Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word puissant Bengali definition [প্যিঊইস্‌ন্‌ট্] (adjective) (প্রাচীন প্রয়োগ) অত্যন্ত ক্ষমতাশালী; প্রভাবশালীpuissance (noun) ক্ষমতা; প্রভাব; প্রাবল্য।
  • English Word puja Bengali definition [পূজা] (অপিচ pooja [পূজা]) (noun) ধর্মীয় অনুষ্ঠানবিশেষ; পূজা
  • English Word puke Bengali definition [প্যিঊক্] (verb transitive), (verb intransitive), (noun) (অশিষ্ট) বমি বমি করা
  • English Word pukka Bengali definition [পাকা] (adjective) (অশিষ্ট) খাঁটি; পুরোদস্তুর; ইট-পাথরের তৈরি (বাড়ি); প্রকৃত।
  • English Word pulao Bengali definition [পোলাও] (অপিচ pulau, pilao [পোলাউ, পীলাও]) (noun) (১) ঘিসহযোগে রান্না করা ভাত; পোলাও(২) মাংস অথবা সবজিসহযোগে রান্না করা ভাত; পলান্ন; মাংস-পোলাও; সবজি-পোলাও
  • English Word pulchritude Bengali definition [পালক্রিট্যিঊড্] (noun) [Uncountable noun] (আনুষ্ঠানিক) দৈহিক সৌন্দর্যpulchritudinous (adjective)
  • English Word pull 1 Bengali definition [পুল্] (noun) (১) [Countable noun] টান; জোর চুমুক: He took a pull at the bottle. (২) আকর্ষণ: The life of a sailor has a strong pull for some people. (৩) টেনে নেওয়ার শ্রম; টেনে নেওয়ার কাজ(৪) [countable noun, uncountable noun] (কথ্য) অন্যের কাজ থেকে সাহায্য বা অন্যের মনোযোগ আকর্ষণের ক্ষমতা: He has a strong pull with the ministers.
  • English Word pull 2 Bengali definition [পুল্] (verb transitive), (verb intransitive) (১) টানা; টেনে নেওয়া; টেনে তোলা: Bullocks pull ploughs. The dentist pulled out one of my teeth. pull something to pieces শক্তি প্রয়োগ করে কোনো জিনিসকে খণ্ড খণ্ড করে ফেলা; (লাক্ষণিক) তীব্র সমালোচনা করে কোনো বক্তব্য বা লেখাকে দুর্বল, অসার প্রতিপন্ন করা। (২) দাঁড় টানা: The boat pulled for the shore. pull together (লাক্ষণিক) একত্রে কাজ করা; সহযোগিতা করা। pull one’s weight পূর্ণ ক্ষমতা প্রয়োগ করে কাজ করা। (৩) pull at/on something (ক) টান দেওয়া: pull at a rope. (খ) ধূমপানের জন্য টান দেওয়া বা শুষে নেওয়া: He gave the cigarette a strong pull. (৪) pull a fast one (কথ্য) কাউকে প্রতারিত করাpull a proof মুদ্রণের আগে প্রুফ টানা। (৫) (অশিষ্ট) ডাকাতি করা; চুরি করা: He pulled a large amount from the office accounts. (৬) (adverbial particle এবং prep-সহযোগে ব্যবহার) pull somebody/something about টানাহেঁচড়া করা; কারো প্রতি দুর্ব্যবহার করাpull something apart টেনে সরিয়ে আনা; বিচ্ছিন্ন করা। pull something down ধ্বংস করা; ভেঙে ফেলা (যেমন কোনো প্রাচীন দালান)। pull somebody down দুর্বল করা: He was much pulled down by an attack of flu. pull in (ক) স্টেশনে ট্রেন এসে দাঁড়ানো: The Chittagong Mail pulled in the Comilla