Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word prehensile Bengali definition [প্রীহেন্‌সাইল্ America(n) [প্রীহেন্‌স্‌ল্] (adjective) (লেজ, পা) আঁকড়ে ধরতে সক্ষম (যেমন বানরের পা); পরিগ্রাহী
  • English Word prehistoric Bengali definition [প্রীহিস্‌টরিক্ America(n) [প্রীহিস্‌টোরিক্], prehistorical [প্রীহিস্‌টরিক্‌ল্] (adjective) প্রাগৈতিহাসিকprehistory [প্রীহিস্‌ট্রি] (noun) প্রাগৈতিহাসিক যুগ, বিষয় বা বিবরণ।
  • English Word prejudge Bengali definition [প্রীজাজ্‌] (verb transitive) সাক্ষ্যপ্রমাণ গ্রহণ কিংবা তদন্ত না করেই কোনো ব্যক্তি, কর্ম, অভিপ্রায় ইত্যাদি সম্বন্ধে মন স্থির করা; বিনা বিচারে সিদ্ধান্ত নেওয়া; পূর্বনিষ্পত্তি করাprejudgement (noun) বিনাবিচারে সিদ্ধান্ত গ্রহণ; পূর্বনিষ্পত্তি; পূর্বনির্ণয়।
  • English Word prejudice Bengali definition [প্রেজুডিস্] (noun) (১) [Uncountable noun, Countable noun] পর্যাপ্ত জ্ঞান বা অভিজ্ঞতা অর্জনের আগেই মতামত বা পছন্দ বা অপছন্দ; সংস্কার; পূর্বসংস্কার; দূরাগ্রহ: racial prejudice; have a prejudice against/in favour of modem painting. (২) [Uncountable noun] (আইন সম্বন্ধীয়) কোনো কার্য বা বিচারের ফলে যে ক্ষতি ঘটতে পারে; হানি; to the prejudice of somebody’s rights, (সম্ভাব্য) অধিকারহানিwithout prejudice (to) বিদ্যমান দাবি বা অধিকারকে ক্ষুণ্ণ না করে। (verb transitive) prejudice somebody (against/in favour of somebody/something) (১) কারো মনে পূর্বসংস্কার জন্মানো; পক্ষপাতদুষ্ট করা(২) (কারো স্বার্থ ইত্যাদি) হানি; ক্ষুণ্ণ করা: You may prejudice your claim, if you ask too much.
  • English Word prelacy Bengali definition [প্রেলাসি] (noun) (plural prelacies) (১) প্রেলাট (prelate দ্ৰষ্টব্য) এর পদ, দফতর বা এখতিয়ার(২) the prelacy প্রেলাটমণ্ডলী
  • English Word prelate Bengali definition [প্রেলাট্] (noun) বিশপের সমপর্যায়ের কিংবা তদৃষ্ট পদ মর্যাদার খ্রিষ্টীয় যাজক
  • English Word prelim Bengali definition [প্রিলিম্] (noun) preliminary-র কথ্যসংক্ষেপ, (ক) প্রাথমিক পরীক্ষা। (খ) (plural) [প্রীলিম্‌জ্‌] পুস্তকের মূল পাঠের অগ্রবর্তী পৃষ্ঠাসমূহ (বইয়ের শিরোনাম, সূচিপত্র ইত্যাদি); গ্রন্থাভাষ।
  • English Word preliminary Bengali definition [প্রিলিমিনারি America(n) প্রিলিমিনেরি] (adjective) প্রাথমিক; প্রারম্ভিক; আদ্য: a preliminary examination; a few preliminary remarks. □ (verb transitive) (plural preliminaries) (সাধারণত past participle) আরম্ভকর্ম; আদ্যাঙ্গ; আদ্যকৃত্য; the usual preliminaries to a science conference (যেমন কার্যনির্বাহীপ্রণালি ও আলোচ্যসূচি নিয়ে বাকবিতণ্ডা)।
  • English Word prelude Bengali definition [প্রেলিউড্‌] (noun) [Countable noun] (১) prelude to কোনো কাজ, ঘটনার উপক্রমণিকাস্বরূপ অন্য কোনো কাজ, ঘটনা ইত্যাদি; প্রস্তাবনা; পূর্বসূচক; উপক্রম(২) (সংগীত) বহু অংশে বিভক্ত সাংগীতিক রচনার প্রারম্ভিক বাদ্যতরঙ্গ; পূর্বরঙ্গ; প্রস্তাবনা
  • English Word premarital Bengali definition [প্রীম্যারিট্‌ল্‌] (adjective) বিবাহপূর্ব; প্রাকবৈবাহিক
  • English Word premature Bengali definition [প্রীমাটিউআ(র্‌) America(n) প্রীমাটুআর্] (adjective) যথাকালের পূর্বেই ঘটে/করে এমন কিংবা যথাকালের পূর্বেই কৃত বা ঘটিত; অপূর্ণকালিক; অকালিক; অপ্রাপ্তকাল: premature decay of the teeth; premature birth; a premature baby, গর্ভধারণের ৩৮তম সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই যার জন্ম
