Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word preventative Bengali definition [প্রিভেন্‌টাটিভ্] (adjective), (noun)= preventive.
  • English Word prevention Bengali definition [প্রভেন্‌শ্‌ন্] (noun) [Uncountable noun] নিবারণ; নিরোধ; প্রতিষেধ: Prevention is better than cure.
  • English Word preventive Bengali definition [প্রিভেন্‌টিভ্‌] (adjective) নিবারক; প্রতিষেধক; নিবৃত্তিমূলকpreventive custody সংশোধনাতীত বলে কোনো অপরাধী যাতে আর কোনো অপরাধ করতে না পারে সেজন্য তার কারানিরোধী, নিবৃত্তিমূলক নিরোধ। preventive detention কোনো ব্যক্তি অপরাধে লিপ্ত হতে পারে কিংবা (কোনো-কোনো দেশে) সরকারের বিরোধিতা করতে পারে, এই আশঙ্কায় বিনা বিচারে আটক-বন্দিত্ব; নিবৃত্তিমূলক আটক। preventive medicine প্রতিষেধক ওষুধ। (noun) প্রতিষেধক (যেমন রোগ-প্রতিষেধক ওষুধ)।
  • English Word preview Bengali definition [প্রীভিঊ] (noun) [Countable noun] চলচ্চিত্র, নাটক ইত্যাদি সাধারণ্যে উপস্থাপনের আগে অবলোকন; প্রাগ্‌বীক্ষণ। (verb transitive) প্রাগ্‌বীক্ষণ করা/করানো।
  • English Word previous Bengali definition [প্রীভিআস্‌] (noun), (adjective) (১) আগেকার; পূর্ববর্তী; পূর্বতন; প্রাক্তন; সাবেক; ভূতপূর্ব: on a previous occasion; previous convictions, পূর্বতন দোষ (যা বিচারক অপরাধীর বর্তমান অপরাধের জন্য শাস্তিবিধানকালে বিবেচনার বিষয় বলে গণ্য করেন)। (২) অতিত্বরিত: You are rather previous in supposing that I am in love with that saucy girl.
  • English Word prevision Bengali definition [প্রীভিজন্‌] (noun) [Uncountable noun, Countable noun] প্রবেক্ষণ; দূরদৃষ্টি; পূর্বজ্ঞান; অগ্রদৃষ্টি: have a prevision of danger.
  • English Word prey Bengali definition [প্রেই] (noun) (কেবল singular) শিকারbe/fall a prey to (ক) ধৃত/শিকার হওয়া: The dear fell a prey to the lion. (খ) কোনো কিছুর দ্বারা অত্যন্ত ক্লেশিত হওয়া; শিকার হওয়া: be a prey to anxiety and fears. beast of prey হিংস্র পশু; শিকারি পশু। bird of prey শিকারি পাখি। (verb transitive) (১) prey on/upon শিকার করা: tigers preying on smaller animals. (২) লুণ্ঠন করা: The villages were preyed upon by armed tribesmen. (৩) (শঙ্কা, ভয়) কুরে কুরে খাওয়া: anxieties/losses that prey upon my mind.
  • English Word price Bengali definition [প্রাইস্] (noun) [Countable noun] (১) মূল্য; দাম; দর: What is the price? high price, দুর্মূল্য; low price, অল্পমূল্য; সুমূল্য: Loss of health is high price to pay for fame. at a price! বেশ চড়া দামে: Lobsters are available in the market at a high price! Every man has his price ঘুষের ঊর্ধ্বে কেউ নয়; সবাইকে কেনা যায়। put a price on somebody’s head কাউকে (জীবিত বা মৃত) ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা। asking price (গৃহ ইত্যাদি সম্বন্ধে) (বিক্রেতা কর্তৃক) অর্থিত/যাচিত মূল্য: accept an offer of Tk. 500 below the asking price. price-control (noun) (সরকার কর্তৃক) মূল্যনিয়ন্ত্রণ। price-controlled (adjective) নিয়ন্ত্রিতমূল্য। price-list (noun) (চলতি) মূল্যতালিকা। list-price (উৎপাদনকারী কর্তৃক) অনুমোদিত মূল্য (যা সব সময় বাধ্যতামূলক নয়)। ২ [uncountable noun] অর্থ; মূল্য; সারতা: a jewel of great price, বহুমূল্য রত্ন। beyond/above/without price ক্রয়ক্ষমতার ঊর্ধ্বে; অমূল্য; মূল্যাতীত; মহার্ঘ। (৩) [countable noun] (পণ বা বাজি) হারজিতের সম্ভাবনাWhat price...? (অপশব্দ) (ক) এর সম্ভাবনা কতটুকু? (খ) (কোনো কিছুর) ব্যর্থতায় উপহাসস্বরূপ ব্যবহৃত: What price peace now? শান্তির সাধ মিটলো তো? starting price ঘোড়দৌড় শুরু হওয়ার পূর্বক্ষণে কোনো পেশাদার বাজিবিদ (book-maker দ্রষ্টব্য) কর্তