Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word preposterous Bengali definition [প্রিপস্‌টারাস্‌] (adjective) সম্পূর্ণ অযৌক্তিক; উদ্ভট; অসম্ভবpreposterously (adverb) অযৌক্তিভাবে ইত্যাদি।
  • English Word preppy Bengali definition (অপিচ preppie) [প্রেপি] (noun) (America(n) অনানুষ্ঠানিক) যে ব্যক্তি অত্যন্ত ব্যয়বহুল বিদ্যালয়ে যেতে পছন্দ করে
  • English Word prepuce Bengali definition [প্রীপিউস্‌] (noun) (ব্যবচ্ছেদবিদ্যা) লিঙ্গাগ্রত্বক; অগ্রত্বক
  • English Word prerecord Bengali definition [প্রীরিকোড্‌] (verb transitive) (বেতার, টিভি ইত্যাদির অনুষ্ঠান ফিতা বা ডিস্কে) পূর্বাহ্ণেই ধারণ করা
  • English Word prerequisite Bengali definition [প্রীরেকোয়িজিট্] (noun), (adjective) অন্যকিছুর শর্ত হিসেবে আবশ্যকীয় (বস্তু); পূবাকাঙ্ক্ষিত; পূর্বাবশ্যক; পূর্বাপ্রেক্ষিত: 50 per cent marks at HSC is prerequisite for admission to this course.
  • English Word prerogative Bengali definition [প্রিরগেটিভ] (noun) [Countable noun] (বিশেষত কোনো শাসকের) বিশেষ অধিকার; বিশেষাধিকার; প্রাধিকার: the prerogative of pardon, যেমন দণ্ডিত অপরাধীকে ক্ষমা করার অধিকার। the Royal Prerogative (British/Britain) সংসদ নিরপেক্ষভাবে কাজ করার (নিছক তাত্ত্বিক) অধিকার; রাজকীয় বিশেষাধিকার।
  • English Word presage Bengali definition [প্রিসিজ্] (noun) [Countable noun] (আনুষ্ঠানিক)= presentiment; (বিশেষত অশুভ বা অনাকাঙ্ক্ষিত কিছুর) পূর্ববোধ/অগ্রবোধ; পূর্বলক্ষণ; পূর্বাভাস (verb transitive) [প্রিসেইজ্‌] পূর্বাভাস দেওয়া; পূর্বলক্ষণ হওয়া: The heavy rain presages floods.
  • English Word Presbyterian Bengali definition [প্রেজ্‌বিটিআরিআন্‌] (adjective) Presbyterian Church সমমর্যাদার যাজকমণ্ডলী কর্তৃক পরিচালিত গির্জাসংগঠনবিশেষ (ইংল্যান্ডে ১৯৭২ অব্দে এই চার্চ কংগ্রিসশনাল চার্চের সঙ্গে একত্রিত হয়ে ইউনাইটেড রিফর্মড চার্চ গঠিত হয়); প্রেজবিটেরিয়ান চার্চ। (দ্রষ্টব্য বিশপশাসিত episcopal). □ (noun) উক্ত চার্চের সদস্য। Presbyterianism [প্রেজ্‌বিটিআরিনিইজাম্] (noun) যাজকমণ্ডলী পরিচালিত গির্জাপ্রশাসন; উক্ত চার্চের সদস্যদের মতবিশ্বাস।
  • English Word presbytery Bengali definition [প্রেজবিট্রি America(n) প্রেজবিটেরি] (noun) (১) (plural presbyteries) [Countable noun] (গির্জায়) পূর্বদিকে বেদি এবং গায়কদলের জন্য নির্দিষ্ট স্থানের পরবর্তী অংশ; গর্ভাগার(২) (আঞ্চলিক) প্রেজবিটেরিয়ান চার্চের নির্বাহী পরিষদ(৩) রোমান ক্যাথলিক গ্রামযাজকের বাসভবন
  • English Word prescient Bengali definition [প্রেসিআন্‌ট্‌] (adjective) (আনুষ্ঠানিক) ভবিষ্যদ্দর্শী; ভবিষ্যজ্ঞানীpresciently (adverb) ভবিষ্যদ্দর্শিতার সঙ্গে, ভবিষ্যতের মতো ইত্যাদি। prescience [প্রেসিআন্‌স্‌] (noun) পূর্বজ্ঞান; ভবিষ্যজ্ঞান।
  • English Word prescribe Bengali definition [প্রিস্‌ক্রাইব্] (verb transitive), (verb intransitive) (১) prescribe something (for something) পরামর্শ বা নির্দেশ দেওয়া; বিহিত করা: prescribed textbooks নির্দিষ্ট/নির্ধারিত পাঠ্যপুস্তক। (২) কর্তৃত্বসহকারে অনুসরণীয় কর্মপন্থা নির্দেশ করা; নির্দিষ্ট/নির্ধারিত করা: penalties prescribed by the law; prescribed form.
