P পৃষ্ঠা ৫৭
- English Word proselyte Bengali definition [প্রসালাইট্] (noun) নিজের ধর্মীয়, রাজনৈতিক বা অন্যবিধ বিশ্বাস বা মতামত ছেড়ে ভিন্নতর বিশ্বাস বা মতামতে দীক্ষিত ব্যক্তি; ধর্মান্তরিত ব্যক্তি; ধর্মান্তরগ্রাহী; মতান্তরগ্রাহী; স্বধর্মত্যাগী। proselytize, proselytise [প্রসালিটাইজ] (verb transitive), (verb intransitive) ধর্মান্তরিত করা; স্বধর্মে দীক্ষিত করা। proselytism (noun) ধর্মান্তরগ্রহণ; ধর্মান্তরিতকরণ।
- English Word prosody Bengali definition [প্রসাডি] (noun) [Uncountable noun] ছন্দশাস্ত্র; ছন্দবিজ্ঞান; ছন্দ। (২) (ভাষা) ভাষার ছন্দস্পন্দ; যতি; লয়; ওজন প্রভৃতি দিক; ছন্দঃপ্রকরণ।
- English Word prospect 1 Bengali definition [প্রস্পেক্ট্] (noun) (১) [Countable noun] স্থল বা জলভাগের উপর দিয়ে কিংবা (লাক্ষণিক) কল্পনায় মনের সামনে বিস্তৃত দৃশ্য; দৃষ্টিপথ; পরিপ্রেক্ষিত; অবারিত দৃশ্য। (২) (plural) অপেক্ষিত, কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত কোনো কিছু; আশা; সম্ভাবনা: The position offers bright prospects; prospects for the rice harvest. (৩) [uncountable noun] প্রত্যাশা; আশা: He resigned his job without having anything in prospect. prospect of early recovery. (৪) [countable noun] সম্ভাব্য খদ্দের বা মক্কেল; যার কাছ থেকে কিছু প্রাপ্তির আশা করা যায়; আশয়; a good/bad prospect. (৫) খনিজদ্রব্য প্রাপ্তির সম্ভাব্যস্থল পরীক্ষার জন্য খনিজপদার্থের নমুনা।
- English Word prospect 2 Bengali definition [প্রাস্পেক্ট্ America(n) প্রস্পেক্ট্] (verb transitive) prospect (for) অনুসন্ধান করা: prospecting for gold. prospector [প্রাস্পেক্টা(র্)] (noun) যে ব্যক্তি কোনো এলাকায় সোনা বা অন্য কোনো মূল্যবান খনিজদ্রব্যের সন্ধান করে বেড়ায়; খনিজসন্ধানী।
- English Word prospective Bengali definition [প্রাস্পেক্টিভ্] (adjective) প্রত্যাশিত; আকাঙ্ক্ষিত; ভাবীসাপেক্ষ; সম্ভাব্য: prospective advantages/wealth; a prospective buyer; his prospective bride; the prospective socialist candidate.
- English Word prospectus Bengali definition [প্রাস্পেক্টাস্] (noun) (plural prospectuses [প্রাস্পেক্টাসিজ্]) কোনো কিছুর (যেমন বিশ্ববিদ্যালয়, নতুন ব্যবসায়-উদযোগ, প্রকাশিতব্য গ্রন্থ) বিস্তারিত তথ্য ও বিজ্ঞাপনসংবলিত মুদ্রিত বিবরণ; প্রস্তাবিকা।
- English Word prosper Bengali definition [প্রস্পা(র্)] (verb intransitive), (verb transitive) (১) সাফল্যমণ্ডিত হওয়া; সিদ্ধি/শ্রীবৃদ্ধি/সমৃদ্ধি লাভ করা; উন্নতি করা: His business is prospering. (২) (সাহিত্যিক বা আলংকারিক অর্থ) সফল/শ্রীবৃদ্ধি/সমৃদ্ধিশালী করা: May God prosper you.
