P পৃষ্ঠা ৪৫
- English Word precast Bengali definition [প্রীকা:স্ট্ America(n) প্রীক্যাস্ট্] (adjective) (শানবাঁধানো সম্বন্ধে) নির্মাণের উপকরণরূপে ব্যবহারের জন্য চুনসুরকির বড় বড় খণ্ডে পূর্বেই ঢালাইকৃত; পূর্বসন্ধিত; পূর্বঢালাইকৃত।
- English Word precation Bengali definition [প্রিকেইশ্ন্] (noun) (অপিচ pre-cation, 'pre' আর 'vacation' মিলে তৈরি) নতুন চাকরি শুরুর আগে নেওয়া বা পাওয়া বিনোদন ছুটি। এটা সাধারণত পেইড ভ্যাকেশন: Precation doesn’t solve everything.
- English Word precaution Bengali definition [প্রিকোশ্ন্] (noun) [Uncountable noun, Countable noun] ঝুঁকি এড়ানোর জন্য পূর্বেই গৃহীত সতর্কতামূলক ব্যবস্থা; আগাম হুঁশিয়ারি; পূর্বসমীক্ষা: take precautions against fire. precautionary [প্রিকোশানারি America(n) প্রিকোশ্নেরি] (adjective) সতর্কতামূলক; হুঁশিয়ারিমূলক।
- English Word precede Bengali definition [প্রিসীড্] (verb transitive), (verb intransitive) (স্থান, কাল বা পরম্পরায়) অগ্রগামী/পূর্বগামী/অগ্রবর্তী/পূর্ববর্তী/পুরোগামী হওয়া: in the preceding paragraph; the paragraph that precedes; the calm that preceded storm; the Mayor, preceded by the mace-bearer. preceding (adjective) পূর্ববর্তী; পুরোগত; পুরোগামী।
- English Word precedence Bengali definition [প্রেসিডেন্স্] (noun) [Uncountable noun] অগ্রপদ বা অগ্রবর্তিতার অধিকার; অগ্রাধিকার; অগ্রগণ্যতা। have/take precedence (over) অতিষ্ঠা/অগ্রগণ্যতা লাভ করা: At the moment, relief operations takes precedence over everything.
- English Word precedent Bengali definition [প্রেসিডান্ট্] (noun) নজির; পূর্বনিদর্শন; পূর্বদৃষ্টান্ত। set/create/establish a precedent (for something) নজির/পূর্বদৃষ্টান্ত স্থাপন/সৃষ্টি করা। precedented (adjective) নজিরের দ্বারা সমর্থিত।
- English Word precept Bengali definition [প্রীসেপ্ট্] (noun) (১) [Uncountable noun] নৈতিক উপদেশ; নীতিবাক্য; হিতোপদেশ; অনুশাসন: Example is better than precept. (২) [Uncountable noun] বিধি; আচরণবিধি; বিধান।
- English Word preceptor Bengali definition [প্রীসেপ্টা(র্)] (noun) (আনুষ্ঠানিক) শিক্ষক; গুরু।
- English Word precession Bengali definition [প্রিসেশ্ন্] (noun) precession of the equinoxes যে পরিবর্তনের ফলে সূর্যের বিষুবরেখা অতিক্রমণের সময় প্রতি বছর এগিয়ে আসে।
- English Word prechristian Bengali definition [প্রীক্রিস্চান্] (adjective) খ্রিষ্টধর্ম প্রবর্তনের পূর্বকালীন; প্রাকখ্রিষ্টীয়।
- English Word precinct Bengali definition [প্রীসিঙ্ক্ট্] (noun) [Countable noun] (১) বিশেষত গির্জার প্রাচীরবেষ্টিত অঙ্গন; প্রাঙ্গণ; পরিসর: within the sacred precincts. (২) (America(n)) কাউন্টি, শহর বা মহল্লার উপবিভাগ; এলাকা; মণ্ডল: an election precinct; a police precinct. (৩) (plural) (শহরের) পরিপার্শ্ব; প্রতিবেশ; উপান্ত। (৪) সীমান্ত; পরিসীমা; সীমানা: within the city precincts. (৫) যে এলাকার ব্যবহার কোনো না কোনোভাবে পরিমিত বা সীমিত; সংরক্ষিত এলাকা। pedestrian precinct কেবল পথচারীদের জন্য নির্দিষ্ট (এবং যানবাহন চলাচলের জন্য নিষিদ্ধ) স্থান। shopping precinct বিপণি-এলাকা (কেবল কেনাকাটার জন্য)।
