P পৃষ্ঠা ৫৩
- English Word procumbent Bengali definition [প্রোকাম্বান্ট্] (adjective) অধোমুখে শয়ান/শায়িত; সাষ্টাঙ্গপ্রণত; (উদ্ভিদ) ভূশায়ী।
- English Word procurator Bengali definition [প্রকিউরেইটা(র্)] (noun) (১) ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি; বিশেষত আদালতে মামলা-মোকদ্দমার তদবির করার ভারপ্রাপ্ত প্রতিনিধি; আমমোক্তার। (২) procurator fiscal স্কটল্যান্ডে জেলার সরকারি উকিল।
- English Word procure Bengali definition [প্রাকিউআ(র্)] (verb transitive) (১) বিশেষত সযত্নে বা সক্লেশে লাভ/অর্জন করা বা পাওয়া; সংগ্রহ করা বা করে দেওয়া: I procured him a copy of the book. These stamps are difficult to procure. (২) (প্রাচীন প্রয়োগ) ঘটানো: procure somebody’s death by poison. (৩) বেশ্যার মক্কেল সংগ্রহ করে দেওয়া; বেশ্যার দালালি করা। procurable [প্রাকিউরাব্ল্] (adjective) প্রাপ্তব্য; সংগ্রহযোগ্য; উপলভ্য: procurable with exertion ক্লেশলভ্য: procure without exertion অক্লেশলভ্য। procurement (noun) সংগ্রহ; বেশ্যার দালালি; কোটনাবৃত্তি: the procurement of military supplies. procurer (noun) (বিশেষত) বেশ্যার দালাল; কোটনা। procuress [প্রাকিউআরিস্] (noun) কূটনি; দূতিকা।
- English Word prod Bengali definition [প্রড্] (verb transitive), (verb intransitive) (prodded, prodding, prods) prod (at) তীক্ষ্ণাগ্র কোনো কিছু দিয়ে খোঁচা বা ঠেলা দেওয়া; খোঁচানো; (লাক্ষণিক) (কর্মে) উৎসাহিত/প্রণোদিত করা: The coachman was prodding (at) the weary horse. □ (noun) খোঁচা; ঠেলা; গুঁতা।
- English Word prodigal Bengali definition [প্রডিগ্ল্] (adjective) prodigal (of) অতিব্যয়ী; অপব্যয়ী; অপচেতা; বজ্রপদ; অকৃপণ; মুক্তহন্ত: a prodigal administration; prodigal habits. the prodigal son (খ্রিস্টের বাণীতে দৃষ্টান্তরূপে উল্লেখিত) অপব্যয়ী ও অপরিণামদর্শী ব্যক্তি; যাকে তার কার্যকলাপের জন্য পরে অনুশোচনা করতে হর; অমিতব্যয়ী পুত্র। □ (noun) [Countable noun] অপব্যয়ী/অমিতব্যয়ী (ব্যক্তি)। prodigally [প্রডিগালি] (adverb) অপব্যয়পূর্বক, মুক্তহস্তে ইত্যাদি। prodigality [প্রডিগ্যালাটি] (noun) [Uncountable noun] (সদর্থে) অকৃপণতা; মুক্তহস্ততা; (কদর্থে) অতিব্যয়িতা; অমিতব্যয়; অপব্যয়: the prodigality of the sea.