- English Word prosperity Bengali definition [প্রস্পারাটি] (noun) [Uncountable noun] সমৃদ্ধি; শ্রীবৃদ্ধি; সৌভাগ্য; সাফল্য; উন্নতি; সংবৃদ্ধি: a life of happiness and prosper; live in prosper; season of prosper, সমৃদ্ধিকাল; উদয়কাল।
- English Word prosperous Bengali definition [প্রস্পারাস্] (adjective) সফল; সমৃদ্ধ; সমৃদ্ধিশালী; বর্ধিষ্ণু; শুভান্বিত: a prosperous business; prosperous years. prosperously (adverb) সফলভাবে; বর্ধিষ্ণুভাবে ইত্যাদি।
- English Word prostate Bengali definition [প্রস্টেইট] (noun) prostate (gland) (ব্যবচ্ছেদবিদ্যা) স্তন্যপায়ী প্রাণীর মূত্রস্থলীর গ্রীবাসংলগ্ন গ্রন্থিবিশেষ; অগ্রগ্রন্থি।
- English Word prostitute Bengali definition [প্রস্টিটিঊট America(n) [প্রস্টিটিটূট্] (noun) যে ব্যক্তি (নারী বা পুরুষ) অর্থের বিনিময়ে দেহদান করে; বেশ্যা; গণিকা; বারাঙ্গনা। □ (verb transitive) (১) (reflexive) নিজেকে পণ্যস্ত্রী/পণ্যপুরুষে পরিণত করা। (২) গর্হিত বা কুৎসিত কার্যে ব্যবহার করা: prostitute one’s energies/abilities; prostitute one’s honour, নীচ উপায়ে অর্থোপার্জন করে নিজের মর্যাদাহানি করা। prostitution [প্রস্টিটিঊশ্ন্ America(n) প্রস্ঢিটিটূশ্ন্] (noun) [Uncountable noun] বেশ্যাবৃত্তি, গণিকাবৃত্তি; (ক্ষমতা, প্রতিভা ইত্যাদির) পণ্যকরণ।
- English Word prostrate Bengali definition [প্রস্টেইট্] (adjective) (১) অবসন্নতার দরুন কিংবা বশ্যতা, গভীর শ্রদ্ধা ইত্যাদি প্রকাশের জন্য সাধারণত অধোমুখে মাটিতে পতিত; প্রণত; (লাক্ষণিক) (দুঃখ ইত্যাদির দ্বারা) অভিভূত; পরাভূত; ধরাশায়ী। □ (verb transitive) ধরাশায়ী/ভূমিসাৎ করা: trees prostrated by the storm. (২) (reflexive) প্রণত/সাষ্টাঙ্গপ্রণত হওয়া: The miserable old man prostrated himself at the alter. (৩) (passive) অভিভূত/ধরাশায়ী করা: prostrated with grief, ভেঙে পড়া; Many boys were prostrated by the heat. prostration [প্রস্ট্রেইশ্ন্] (noun) (১) [uncountable noun] চরম অবসন্নতা; অবসাদ। (২) [countable noun] প্রণিপাত; সাষ্টাঙ্গপাত।
- English Word prosy Bengali definition [প্রোউজি্] (adjective) (prosier, prosiest) (লেখক, বক্তা, বই, বক্তৃতা, শৈলী ইত্যাদি) নীরস; ক্লান্তিকর; কাব্যরসবর্জিত; গদ্যময়। prosily [প্রোউজালি] (adverb) নীরসভাবে ইত্যাদি। prosiness (noun) গাদ্যিকতা; গদ্যময়তা।
