P পৃষ্ঠা ৫৬
- English Word propensity Bengali definition [প্রাপেন্সাটি] (noun) [Countable noun] (plural propensities) propensity to/towards something/to do something/for doing something স্বাভাবিক প্রবণতা; উন্মুখতা; প্রবৃত্তি; -শীল: evil propensity, দুর্বসন; propensity to fall, পতনশীলতা; a propensity for getting into debt.
- English Word proper Bengali definition [প্রপা(র্)] (adjective) (১) উপযুক্ত; যোগ্য; মানানসই; যথোচিত; সঙ্গত: a proper time for amusement; clothes proper for such an occasion. This is not the proper tool for the job. (২) শিষ্টাচারসম্মত; শোভন; উচিত; ভদ্রোচিত; proper behaviour. Is it a proper thing to do in a public place? (৩) proper to (আনুষ্ঠানিক) প্রত্যক্ষভাবে/ বিশেষভাবে সম্পৃক্ত/সম্পর্কিত: the books proper to this subject. (৪) (noun- এর পর সন্নিবিষ্ট) আসল; খাঁটি; যথার্থ: architecture proper (বিদ্যুৎ, পানিসরবরাহ ইত্যাদি বিষয় বাদ দিয়ে)। (৫) (কথ্য) মহা; আচ্ছা; সমুচিত; উত্তম: give somebody proper thrashing. They are in a proper mess. proper fraction যে ভগ্নাঙ্কে হরের চেয়ে লব ছোট (যেমন ৩/৪, ৫/৭); যথার্থ ভগ্নাঙ্ক। proper noun/name (ব্যাকরণ) সংজ্ঞাবাচক বিশেষ্য (যেমন Joan, London). properly (adverb) (১) যথোচিতভাবে; যথার্থভাবে; সত্যিকারভাবে: behave properly. (২) (কথ্য) উত্তমরূপে; উচিতমতো।
- English Word property Bengali definition [প্রপাটি] (noun) (plural properties) (১) [Uncountable noun] (সমষ্টিবাচক) বিষয়-সম্পত্তি; সম্পত্তি; বিত্ত; বৈভব। man of property বিত্তশালী ব্যক্তি। common property সাধারণ/এজমালি সম্পত্তি। personal property অস্থাবর সম্পত্তি। real property স্থাবর সম্পত্তি। (২) [Countable noun] ভূসম্পত্তি: a small property in the country. (৩) [Uncountable noun] মালিকানা; স্বত্বস্বামিত্ব: Property has its obligations. (৪) [Countable noun] বিশেষ গুণ; ধর্ম; স্বধর্ম; স্বভাব; বিশেষ লক্ষণ: the chemical properties of silver. (৫) (রঙ্গালয়) (সংক্ষেপ prop) অভিনয়কালে মঞ্চে ব্যবহৃত (দৃশ্যপট ছাড়া) সাজপোশাক; আসবাবপত্রে ইত্যাদি; সাজসরঞ্জাম। property-man/ property-master, (অপিচ props-man/ property-master) (noun(s)) সাজনদার। propertied [প্রপাটিড্] (adjective) বিত্তশালী; ভূম্যধিকারী: the property classes, ভূম্যধিকারী শ্রেণি।
- English Word prophecy Bengali definition [প্রফাসি] (noun) (plural prophecies) (১) [Uncountable noun] ভবিষ্যৎকথন; ভাবীকথন: have the gift of prophecy. (২) [Countable noun] ভবিষ্যদ্বাণী; ভবিষ্যদ্বাক্য; ভবিষ্যবচন: He makes false prophecies.