- English Word prodigious Bengali definition [প্রাডিজাস্] (adjective) অতিবৃহৎ; বিশাল; বিপুল; অতিকায়; বিপুলপরিমাণ; অত্যদ্ভুত; মহাশ্চর্য; অপূর্ব: a prodigious sum of money. prodigiously (adverb) বিপুলভাবে; অত্যাশ্চর্যরূপে।
- English Word prodigy Bengali definition [প্রডিজি] (noun) (plural prodigies) (প্রকৃতির নিয়মবিরুদ্ধ বলে প্রতীয়মান হওয়ার দরুন) মহাবিস্ময়; অপূর্ববস্তু; অদ্ভুতবস্তু; মহাশ্চর্য; অসাধারণ ক্ষমতাসম্পন্ন কিংবা কোনো কিছুর চমকপ্রদ দৃষ্টান্তস্থানীয় ব্যক্তি: a prodigy of learning পাণ্ডিত্যের বিস্ময়কর দৃষ্টান্ত; the prodigies of nature. infant prodigy অদ্ভুত শিশুপ্রতিভা (যেমন যে শিশু দুই বছর বয়সেই চমৎকার পিয়ানো বাজাতে পারে)।
- English Word prodrome Bengali definition [প্রড্রোউম্] (noun) (অন্যগ্রন্থ বা সন্দর্ভের) প্রাথমিক পুস্তক; প্রস্তাবনাপুস্তক; (চিকিৎসাশাস্ত্র) পূর্বসূচনারূপ উপসর্গ। prodromal, prodromic (adjective(s) প্রস্তাবস্বরূপ; পূর্বলক্ষণরূপ।
- English Word produce Bengali definition [প্রাডিউস্ America(n) প্রাডিডূস] (verb transitive), (verb intransitive) (১) উপস্থিত/উপস্থাপন/পেশ/হাজির করা: produce proofs of a statement; produce necessary papers. The magician produced pigeon from his pocket. (২) উৎপাদন/উৎপন্ন করা; সৃষ্টি করা; জন্ম দেওয়া: produce cotton fabrics; produce food; produce a work of art. (৩) জন্ম দেওয়া; (ডিম) পাড়া। (৪) ঘটানো; সৃষ্টি করা: The book produced a sensation. (৫) (গণিত) (একটি নির্দিষ্ট বিন্দু পর্যন্ত একটি রেখাকে) প্রসারিত/প্রলম্বিত করা। (৬) জনসমক্ষে প্রকাশ করা; মঞ্চস্থ করা: produce a new play; a well produced book, সুপ্রকাশিত গ্রন্থ (উত্তম ছাপা, বাঁধাই ইত্যাদি)। □ (noun) [প্রডিঊ্যস্ America(n) প্রডিডূস্] [uncountable noun] (বিশেষত কৃষিজাত) পণ্য: garden/farm/agricultural produce.
- English Word producer Bengali definition [প্রাডিঊসা(র্) America(n) প্রাডূঊসা(র্)] (noun) (১) উৎপাদক; উৎপাদনকারী। (২) নাটক মঞ্চস্থ করার কিংবা (অভিনেতা-অভিনেত্রীদের পরিচালনা বাদ দিয়ে) চলচ্চিত্র নির্মাণের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি; বেতার বা টেলিভিশনের সম্প্রচার-অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি; প্রযোজক। (৩) producer gas অগ্নিবর্ণ অঙ্গারের উপর দিয়ে বায়ুচালনা করে কিংবা তপ্ত কয়লা বা কোক কয়লার ভিতর দিয়ে বায়ু ও বাষ্প চালনা করে প্রাপ্ত গ্যাস; উৎপাদক গ্যাস।
- English Word product Bengali definition [প্রডাক্ট্] (noun) [Countable noun] (১) প্রকৃতি বা মনুষ্য উৎপাদিত কোনো কিছু; উৎপন্নদ্রব্য; সৃষ্টি: farm products; the products of genius. (২) (গণিত) গুণফল; (রসায়ন) রাসায়নিক বিক্রিয়াজাত পদার্থ; উৎপন্ন।
- English Word production Bengali definition [প্রাডাক্শ্ন্] (noun) (১) [Uncountable noun] উৎপাদন: the production of crops/manufactured goods etc. productionline যন্ত্র ও শ্রমিকদের সুবিন্যস্ত ক্রম, যারা প্রত্যেকে উৎপাদনের একটি সুনির্দিষ্ট পর্যায় সম্পন্ন করে (যেমন গাড়ি, পরিধেয় পণ্য ইত্যাদির উৎপাদনের ক্ষেত্রে); উৎপাদনব্যুহ: mass production, দ্রষ্টব্য mass. (২) [Uncountable noun] উৎপাদিত পরিমাণ; উৎপাদন: increase production by using better methods and tools. (৩) [Countable noun] উৎপন্ন বস্তু; সৃষ্টি: his early productions as artist.
