P পৃষ্ঠা ৫৪
- English Word profuse Bengali definition [প্রাফিঊস্] (adjective) (১) সুপ্রচুর; উচ্ছ্বসিত; আত্যন্তিক: profuse gratitude. (২) profuse in অপরিমিত; মাত্রাতিরিক্ত: to be profuse in one’s apologies. profusely (adverb) অপরিমিতভাবে; বিপুলভাবে; উচ্ছ্বসিতভাবে। profuseness (noun) profusion [প্রাফিঊজ্ন্] (noun) [uncountable noun] অতিপ্রাচুর্য; অতিরেক: daffodils growing in profuse; make promises in profuse ভূরি ভূরি প্রতিশ্রুতি করা।
- English Word progenitor Bengali definition [প্রোজেনিটা(র্)] (noun) (আনুষ্ঠানিক) (১) (ব্যক্তি, প্রাণী বা উদ্ভিদের) পূর্বপুরুষ; আদিজনক; প্রজনয়িতা। (২) (লাক্ষণিক) রাজনৈতিক বা বুদ্ধিবৃত্তিক পূর্বসূরি; পূর্বজ; পূর্বপুরুষ।
- English Word progeny Bengali definition [প্রজানি] (noun) (আনুষ্ঠানিক) (সমষ্টিবাচক singular) সন্তানসন্ততি; বংশধর; অপত্য।
- English Word prognosis Bengali definition [প্রগ্নোসিস্] (noun) (plural prognoses প্রগ্নোসীজ্]) (চিকিৎসাশাস্ত্র) রোগের সম্ভাব্য গতিধারা সম্বন্ধে পূর্বাভাস; পরিভাষণ। দ্রষ্টব্য diagnosis.
- English Word prognostic Bengali definition [প্রগ্নস্টিক্] (adjective) (আনুষ্ঠানিক) পূর্বসূচক; ভাবীসূচক; অগ্রসূচক। □ (noun) পূর্বসূচনা; পূর্বলক্ষণ: a prognostic of failure.
- English Word prognosticate Bengali definition [প্রগ্নস্টিকেইট্] (verb transitive) (আনুষ্ঠানিক) ভবিষ্যদ্বাণী/ভবিষ্যৎ অনুমান করা; পূর্বাভাস দেওয়া: prognosticate trouble. prognostication [প্রগ্নস্টিকেইশ্ন্] (noun) [Uncountable noun] ভবিষ্যদ্ববাণী; ভাবীকথন।
- English Word programme Bengali definition (অপিচ program) [প্রোগ্র্যাম্] (noun) (১) সংগীতানুষ্ঠান; ক্রীড়ানুষ্ঠান প্রভৃতির বিষয়সূচি; নাটকে অভিনেতা-অভিনেত্রী, গীতিনাট্যে গায়ক-গায়িকা প্রভৃতির নামের তালিকা; অনুষ্ঠানসূচি; ক্রমপত্র। programme music সুরের ব্যঞ্জনায় শ্রোতাদের মনে কোনো পূর্বজ্ঞাত কাহিনি; চিত্র ইত্যাদির ভাব জাগায়; এমনভাবে পরিকল্পিত সংগীতবিশেষ; অনুক্রমসংগীত। programmenote অনুষ্ঠানসূচিতে সংগীতকর্ম, গায়ক, বাদক প্রভৃতির সংক্ষিপ্ত বিবরণ; আনুক্রমিক টীকা। (২) কর্মসূচি; কার্যক্রম: a political programme. What is the next programme? (৩) কম্পিউটারে নিবেশিত করার জন্য তথ্য, উপাত্ত ইত্যাদির সংকেতবদ্ধ সমষ্টি; পূর্বলেখ। □ (verb transitive) অনুক্রম/ক্রমপত্র/কর্মসূচি/কার্যক্রম তৈরি করা; পরিকল্পনা করা; (কম্পিউটারে) পূর্বলেখ সরবরাহ করা। programmed course (শিক্ষা) যে পাঠক্রমে শিক্ষণীয় বস্তু অল্প অল্প সতর্কভাবে ক্রমান্বিত করে উপস্থাপিত হয়; ক্রমান্বিত/ক্রমবদ্ধ পাঠক্রম। programmed learning পূর্বোক্ত পাঠক্রম ব্যবহার করে আত্মশিক্ষণ; ক্রমান্বিত শিক্ষণ। programmer (noun) যে ব্যক্তি কম্পিউটারের পূর্বলেখ প্রস্তুত করেন; পূর্বলেখনিক। programming (noun) পূর্বলেখন।
- English Word progress Bengali definition [প্রোগ্রেস্ America(n) প্রগ্রেস্] (১) [Uncountable noun] অগ্রগতি; অগ্রগমন; প্রগতি; প্রগমন; সংবৃদ্ধি: making fast progress; an enquiry in progress. (২) [Countable noun] (প্রাচীন প্রয়োগ) রাষ্ট্রীয় ভ্রমণ: a royal progress through Cornwall. □ (verb intransitive) [প্রাগ্রেস্] অগ্রগতিসাধন করা; অগ্রসর হওয়া; The investigation is progressing well.
