• Bengali Word crawl English definition [ক্রোল্] (verb intransitive) ১ (কীটপতঙ্গের ক্ষেত্রে) বুকে ভর দিয়ে চলা; (মানুষের ক্ষেত্রে) হামাগুড়ি দিয়ে চলা: The soldier crawled.
    crawl to somebody (কথ্য) অনুগ্রহলাভের চেষ্টা করা। (২) অতি ধীরে চলা। (৩) পূর্ণ হওয়া; ঢেকে যাওয়া। (৪) গায়ে পোকামাকড় হেঁটে চলার চিন্তায় শিরশির অনুভূতি হওয়া। □ (noun) (১) a crawling movement শম্বুকগতি। pub-crawl (verb intransitive), (noun) একের পর এক বিভিন্ন ‘পাব’- এ ঘুরে ঘুরে মদ পান (করা): go on a pub crawl. (২) (the) crawl হাত-পা নেড়ে দ্রুত সাঁতার (কাটা)। crawler (noun) এ রকম সাঁতারু।