- English Word productive Bengali definition [প্রাডাক্টিভ্] (adjective) (১) উৎপাদনশীল; ফলপ্রসূ; উর্বর: productiveland. (২) productive of উৎপাদনের প্রবণতাসম্পন্ন; -প্রসূ; -জনক; উৎপাদক: productive of happiness, সুখোৎপাদক; সুখজনক; productive of satisfaction তৃপ্তিজনক। (৩) অর্থকরী পণ্য উৎপাদন করে এমন; উৎপাদনশীল: productive labour. productively (adverb) উৎপাদনশীলভাবে; ফলপ্রসূভাবে; ফলদায়ক/ফলপ্রদভাবে।
- English Word productivity Bengali definition [প্রডাক্টিভাটি] (noun) [Uncountable noun] উৎপাদন ক্ষমতা; উৎপাদনশীলতা: increase productivity; a productivity bonus for workers. productivity agreement (মজুরিবিষয়ক বন্দোবস্তের অংশ হিসেবে) বর্ধিত উৎপাদনের জন্য বর্ধিত মজুরি এবং অধিকতর লোভনীয় শর্ত; উৎপাদনশীলতার চুক্তি।
- English Word proem Bengali definition [প্রোএম্] (noun) উপক্রমণিকা; প্রস্তাবনা। proemial (adjective) প্রস্তাবনামূলক ইত্যাদি।
- English Word profane Bengali definition [প্রাফেইন্ America(n) প্রোউফেইন্] (adjective) (১) (sacred, holy-র বিপরীত) লৌকিক; ইহজাগতিক: profane literature (বিপরীত biblical). (২) ঈশ্বর বা পবিত্র বস্তুসমূহের প্রতি অবজ্ঞাপূর্ণ; ধর্মদ্বেষী; ঈশ্বরবিদ্বেষী; ধর্মদ্রোহিতাপূর্ণ: profane words/ languages/practices; a profane man, ধর্মবিদ্বেষী। □ (verb transitive) (পবিত্র বা পুণ্য স্থান, বস্তু ইত্যাদির প্রতি) অবজ্ঞাপূর্ণ আচরণ করা; অবমাননা/অপবিত্র করা: profane the name of God. profanely (adverb) ধর্মের প্রতি অশ্রদ্ধাপ্রকাশপূর্বক; ধর্মের অবমাননাপূর্বক। profaneness (noun) ধর্মনিন্দা; ধর্মবিমাননা; ঈশ্বরাবমাননা। profanation [প্রফানেইশ্ন্] (noun) [Countable noun, Uncountable noun] ধর্মাবমাননা; ধর্মদ্বেষিতা; অপবিত্রীকরণ।
- English Word profess Bengali definition [প্রাফেস্] (verb transitive), (verb intransitive) (১) (বিশ্বাস, অভিরুচি, অজ্ঞতা, আগ্রহ ইত্যাদি আছে বলে) ঘোষণা করা; জ্ঞাপন করা: profess a distaste for modern painting. He professes great interest in education. (২) ধর্মে বিশ্বাস বা ধর্মের প্রতি আনুগত্য প্রকাশ করা: profess Islam. (৩) (আনুষ্ঠানিক) পেশা বা জীবিকা হিসেবে গ্রহণ করা: profess law/medicine, আইন-ব্যবসায়/চিকিৎসকের পেশায় নিয়োজিত থাকা; অধ্যাপনা করা: profess history. (৪) দাবি করা; ভাব দেখানো; He professes to be an expert in economics. He professed that he never attended parties except in the company of his wife. professed (adjective) (১) স্বঘোষিত; স্বপ্রতিজ্ঞাত; a professed atheist. (২) মিথ্যা দাবি করে এমন; স্বঘোষিত: professed friend. (৩) ধর্মীয়ব্রত গ্রহণ করেছে এমন; ব্রতধারিণী; গৃহীতব্রত: a professed nun. professedly [প্রাফেসিড্লি] (adverb) নিজের দাবি বা স্বীকারোক্তি অনুযায়ী; স্বপ্রতিজ্ঞাতভাবে; অস্বীকৃতভাবে: He is professedly a monarchist.
