Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word promenade Bengali definition [প্রমানা:ড্ America(n) প্রমানেইড্] (noun) (১) ব্যায়াম বা বিনোদনের জন্য পায়ে হেঁটে বা ঘোড়ার চড়ে ভ্রমণ; বিহার; পদব্রজন; অশ্বপৃষ্ঠে বিহার; উক্তরূপ বিহারের জন্য উপযোগী কিংবা বিশেষভাবে তৈরি স্থান, বিশেষত সমুদ্রতীরবর্তী শহরে সাগরের তীর ঘেঁষে প্রশান্ত সড়ক কিংবা রঙ্গালয়ের অংশবিশেষ, যেখানে বিরতির সময়ে দর্শকরা পদচারণা করতে পারেন; বিহারস্থান; ব্রজবীথি; অলিন্দpromenade concert যে সংগীতানুষ্ঠানে সংগীতশালার কিছু কিছু অংশ আসনবিহীন থাকে এবং শ্রোতারা সেখানে দাঁড়িয়ে সংগীত উপভোগ করেন, নিরাসন সংগীতানুষ্ঠান। promenadeck যাত্রীবাহী জাহাজে যাত্রীদের পদচারণার উপযোগী উপরের তলা; ভ্রমণ-ডেক। (২) (America(n)) (উচ্চ বিদ্যালয় বা কলেজের কোনো এক শ্রেণির ছাত্রছাত্রীদের) আনুষ্ঠানিক নাচ বা বলনাচ (verb intransitive), (verb transitive) (বিহারস্থানে) বিহার করা; (কাউকে) বিহার করানো: We enjoyed promenadeing the beach at Cox’s Bazar.
  • English Word promethium Bengali definition [প্রামীথিআম্] (noun) [Uncountable noun] (রসায়ন) ইউরেনিয়ম থেকে কৃত্রিমভাবে প্রস্তুত তেজস্ক্রিয় মৌলবিশেষ (প্রতীক Pm); প্রমিথিয়ম
  • English Word prominent Bengali definition [প্রমিনান্‌ট্] (adjective) (১) উন্নত; উদগ্র; প্রকট; সুপ্রত্যক্ষ; সহজলক্ষ্য; The house is a prominent position in the town square. prominent cheek-bones; the most prominent feature of the landscape. (২) (ব্যক্তি) বিশিষ্ট; প্রধান; বিশ্রুত; প্রথিত: prominent politicians/writers; গুরুত্বপূর্ণ; সুপ্রত্যক্ষ; বিশিষ্ট; দীপ্যমান: prominent position; a prominent part/role. prominently (adverb) সুপ্রত্যক্ষভাবে; সুস্পষ্টভাবে ইত্যাদি। prominence [প্রমিনান্‌স্‌] (noun) (১) [uncountable noun] উদগ্রতা; প্রকটতা; প্রলম্বতা; বিশিষ্টতা; প্রাধান্য; সুপ্রত্যক্ষতা; দীপ্যমানতাbring something/come into prominence সুপ্রত্যক্ষ/প্রকট করে তোলা বা হয়ে ওঠা; বিশিষ্টতা/প্রাধান্য অর্জন করা। (২) [countable noun] সুপ্রত্যক্ষ অংশ বা স্থান: a prominence in the middle of a plain.
  • English Word promiscuous Bengali definition [প্রামিসি্কিউআস্‌] (adjective) (১) এলোমেলো; প্রকীর্ণ; অপরিচ্ছিন্ন; অবিবিক্ত: in a promiscuous heap. (২) বাছবিচারহীন; ভেদবিচারহীন; নির্বিচার; নৈমিত্তিক: She did not regard herself as promiscuous. promiscuous sexual intercourse. promiscuously (adverb) অপরিচ্ছিন্নভাবে; নির্বিচারে; ভেদবিচারশূন্যভাবে। promiscuity [প্রমিস্‌কিউআটি] (noun) প্রকীর্ণতা; অবিবিক্ততা; ভেদবিচারশূন্যতা; উচ্ছৃঙ্খলতা; সংকীর্ণচারিতা।
  • English Word promise 1 Bengali definition [প্রমি্স] (noun) [Countable noun] কোনো কিছু করা বা না-করার লিখিত বা মৌখিক অঙ্গীকার; প্রতিশ্রুতি: promises of help; make/give/keep/carry out/break a promise; under a promise of secrecy. (২) [countable noun] যা করার জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে; প্রতিজ্ঞা; প্রতিশ্রুতি: to claim one’s promise, প্রতিজ্ঞা পালনের দাবি করা। [uncountable noun] সাফল্য বা সুফলের আশা; প্রতিশ্রুতি: a writer of promise, প্রতিশ্রুতিশীল লেখক; the land of promise, সম্ভাবনার দেশ।
  • English Word promise 2 Bengali definition [প্রমিস্] (verb transitive), (verb intransitive) (১) প্রতিশ্রুতি দেওয়া; কথা দেওয়া; অঙ্গীকার করা: He promised me to help. the Promised Land প্রতিশ্রুতির দেশ; (ক) ইসরাইলিদের জন্য ঈশ্বর কর্তৃক প্রতিশ্রুত উর্বর দেশ; কানান। (খ) ভবিষ্যৎ সুখের আশ্বাস; প্রতিশ্রুতি বহন করা: It promises to be a sunny day. promise well সাফল্যের প্রতিশ্রুতি বহন করা। promising (adjective) প্রতিশ্রুতিময়; সম্ভাবনাময়; প্রতিশ্রুতিপূর্ণ।