  • English Word premeditate Bengali definition [প্রীমেডিটেইট্] (verb transitive) (কোনো কিছু) পূর্বেই বিবেচনা বা পরিকল্পনা করা; পূর্বপরিকল্পনা করা: a premeditated murder পূর্বপরিকল্পিত খুন। premeditation [প্রীমেডিটেইশ্‌ন্‌] (noun) পূর্বপরিকল্পনা; পূর্ববিবেচনা; পূর্বচিন্তা।
  • English Word premier Bengali definition [প্রেমিএআ(র্‌) America(n) প্রিমিআর্‌] (noun) গুরুত্ব বা অবস্থানগত দিক দিয়ে প্রথম (noun) (বিশেষত গণমাধ্যমে) সরকারপ্রধান।
  • English Word premise, prem-iss Bengali definition [প্রেমিস্] (noun) (১) তর্কের ভিত্তিস্বরূপ উক্তি বা বাক্য; প্রতিজ্ঞা(২) ন্যায়ের প্রথম দুটি অংশের যেকোনো একটি; অবয়ব: the minor premise, পক্ষাবয়ব (যেমন ‘তুমি মনুষ্য’)। (৩) (plural) বহির্বাটি, জমি ইত্যাদিসহ বাড়ি বা ভবন
  • English Word premium Bengali definition [প্রীমিআম্] (noun) (plural premiums) (১) বিমার কিস্তি বা কিস্তির পরিমাণ(২) পুরস্কার; পারিতোষিক; প্রতিদান: a premium for good conduct. Premium Bond (British/Britain) সরকারি তমশুকবিশেষ, যা সুদের বদলে লটারিতে পুরস্কার প্রাপ্তির সুযোগ দেয়। put a premium on something (কোনো বিশেষ আচরণ বা কাজ) কারো পক্ষে লাভজনক/লোভনীয় করে তোলা: Does financial disorders put a premium on speculation? (৩) উপরি; অধিহার: I had to pay agent a premium before I could hire an office boy. (৪) (শেয়ার ও স্টক সম্বন্ধে) নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম; অধিকমূল্য; অধিহার: He bought the shares at a premium. at a premium (লাক্ষণিক) অতিমহার্ঘ বলে বিবেচিত; অতিসমাদৃত।
  • English Word premiѐre Bengali definition [প্রেমিএআ(র্‌) America(n) প্রিমিআর্] (noun) নাটকের প্রথম অভিনয় কিংবা চলচ্চিত্রের (film-premiѐre) প্রথম প্রকাশ্য প্রদর্শনী
  • English Word premonition Bengali definition [প্রীমানিশ্‌ন্] (noun) [Countable noun] (আসন্ন বিপদ ইত্যাদির) হুঁশিয়ারিরূপে বিবেচিত অস্বস্তিবোধ; পূর্ববোধ: have a premonition of death. premonitory [প্রিমনিটারি America(n) প্রীমানিটোরি] (adjective) পূর্ববোধক।
  • English Word prenatal Bengali definition [প্রীনেইট্‌ল্‌] (adjective) জন্মপূর্ব
  • English Word preoccupation Bengali definition [প্রীঅকিউপেইশ্‌ন্] (noun) [Uncountable noun] (১) মনের যে অবস্থায় কোনো কিছু একটি ব্যক্তির সমস্ত চিন্তাকে অধিকার করে; চিন্তাবিষ্টতা; চিন্তাকুলতা(২) [Countable noun] যে বস্তু বা বিষয় কোনো ব্যক্তির সমস্ত চিন্তাকে অধিকার করে; সার্বক্ষণিক চিন্তা/ভাবনা: My greatest preoccupation now is to find a suitable residence.
  • English Word preoccupy Bengali definition [প্রীঅকিউপাই] (verb transitive) (past tense, past participle preoccupied) কারো সমস্ত মন, মনোযোগ বা চিন্তাকে অধিকার বা আচ্ছন্ন করা: preoccupied by family troubles, পারিবারিক অশান্তিতে আচ্ছন্নচিত্ত।
  • English Word preordian Bengali definition [প্রীওডেইন্] (verb transitive) পূর্বনির্ধারণ বা পূর্বনির্ধারিত করা
  • English Word prep Bengali definition [প্রেপ্‌] (noun) (স্কুলের ছাত্রদের অপশব্দ) (ক) বাড়ির কাজ; প্রস্তুতি। (খ)= preparatory school.