- English Word profession Bengali definition [প্রাফেশ্ন্] (noun) [Countable noun] (১) পেশা; জীবিকা (বিশেষত যে জীবিকায় উচ্চমানের শিক্ষাদীক্ষা ও বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন হয়; যেমন আইন, স্থাপত্য চিকিৎসা) : He is a physician by profession. (২) profession of বিশ্বাস; অনুভূতি ইত্যাদির বিবৃতি বা ঘোষণা; উদঘোষণ; অঙ্গীকার; প্রতিজ্ঞা; উৎকীর্তন: professions of faith/loyality; professions of passionate love. (৩) the profession কোনো বিশেষ পেশায় নিয়োজিত ব্যক্তিদের সমষ্টি।
- English Word professional Bengali definition [প্রাফেশ্নাল্] (adjective) (১) পেশাগত: professional skill; professional etiquette; পেশাজীবী; বৃত্তিমান: professional men, যেমন চিকিৎসক; আইনজীবী। (২) কোনো কিছু পূর্ণকালীন কাজ হিসেবে, অর্থের বিনিময়ে কিংবা জীবনোপায়রূপে করে এমন; পেশাদার (বিপরীত amateur): professional football; a professional politician. □ (noun) (বিপরীতে amateur) (১) পেশাদার খেলোয়াড় (সংক্ষিপ্তরূপ pro [প্রো] বহুলব্যবহৃত) (২)। অন্যের আনন্দের জন্য (বিনা পারিশ্রমিকে) করে; এমন কিছু যে ব্যক্তি অর্থের বিনিময়ে করে থাকে; পেশাদার: professional musicians. turn professional পেশাদার হওয়া। professionally [প্রাফেশ্নালি] (adverb) পেশাদারিত্বের সঙ্গে; পেশাগত যোগ্যতায়। professionalism [প্রাফেশ্নালিজাম্] (noun) (১) কোনো পেশার ছাপ বা গুণাবলি; পেশাদারিত্ব। (২) খেলায় পেশাদার খেলোয়াড় নিযুক্ত করার রেওয়াজ; পেশাদারিত্ব।
- English Word professor Bengali definition [প্রাফেসা(র্)] (noun) (১) উচ্চতম পদমর্যাদার বিশ্ববিদ্যালয় শিক্ষক; (America(n) অপিচ) শিক্ষক; অধ্যাপক; প্রফেসর। (২) বিভিন্ন বিষয়ের শিক্ষয়িতাগণ কর্তৃক গৃহীত পদবি; অধ্যাপক: professor Hillman, the famous astrologer. (৩) জনসমক্ষে নিজ বিশ্বাস, অনুভূতি ইত্যাদি জ্ঞাপনকারী; প্রবক্তা: a professor of pacification. professorial [প্রফিসোরিআল্] (adjective) অধ্যাপক সম্বন্ধীয়; অধ্যাপকীয়: his professorial duties. professorship [প্রফিসোরশিপ্] (noun) অধ্যাপক পদ।
- English Word proffer Bengali definition [প্রফা(র্)] (verb transitive), (noun)= offer.
- English Word proficient Bengali definition [প্রাফিশ্ন্ট্] (adjective) proficient (in) ব্যুৎপন্ন; দক্ষ; নিপুণ। proficiently (adverb) দক্ষতার/নৈপুণ্যের সঙ্গে; নিপুণভাবে। proficiency (in) [Uncountable noun] ব্যুৎপত্তি; দক্ষতা; কুশলতা: a certificate of proficiency in English.
- English Word profile Bengali definition [প্রোফাইল্] (noun) (১) [Uncountable noun, Countable noun] বিশেষত মস্তকের পার্শ্বদৃশ্য; মুখপার্শ্ব; পার্শ্বচিত্র; অর্ধমুখ: a portrait drawn in profile, অর্ধমুখাঙ্কিত প্রতিকৃতি। (২) কোনো কিছুর পটভূমিতে দৃষ্ট বস্তুর প্রান্ত বা রূপরেখা; পরিলেখা। (৩) সংক্ষিপ্ত জীবনকথা; জীবনালেখ্য। □ (verb transitive) পার্শ্বচিত্র অঙ্কন করা; পরিলিখিত করা: a row of white buildings profiled against the blue sea.