station. (খ) (মোটর বা নৌকা) কোনো গন্তব্যের দিকে যাওয়া: The truck-driver pulled into the side of the road. (গ) আকর্ষণ করা: The film is pulling in a large audience everyday. (ঘ) (কথ্য পুলিশদের ভাষায়) আটক করা। pull off (ক) মোটরগাড়িকে রাস্তার পাশে পার্কিংয়ের জায়গায় দাঁড় করানো। (খ) কোনো পরিকল্পনায় সফল হওয়া। pullout (রেলগাড়ি) স্টেশন ছেড়ে চলে যাওয়া; নৌকা, জাহাজ, গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া। pull (somebody) out of (something) প্রত্যাহার করা: They are pulling their troops out of the war zone. pull-out (noun) প্রত্যাহার। pull something over নৌকা-গাড়ি ইত্যাদি পাশে সরিয়ে নেওয়া যাতে অন্য যানবাহন সহজে যেতে পার। pull (somebody) round কাউকে আরোগ্যলাভে সাহায্য করা: The medicine will pull you round. pull through বিপদ, অসুবিধা, ব্যর্থতা কাটিয়ে ওঠা। pull (somebody) through আরোগ্যলাভে সাহায্য করা। pull oneself together আত্মসংবরণ করা; নিজের ক্ষমতা; অনুভবশক্তিকে সংহত করা; সুস্থ হওয়া। pull (something) up রাস টানা; থামা; থামানো: The car pulled up under the portico. pull-up (noun) থামার জায়গা: It’s a pull-up for the taxi-drivers. pull (somebody) up নিয়ন্ত্রণ করা; তিরস্কার করা; The father pulled up his son.
  • English Word pullet Bengali definition [পুলিট্] (noun) বাচ্চা মুরগি; প্রথমবার ডিম দিচ্ছে এমন মুরগি
  • English Word pulley Bengali definition [পুলি] (noun) কপিকলpulley-block কাঠের গুঁড়ি বা খণ্ড যার সঙ্গে কপিকল সংযুক্ত থাকে।
  • English Word pullman Bengali definition [পুলমান্‌] (noun) রেলগাড়ির কামরা; যেখানে টেবিলের চারপাশে আসন সাজানো থাকে
  • English Word pullover Bengali definition [পুলওউভা(র্)] (noun) মাথা গলিয়ে পরতে হয় এমন বুনানো জামা। দ্রষ্টব্য sweater.
  • English Word pullulate Bengali definition [পাল্যিউলেইট্] (noun) দ্রুত ও প্রচুর পরিমাণে জন্মানো; গজানো
  • English Word pulmonary Bengali definition [পাল্‌মানারি] (adjective) ফুসফুসঘটিত; ফুসফুসসংক্রান্ত: pulmonary diseases.
  • English Word pulp Bengali definition [পাল্‌প্‌] (noun) [Uncountable noun] (১) ফলের ভেতরকার নরম শাঁস(২) [Uncountable noun, Countable noun] কাগজ তৈরির জন্য ব্যবহৃত কাঠ, বাঁশ ইত্যাদি থেকে প্রস্তুত মণ্ডpulp magazines/literatures সস্তা, জনপ্রিয় পত্রপত্রিকা ইত্যাদি। □ (verb transitive), (verb intransitive) মণ্ড বানানো, মণ্ডের আকার ধারণ করা। pulpy (adjective) মণ্ডসংক্রান্ত; মণ্ডের মতো (নরম)।
  • English Word pulpit Bengali definition [পুল্‌পিট্] (noun) গির্জায় যে সামান্য উঁচু বেদি থেকে পুরোহিত ধর্মোপদেশ দেন; মসজিদের মিম্বারthe pulpit পুরোহিততন্ত্র; পুরোহিতবর্গ।