- English Word prophesy Bengali definition [প্রফেসাই] (verb transitive), (verb intransitive) (past tense, past participle prophesied) (১) ভবিষ্যদ্বাণী করা: prophesy war/famine. (২) নবিসম উক্তি করা।
- English Word prophet Bengali definition [প্রফিট্] (noun) (১) নবি: Muhammad (sm), the Prophet of Islam. (২) নতুন তত্ত্ব; মতবাদ ইত্যাদির অগ্রদূত; প্রবক্তা; Thomas Malthus, one of the early prophets of population explosion. (৩) ভবিষ্যদ্বক্তা; ভাবীকথক; ভবিষ্যবাদী; ভবিষ্যৎদ্রষ্টা; দৈবজ্ঞ। prophetess [প্রফিটেস্] (noun) ভবিষদ্বাদিনী; দৈবজ্ঞা।
- English Word prophetic Bengali definition [প্রাফেটিক্] (adjective) নবি, ভীবষ্যদ্বক্তা বা ভবিষ্যদ্বাণী সম্বন্ধীয়; ভবিষ্যৎসূচক; ভাবীসূচক: achievements which were prophetic of his future greatness. prophetical [প্রাফেটিকল্] (adjective)= prophetic. prophetically [প্রাফেটিক্লি] (adverb) ভবিষ্যৎসূচকরূপে ইত্যাদি।
- English Word prophylactic Bengali definition [প্রফিল্যাক্টিক্] (noun), (adjective) [Countable noun] রোগ বা বিপদ-আপদ থেকে রক্ষা করতে পারে এমন (পদার্থ, চিকিৎসা বা পদক্ষেপ); আপদনিবারক। prophylaxis [প্রফিল্যাক্সিস্] (noun) [Uncountable noun] রোগবারক/প্রতিষেধমূলক চিকিৎসা।
- English Word propinquity Bengali definition [প্রাপিঙ্ক্যুইটি] (noun) [Uncountable noun] (আনুষ্ঠানিক) সামীপ্য; সন্নিকট; নৈকট্য; (ভাবের) মিল; সাদৃশ্য; সাযুজ্য; নিকটবর্তিতা; প্রত্যাসক্তি: close propinquity, আনন্তর্য।
- English Word propitiate Bengali definition [প্রাপিশিএইট্] (verb transitive) (আনুষ্ঠানিক) ক্রোধ উপশমের জন্য কিছু করা; প্রসাদিত/প্রসন্ন করা: offer sacrifice to propitiate the gods. propitiation [প্রাপিশিএইশ্ন্] (noun) প্রসাদন; প্রায়শ্চিত্ত। [Uncountable noun] propitiatory [প্রাপিশিআট্রি America(n) প্রাপিশিআটোরি] (adjective) প্রসন্ন করার উদ্দেশ্যে; প্রসন্নকর; শান্তিক: With a propitiate gesture he offered her his hand.
- English Word propitious Bengali definition [প্রাপিশাস্] (adjective) propitious to somebody/for something অনুকূল; সুপ্রসন্ন; শুভ: propitious omens; weather that was propitious for their journey. propitiously (adverb) সুপ্রসন্নভাবে ইত্যাদি।
- English Word propornent Bengali definition [প্রাপোনান্ট্] (noun) প্রস্তাবক; পূর্ববাদী: a propornent of a theory/a course of action.
- English Word proportion Bengali definition [প্রাপোশ্ন্] (noun) (১) [Uncountable noun] অনুপাত; সমানুপাত: the proportion of imports to exports. in proportion to অনুপাতে; সমানুপাতে: payment in proportion to work done. be out of (all/any) proportion (to) সঙ্গতিহীন হওয়া; সঙ্গতি রক্ষা না-করা: His fame is out of all proportion to his intrinsic merits. get something out of (all/any) proportion (to) অনুপাতজ্ঞান লোপ পাওয়া/হারিয়ে ফেলা: Being filled with anger at what he saw, he got things out of proportion. (২) (প্রায়ই plural) বিভিন্ন অংশের কিংবা অংশের আকারমানের সম্বন্ধ; আকারসুদ্ধতা; সুষমতা; a room of good proportions, চমৎকার আকারসুদ্ধ একটি ঘর। (৩) (plural) আকার; আকারমান: a ship of majestic proportions. (৪) অংশ; ভাগ; হিস্যা: He has done his proportion of the job. (৫) (গণিত) অনুপাত। □ (verb transitive) proportion to অনুপাত/সঙ্গতি রক্ষা করা: to proportion one’s expenditure to one’s income; a well-proportioned room, সুসমন্বিত কক্ষ। proportionable [প্রাপোশানাব্ল্] (adjective) = proportional.