- English Word progression Bengali definition [প্রাগ্রেশ্ন্] (noun) (১) [Uncountable noun] অগ্রগমন; অগ্রগতি; অগ্রসরণ: modes of progression, অগ্রসরণের ধরন (যেমন হাঁটা; হামাগুড়ি)। (২) (গণিত) দ্রষ্টব্য arithmatic, দ্রষ্টব্য geometry.
- English Word progressive Bengali definition [প্রাগেসিভ্] (adjective) (১) অগ্রগতিশীল; উন্নতিশীল; বৃদ্ধিশীল। the progressive tenses (ব্যাকরণ) ক্রিয়াব্যাপারের কিছুকালব্যাপী চলা বোঝানোর জন্য ক্রিয়ার-(-ing প্রত্যয়ান্ত) রূপবিশেষ; ঘটমান কাল (continuous tenses) নামেও পরিচিত। (২) নিয়মিত ক্রম অনুসারে বর্ধমান কিংবা স্তরপরম্পরায় অগ্রগতিশীল; ক্রমবর্ধমান; ক্রমবর্ধিষ্ণু; আনুক্রমিক: progressive education/schools; progressive taxation, আনুক্রমিক করারোপ (আয়বৃদ্ধির সঙ্গে সঙ্গে করের হারও বৃদ্ধি পায়); progressive cancer, ক্রমাবনতিশীল ক্যানসার। (৩) উত্তরোত্তর উন্নতিশীল; প্রগতিশীল: a progressive policy; a progressive political party. □ (noun) প্রগতিশীল রীতির সমর্থক ব্যক্তি; প্রগতিশীল। progressively (adverb) ক্রমবর্ধিষ্ণুভাবে; উত্তরোত্তর ইত্যাদি। progressiveness (noun) প্রগতিশীলতা; ক্রমবর্ধিষ্ণুতা; আনুক্রমিকতা।
- English Word prohibit Bengali definition [প্রাহিবিট্ America(n) প্রোউহিবিট্] (verb transitive) prohibit somebody (from doing something) (বিশেষত বিধিবিধানবলে) নিষেধ/ধারণ করা; নিষিদ্ধ করা: Smoking is strictly prohibited.
- English Word prohibition Bengali definition [প্রোহিবিশ্ন্] (noun) (১) [Uncountable noun] নিষেধ; নিষিদ্ধকরণ; (বিশেষত) আইনের দ্বারা সুরাজাতীয় পানীয় উৎপাদন ও বিক্রয় নিষিদ্ধকরণ (বিশেষত America(n)' ১৯২০-৩৩ খ্রি.): the prohibition law(s). (২) [countable noun] নিষেধপত্র; নিষেধাজ্ঞা: a prohibition against the sale of cigarette to children. prohibitionist [প্রোহিবিশ্নিস্ট্] (noun) (বিশেষত সুরাজাতীয় পানীয় বিক্রয়) নিষিদ্ধকরণের পক্ষপাতী।
- English Word prohibitive Bengali definition [প্রাহিবাটিভ্ America(n) প্রোউহিবাটিভ্] (adjective) কোনো কিছুর ব্যবহার; অপব্যবহার বা ক্রয়নিবারক কিংবা নিবারণমূলক; নিবৃত্তিমূলক: a prohibitive tax; books published at prohibitive prices.
- English Word prohibitory Bengali definition [প্রাহিবিটারি America(n) প্রোহিবিটোরি] (adjective) নিষেধের উদ্দেশ্যে পরিকল্পিত; নিষেধাত্মক: prohibitory laws.
- English Word project 1 Bengali definition [প্রজেক্ট্] (noun) [Countable noun] (কোনো কিছু করার) উদ্যোগ; পরিকল্পনা; প্রকল্প: a project to construct a new bridge; form/carry out/fail in a project.
