Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word predestinate Bengali definition [প্রীডেস্‌টিনেইট] (adjective) ঈশ্বর কর্তৃক পূর্বনির্ধারিত; নিয়তিনির্দিষ্ট; পূর্বনিরূপিত; দৈবনিরূপিত। □ (verb transitive)= predestine (১).
  • English Word predestination Bengali definition [প্রীডেস্‌টিনেইশ্‌ন্‌] (noun) (১) ঈশ্বর অনাদিকাল থেকেই বিধান করে দিয়েছেন মানবজাতির একাংশ অনন্তসুখ, আরেক অংশ অনন্তশাস্তি ভোগ করবে, এই তত্ত্ব বা মতবাদ; অদৃষ্টবাদ; তকদির(২) যা কিছু ঘটে সবই ঈশ্বরবিহিত এই মতবাদ; নিয়তিবাদ; দৈববাদ; নিয়তি
  • English Word predestine Bengali definition [প্রীডেসটন্] (verb transitive) (১) (প্রায়ই passive) predestine somebody to something/to do something (ঈশ্বর বার নিয়তি সম্বন্ধে) পূর্বনির্দিষ্ট বা পূর্ববিহিত করা(২) predestine somebody to do something স্থির করা; অবশ্যম্ভাবী করা: He was predestined to be a successful businessman.
  • English Word predetermine Bengali definition [প্রীডিটামিন্] (verb transitive) (আনুষ্ঠানিক) (১) পূর্বেই স্থির/নিশ্চিত করা; পূর্বনিশ্চয়/পূর্বনিশ্চিত/পূর্বনির্দিষ্ট করা: The social class into which a child is born often seems to predetermine his later career. (২) predetermine somebody to do something কোনো কিছু করতে পূর্বাহ্ণেই প্রণোদিত বা বাধ্য করা; পূর্বনির্দিষ্ট করা: Did an unhappy childhood predetermine him to behave as he did? predetermination [প্রিডিটামিনেইশ্‌ন্‌] (noun) পূর্বনিশ্চয়; পূর্বসংকল্প; পূর্বনির্ণয়।
  • English Word predicament Bengali definition [প্রিডিকামান্‌ট্‌] (noun) দশা; দুর্দশা; বিপাক: be in an awkward predicament.
  • English Word predicate 1 Bengali definition [প্রেডিকাট্‌] (noun) (ব্যাকরণ) বিধেয়
  • English Word predicate 2 Bengali definition [প্রেডিকেইট্] (verb transitive) (১) সত্য বা প্রকৃত বলে ঘোষণা/দৃঢ়োক্তি করা: predicate of a motive that it is good. (২) পরিণামস্বরূপ অপরিহার্য করে তোলা: These measures were predicated by the Government’s determination to streamline production.
  • English Word predicative Bengali definition [প্রিডিকাটিভ্‌ America(n) প্রেডিকেইটিভ] (adjective) (ব্যাকরণ 'noun' বা 'adjective' সম্বন্ধে 'attributive(ly)- এর বিপরীত) সম্পূর্ণ বিধেয় বা বিধেয়ের অংশবিশেষরূপে ব্যবহৃত হয় এমন; বিধেয়: predicative adjective, বিধেয় বিশেষণ।
  • English Word predict Bengali definition [প্রিডিক্‌ট্‌] (Verb transitive) ভবিষ্যদ্বাণী করা: predict a good harvest. prediction [প্রিডিক্‌শ্‌ন্‌] (noun) [Uncountable noun, countable noun] ভবিষ্যদ্বাণী; ভাবীকথন; ভবিষ্যৎবাক্য। predictable [প্রিডিক্‌টাব্‌ল্‌] (adjective) ভবিষ্যৎবাচ্য; অগ্রকথনযোগ্য। predictor [প্রিডিক্‌টা(র্‌)] (noun) ভবিষ্যৎকথনের জন্য যন্ত্রপাতি বা কৌশল (যেমন যুদ্ধকালে বিমানবিধ্বংসী কামান কখন ব্যবহার করতে হবে তা নির্ধারণের জন্য যন্ত্রপাতি); ভাবীকথক; অগ্রকথক। predictability [প্রিডিক্‌টাবিলাটি] (noun) ভবিষ্যৎবাচ্যতা; অগ্রকথনযোগ্যতা।
  • English Word predigest Bengali definition [প্রীডাইজেস্‌ট্] (verb transitive) (খাদ্য) সহজে হজম হয় এমনভাবে প্রক্রিয়াজাত করা; পূর্বজারিত করা: predigested food for babies.