- English Word proportional Bengali definition [প্রাপোশান্ল্] (adjective) proportional (to) (আনুষ্ঠানিক) আনুপাতিক; সমানুপাতিক; সমপ্রমাণ; তুল্য: payment proportional to the work done. proportional representation, দ্রষ্টব্য represent 1 ভুক্তিতে representation. proportionally [প্রাপোশানালি] (adverb) আনুপাতিকভাবে; সমপরিমাণে; অনুপাতে।
- English Word proportionate Bengali definition [প্রাপোশানাট্] (adjective) (আনুষ্ঠানিক) = proportional. proportionately (adverb)
- English Word proposal Bengali definition [প্রাপোজ্ল্] (noun) (১) [Uncountable noun] প্রস্তাবদান; প্রস্তাবনা। (২) [Countable noun] প্রস্তাব; পরিকল্পনা; সংকল্পনা: a proposal for peace. (৩) (বিশেষত বিয়ের) প্রস্তাব।
- English Word propose Bengali definition [প্রাপোজ্] (verb transitive), (verb intransitive) (১) প্রস্তাব দেওয়া/করা; বিবেচনার জন্য পেশ করা। (২) propose a toast/somebody’s health কারো স্বাস্থ্য বা সুখ কামনা করে (সুরা) পানের আহ্বান জানানো। (২) propose (marriage) (to somebody) বিয়ের প্রস্তাব দেওয়া। (৩) propose somebody (for something) (কোনো পদ, সমিতির সদস্যপদ ইত্যাদির) জন্য কারো নাম প্রস্তাব করা।
- English Word proposition Bengali definition [প্রপাজিশান্] (noun) [Countable noun] (১) বিবৃতি; উক্তি: a clear proposition. (২) (সমাধানসহ বা সমাধানবিহীন) প্রশ্ন বা সমস্যা; প্রতিজ্ঞা: s proposition in Euclid. Organizing a democratic society is a big proposition. (৩) প্রস্তাব; পরামর্শ। (৪) (কথ্য) কর্তব্যকর্ম; করণীয়। a tough proposition, (কথ্য) কঠিন ঠাঁই/সমস্যা। □ (verb transitive) (কথ্য) প্রস্তাব করা; (বিশেষত) কুপ্রস্তাব বা অবৈধ/গর্হিত প্রস্তাব দেওয়া।
- English Word propound Bengali definition [প্রাপাউন্ড্] (verb transitive) (আনুষ্ঠানিক) বিবেচনা বা সমাধানের জন্য উপস্থাপন করা; প্রস্থাপন করা: propound a theory/riddle.
- English Word proprietary Bengali definition [প্রাপ্রাআইআট্রি America(n) প্রাপ্রাআইআটেরি] (adjective) (১) (এই অভিধানে সংক্ষেপ P) স্বত্বাধিকারীভূত; স্বামিত্বাধীন; মালিকানাধীন: proprietary medicine, স্বত্বানুমত (: patented) ওষুধ; proprietary rights, স্বত্বাধিকার; a proprietary name স্বত্বাধিকারভূত/স্বত্বাধিকারসূচক নাম (যেমন ক্যামেরা ও ফিল্মের ক্ষেত্রে কোডাক)। (২) স্বত্বাধিকারীসদৃশ: He rushed to the damaged farm with proprietary concern.
- English Word proprietor Bengali definition [প্রাপ্রাইআটা(র্)] (noun) (বিশেষত হোটেল, দোকান, জমি বা প্যাটেন্টির) স্বত্বাধিকারী; মালিক: the proprietors of the store/this patent medicine. proprietorship (noun) স্বত্বস্বামিত্ব; স্বত্বাধিকার; মালিকানা। proprietress [প্রাপ্রাইআট্রিস্] (noun) স্বত্বাধিকারিণী।
- English Word propriety Bengali definition [প্রাপ্রাইআটি] (noun) (plural proprieties) (আনুষ্ঠানিক) (১) [Uncountable noun] আচরণ ও নীতিনিয়মের শুদ্ধতা; ঔচিত্য: a breach of propriety; (plural) যথাযথ সামাজিক আচরণবিষয়ক খুঁটিনাটি; ঔচিত্যানৌচিত্য; শোভনতা-শালীনতা: observe the propriety; offend the propriety. (২) [Uncountable noun] যৌক্তিকতা; যথাযোগ্যতা; যথার্থতা; উপযুক্ততা: I feel doubt about the propriety of giving him such a big sum.