  • English Word promissory Bengali definition [প্রমিসারি America(n) প্রমিসোরি] (adjective) প্রতিশ্রুতিবহpromissory note কোনো বিশেষ তারিখে বা প্রার্থনামাত্র একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ কোনো ব্যক্তিকে কিংবা বাহককে প্রদান করার স্বাক্ষরিত প্রতিশ্রুতি প্রত্যর্থপত্র।
  • English Word promontory Bengali definition [প্রমান্‌ট্রি America(n) প্রমান্‌টোরি] (noun) [Countable noun] উপকূলরেখা থেকে অগ্রবর্তী উচ্চভূমি; উদগ্রভূমি; শৈলান্তরীপ
  • English Word promote Bengali definition [প্রামোট্] (verb transitive) (১) promote (to) পদোন্নতি দান করা; সংবর্ধিত করা: He will be promoted colonel/to the rank of colonel. (২) সংগঠিত ও চালু করতে সাহায্য করা; অগ্রগতিসাধনে সহায়তা করা; স্থাপন বা সংগঠিত করতে সাহায্য করা; প্রবর্তিত করা: promote a new business company; promote a bill in the Parliament; try to promote good feelings... promoter (noun) (বিশেষত) যে ব্যক্তি নতুন কোম্পানি প্রতিষ্ঠার কিংবা পেশাদার ক্রীড়াপ্রতিযোগিতা ইত্যাদির সংগঠনে সাহায্য করে; প্রবর্তক; প্রবর্ধক।
  • English Word promotion Bengali definition [প্রামোউশ্‌ন্‌] (noun) (১) [Uncountable noun] পদোন্নতিদান বা পদোন্নতি লাভ; পদোন্নতি; পদবৃদ্ধি; পদবর্ধন: win/gain promotion. (২) [countable noun]: He is expecting a promotion this year. (৩) প্রচার ইত্যাদির সাহায্যে উৎসাহদান; প্রবর্তন; প্রবর্ধনা: the promotion of a new products/a book; sales promotion.
  • English Word prompt 1 Bengali definition [প্রম্‌প্‌ট্‌] (adjective) সত্বর; ত্বরিত; চটপট; ক্ষিপ্র: a prompt reply; prompt payment. promptly (adverb) অবিলম্বে; চট করে; অচিরে; আশু। promptness (noun) ক্ষিপ্রতা; তৎপরতা।
  • English Word prompt 2 Bengali definition [প্রম্‌প্‌ট্‌] (verb transitive) (১) অনুপ্রেরিত/প্ররোচিত করা: prompted by patriotism. What prompted you to do such a thing? (২) অভিনয়কালে নিম্নস্বরে অভিনেতা-অভিনেত্রীদের সংলাপ স্মরণ করিয়ে দেওয়া; অনুপ্রেরিত করা (noun) prompt-box (নাট্যমঞ্চে) স্মারকের আসন। prompter (রঙ্গমঞ্চে) স্মারক।
  • English Word promptitude Bengali definition [প্রম্‌প্‌টিটিউড্ America(n) [প্রম্‌প্‌টিটূড্] (noun) [Uncountable noun] ক্ষিপ্রতা; সত্বরতা; তৎপরতা
  • English Word promulgate Bengali definition [প্রম্‌ল্‌গেইট্] (verb transitive) (১) (অধ্যাদেশ, আইন ইত্যাদি) প্রচার করা/সরকারিভাবে ঘোষণা করা; উদঘোষণ করা(২) জ্ঞান, বিশ্বাস, মতামত ইত্যাদি ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া; প্রকীর্তিত/প্রচারিত করাpromulgation [প্রম্‌ল্‌গেইশ্‌ন্‌] (noun) [Uncountable noun] উদঘোষণ; প্রকীর্তন।
  • English Word prone Bengali definition [প্রোন্] (adjective) (১) অধোমুখ; উপুড়; হেঁটমুখ: in a prone position; fall prone. (২) prone to প্রবণ; উন্মুখ; শীল; অধীন: prone to accidents/ error/anger/ idleness/superstition etc. accident-prone (adjective) দুঘর্টনাপ্রবণ। proneness (noun) প্রবণতা; উন্মুখতা।
  • English Word prong Bengali definition [প্রঙ্ America(n) প্রোঙ্] (noun) ফর্কের (কাঁটার) দুটি তীক্ষ্ণাগ্র দীর্ঘ অংশের যেকোনো একটি; শিখা; শূলpronged (adjective) (যৌগশব্দে) উল্লেখিত সংখ্যক শিখাবিশিষ্ট: a three-pronged fork, a three-pronged attack, (সামরিক) ত্রিমুখী আক্রমণ।