- English Word project 2 Bengali definition [প্রজেক্ট্] (verb transitive), (verb intransitive) (১) পরিকল্পনা করা; প্রকল্প তৈরি করা: project a new dam/industrial estate. (২) project something (on) (to) (something) প্রক্ষেপ/প্রক্ষিপ্ত/পতিত করা: project picture on a screen; project beam of light on to something. (৩) project something on to somebody (প্রায়ই আত্মদোষক্ষালন কিংবা আত্মরক্ষার উপায় হিসেবে সাধারণত অপরাধবোধ, হীনমন্যতা প্রভৃতি অপ্রীতিকর অনুভূতি) অবচেতনভাবে অন্যের উপর আরোপ করা; প্রক্ষেপ করা: He always projects his own obsessions on to his friends. (৪) বৈশিষ্ট্যসমূহ তুলে ধরা; প্রক্ষেপ করা: A national television network should correctly project the nation’s life as a whole. (৫) নিক্ষেপ করা: to project missiles into space. (৬) একটি কেন্দ্র থেকে কোনো ঘনবস্তুর প্রতিটি বিন্দুতে রেখা টেনে সমতল ক্ষেত্রের উপর বস্তুটির প্রতিরূপ অঙ্কন করা; উক্ত প্রক্রিয়ায় মানচিত্র অঙ্কন করা; অভিক্ষিপ্ত করা। (৭) বাইরের দিকে বেরিয়ে থাকা; অভিক্ষিপ্ত/বহির্লম্বিত হওয়া; ঝুলে থাকা: projecting eyebrows; a balcony that projects over the street. projecting (adjective) অভিক্ষিপ্ত; বহির্লম্বিত; অতিবর্তী; বহির্বতী: having a projecting nose/teeth.
- English Word projectile Bengali definition [প্রাজেক্টাইল্ America(n) প্রাজেক্ট্ল্] (noun) বিশেষত কামানের সাহায্যে নিক্ষেপণীয় কোনো কিছু; রকেট প্রভৃতি স্বয়ংচালিত ক্ষেপণাস্ত্র; দূরবেধী ক্ষেপণাস্ত্র। □ (adjective) দূরভেদী: a projectile missile/torpedo.
- English Word projection Bengali definition [প্রাজেকশ্ন্] (noun) [Uncountable noun] প্রক্ষেপণ; অভিক্ষেপণ; বহির্লম্বন; বহির্বর্তন; [Countable noun] বহির্লম্বভাগ; উদগ্রভাগ; অভিক্ষেপ। projection room (সিনেমায়) যে ঘর থেকে পরদার উপর ছবি প্রক্ষেপ করা হয়; প্রক্ষেপঘর। দ্রষ্টব্য Mercator’s projection. projectionist [প্রাজেকশ্নিস্ট্] (noun) (সিনেমায়) যে ব্যক্তি পরদায় ছবি প্রক্ষেপ করে; প্রক্ষেপক; প্রক্ষেপবিদ।
- English Word projector Bengali definition [প্রাজেক্টা(র্)] (noun) [Countable noun] আলোকরশ্মির দ্বারা পরদায় ছবি প্রক্ষিপ্ত করার যন্ত্রবিশেষ; প্রক্ষেপক; প্রক্ষেপণযন্ত্র: a cinema/slide projector.