- English Word preciosity Bengali definition [প্রেশিঅসাটি] (noun) [Uncountable noun] অতিমার্জনা; কৃত্রিমতা precious(৪) দ্রষ্টব্য; [Countable noun] (plural preciosities) কৃত্রিমতার দৃষ্টান্ত।
- English Word precious Bengali definition [প্রেশাস্] (adjective) (১) বহুমূল্য ও অত্যন্ত সুন্দর; মহার্ঘ: precious metals, সুবর্ণাদি (সোনা, প্লাটিনাম); precious stones, রত্ন, মণি (হীরা, পদ্মরাগ ইত্যাদি)। (২) অতিমূল্যবান; প্রাণপ্রিয়; মহামূল্য: My children are precious to me. (৩) (কথ্য) (গুরুত্বসূচক) বদ্ধ; ডাহা: a precious fool. (৪) (ভাষা, নির্মাণকৌশল) অতিপরিশীলিত; কৃত্রিম; অতিমার্জিত। □ (adjective) (কথ্য) অতি: He has precious little money left (নেই বললেই চলে)। preciously (adverb) মহার্ঘরূপে। preciousness (noun) মহার্ঘতা; মহামূল্যতা।
- English Word precipice Bengali definition [প্রেসিপিস্] (noun) শিলা, ভৃগু বা পর্বতের উল্লম্ব বা অত্যন্ত খাড়া পিঠ; প্রপাত।
- English Word precipitate Bengali definition [প্রিসিপিটেইট্] (verb transitive) (১) (কোনো কিছু/কাউকে) উঁচুস্থান থেকে বেগে নিচে নিক্ষেপ করা; অধঃক্ষেপণ/অধঃক্ষিপ্ত করা; সবেগে নিপাতিত করা। precipitate somebody/something into something (কোনো অবস্থার দিকে) ঠেলে দেওয়া/নিপাতিত করা: precipitate a country into war. (২) (ঘটনা) আকস্মিকভাবে বা দ্রুত ঘটানো: precipitate a crisis; the events that precipitated his win. (৩) (রসায়ন) থিতানো; অধঃক্ষেপণ করা। (৪) (বাষ্পকে বিন্দুতে) ঘনীভূত করা (এইবিন্দুগুলিই বৃষ্টি বা শিশিররূপে ঝরে পড়ে)। □ (noun) যা কঠিন পদার্থ, ইত্যাদি রূপে ঘনীভূত হয়; অধঃক্ষেপ। □ (adjective) [পিসিপিটাট্] অতিক্ষিপ্ত; ত্বরিত; হঠকারী। precipitately (adverb) তাড়াহুড়ো করে, অতি দ্রুত ইত্যাদি।
- English Word precipitation Bengali definition [প্রিসিপিটেইশ্ন্] (noun) (১) বৃষ্টি, তুষারবর্ষ, বরফ, শিলা ইত্যাদির পতন এবং এর পরিমাণ; বৃষ্টিপাত, তুষারপাত ইত্যাদি: the annual precipitation in a region; a heavy precipitation. (২) অতিক্ষিপ্রকারিতা; অতিক্ষিপ্রতা; অবিমৃষ্যকারিতা: act with precipitation. (৩) অধঃক্ষেপণ; অধঃপাতন।
- English Word precipitous Bengali definition [প্রিসিপিটাস্] (adjective) (আনুষ্ঠানিক) প্রপাতসদৃশ; অত্যন্তখাড়া; দুরারোহ। precipitously (adverb) দুরারোহরূপে, খাড়াভাবে।
- English Word précis Bengali definition [প্রেইসী America(n) প্রেইসী] (noun) (plural বানান অপরিবর্তিত [প্রেইসীজ্]) সারসংক্ষেপ; সারমর্ম। □ (verb transitive) সারসংক্ষেপ করা।
- English Word precise Bengali definition [প্রিসাইস্] (adjective) (১) যথাযথ; সম্যক; সূক্ষ্ম; নির্ভুল; সুব্যক্ত: precise measurements, সূক্ষ্মমান; precise orders, সুস্পষ্ট আদেশ। (২) সূক্ষ্মদর্শী; নিয়মনিষ্ঠ: a very precise man; prim and precise in his manners. precisely (adverb) (১) যথাযথভাবে, সম্যকভাবে, নির্ভুলভাবে; কাঁটায় কাঁটায়: at 5 O’clock precise. (২) (ঐকমত্য সূচক জবাবে) ঠিক কথা। preciseness (noun) যথার্থতা; সূক্ষ্মতা।
