P পৃষ্ঠা ৫৯
- English Word proximate Bengali definition [প্রক্সিমাট্] (adjective) (আনুষ্ঠানিক) নিকটতম; সমীপতম।
- English Word proximity Bengali definition [প্রাক্সিমাটি] (noun) [Uncountable noun] (আনুষ্ঠানিক) সামীপ্য; নৈকট্য; সান্নিধ্য; সন্নিধান; সন্নিকৃষ্টতা: in (close) proximity to, (অতি) নিকটবর্তী (এই অর্থে near to অধিক বাঞ্ছনীয়)। proximity fuse কামানের গোলার সঙ্গে সংযুক্ত যন্ত্রবিশেষ, যা লক্ষ্যবস্তুর (যেমন শত্রুপক্ষের বিমান) কাছে এলেই গোলাটিকে বিস্ফোরিত করে।
- English Word proxy Bengali definition [প্রক্সি] (noun) (plural proxies) (১) [Countable noun, Uncountable noun] (বিশেষত নির্বাচনে ভোট দেওয়ার জন্য) প্রতিনিধিত্ব করার অধিকার; ঐরূপ প্রতিনিধিত্বের লিখিত অধিকার; প্রতিনিধিত্ব; প্রতিনিধিত্বপত্র: vote by proxy. (২) [Countable noun] যে ব্যক্তি (বিশেষত নির্বাচনে) অন্যের প্রতিনিধিত্ব করে; প্রতিনিধি; প্রতিহস্ত।
- English Word prude Bengali definition [প্রূড্] (noun) আচরণে বা বাক্যে আত্যন্তিক বা অতিশয়িত (প্রায়ই কৃত্রিম) ঔচিত্যবোধসম্পন্ন ব্যক্তি; বিনয়াভিমানী। prudery [প্রূডারি] (noun) (plural pruderies) [uncountable noun, countable noun] শিষ্টন্মন্যতা; বিনয়াভিমান; শিষ্টাচারপনা। prudish [প্রূডিশ্] (adjective) বিনয়াভিমানী। prudishly (adverb) বিনয়াভিমানপূর্বক ইত্যাদি।
- English Word prudent Bengali definition [প্রূড্ন্ট্] (adjective) সতর্ক; দূরদর্শী; কৃতাবধান; পরিণামদর্শী; সুবিবেচক; বিচক্ষণ; a prudent housekeeper. prudently (adverb) সতর্কভাবে; সাবধানে; দূরদর্শিতার সঙ্গে; বিচক্ষণভাবে ইত্যাদি। prudence [প্রূড্ন্স্] (noun) [uncountable noun] দূরদর্শিতা; পরিণামদর্শিতা; বিমৃশ্যকারিতা; পূর্বাপরবিচার; পূর্বচিন্তা; পূর্ববিবেচনা; সাবধানতা।
- English Word prudential Bengali definition [প্রূডেন্শ্ল্] (adjective) দূরদর্শিতা সম্বন্ধীয়; দূরদর্শিতাপ্রযুক্ত; পূর্ববিচারপ্রযুক্ত; সুবিবেচনাপ্রযুক্ত।
- English Word prune 1 Bengali definition [প্রূন্] (noun) শুকনা আলুবোখারা; (কথ্য) গবা।
- English Word prune 2 Bengali definition [প্রূন্] (verb transitive) prune something from something; prune something off; prune something away (গাছ, ঝোপঝাড় ইত্যাদির) অংশবিশেষ ছাঁটা; ছেঁটে দেওয়া; (লাক্ষণিক) কাটছাঁট/ছাঁটাই করা: prune the hedgerows; prune an essay of superfluous matter; prune away unnecessary adjectives. pruning (noun) [uncountable noun] ছাঁটাই। pruning-knife/pruning-hook/pruning-saw/ pruning-scissors/ pruning-shears ডাল ছাঁটার ছুরি/কাঁচি ইত্যাদি। pruners (noun) (plural) ডাল ছাঁটার কাঁচি।
- English Word prurient Bengali definition [প্রূরিআন্ট্] (adjective) যৌন ব্যাপারে অস্থির ও বিকৃত কামনাসম্পন্ন। prurience [প্রূরিআন্স্], pruriency [প্রূরিআন্সি] (noun(s) বিকৃত কামবাসনা; অস্থির কৌতূহল। pruriently (adverb)
- English Word Prussian Bengali definition [প্রাশ্ন্] (noun), (adjective) প্রুসিয়া সম্বন্ধীয় বা প্রুসিয়ার অধিবাসী; প্রুসীয়। Prussian blue গাঢ় নীল বর্ণ।
- English Word prussic Bengali definition [প্রাসিক্] (adjective) prussicacid অতিমারাত্মক বিষবিশেষ; প্রুসিক অ্যাসিড।
- English Word pry 1 Bengali definition [প্রাই] (verb intransitive) (past tense, past participle pried [প্রাইড্]) pry into (অন্যের ব্যাপারে) অত্যধিক কৌতূহলের সঙ্গে খোঁজখবর নেওয়া। pry about কৌতূহলভরে উঁকিঝুঁকি মারা। pryingly (adverb) অন্যায় কৌতূহলভরে।
- English Word pry 2 Bengali definition [প্রাই] (verb transitive) (= prize 3) চাপ দিয়ে খোলা; (কোনো কিছু) তোলা; (লাক্ষণিক) (গুপ্তকথা) বের করে নেওয়া: pry a secret out of somebody.