  • English Word pronominal Bengali definition [প্রোউনমিন্‌ল্] (adjective) সর্বনাম সম্বন্ধীয়; সর্বনামীয়
  • English Word pronoun Bengali definition [প্রোউনাউন্‌] (noun) সর্বনাম
  • English Word pronounce Bengali definition [প্রানাউন্‌স্] (verb transitive), (verb intransitive) (১) (বিশেষত আনুষ্ঠানিক ভাবে, ভাবগাম্ভীর্যের সঙ্গে বা সরকারিভাবে) ঘোষণা করা; জারি করা: The doctors pronounced him dead. The judgement will be pronounced next week. (২) অভিমত ব্যক্ত করা: The tea was tasted and pronounced first-rate. (৩) pronounce for/against somebody (আইন সম্বন্ধীয়) (আদালতে) রায় দেওয়াpronounce on/upon (প্রস্তাব) মতামত দেওয়া। (৪) (শব্দ) উচ্চারণ করা: Pronounce clearly. pronounceable [প্রানাউন্‌স্আব্‌ল্‌] (adjective) (ধ্বনিবিজ্ঞান, শব্দ) উচ্চার্য: easily pronounceable, সুখোচ্চার্য। pronounced (adjective) স্থিরনিশ্চিত; সুস্পষ্ট; সুপরিচ্ছন্ন; সুনির্দিষ্ট: a man of pronounced opinions. pronouncement (noun) [countable noun] আনুষ্ঠানিক বিবৃতি বা ঘোষণা; বিঘোষণ।
  • English Word pronto Bengali definition [প্রন্‌টোউ] (adverb) (অপশব্দ) চট করে; এক্ষুনি; ত্বরায়: You better get it done pronto.
  • English Word pronunciation Bengali definition [প্রানান্‌সিএইশ্‌ন্] (noun) (১) [Uncountable noun] উচ্চারণ: lessons in pronunciation. (২) [Uncountable noun] ব্যক্তির উচ্চারণের ধরন; উচ্চারণ(৩) [Countable noun] (শব্দবিশেষের) উচ্চারণ: the correct pronunciation of a word.
  • English Word proof 1 Bengali definition [প্রূফ্‌] (noun) (১) [Uncountable noun, Countable noun] প্রমাণ; সাক্ষ্যপ্রমাণ; সাবুদ; সাক্ষ্যসাবুদ; নিদর্শন: .Do you have any proof of that statement? We gave him an oil-painting as a proof of our regard. (২) প্রমাণীকরণ; প্রতিপাদন; প্রমাণ: capable of proof. প্রতিপাদনযোগ্য; প্রমাণযোগ্য; Can you produce documents in proof of claim? (৩) [countable noun] পরীক্ষা; যাচাই; কষ্টি: put something to the proof; stand the proof, কষ্টিতে টিকে যাওয়া। The proof of the pudding is in the eating (প্রবচন) কথায় নয়; কাজে পরিচয়। (৪) [countable noun] সংশোধনের জন্য মুদ্রিত প্রতিলিপি; প্রুফ: pass the proofs for press. proof-read (verb transitive), (verb intransitive) মুদ্রণ সংশোধন করা। proof-reader (noun) মুদ্রণশোধক; মুদ্রণসংশোধক। (৫) [uncountable noun] চোলাই করা সুরার শক্তির মান; প্রমাণ: This liquor is 20 per cent below proof. proof spirit মানসম্মত কোহলামিশ্রণ; মানসম্মত স্পিরিট।
  • English Word proof 2 Bengali definition [প্রূফ্‌] (adjective) proof (against) (কোনো কিছু থেকে) নিরাপদ বা সংরক্ষিত; প্রতিরোধক্ষম; অভেদ্য: proof against bullets; bullet-proof; waterproof footproof (adjective) অব্যর্থ; অমোঘ। (verb transitive) কোনো কিছু অভেদ্য বা প্রতিরোধক্ষম করা; (বিশেষত) পানিনিরোধক করা।
  • English Word prop 1 Bengali definition [প্রপ্‌] (noun) (১) (কোনো কিছু খাড়া রাখতে) আলম্ব; ঠেকনা; ঠেক; ঠেস; ঠেকা; খুঁটি: pit-props, কয়লার খনির ছাদ ধরে রাখার ঠেকনা; খুনির খুঁটি; clothes-prop (শুকানোর জন্য) কাপড়ের ঠেকা। (২) আশ্রয়; অবলম্বন: He is the prop of his family. □ (verb transitive) (propped, propping, props) prop something (up) ঠেকা/ঠেকনা দেওয়া; ঠেস দিয়ে রাখা: You can use this packet to prop the window open; to prop a ladder against a wall; to prop a patient (up) on the pillows.