  • English Word prescript Bengali definition [প্রীস্‌ক্রিপ্‌ট্‌] (noun) অধ্যাদেশ; আদেশ; বিধান
  • English Word prescription Bengali definition [প্রিস্‌ক্রিপশ্‌ন্] (noun) [Uncountable noun, countable noun] বিধান; নির্দেশ; (বিশেষত চিকিৎসাশাস্ত্র) ব্যবস্থাপত্র; উপচারবিধি; ওষুধ: prescription charges, (British/Britain) জাতীয় স্বাস্থ্যসেবার অধীনে ব্যবস্থাপত্রের জন্য প্রার্থিত অর্থ।
  • English Word presence Bengali definition [প্রেজ্‌ন্‌স্‌] (noun) [Uncountable noun] (১) উপস্থিতি; বর্তমানতা; বিদ্যমানতা; প্রত্যক্ষতাpresence of mind স্থিরচিত্ততা, দ্রষ্টব্য mind 1 (২). (২) চালচলন; আকৃতি প্রকৃতি; রূপ: a man of noble presence.
  • English Word present 1 Bengali definition [প্রেজ্‌ন্‌ট্‌] (adjective) (১) উপস্থিত; হাজির; বিদ্যমান; বর্তমান; প্রত্যক্ষpresent company excepted (কথ্য) কোনো মন্তব্য উপস্থিত ব্যক্তিদের কারো সম্বন্ধে প্রযোজ্য নয় বোঝানোর জন্য; উপস্থিত ব্যক্তিদের বাদ দিয়ে। দ্রষ্টব্য absent 1 (১). (২) বর্তমানে আলোচনাধীন; বক্ষ্যমান; আলোচ্য; প্রস্তুত; in the present case. (৩) এখন বিদ্যমান; বর্তমান: the present government. (৪) present to: present to the mind/imagination, মনে/কল্পনায় উপস্থিত/জাগরুক(৫) (পুরাতনী) হাতের কাছেই পাওয়া যায় এমন; সময়োচিত: ‘a very present help in trouble’. □ (noun) (১) the present সাম্প্রতিক কাল; বর্তমান কাল; (ব্যাকরণ) বর্তমান কাল। at present এখন; বর্তমানে। for the present এখনকার মতো; আপতত। (২) by these presents (আইন সম্বন্ধীয়) বর্তমান দলিলবলে
  • English Word present 2 Bengali definition [প্রেজ্‌ন্‌ট্] (noun) উপহার; উপঢৌকন; দক্ষিণা; প্রীতিদানmake somebody a present of something কাউকে কোনো কিছু দিয়ে দেওয়া: I’ll make you a present of my watch.