- English Word psalm Bengali definition [সা:ম্] (noun) স্তুতিগান; স্তুতিগীত; বিশেষত বাইবেলের অন্তর্গত স্তুতিগান। (the Psalms)। psalmist [সা:মিস্ট্] (noun) স্তোত্রগীতিকার, বিশেষত the Psalmist দাউদ (যিনি বাইবেলের স্তুতিগানসমূহের রচয়িতা বলে কথিত)। psalmody [সা:মাডি] (noun) (plural psalm dies) (১) [Uncountable noun] স্তুতিগান গাওয়ার বিদ্যা বা রেওয়াজ; স্তোত্রগান। (২) [Uncountable noun] (গাওয়ার জন্য) স্তোত্রগানের বিন্যাস; স্বরলিপিসহ স্তোত্রগানের বই; স্তোত্রগীতিমালা।
- English Word psalter Bengali definition [সোলটা(র্)] (noun) (বাইবেলের অন্তর্গত) স্ত্রোত্রপুস্তক; বিশেষত প্রকাশ্য উপাসনা-অনুষ্ঠানে ব্যবহারের জন্য পরিকল্পিত বাইবেলের স্তোত্রসমূহের অনুলিপি; গীতসংহিতা।
- English Word psaltery Bengali definition [সোলটারি] (noun) (plural psalteries) তন্ত্রীযুক্ত প্রাচীন ও মধ্যযুগীয় বাদ্যযন্ত্রবিশেষ; তার টেনে এ যন্ত্র বাজাতে হতো; সলটারি।
- English Word psephology Bengali definition [সেফলাজি America(n) সীফলাজি] (noun) নির্বাচনের প্রবণতাবিষয়ক বৈজ্ঞানিক পর্যেষণা; নির্বাচনতত্ত্ব; নির্বাচনবিজ্ঞান। psephologist [সেফলাজিস্ট্] (noun) নির্বাচনতাত্ত্বিক।
- English Word pseud Bengali definition [সিঊড্ America(n) সূড্] (noun) কথ্য= pseudo (noun)
- English Word pseudo Bengali definition [সিঊডো America(n) সূঊডো] (adjective) (কথ্য) কপট; কৃত্রিম; মেকি: I consider him very pseudo. □ (noun) মেকি লোক; ভণ্ড।
- English Word pshaw Bengali definition [শো] (interjection) (noun) অবজ্ঞা বা অধৈর্যসূচক অব্যয়; ধুৎ; ধুত্তোর।
- English Word psittacosis Bengali definition [সিটাকোসিস্] (noun) [Uncountable noun] (parrot fever নামেও পরিচিত) (তোতা ও তৎসম্পর্কিত পাখিদের দ্বারা সংক্রামিত) সংক্রামক ভাইরাস রোগবিশেষ; এতে জ্বর ও নিউমোনিয়াসাদৃশ অন্যান্য উপসর্গ দেখা যায়; শুকজ্বর; শুকরোগ।
- English Word psoriasis Bengali definition [সোরিআসিস্] (noun) লাল লাল আঁশালো দাগযুক্ত অসংক্রামক চর্মরোগবিশেষ; কচ্ছুরোগ।
- English Word psych Bengali definition [সাইক্] (verb transitive) (কথ্য) (১) ভয় পাইয়ে দেওয়া: You really psyched me. (২) psych somebody up মানসিকভাবে প্রস্তুত করা; সাহস যোগানো: He has to be psyched up for the exam.