- English Word protactinium Bengali definition [প্রোট্যাক্টিনিআম্] (noun) [Uncountable noun] (রসায়ন) খনিজ ইউরিনিয়মে প্রাপ্ত বিষাক্ত তেজস্ক্রিয় মৌলবিশেষ (প্রতীক Pa); প্রোট্যাক্টিনিয়াম।
- English Word protagonist Bengali definition [প্রাট্যাগানিস্ট্] (noun) (আনুষ্ঠানিক) নাটকের প্রধান ব্যক্তি; মুখ্যচরিত্র; (অর্থসম্প্রসারণের ফলে) যেকোনো কাহিনি বা সত্য ঘটনার মুখ্যচরিত্র; নায়ক; অধিবক্তা।
- English Word protean Bengali definition [প্রোটিআন্] (adjective) বিচিত্ররূপী; বিচিত্রক্ষম; নিয়তপরিবর্তনশীল (গ্রিকপুরাণের দেবতা Proteus দ্রুত আকার পরিবর্তন করে আত্মরক্ষায় পটু ছিলেন)।
- English Word protect Bengali definition [প্রাটেক্ট্] (verb transitive) protect somebody/something (from/against) (১) রক্ষণ/সুরক্ষা/নিরাপত্তাবিধান/ত্রাণ করা; নিরাপদ/সুরক্ষিত করা; নিরাপদে রাখা; বাঁচানো: well protected from the cold. (২) আমদানির উপর শুল্ক আরোপে দেশীয় শিল্পকে রক্ষা করা; সংরক্ষণ করা।
- English Word protection Bengali definition [প্রাটেক্শ্ন্] (noun) [Uncountable noun] (১) সংরক্ষণ; পাহারা; তত্ত্বাবধান; travel under the protection of armed body-guard, সুরক্ষিত হয়ে। protection (money) হিংসাত্মক তৎপরতা থেকে রক্ষা পেতে গুণ্ডাদলকে প্রদত্ত কিংবা তাদের যাচিত অর্থ; রক্ষাপণ; ত্রাণপণ। (২) [Uncountable noun] দেশীয় শিল্পকে বিদেশি পণ্যের প্রতিযোগিতা থেকে বাঁচানোর পদ্ধতিবিশেষ; সংরক্ষণব্যবস্থা। (৩) [Countable noun] রক্ষাকারী ব্যক্তি বা বস্তু; বাঁচোয়া; রক্ষাকবচ: Take this umbrella as a protection against the rain. protectionism [প্রাটেক্নিজাম্] (noun) [Uncountable noun] (দেশীয় শিল্পের জন্য) সংরক্ষণনীতি। protectionist [প্রাটেক্নিস্ট্] (noun) সংরক্ষণবাদী।
- English Word protective Bengali definition [প্রাটেকটিভ] (adjective) (১) নিরাপত্তামূলক; সংরক্ষণমূলক: protective covering; a protective tariff; protective sheath দ্রষ্টব্য sheath. protective clothing যে পোশাক পরিধানকারীকে পোড়া, জীবাণুসংক্রমণ, তেজস্ক্রিয়া ইত্যাদি ঝুঁকি থেকে রক্ষা করে; নিরাপত্তা পোশাক। protective colouring পশুপাখি ও কীটপতঙ্গের গায়ের রং, যা তাদের স্বাভাবিক পরিবেশে আত্মগোপন করার সুযোগ দিয়ে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে; সংরক্ষণকারী রং। protective food যেসব খাদ্য (যেমন অপরিহার্য খাদ্যপ্রাণে সমৃদ্ধ খাদ্য) স্বাস্থ্যরক্ষায় সহায়তা করে; স্বাস্থ্যসুরক্ষাকারী খাদ্য। (২) protective (towards) সংরক্ষণোন্মুখ: a protective mother.