- English Word propulsion Bengali definition [প্রাপাল্শ্ন্] (noun) [Uncountable noun] প্রচালনশক্তি; প্রচালন। jet propulsion জেট ইনজিনের দ্বারা প্রচালন; জেট প্রচালন। propulsive [প্রাপাল্সিভ্] (adjective) প্রচালক।
- English Word prorogue Bengali definition [প্রোরোউগ্] (verb transitive) (সংসদের অধিবেশন ইত্যাদি) একেবারে ভেঙে না-দিয়ে সমাপ্ত করা (যাতে অসমাপ্ত কাজগুলি পরবর্তী অধিবেশনে হাতে নেওয়া যায়); মুলতবি করা। prorogation [প্রোরাগেইশ্ন্] (noun) মুলতবি।
- English Word prosaic Bengali definition [প্রাজেইক্] (adjective) গদ্যময়; গতানুগতিক; বিরস: a lively woman with a prosaic husband; the prosaic life of the ordinary housewife. prosaically [প্রাজেইক্লি] (adverb) বিরসভাবে; গতানুগতিকভাবে।
- English Word proscenium Bengali definition [প্রাসীনিআম্] (noun) (রঙ্গমঞ্চে) যবনিকা ও বাদিত্রস্থল (অর্কেস্ট্রা)- এর মধ্যবর্তী অংশ; অগ্রমঞ্চ। proscenium arch অগ্রমঞ্চোপরি খিলান।
- English Word proscribe Bengali definition [প্রাস্ক্রাইব্ America(n) প্রোস্ক্রাইব্] (verb transitive) (১) (প্রাচীন প্রয়োগ) (ব্যক্তিকে) প্রকাশ্যে আইনের আশ্রয়চ্যুত করা; অধিকারচ্যুত/সমাজচ্যুত করা; নির্বাসিত করা। (২) (ব্যক্তি, রীতিনীতি, ইতিহাস) (বিপজ্জনক বলে) প্রতিসিদ্ধ/অভিযুক্ত করা। proscribed প্রতিষিদ্ধ; নিষিদ্ধ-ঘোষিত proscription [প্রস্ক্রিপ্শ্ন্ America(n) প্রোস্ক্রিপ্শ্ন্] (noun) [Uncountable noun, Countable noun] প্রতিষিদ্ধকরণ; প্রতিষেধ; প্রতিষেধন; নিষেধন।
- English Word prose Bengali definition [প্রোজ্] (noun) [Uncountable noun] গদ্য: (attributive(ly)) the prose writers of our time.
- English Word prosecute Bengali definition [প্রসিকিউট্] (verb transitive) (১) (আনুষ্ঠানিক) চালিয়ে যাওয়া; অব্যাহত রাখা: prosecute a war/one’s studies/an enquiry. (২) prosecute somebody (for something) মামলা রুজু/দায়ের করা; ফৌজদারিতে সোপর্দ করা: prosecuted for exceeding the speed limit. prosecutor [প্রসিকিউটা(র্)] (noun) অভিযোক্তা। Public prosecute রাষ্ট্র বা জনগণের পক্ষে ফৌজদারি মামলা পরিচালনাকারী আইনজীবী কর্মকর্তাবিশেষ; অভিশংসক।
- English Word prosecution Bengali definition [প্রসিকিউশ্ন্] (noun) (১) [Uncountable noun] নির্বাহন; অনুষ্ঠান: prosecution of one’s studies. (২) [Uncountable noun] ফৌজদারিতে সোপর্দকরণ বা সোপর্দ হওয়া; অভিশংসন: make oneself liable to prosecution; [Countable noun] মামলা: start a prosecution against somebody. the Director of Public Prosecution = Public Prosecutor, দ্রষ্টব্য prosecute. (৩) (সমষ্টিবাচক) বাদিপক্ষ: The prosecution lack(s) sufficient evidence; the case for the prosecution. দ্রষ্টব্য defence(৩).