- English Word psyche Bengali definition [সাইকি] (noun) (১) মানবাত্মা; আত্মা; অন্তরাত্মা। (২) মন; চৈতন্য; চেতনা; প্রাণ; আত্মা; মানস।
- English Word psychedelic Bengali definition [সাইকিডেলিক্] (adjective) (১) (মাদকদ্রব্য) অমূল প্রত্যক্ষজনক; দৃষ্টিভ্রম সৃষ্টি করে এমন: LSD is a dangerous psychedelic drug. (২) (দৃশ্য ও শব্দের প্রভাব) মনের উপর অমূল প্রত্যক্ষ-উৎপাদক; দৃষ্টিভ্রম সৃষ্টি করে এমন; মাদকের মতো কাজ করে এমন; উন্মাদজনক; psychedelic music.
- English Word psychiatry Bengali definition [সাইকাইআট্রি us সিকাইআট্রি] (noun) [Uncountable noun] মানসিক রোগের পর্যেষণা ও চিকিৎসা; মনঃচিকিৎসা। psychiatrist [সাইকাইআট্রিস্ট্] (noun) মনঃচিকিৎসক: a psychiatric clinic মনঃচিকিৎসা-নিকেতন।
- English Word psychic 1 Bengali definition [সাইকিক্] (noun) [Countable noun] অতিপ্রাকৃত শক্তির প্রতি সংবেদনশীল বলে দাবি করেন কিংবা আপাতদৃষ্টিতে সংবেদনশীল মনে হয় এমন ব্যক্তি; মৃত ব্যক্তির আত্মার কাছ থেকে সংবাদ পান বলে দাবি করেন এমন ব্যক্তি; প্রেতলোকের সঙ্গে সম্পর্ক স্থাপনের (বিশেষত আত্মিক গুণবিশিষ্ট) মাধ্যম; আধ্যাত্মিক।
- English Word psychic 2 Bengali definition [সাইকিক্], psychical [সাইকিক্ল্] (adjective(s) (১) আত্মিক; মানসিক। (২) প্রাকৃতিক বা নৈসর্গিক নিয়মের বহির্বর্তী বলে প্রতীয়মান হয় এমন ঘটনা বা অবস্থা সম্বন্ধীয়; আধিদৈবিক: psychic research.
- English Word psychoanalysis Bengali definition [সাইকোআন্যালাসিস্] (noun) [Uncountable noun] (১) মানসিক রোগের চিকিত্সাপদ্ধতিবিশেষ-যাতে রোগীর সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে তার শৈশব জীবনের ঘটনাবলির মধ্যে রোগের নিহিত কারণ উদ্ঘাটনের চেষ্টা করা হয় এবং ঐসব ঘটনা সম্বন্ধে তাকে সচেতন করে তুলে রোগ নিরাময় করা হয়; মনঃসমীক্ষণ। (২) আবেগঘটিত বৈকল্যের পর্যেষণা ও চিকিৎসার জন্য উক্ত পদ্ধতিনির্ভর মতবাদ; মনঃসমীক্ষণ। psychoanalyst [সাইকোঅ্যানালিস্ট্] (noun) মনঃসমীক্ষণবিদ। psychoanalytic (al) [সাইকোঅ্যানালিটিক্(ল্)] (adjective) মনঃসমীক্ষণমূলক; মনোবীক্ষণিক। psychoanalyse (America(n) = psychoanalyze) [সাইকোঅ্যানালাইজ্] (verb transitive) মনঃসমীক্ষণ করা।
- English Word psychology Bengali definition [সাইকলাজি] (noun) [Uncountable noun] (১) মনোবিদ্যা; মনোবিজ্ঞান: abnormal/animal/child/industrial psychology. (২) [countable noun] (কথ্য অবৈজ্ঞানিক ব্যবহার) ব্যক্তিবিশেষের মানসিক প্রকৃতি, প্রক্রিয়া ইত্যাদি; মনস্তত্ত্ব: Try to understand his psychology. psychologist [সাইকলাজিস্ট্] (noun) মনোবিজ্ঞানী; মনোবিদ। psychological [সাইকালজিক্ল্] (adjective) মনস্তাত্ত্বিক; মানসিক। the psychology moment সবচেয়ে উপযুক্ত সময়; যে সময়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের সম্ভাবনা সবচেয়ে বেশি; মানসিক মুহূর্ত। psychology warfare মানুষের চিন্তাভাবনা ও বিশ্বাসের উপর প্রভাব-বিস্তার করে যুদ্ধ পরিচালনা; মনস্তাত্ত্বিক লড়াই। psychologically [সাইকালজিক্লি] (adverb) মানসিকভাবে; মনস্তাত্ত্বিকভাবে।