  • English Word prop 2 Bengali definition [প্রপ্‌] (noun) propeller -এর কথ্যসংক্ষেপ; সঞ্চালক; পাখা। দ্রষ্টব্য turboprop.
  • English Word prop 3 Bengali definition [প্রপ্] (noun) (মঞ্চ) property(৫)- এর কথ্যসংক্ষেপ; সাজসরঞ্জাম
  • English Word propaganda Bengali definition [প্রপাগ্যানডা] (noun) [uncountable noun] (তুচ্ছার্থে) মতবাদ; তথ্য; মতামত; সরকারি বিবৃতি; প্রচারণা; রটনা; স্বপ্রচার: propaganda by government departments for public health/family planning; political propaganda, রাজনৈতিক মতপ্রচার/রটনা: (attributive(ly)) propaganda plays/film, স্বপ্রচারমূলক নাটক/চলচ্চিত্র। the Congregation/College of the Propaganda বিদেশে স্বধর্মপ্রচারের দায়িত্বে নিয়োজিত রোমান ক্যাথলিক কার্ডিনালদের পরিষদবিশেষ; ধর্মপ্রচারসভা। propagandist [প্রপাগ্যানডিস্‌ট্‌] (noun) তথ্যপ্রচারক; প্রচারকুশলী; রটনাবিদ। propagandize, propagandise [প্রপাগ্যানডাইজ্‌] (verb intransitive) স্বপ্রচার/রটনা করা (সচরাচর নিন্দার্থে)।
  • English Word propagate Bengali definition [প্রপাগেইট্] (verb transitive), (verb intransitive) (আনুষ্ঠানিক) (১) স্বাভাবিক প্রক্রিয়ায় (উদ্ভিদ, প্রাণী, ব্যাধি) সংখ্যাবৃদ্ধি করা; বংশবৃদ্ধি/বংশবিস্তার করা: propagate plants by taking cuttings. Diseases propagate rapidly in unhygienic environment. (২) ব্যাপকভাবে প্রচার করা; বিস্তার করা: propagate news/knowledge. (৩) সঞ্চারিত/পরিবাহিত হওয়া; vibration propagated through rock. (৪) (প্রাণী ও উদ্ভিদ) প্রজনন/বংশবিস্তার করাpropagator [প্রপাগেইটা(র্‌)] (noun) বংশবর্ধক; বংশবিস্তারক; প্রচারক। propagation [প্রপাগেইশ্‌ন্] (noun) [uncountable noun] বিস্তার; বংশবিস্তার; প্রচারণ: the propagation of disease by insects/of plants by cuttings.
  • English Word propane Bengali definition [প্রোউপেইন্‌] (noun) [Uncountable noun] জ্বালানি হিসেবে ব্যবহৃত বর্ণহীন গ্যাসবিশেষ। (C 3H 3); প্রোপেন
  • English Word propel Bengali definition [প্রাপেল্] (verb transitive) (propelled, propelling, propels) সম্মুখে চালানো; প্রচলিত করা: mechanically propelled vehicles, যান্ত্রিকভাবে চালিত যানবাহন; a propelling pencil, যে পেনসিলের সিস বাইরের খাপ ঘোরানোর সঙ্গে সঙ্গে সম্মুখে চালিত হয়; প্রচালনী পেনসিল। propellant, propellent [প্রাপেলান্‌ট্] (adjective), (noun) প্রচালক (নিমিত্ত); আগ্নেয়াস্ত্র থেকে গুলি প্রচালিত করার জন্য বিস্ফোরক; রকেট ইত্যাদি প্রচালিত করার জন্য জ্বালানি। propeller (noun) জাহাজ বা বিমান চালনার জন্য একটি ঘূর্ণায়মান দণ্ডের সঙ্গে যুক্ত দুই বা ততোধিক প্যাঁচানো ফলক; প্রচালক; পাখা। দ্রষ্টব্য air-screw.