  • English Word pulsar Bengali definition [পাল্‌সা:(র্)] কোনো নক্ষত্রপুঞ্জের (galaxy) এমন নক্ষত্র, যাকে শুধু এ থেকে আসা বেতারসংকেত দিয়ে চিহ্নিত করা সম্ভব
  • English Word pulsate Bengali definition [পাল্‌সেইট্‌ America(n) পাল্‌সেইট্‌] (verb transitive), (verb intransitive) (১) (নাড়ি) স্পন্দিত হওয়া; কম্পিত হওয়া; কেঁপে কেঁপে ধ্বনিত বা অনুরণিত হওয়া(২) কম্পন ঘটানো; উত্তেজিত করাpulsation (noun) স্পন্দন; হৃত্স্পন্দন।
  • English Word pulse 1 Bengali definition [পাল্‌স্‌] (noun) (১) ধমনি বা নাড়ির নিয়মিত স্পন্দন: The doctor felt the patient’s pulse. feel somebody’s pulse হাতের কবজির ধমনিতে হাত রেখে নাড়িস্পন্দনের হার গণনা করা। (২) (লাক্ষণিক) ভাবাবেগে দেহের কম্পন; রোমাঞ্চ: The event stirred my pulses. □ (verb intransitive) কম্পিত হওয়া; স্পন্দিত হওয়া।
  • English Word pulse 2 Bengali definition [পাল্‌স্‌] (noun) [Uncountable noun] কলাই; ডালজাতীয় যেকোনো শস্য
  • English Word pulverize, pulverise Bengali definition [পাল্‌ভারাইজ্‌] (verb transitive), (verb intransitive) গুঁড়া করা বা হওয়া(২) (লাক্ষণিক) প্রতিপক্ষের যুক্তি নস্যাৎ করে দেওয়াpulverization, pulverisation (noun)
  • English Word puma Bengali definition [পিঊমা] (noun) বড় আকার ও বাদামি রঙের আমেরিকান বিড়ালজাতীয় প্রাণী; পুমা
  • English Word pumice Bengali definition [পামিস্‌] (noun) [Uncountable noun] ঝামাপাথর
  • English Word pummel Bengali definition [পাম্‌ল্‌] (verb transitive) উপর্যুপরি ঘুষি মারা
  • English Word pump Bengali definition [পাম্‌প্‌] (noun) যে যন্ত্রের সাহায্যে তরলপদার্থ, গ্যাস, বাতাস উত্তোলন; সঞ্চালন করা হয়; পাম্প (verb transitive), (verb intransitive) পাম্প করা; জল, গ্যাস ইত্যাদি এক আধার থেকে অন্য আধারে সঞ্চালিত করা। pumpout খবর বের করা; ক্রমাগত জেরা করে তথ্য আদায় করা: I pumped the secret out of him.
  • English Word pumpkin Bengali definition [পাম্‌প্‌কিন্‌] (noun) কুমড়া
  • English Word pun Bengali definition [পান্‌] (noun) শব্দ-কৌতুক; একই ধ্বনিবিশিষ্ট কিন্তু বিভিন্নার্থক শব্দ প্রয়োগে সৃষ্ট হাস্যরস (verb intransitive) শব্দ নিয়ে কৌতুক করা।
  • English Word Punch Bengali definition [পান্‌চ্] (noun) কুৎসিতদর্শন কুঁজো ব্যক্তিPunch and Judy ঐতিহ্যবাহী পুতুলনাচ; যেখানে একটি কুঁজো চরিত্র থাকে। as pleased/proud as Punch অত্যন্ত খুশি/অত্যন্ত অহংকারী।
  • English Word punch 1 Bengali definition [পান্‌চ্] (noun) (১) কাগজ; চামড়া; ধাতবদ্রব্যে ফুটা করার যন্ত্র(২) কোনো বস্তুর উপরিতলে ডিজাইন মুদ্রণে ব্যবহৃত যন্ত্র (verb transitive) স্থির করা।
  • English Word punch 2 Bengali definition [পান্‌চ্‌] (noun) [Uncountable noun] মদের সঙ্গে গরম জল, চিনি, লেবু বা মসলা মিশিয়ে তৈরি পানীয়punch-bowl (noun) যে পাত্রে এ ধরনের মিশ্রণ তৈরি করা হয়।