- English Word precision Bengali definition [প্রিসিজ্ন্] (noun) [Uncountable noun] যাথার্থ্য; শুদ্ধতা; নির্ভুলতা: (attributive(ly)) precision instruments/tools, (কারিগরি কাজে সূক্ষ্মমান নির্ণয়ে) সূক্ষ্ম যন্ত্রপাতি; precision bombing, নির্ভুল বোমাবর্ষণ।
- English Word preclude Bengali definition [প্রিক্লূড্] (verb transitive) preclude somebody from doing something নিবারিত/নিরুদ্ধ করা; অসম্ভব করে তোলা: preclude all doubt/misunderstanding. preclusion [প্রিক্লুজ্ন্] (noun) নিবারণ; নিরোধ।
- English Word precocious Bengali definition [প্রিকোশাস্] (adjective) (১) (ব্যক্তি) স্বাভাবিক সময়ের পূর্বে কোনো-কোনো চিত্তবৃত্তি বিকশিত হয়েছে এমন; বালপক্ব; প্রৌঢ়বুদ্ধি: a precocious child (যেমন যে শিশু তিন বছর বয়সেই ভালোভাবে পড়তে পারে)। (২) (জ্ঞান, কর্ম) অকালপরিপক্ব। precociously (adverb) অকালপরিপক্বভাবে। precociousness, precocity [প্রিকসাটি] (noun(s)) [Uncountable noun] বালপক্বতা; অকালপক্বতা।
- English Word precognition Bengali definition [প্রীকগ্নিশ্ন্] (noun) [Uncountable noun] অগ্রজ্ঞান; পূর্বজ্ঞান; অগ্রবোধ।
- English Word preconceive Bengali definition [প্রীকান্সীভ] (verb transitive) প্রকৃত জ্ঞান বা অভিজ্ঞতা অর্জনের আগেই ধারণা করা; পূর্বধারণা/অগ্রকল্পনা/অগ্রোপলব্ধি করা: preconceived ideas. preconception [প্রীকান্সেপ্শ্ন্] (noun) [Uncountable noun, Countable noun] পূর্বকল্পনা; অগ্রকল্পনা; অগ্রোপলব্ধি।
- English Word preconcerted Bengali definition [প্রীকানসাটিড্] (adjective) (আনুষ্ঠানিক) পূর্বেই মীমাংসিত; পূর্বসংবিদিত: following preconcerted plans.
- English Word precondition Bengali definition [প্রীকান্ডিশ্ন্] (noun)= prerequisite; পূর্বশর্ত।
- English Word precursor Bengali definition [প্রীকাসা(র্)] (noun) [Uncountable noun] (আনুষ্ঠানিক) ভবিষ্যতের ইঙ্গিতস্বরূপ ব্যক্তি বা বস্তু; অগ্রদূত; পূর্বলক্ষণ। precursory [প্রীকাসারি] (adjective) পূর্বসূচক; অগ্রসূচক।
- English Word predatory Bengali definition [প্রেডাট্রি America(n) প্রেডাটোরি] (adjective) (আনুষ্ঠানিক) (১) (মানুষ) লুণ্ঠনপরায়ণ; লুণ্ঠনজীবী; লুণ্ঠক: predatory tribesman; predatory habits, লুণ্ঠনবৃত্তি; predatory incursions, লুণ্ঠনাত্মক আক্রমণ বা হামলা। (২) (প্রাণী) শিকারজীবী; শিকারি: predatory birds. predator [প্রেডাটা(র্)] (noun) শিকারি/শিকারজীবী প্রাণী।
- English Word predecease Bengali definition [প্রীডিসীস্] (verb transitive) (আইন সম্বন্ধীয়) (অন্য ব্যক্তির) আগে মারা যাওয়া।
- English Word predecessor Bengali definition [প্রীডিসেসা(র্) America(n) প্রীপ্রেডিসেসা(র্)] (noun) (১) পূর্বসূরি: my predecessor in office. (২) পূর্বগামী কোনো কিছু: The news ordinance is no better than its predecessor.