- English Word prolapse Bengali definition [পোল্যাপ্স] (verb intransitive) (চিকিৎসাশাস্ত্র) অন্ত্র; জরায়ু ইত্যাদি। স্থানচ্যুত হওয়া। □ (noun) [প্রোল্যাপ্স্] ভ্রংশ; গর্ভাশয়ভ্রংশ।
- English Word prolate Bengali definition [প্রোলেইট্] (adjective) (গ্রন্থে) বিবর্ধমান; (লাক্ষণিক) সুবিস্তীর্ণ; (ব্যাকরণ) বিধেয়ের সম্পূরক বা বিস্তারক। (যেমন ‘You can go’ বাক্যে ‘go’); (জ্যামিতি উপগোলক) মেরুব্যাস বরাবর প্রসারিত। prolately (adverb) বিবর্ধিতভাবে।
- English Word prolegomenon Bengali definition [প্রোলেগমিনান্] (noun) (plural prolegomena [প্রোলেগমিইনা) (গ্রহ ইত্যাদির) আভাষ; গ্রন্থাভাষ; ভূমিকা।
- English Word prolepsis Bengali definition [প্রোলেপ্সিস্] (noun) (plural prolepses [প্রোলেপ্সীস্]) পূর্বানুমান; (বাক্যে.) বিশেষণের পূর্বানুমানমূলক ব্যবহার। proleptic (adjective) পূর্বানুমামূলক। prolepsisally (adverb) পুর্বানুমানিকভাবে।
- English Word proletarial Bengali definition [প্রোলিটেআরিআট্] (noun) কলকারখানার মালিকদের সঙ্গে বৈপরীত্যক্রমে (বিশেষত কায়িকশ্রমে নিযুক্ত) শ্রমিকসম্প্রদায় (বিপরীতে the bourgeoisie) প্রোলেতারিয়া; সর্বহারাসম্প্রদায়: the growth of the urban proletarial; Communism aimed to establish the dictatorship of the proletarial, কমিউনিস্টদের লক্ষ্য বা আদর্শ। proletarian [প্রোলিটেআরিআন্] (noun), (adjective) প্রোলেতারীয়; সর্বহারা।
- English Word proliferate Bengali definition [প্রালিফারেইট্ America(n) প্রোউলিফারেইট্] (verb intransitive), (verb transitive) (১) কোষ, নতুন অঙ্গ ইত্যাদির দ্রুত সংখ্যাবৃদ্ধির দ্বারা বেড়ে ওঠা বা বংশবিস্তার করা; দ্রুত বিস্তারলাভ করা; দ্রুত বেড়ে ওঠা; দ্রুত বিস্তৃত করা। (২) (কোষ ইত্যাদি) জন্ম দেওয়া/প্রত্যুৎপন্ন করা। proliferation [প্রালিফারেইশ্ন্ America(n) প্রোলিফারেইশ্ন্] (noun) দ্রুতবিস্তার; দ্রুত বংশবিস্তার/বংশবৃদ্ধি। non-proliferation treaty (পারমাণবিক অস্ত্রের) বিস্তারনিয়ন্ত্রণ চুক্তি।
- English Word prolific Bengali definition [প্রালিফিক্] (adjective) (আনুষ্ঠানিক) প্রচুর পরিমাণে উৎপাদনশীল; অতিপ্রজ: a prolific author; as prolific as rabbits.
- English Word prolix Bengali definition [প্রোলিক্স্ America(n) প্রোলিক্স্] (adjective) (আনুষ্ঠানিক) (বক্তা, লেখক, বক্তৃতা ইত্যাদি সম্বন্ধে) অতিবিস্তার হেতু বিরক্তিকর; ক্লান্তিকর; অতিবিস্তৃত। prolixity [প্রোলিক্সাটি] (noun) অতিবিস্তার; বাক্যবিস্তার; বাগ্বিস্তার।
- English Word prologue Bengali definition [প্রোলগ্ America(n) [প্রোলোগ্] (noun) (১) কাব্যের প্রস্তাবনামূলক অংশ; নাটকের শুরুতে পঠিত কবিতা; প্রস্তাবনা; প্রবেশক; নান্দী; গৌরচন্দ্রিকা: the ‘Prologue’ to the ‘Canterbury Tales’. (২) (লাক্ষণিক) কতকগুলি ঘটনাপরম্পরার প্রথমটি; প্রস্তাবনা।
- English Word prolong Bengali definition [প্রালঙ্ America(n) প্রালোঙ্] (verb transitive) প্রলম্বিত/দীর্ঘায়িত/বিস্তৃত/প্রসারিত করা: prolong a visit/a line. prolonged (adjective) দীর্ঘসময়ব্যাপী; বিস্তৃত; প্রলম্বিত; দীর্ঘায়ত; দীর্ঘীকৃত: after prolonged questioning. prolongation [প্রোলঙ্গেইশ্ন্ America(n) প্রোলোঙ গেইশ্ন্] (noun) [uncountable noun] দীর্ঘীকরণ; আয়তীকরণ; বিস্তার; বিস্তৃতি; [countable noun] দীর্ঘতর করার জন্য যা সংযোজিত হয়; বিস্তৃতি।
- English Word prom Bengali definition [প্রম্] (noun) (কথ্যসংক্ষেপ promenade দ্রষ্টব্য) (১) (British/Britain) সমুদ্রতীরবর্তী বিহারস্থান; নিরাসন সংগীতানুষ্ঠান। (২) (America(n)) ছাত্রছাত্রীদের আনুষ্ঠানিক নাচ।