যক্রমে।
- English Word providing Bengali definition [প্রাভাইডিঙ্] (conjunction) providing (that)= provided (that): He will come providing (that) his health permits.
- English Word province Bengali definition [প্রভিন্স্] (১) প্রদেশ। (২) the provinces রাজধানীর বাইরে দেশের সমগ্র এলাকা; মফস্বল। (৩) আর্চবিশপের অধীন এলাকা; অঞ্চল। (৪) জ্ঞানবিজ্ঞানের বিশেষ এলাকা; ক্ষেত্র; স্বকর্ম; এক্তিয়ার; a woman’s province, স্ত্রীধর্ম; outside the province of science বিজ্ঞানের এলাকাবহির্ভূত।
- English Word provincial Bengali definition [প্রাভিন্শ্ল্] (adjective) (১) প্রদেশ সম্বন্ধীয়; প্রাদেশিক: provincial government. (২) মফস্বল সম্বন্ধীয়; মফস্বলীয়; মফস্বলের: provincial roads. (৩) সংকীর্ণ দৃষ্টি; প্রাদেশিক; আঞ্চলিক; মফস্বলীয়; গ্রাম্য: a provincial accent. □ (noun) গ্রাম্যজন; মফস্বলের লোক; গ্রামীণ মানুষ। provincially [প্রাভিন্শালি] (adverb) প্রাদেশিকভাবে ইত্যাদি। provincialism [প্রাভিন্শালিজাম্] (noun) (১) [countable noun] প্রাদেশিক চালচলন, ভাষা, আচরণ ইত্যাদি; প্রাদেশিকতা। (২) [countable noun] নিজ দেশের চেয়ে নিজ প্রদেশের প্রতি, প্রদেশের রীতিনীতি ইত্যাদির প্রতি অধিক আনুগত্য; প্রাদেশিকতা।
- English Word provision Bengali definition [প্রাভিজ্ন্] (noun) (১) [Uncountable noun] (বিশেষত ভবিষ্যৎ প্রয়োজনের জন্য) প্রস্তুতি; পূর্বোপায়; সংস্থান; সরবরাহ; যোগান: make provision for one’s old age; the provision of water and gas to domestic consumers; to make provision against something, সাবধান হওয়া। (২) [countable noun] সরবরাহকৃত বস্তুর পরিমাণ; সরবরাহ করা: issue a provision of meat to the troops. (৩) (plural) খাদ্য; খাদ্যসরবরাহ: lay in a store of provisions; (attributive(ly), singular) a provision merchant মুদি; ভোজ্যপণ্যের ব্যবসায়ী; a wholesale provision business. (৪) [countable noun] আইন বা দলিলের ধারা; শর্ত; অনুবিধি: if there is no provision to the contrary. □ (verb transitive) রসদ সরবরাহ করা: provision a ship for a long voyage.
- English Word provisional Bengali definition [প্রাভিজান্ল্] (adjective) আপাতকালীন (পরবর্তী কালে স্থিরীকৃত, পরিবর্তিত বা প্রতিসারিত হতে পারে); সাময়িক; অস্থায়ী; আপাতক: a provisional government/contract. provisionally [প্রাভিজানালি] (adverb) আপাতত, অস্থায়ীভাবে; সাময়িকভাবে।
- English Word proviso Bengali definition [প্রাভাইজো] (noun) (plural provisos, America(n) অপিচ 'provisoes' প্রাভাইজোজ্]) বিশেষত চুক্তি, দলিল ইত্যাদিতে কোনো বিধি বা শর্তের পরিধি সীমাবদ্ধ করার জন্য সংযোজিত অনুশর্ত; অনুবিধি: with the proviso that, এই অনুবিধিসাপেক্ষে যে; subject to this proviso. provisory [প্রাভাইজারি] (adjective) অনুবিধিসাপেক্ষ।
- English Word provocation Bengali definition [প্রভাকেইশ্ন্] (noun) (১) [Uncountable noun] প্ররোচন; প্রকোপন; উত্তেজন; উত্তেজনা; উসকানি: do something under provocation, প্রকোপিত/উত্তেজিত অবস্থায় কিছু করা: wilful provocation of public disorder. (২) [Countable noun] যা প্ররোচিত/প্রকোপিত করে; প্ররোচনা; উস্কানি।
- English Word provocative Bengali definition [প্রাভকাটিভ] (adjective) ক্রোধ, তর্ক, আগ্রহ ইত্যাদি উদ্দীপিত করে এমন; উদ্দীপনাদায়ক; উত্তেজনাকর; উসকানিমূলক: provocative remarks তর্কোদ্দীপক মন্তব্য; a provocative dress উসকানিপ্রদ পোশাক। provocatively (adverb) প্ররোচনাদায়করূপে।
- English Word provoke Bengali definition [প্রাভোক্] (verb transitive) (১) ক্রুদ্ধ/ক্ষুব্ধ করা; রাগানো; খ্যাপানো; চটানো: When provoked, I fight. Don’t provoke the dog, it may bite you. (২) উদ্রেক করা; উদ্দীপ্ত করা; ঘটানো: provoke laughter/a smile/a riot. (৩) provoke somebody to do something/into doing something প্ররোচিত করা; বাধ্য করা: Your meanness provoked him to insult you. Don’t provoke me to take stern action against you. provoking (adjective) বিরক্তিজনক; জ্বালাতনকর: His provoke manners that we noticed... provokingly (adverb) বিরক্তিকরভাবে ইত্যাদি।
- English Word provost Bengali definition [প্রভাস্ট্ America(n) প্রোভাস্ট্] (noun) (১) (ব্রিটেনে) বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত কোনো কোনো কলেজের প্রধান;অধ্যক্ষ; প্রাধ্যক্ষ। (২) (স্কটল্যান্ডে) পৌরনিগমের প্রধান (=mayor); নগরাধ্যক্ষ। (৩) provost marshal [প্রাভো মা:শ্ল্] America(n) প্রোভো মা:শ্ল্] (noun) সামরিক পুলিশপ্রধান।
- English Word prow Bengali definition [প্রাউ] (noun) জাহাজ বা নৌকার সুচালো অগ্রভাগ; পোতাগ্র; নৌকাগ্র; গলুই।
- English Word prowess Bengali definition [প্রাউইস্] (noun) [Uncountable noun] বিক্রম; শৌর্য; বীর্য; অসাধারণ ক্ষমতা ও দক্ষতা।
- English Word prowl Bengali definition [প্রাউল্] (verb intransitive), (verb transitive) (১) (বন্য পশুর মতো) শিকারের সন্ধানে বা চুরি করার উদ্দেশ্যে সাবধানে পরিভ্রমণ করা; কিছুর সন্ধানে ঘুরঘুর করা; খাদ্যান্বেষণ করা। (২) (রাস্তায় উক্তরূপ) ঘুরঘুর করা। □ (noun) খাদ্যান্বেষণ; শিকারান্বেষণ; ঘুরঘুর: be on the prowl, (খাদ্যান্বেষণে) ঘুরঘুর করতে থাকা। prowl car, (America(n)) দ্রষ্টব্য squad ভুক্তিতে squad car. prowler (noun) যে ব্যক্তি বা জন্তু (খাদ্যান্বেষণে) ঘুরঘুর করে বেড়ায়; পরিভ্রমী।