  • English Word present 3 Bengali definition [প্রিজেন্‌ট্‌] (verb transitive) (১) present something to somebody; present somebody with something দেওয়া; দান/প্রদান করা; উপস্থাপন/পেশ করা; উপস্থিত/নিবেদন করা; উপহারস্বরূপ দেওয়া: present cheque at the bank; the umbrella that was presented to him on his retirement; present a petition to the President; present one’s compliments/greetings, etc (শিষ্টাচারমূলক বাক্যাংশে)। (২) present somebody to somebody আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া; উপস্থাপন করা(৩) (reflix) উপস্থিত/হাজির হওয়া: present oneself at a party; present oneself for trial/examination. (৪) দেখানো; প্রদর্শন/প্রকাশ করা; উন্মোচিত; প্রকটিত করা: to present a bold front to the world, জগৎকে দেখিয়ে দেওয়া যে দুঃখদুর্দশা সে সাহসের সঙ্গে মোকাবিলা করতে জানে: He seized the opportunity as soon as it presented itself. (৫) (নাট্যদল বা দলের অধিকারী সম্বন্ধে) মঞ্চস্থ/প্রযোজনা করা; (কোনো অভিনেতাকে দিয়ে) অভিনয় করানো/কোনো ভূমিকায় উপস্থাপিত করা: The National theatre will present the ‘Tempest’ next week/will present Tom Hill as Brutus in ‘Julius Caeser’. (৬) present something at somebody (অস্ত্র) তাক করা; বাগিয়ে ধরা: The kidnapper presented a pistol at the victim. (৭) অভিবাদনের জন্য (রাইফেল ইত্যাদি) সম্মুখে খাড়া করে ধরে রাখা: Present arms! অস্ত্র প্রদর্শন করুন! □ (noun) অভিবাদনকালে অস্ত্রের অবস্থান; অস্ত্রপ্রদর্শন: at the present লম্বরূপে অস্ত্র ধারণপূর্বক।
  • English Word presentable Bengali definition [প্রিজেন্‌টাব্‌ল্] (adjective) প্রদর্শনযোগ্য; দর্শনীয়; পাঙ্‌ক্তেয়: This old tie is still presentable; a presentable girl. presentably [প্রিজেন্‌টাব্‌লি] (adverb) দর্শনীয়ভাবে।
  • English Word presentation Bengali definition [প্রেজ্‌ন্‌টেইশ্‌ন্‌ America(n) প্রীজেন্‌টেইশ্‌ন্‌ (noun) [Uncountable noun, countable noun] উপহার; নিবেদন; উপস্থাপন: the presentation of a new play; a presentation copy; a cheque payable on presentation.
  • English Word presentiment Bengali definition [প্রিজেন্‌টিমান্‌ট্] (noun) [Countable noun] (আনুষ্ঠানিক) (বিশেষত অপ্রীতিকর বা অবাঞ্ছিত) কিছু ঘটতে যাচ্ছে বলে অস্পষ্ট অনুভূতি; পূর্ববোধ; অগ্রবোধ; পূর্বানুভূতি
  • English Word presently Bengali definition [প্রেজ্‌ন্‌ট্‌লি] (adverb) (১) অচিরে; এক্ষুনি(২) (America(n)) বর্তমানে; অধুনা; ইদানীং: The chairman is presently on a tour.
  • English Word preservation Bengali definition [প্রেজাভেইশ্‌ন্‌] (noun) [Uncountable noun] (১) রক্ষা; রক্ষণ; সংরক্ষা; সংরক্ষণ; পরিরক্ষণ; ত্রাণ: preservation of one’s health; the preservation of food; the preservation of peace. (২) সংরক্ষিত অবস্থা: ancient skeletons in an excellent state of preservation.
  • English Word preservative Bengali definition [প্রিজ:ভাটিভ] (noun) সংরক্ষণের উপায়রূপে ব্যবহৃত পদার্থ; সংরক্ষকদ্রব্য; রক্ষণোপায়: fresh juice free from preservatives. □ (adjective) সংরক্ষক।
  • English Word preserve Bengali definition [প্রিজা:ভ] (verb transitive) preserve (from) (১) রক্ষা/ত্রাণ করা: to preserve children from evil influences. (২) পচন থেকে রক্ষা করা; সংরক্ষণ করা: preserve fruits/eggs. (৩) ক্ষতির হাত থেকে বাঁচানো; রক্ষা করা: preserve one’s health. (৪) পশুপাখি, মাছ ইত্যাদিসহ নদী, হ্রদ প্রভৃতি সযত্নে রক্ষা করা; সংরক্ষিত/পরিরক্ষিত করা: The hunting in this forest is strictly preserved. (৫) (কারো নাম বা স্মৃতি) বাঁচিয়ে/টিকিয়ে/বর্তমান রাখা; রক্ষা করা: How many of his works are preserved? □ (noun) (১) (সাধারণত plural) সংরক্ষিত ফল; মোরব্বা(২) নদী, বন, প্রভৃতি যেসব স্থানে পশুপাখি, মাছ ইত্যাদি সংরক্ষণ করা হয়; সংরক্ষিত এলাকা: a game preserve. poach on another’s preserve (লাক্ষণিক) যেসব কর্মকাণ্ড, বিষয় ইত্যাদি অন্য কারো সঙ্গে বিশেষভাবে সম্পৃক্ত করে দেখা হয় তার অংশগ্রাহী হওয়া; অন্যের সংরক্ষিত এলাকায় অনুপ্রবেশ করা। preservable [প্রিজাভাব্‌ল্‌] (adjective) সংরক্ষণীয়; সংরক্ষণযোগ্য। preserver (noun) সংরক্ষক; রক্ষক; সংরক্ষণদ্রব্য।
  • English Word preside Bengali definition [প্রিজাইড্] (Verb intransitive) preside at সভাপতিত্ব/পৌরোহিত্য করাpreside over প্রধান, পরিচালক বা অধ্যক্ষ হওয়া: The academy is presided over by the Director General.