  • English Word predilection Bengali definition [প্রীডিলেকশ্‌ন্ America(n) প্রেড্‌ল্‌এক্‌শ্‌ন্] (noun) [Countable noun] a predilection for বিশেষ অনুরাগ/পক্ষপাত; পূর্বানুরাগ
  • English Word predispose Bengali definition [প্রীডিস্‌পোউজ্‌] (verb transitive) predispose somebody to something/to do something পূবেই অনুরাগী/অনুকূল করা; প্রবণ/উন্মুখ করা: to predispose to disease রোগপ্রবণ করা: I found him predisposed in your favour.
  • English Word predisposition Bengali definition [প্রীডিস্‌পাজিশ্‌ন্‌] (noun) [Countable noun] predisposition to something/to do something প্রবণতা; উন্মুখতা: a predisposition to disease; a predisposition to find fault with, ছিদ্রান্বেষণপ্রবণতা।
  • English Word predominant Bengali definition [প্রিডমিনান্‌ট্] (adjective) predominant (over) (আনুষ্ঠানিক) প্রবল; প্রধান; প্রভাবশালী: Generosity is not a predominant feature of his character. predominantly (adverb) প্রধানত; মুখ্যত: a predominantly middle-class district. predominance [প্রিডমিনান্‌স্‌] (noun) [Uncountable noun] প্রাবল্য; প্রাধান্য; আধিক্য।
  • English Word predominate Bengali definition [প্রিডমিনেইট্] (verb transitive) predominate (over) (আনুষ্ঠানিক) প্রবল/প্রধান হওয়া; প্রাধান্য বিস্তার করা; সংখ্যায়/পরিমাণে সর্বাধিক হওয়া: an economy in which commercial capital predominates.
  • English Word preeminent Bengali definition [প্রীএমিনান্‌ট্] (adjective) সর্বশ্রেষ্ঠ; সর্বপ্রধান; অগ্রগণ্য; সর্বোত্তম: preeminent above all his rivals. preeminently (adverb) সর্বশ্রেষ্ঠরূপে; প্রাধান্যত ইত্যাদি। preeminence [প্রীএমিনান্‌স্‌] (noun) [Uncountable noun] শ্রেষ্ঠতা; অগ্রগণ্যতা; সর্বশ্রেষ্ঠতা।
  • English Word preen Bengali definition [প্রীন্] (verb transitive) (১) (পাখি সম্বন্ধে) (ঠোঁট দিয়ে) পালক পরিপাটি করা(২) (ব্যক্তি সম্বন্ধে) (নিজেকে) পরিপাটি করা; পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়াpreen oneself on (লাক্ষণিক) গর্ববোধ করা; সন্তোষ/আত্মতুষ্টি প্রকাশ করা।
  • English Word preexist Bengali definition [প্রীইগ্‌জিস্‌ট্‌] (verb intransitive) পূর্বেই বিদ্যমান থাকা; বর্তমান জীবনের আগে অন্য এক জীবন যাপন করাpreexistence [প্রীইগ্‌জিস্‌টান্‌স্‌] (noun) পূর্বজন্ম; পূর্বজীবন। preexistent [প্রীইগ্‌জিস্‌টান্‌ট্‌] (adjective) পূর্ববর্তী; পূর্বজীবী; পূর্বজন্মের।
  • English Word prefab Bengali definition [প্রীফ্যাব্ America(n) প্রীফ্যাব্] (noun) [Countable noun] prefabricated house -এর কথ্য সংক্ষেপ; প্রাগগঠিত গৃহ
  • English Word prefabricate Bengali definition [প্রীফ্যাবরিকেইট্] (verb transitive) নির্দিষ্ট স্থানে সংযোজিত করার আগে বাড়ি, জাহাজ ইত্যাদির অংশসমূহ নির্মাণ করা (যেমন ছাদ, দেওয়ান, দরজা-জানালা); অগ্রে নির্মাণ করা: prefabricated houses, প্রাগগঠিত গৃহ; a prefabricated school. prefabrication [প্রীফ্যা্‌ব্‌রিকেইশ্‌ন্‌] (noun) অগ্ররচনা।
  • English Word preface Bengali definition [প্রেফিস্] (noun) [Countable noun] মুখবন্ধ; প্রস্তাবনা। □ (verb transitive) preface something with something/by doing something মুখবন্ধ সংযোজন করা; মুখবন্ধ দিয়ে (বক্তৃতা ইত্যাদি) শুরু করা: The speaker prefaced his speech with same cutting remarks about his detractors. prefatory [প্রেফাট্রি America(n) প্রেফাটোরি] প্রস্তাবনামূলক; মুখবন্ধস্বরূপ; প্রারম্ভিক: after a few prefatory remarks.