- English Word profit 1 Bengali definition [প্রফিট্] (noun) (১) [Uncountable noun] কোনো কিছু থেকে প্রাপ্ত উপকার; লাভ; সুফল: gain profit from one’s study; study something to one’s profit. (২) [Countable noun, Uncountable noun] (ব্যবসা) মুনাফা; লাভ: sell something at profit; do something for profit. profit and loss account (হিসাবরক্ষণ) (একটা নিদিষ্ট কালের মধ্যে ব্যবসায়ে) লাভক্ষতির হিসাব। profit-margin (noun) ক্রয় বা উৎপাদনের ব্যয় এবং বিক্রয়মূল্যের মধ্যেকার পার্থক্য; মুনাফার মার্জিন। profit-sharing (noun) [Uncountable noun] (মালিক ও কর্মচারীদের মধ্যে) মুনাফা বণ্টন বা ভাগাভাগি: a profit-sharing scheme. profitless (adjective) লাভহীন; নিষ্ফল; নির্লাভ। profitlessly (adverb) অলাভজনকভাবে; বিনালাভে/মুনাফায়।
- English Word profit 2 Bengali definition [প্রফিট্] (verb transitive), (verb intransitive) (১) profit from/by (ব্যক্তি) লাভবান/উপকৃত হওয়া: I’ve profited greatly by the experience. (প্রাচীন প্রয়োগ) (বস্তু) উপকার করা; উপকারে আসা; লাভ হওয়া: How can it profit you?
- English Word profitable Bengali definition [প্রফিটাব্ল্] (adjective) লাভজনক; হিতকর; হিতাবহ; উপকারী: profitable investments; The settlement was profitable to both the parties. profitably [প্রফিটাব্লি] (adverb) লাভজনকভাবে; সলাভে।
- English Word profiteer Bengali definition [প্রফিটিআ(র্)] (verb intransitive) বিশেষত আপৎকাল বা আকালের সুযোগ নিয়ে অত্যধিক মুনাফা করা; মুনাফাখোরি/অতিরিক্ত আয় করা। □ (noun) মুনাফাখোর।
- English Word profligate Bengali definition [প্রফ্লিগেইট্] (adjective) (১) (ব্যক্তি বা তার আচরণ) নির্লজ্জভাবে দুঃশীল; ইন্দ্রিয়পরতন্ত্র; ইন্দ্রয়পরায়ণ; বাসনী; বাসনাসক্ত; লম্পট; দুরাচার। (২) অমিতব্যয়ী; অপব্যয়ী; অপচেতা; উড়নচণ্ডী: profligate of one’s inheritance. □ (noun) লম্পট; দুরাচার। profligacy [প্রফলিগাসি] (noun) [Uncountable noun] ইন্দ্রীয়পারতন্ত্র্য; লাম্পট্য; দুর্বৃত্ততা; অমিতব্যয়িতা; অতিব্যয়িতা।
- English Word proforma Bengali definition [প্রোফোমা] (adjective), (adverb) (লাতিন) কেবল আনুষ্ঠানিক হিসেবে। proforma invoice যে চালানে প্রেরিত পণ্যের মূল্য উল্লেখ করা হয়, কিন্তু তা পরিশোধের জন্য অনুরোধ জানানো হয় না; দস্তুরি চালান।
- English Word profound Bengali definition [প্রাফাউন্ড্] (adjective) (১) গভীর; অগাধ; সুগভীর; প্রগাঢ়; অবগাঢ়: a profound sleep, সুষুপ্তি; a profound sigh/bow; take a profound interest in something. (২) জ্ঞানগর্ভ; প্রগাঢ়; অবগাঢ়: profound books/authors/thinkers; a man of profound learning. (৩) নিগূঢ়; গূঢ়; দুর্জেয়: profound mysteries. profoundly (adverb) গভীরভাবে, প্রগাঢ়ভাবে ইত্যাদি; profoundly grateful/ disturbing. profundity [প্রাফান্ডাটি] (noun) (plural -profundities) [Uncountable noun] গভীরতা; প্রগাঢ়তা: the profound of knowledge; [Countable noun] (প্রধানত অ-জড় অর্থে) নিগূঢ়তা; গূঢ়তা (plural) গূঢার্থতা; গূঢ়চিন্তা।