  • English Word presidency Bengali definition [প্রেজিডান্‌সি] (noun) (plural presidencies) (১) the presidency রাষ্ট্রপ্রধান বা সভাপতির পদ(২) রাষ্ট্রপ্রধান বা সভাপতির কার্যকাল; অধ্যক্ষতা; সভাপতিত্ব
  • English Word president Bengali definition [প্রেসিডান্‌ট্] (noun) (১) (নির্বাচিত) রাষ্ট্রপ্রধান; রাষ্ট্রপতি; কোনো সরকারি বিভাগ, ব্যবসাপ্রতিষ্ঠান, কলেজ, সমিতি ইত্যাদির প্রধান; অধ্যক্ষ, কর্মাধ্যক্ষ; অধ্যাসীন; সভাপতি; সভাধ্যক্ষ: He was made president of the cricket club/student’s union. The Prince of Wales is Honorary president of the Charity. presidential [প্রেজিডেন্‌শ্‌ল্] (adjective) রাষ্ট্রপতি বা তার কর্তব্য সম্বন্ধীয়: the presidential election, রাষ্ট্রপতিনির্বাচন; the presidential year, (America(n)) রাষ্ট্রপতি নির্বাচনের বছর।
  • English Word presidium Bengali definition [প্রিসিডিআম্] (noun) কোনো কোনো সমাজতান্ত্রিক দেশে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নির্বাহী পরিষদ; সভাপতিমণ্ডলী; অধ্যাসীনমণ্ডলী
  • English Word press 1 Bengali definition [প্রেস্‌] (noun) (১) চাপ; পীড়ন; মোচড়ানো; ঠেলা: a press of the hand; give something a light press. (২) চাপপ্রয়োগের জন্য যন্ত্র; প্রেষণযন্ত্র: a wine-press; keep one’s (tennis) racket in a press, র‌্যাকেট চাপযন্ত্রের মধ্যে রাখা; an oil-press, ঘানি; a hydraulic press. (৩) (সাধারণত the press) সংবাদপত্র; সাময়িকপত্র; সামগ্রিকভাবে সংবাদপত্র প্রতিষ্ঠান; সাংবাদিকগণ: The liberty/freedom of the press. The novel was favourably noticed by the press. press-agent (noun) নাট্যদল, অভিনেতা, গায়কবাদক প্রভৃতি কর্তৃক সংবাদপত্রে প্রচারের কাজে নিয়োজিত ব্যক্তি; সংবাদপত্র প্রতিনিধি। press-agency (noun) সংবাদপত্রে প্রতিনিধিত্ব। press-box (noun) ফুটবল, ক্রিকেট প্রভৃতি খেলায় সংবাদপত্রের প্রতিবেদকদের জন্য সংরক্ষিত স্থান। press conference (noun) (মন্ত্রী, সরকারি কর্মকর্তা কর্তৃক আহূত) সংবাদ সম্মেলন। press-cutting/-clipping (noun(s)) সংবাদপত্র বা সাময়িকী থেকে কেটে-রাখা রচনা, অনুচ্ছেদ ইত্যাদি। press-gallery (noun) সংসদে (হাউস অব কমনসে) সাংবাদিকদের জন্য সংরক্ষিত আসন; সাংবাদিক-গ্যালারি। press-lord (noun) প্রভাবশালী সংবাদপত্রের মালিক। press-photographer (noun) সংবাদপত্রের আলোকচিত্রী press-release (noun) সংবাদবিজ্ঞপ্তি। (৪) মুদ্রণালয়; ছাপাখানা; প্রকাশনালয়: Cambridge University press; মুদ্রাযন্ত্র (অপিচ printing-press): in the press, ছাপা হচ্ছে এমন; যন্ত্রস্থ; go to the press, ছাপতে শুরু করা; correct the press, ছাপার ভুল সংশোধন করা; send a manuscript to the press, পাণ্ডুলিপি ছাপতে দেওয়া। (৫) ঠেলাঠেলি: lost in the press. (৬)= pressure; চাপ: the press of modern life. (৭) কাপড়চোপড়, বই ইত্যাদি রাখার জন্য সাধারণত প্রাচীরগর্ভস্থ তাকযুক্ত আলমারিpress-mark (noun) গ্রন্থাগারের তাকে বইয়ের স্থান নির্দেশ করার জন্য অঙ্কিত চিহ্ন বা সংখ্যা; পঙক্তিচিহ্ন। (৮) press of sail/canvas (নৌচালনবিদ্যা) বাতাসের বেগ অনুযায়ী যতটা পাল খাটানো যায়