- English Word protector Bengali definition [প্রাটেকটা(র্)] (noun) রক্ষক; সংরক্ষক; রক্ষাকারী বস্তু বা ব্যক্তি।
- English Word protectorate Bengali definition [প্রাটেক্টারাট্] (noun) (১) অন্যদেশের সংরক্ষণাধীন দেশ; আশ্রিত রাজ্য। (২) the Protectorate ইংল্যান্ডে অলিভার ও রিচার্ড ক্রমওয়েলের শাসনামলে (১৬৫৩-৫৯); সংরক্ষণতন্ত্র।
- English Word protégé Bengali definition (feminine protégée) [প্রতিজেই America(n) প্রোউতিজেই] (noun) (ফরাসি) (সাধারণত দীর্ঘদিন ধরে) অন্য কোনো ব্যক্তির কাছ থেকে উৎসাহ ও সাহায্যপ্রাপ্ত ব্যক্তি; আশ্রয়ী; অনুগ্রহভাজন।
- English Word protein Bengali definition [প্রোউটীন্] (noun) [Uncountable noun, Countable noun] দুধ; ডিম; মাছ-মাংস প্রভৃতি খাদ্যে উপস্থিত; সুস্বাস্থ্য রক্ষায় অপরিহার্য শরীরগঠক পদার্থ; পলীয়; প্রোটিন।
- English Word protest 1 Bengali definition [প্রোউটেস্ট্] (noun) (১) [Countable noun, Uncountable noun] প্রতিবাদ; আপত্তি: make/lodge/enter a protest (against something). (২) (attributive(ly)) প্রতিবাদ; a protest movement; a protest march.
- English Word protest 2 Bengali definition [প্রাটেস্ট্] (verb transitive), (verb intransitive) (১) দৃঢ়তার সঙ্গে/দৃঢ়প্রতিজ্ঞাপূর্ণ ঘোষণা করা; দৃঢ়োক্তি করা: to protest one’s innocence; I protested that I had never been a party to the conspiracy. (২) protest (against) প্রতিবাদ/আপত্তি করা: Why did you not protest against being called a raving lunatic? protester (noun) প্রতিবাদকারী। protestingly (adverb) প্রতিবাদসহকারে; প্রতিবাদে; প্রতিবাদ করে।
- English Word Protestant Bengali definition [প্রটিস্টান্ট্] (noun), (adjective) খ্রিষ্টানদের ধর্মসংস্কার-আন্দোলনের সময়ে (১৬ শতক) রোমের গির্জাসংগঠন থেকে বিচ্ছিন্ন বিভিন্ন খ্রিষ্টীয় ধর্মসংগঠন এবং তাদের পরবর্তী প্রশাখা সম্বন্ধীয়; ঐসব সংগঠনের সদস্য; প্রটেস্ট্যাস্ট; রোমীয়মতবিরোধী। Protestantism [প্রটিস্টিজাম্] (noun) [uncountable noun] প্রটেস্ট্যাস্ট মতবাদ; প্রটেস্ট্যান্টগণ।
- English Word protestation Bengali definition [প্রটেস্টেইশ্ন্] (noun) [Countable noun] (আনুষ্ঠানিক) দৃঢ়প্রতিজ্ঞ ঘোষণা; দৃঢ়বাদ; দৃঢ়ভাষণ; দৃঢ়োক্তি: protestations of innocence/friendship.
- English Word protoactinium Bengali definition [প্রোটোঅ্যাক্টিনিআম্] (noun)= protactinium প্রোটোঅ্যাকটিনিয়ম।
- English Word protocol Bengali definition [প্রোটাক্ল্ America(n) প্রোটাকোল্] (noun) (১) [Countable noun] (বিশেষত দুই রাষ্ট্রের মধ্যে) খসড়া চুক্তি। (২) [Countable noun] শিষ্টাচারবিধি; (কূটনৈতিক অনুষ্ঠান বা উপলক্ষে প্রতিপালিত) বিনয়বিধি; সৌজন্যবিধি: They were received according to protocol.
- English Word proton Bengali definition [প্রোটন্] (noun) পরমাণু কেন্দ্রের অঙ্গীভূত ধনাত্মক আধানযুক্ত কণিকা; প্রোটন। দ্রষ্টব্য electron.