  • English Word prepackaged Bengali definition [প্রীপ্যাকিজ্‌ড], prepacked [প্রীপ্যাক্‌ট্‌] (adjective) (পণ্য) বিক্রির জন্য দোকানে সরবরাহ করার আগেই মোড়ক বাঁধা
  • English Word preparation Bengali definition [প্রেপারেইশ্‌ন্‌] (noun) (১) [Uncountable noun] প্রস্তুতকরণ; প্রস্তুতি; আয়োজন: The breakfast is in preparation. (২) [Countable noun] (সাধারণত plural) প্রস্তুতি; প্রয়োজন: preparations for a journey. (৩) [Uncountable noun] (কথ্যসংক্ষেপ prep) বাড়ির কাজ। [Countable noun] বিশেষভাবে প্রস্তুত ওষুধ, খাদ্য ইত্যাদি: pharmaceutical preparations, প্রস্তুত ওষুধ।
  • English Word preparatory Bengali definition [প্রিপ্যারাট্রি America(n) প্রিপ্যারাটোরি] (adjective) প্রস্তুতিমূলক; প্রারম্ভিক; সিদ্ধতাজনক: preparatory measures/training. preparatory to প্রস্তুতিস্বরূপ; পূর্বে। preparatory school (বিশেষত ইংল্যান্ডে) যে বেসরকারি বিদ্যালয়ে ছাত্রদের উচ্চতর (বিশেষত পাবলিক) স্কুলে ভর্তি হওয়ার জন্য প্রস্তুত করানো হয়; (America(n)) (সাধারণত বেসরকারি) বিদ্যালয়, যেখানে ছাত্রদের কলেজে ভর্তির জন্য প্রস্তুত করানো হয়; প্রস্তুতিমূলক বিদ্যালয়।
  • English Word prepare Bengali definition [প্রিপেআ(র্‌)] (Verb transitive), (verb intransitive) (১) prepare (for) প্রস্তুত/তৈরি হওয়া বা করা; আয়োজন করা: prepare one’s lessons; prepare a pupil for an examination. (২) be prepared to প্রস্তুত থাকা বা হওয়া: We are prepared to honour our commitments. preparedness [প্রিপেআরিড্‌নিস্] (noun) [uncountable noun] প্রস্তুতত্ব; The man was in a state of preparedness.
  • English Word prepay Bengali definition [প্রীপেই] (verb transitive) (Past tense, past participle pre-paid [প্রীপেইড্]) আগাম দেওয়াprepaid (part), (adjective) আগাম পরিশোধিত: a prepaid reply.
  • English Word preponderant Bengali definition [প্রিপন্‌ডারান্‌ট্] (adjective) (আনুষ্ঠানিক) ভার, সংখ্যা, শক্তি ইত্যাদি মহত্তর; প্রবলতর; অধিকতর সামর্থ্যযুক্তpreponderantly (adverb) preponderance [প্রিপন্‌ডারান্‌স্‌] (noun) ভারাক্রান্ত; সংখ্যাধিক্য; প্রভাবাধিক্য; প্রভাবাতিরেক; প্রবলতা; প্রাধান্য; প্রাবল্য।
  • English Word preposition Bengali definition [প্রেপাজিশ্‌ন্‌] (noun) স্থান, দিক, উৎস, পদ্ধতি ইত্যাদি নির্দেশ করার জন্য প্রায়ই noun ও pronoun- এর পূর্বে ব্যবহৃত সুনির্দিষ্ট শব্দ বা শব্দগুচ্ছ (যেমন from, in, on, on behalf of, out of, to); প্রসর্গ। prepositional [প্রেপাজিশান্‌ল্‌] (adjective) প্রাসঙ্গিক; প্রসর্গযুক্ত। prepositional phrase (ক) প্রসর্গরূপে ব্যবহৃত বাক্যাংশ (যেমন in front of, on top of) প্রাসঙ্গিক বাক্যাংশ। (খ) প্রসর্গযুক্ত noun বা noun phrase (যেমন in the night; over the sea[s]; প্রসর্গযুক্ত বাক্যাংশ।
  • English Word prepossess Bengali definition [প্রীপাজেস্‌] (verb transitive) (আনুষ্ঠানিক) কারো মনে (সাধারণত অনুকূল) অনুভূতি সৃষ্টি করা; চিত্ত আকর্ষণ করা; মন জয়/অধিকার করা: He was prepossessed by the young lady’s charms. prepossessing (adjective) চিত্তাপহারী; চিত্তাকর্ষক: a girl of prepossessing appearance. prepossession [প্রীপাজেশ্‌ন্‌] (noun) প্রথম দর্শনেই অনুকূল অনুভূতি; আগ্রহ।