  • English Word press 2 Bengali definition [প্রেস্] (Verb transitive), (verb intransitive) (১) চাপ দেওয়া; চাপা; টেপা; পীড়ন করা: press (down) the accelerator pedal; press the button; press the trigger. press-up (noun) (plural press-ups) ব্যায়ামবিশেষ; এতে উপুড় হয়ে শুয়ে হাত ছড়িয়ে হাতের তালুতে ভর দিয়ে শরীর-নিচ করা হয়; ডন। press-stud, দ্রষ্টব্য snap (৫). (২) ইস্ত্রি করা; সংকুচিত করা; নিংড়ানো; নিষ্পেষণ/পিষ্ট করা; মলা; দলা: a suit/shirt; press grapes; pressed beef, টিনের বাক্সে ভরার জন্য যে গোমাংস সিদ্ধ ও পিষ্ট করা হয়েছে; পিষ্ট গোমাংস। (৩) শত্রুর নিকটবর্তী অবস্থা থেকে আক্রমণ পরিচালনা করা; চাপ সৃষ্টি করা: press the enemy hard, প্রচণ্ড বিক্রমে আক্রমণ করা: press (home) an attack দৃঢ়তার সঙ্গে আক্রমণ চালিয়ে যাওয়া: press a point borne, (লাক্ষণিক) (তর্কবিতর্কের সময়ে) জোরালো বক্তৃতার সাহায্যে সমর্থন, ঐকমত্য ইত্যাদি অর্জন করা, নিজ বক্তব্য প্রতিষ্ঠিত করা; be hard pressed, প্রচণ্ড আক্রমণের মুখোমুখি হওয়া, প্রচণ্ডভাবে আক্রান্ত হওয়। (৪) press for বারবার অনুরোধ/পীড়াপীড়ি করা; জরুরি তাগাদা/চাপ দেওয়া; সনির্বন্ধ অনুরোধ করা: press for an enquiry into a question. (৫) be pressed for টানাটানি/অনটন হওয়া: be pressed for money/space/time. (৬) হুমড়ি খেয়ে পড়া; ঘিরে/ছেঁকে ধরা: crowds pressing against the barriers/ pressing round the royal visitors. (৭) press (somebody) for something, press (somebody) to do something পীড়াপীড়ি করা; চাপ দেওয়া; নির্বন্ধ করা: press (somebody) for an answer; press somebody for an answer; press somebody for a debt. press somebody on/upon somebody নেওয়ার জন্য পীড়াপীড়ি করা; চাপিয়ে দেওয়া: I did not press the money on you; press one’s opinion on others. (৮) মনোযোগ বা উপযুক্ত ব্যবস্থা দাবি করা: a pressing matter, অতি জরুরি বিষয়। (৯) Time presses সময় বসে থাকছে না; সময় দ্রুত এগিয়ে চলেছে(১০) স্নেহ-ভালোবাসা বা সহানুভূতি দেখানোর জন্য (কারো হাত, বাহু ইত্যাদিতে) মৃদু চাপ দেওয়া; জড়িয়ে ধরা: The overjoyed father pressed the son to his chest. (১১) press (down) on/upon somebody ভার/বোঝা হয়ে বসা; নিষ্পিষ্ট/ নিপীড়িত করা: The responsibilities of his new office press heavily upon him. (১২) press on/forward (with something) দৃঢ়তার সঙ্গে দ্রুত এগিয়ে চলা/যাওয়া; চালিয়ে যাওয়া: press on with one’s work. The soldiers pressed forward as the enemy pursued them. pressing (noun) একই ছাঁচ থেকে তৈরি অভিন্নরূপ বহু গ্রামোফোন রেকর্ডের একটি; মুদ্রণ: make and sell 10,000 pressings of a concert. □ (adjective) (১) অতি জরুরি; pressing business. (২) (অনুরোধ) সাগ্রহ; সনির্বন্ধ: a pressing invitation. pressingly (adverb) সনির্বন্ধ; সাগ্রহে।