  • English Word prefect Bengali definition [প্রীফেক্‌ট্‌] (noun) (১) (ফ্রান্স ও জাপানে) একটি জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা; জেলাপ্রশাসক; জেলাধ্যক্ষ(২) প্যারিসের পুলিশপ্রধান(৩) (ইংল্যান্ডের কোনো কোনো স্কুলে) (যেমন শৃঙ্খলারক্ষার) দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ ছাত্রদের একজন
  • English Word prefecture Bengali definition [প্রীফেক্‌টিউআ(র্‌)] (noun) (১) ফ্রান্স, জাপান, প্রভৃতি দেশে প্রশাসনিক এলাকাবিশেষ; জেলা। দ্রষ্টব্য (British/Britain) country. (২) (ফ্রান্সে) জেলাধ্যক্ষের দফতর বা সদর; তার সরকারি বাসভবন(৩) জেলাধ্যক্ষের পদ; তার কার্যকালprefectural [প্রীফেক্‌চারাল্‌] (adjective) জেলা বা জেলাধ্যক্ষ সম্বন্ধীয়: the prefectural offices, জেলাধ্যক্ষের দফতর।
  • English Word prefer Bengali definition [প্রিফা(র্‌)] (verb transitive) (preferred, preferring, prefers) (১) prefer (to) অধিকতর পছন্দ করা; শ্রেয় মনে করা: I prefer death prefer to dishonour. I should prefer you not to join the army. (২) prefer a charge/charges (against somebody) অভিযোগ আনা: prefer a charge against him. (৩) prefer somebody (to something) (উচ্চতর পদে) নিয়োগ করাpreferable [প্রেফরাব্‌ল্‌] (adjective) (more-সহ ব্যবহৃত হয় না) preferable to অধিক বরণীয়; শ্রেয়; বরীয়ান: Death is prefer able to dishonour. preferably [প্রেফারাব্‌লি] (adverb) বরং।
  • English Word preference Bengali definition [প্রেফারান্‌স্‌] (noun) (১) [Countable noun, Uncountable noun] বিশেষ অনুরাগ/অভিরুচি: have a preference for English poetry. (২) যে বস্তুর প্রতি অধিক অনুরাগ দেখানো হয়; অগ্রাভিরুচি: Do you have any preference? (৩) [Uncountable noun, Countable noun] (বাণিজ্যিক সম্পর্ক ইত্যাদির ক্ষেত্রে) কোনো ব্যক্তি, দেশ প্রভৃতির প্রতি অধিকতর প্রীতি বা অনুগ্রহ (যেমন কম শুষ্কে পণ্য আমদানি); আনুকূল্য; অগ্রাধিকার; অধিক বরণীয়তা: give somebody preference (over others). (৪) Preference Stock যে পরিপণে সাধারণ পরিপণগ্রাহীদের মুনাফাবণ্টনের আগেই লভ্যাংশ (ডিভিডেন্ড) পরিশোধ করতে হয়; প্রাধিকার পরিপণ
  • English Word preferential Bengali definition [প্রেফারেন্‌শ্‌ল্] (adjective) প্রাধিকারমূলক; প্রাধিকারভিত্তিক: get preferential treatment (যেমন আমদানি শুল্কের ক্ষেত্রে বিশেষ সুযোগ-সুবিধা)।
  • English Word preferment Bengali definition [প্রিফামান্‌ট্‌] (noun) [Uncountable noun] পদোন্নতি; প্রবর্ধন: preferment to a directorship.
  • English Word prefigure Bengali definition [প্রীফিগা(র্) America(n) প্রীফিগার্‌] (verb transitive) (আনুষ্ঠানিক) (১) প্রতিরূপ দ্বারা পূর্বেই প্রদর্শন করা বা আভাস দেওয়া; পূর্বসূচনা করা(২) পূর্বেই কল্পনা করা বা ভাবা; পূর্বলক্ষণ দেখাprefiguration, prefigurement (noun(s)) পূর্বসূচনা; পূর্বলক্ষণদর্শন।
  • English Word prefix Bengali definition [প্রীফিক্‌স্‌] (noun) (১) (এই অভিধানে সংক্ষেপ 'pref') উপসর্গ। দ্রষ্টব্য পরি.(২) ব্যক্তির নামের আগে ব্যবহৃত শব্দ (যেমন Mr, Dr) সম্মানসূচক পূর্বপদ। □ (verb transitive) [প্রীফিক্‌স্] prefix something (to something) উপসর্গ যোগ করা; শুরুতে কিছু যোগ করা: prefix a new paragraph to a chapter.
  • English Word pregnant Bengali definition [প্রেগ্‌নান্‌ট্] (adjective) (১) গর্ভবতী; অন্তঃসত্ত্বা; গর্ভিণী(২) (শব্দ, কর্ম) তাৎপর্যপূর্ণ; সারগর্ভ; সম্ভাবনাময়pregnant with -পূর্ণ; গর্ভ; -সংকুল: words pregnant with meaning; The speaker stopped, but the silence was pregnant with more promises he had in his mind. pregnancy (noun)গর্ভাবস্থা; গর্ভ; গর্ভধারণ; গভীরতা; তাৎপর্যপূর্ণতা; পরিপূর্ণতা; সারবত্তা।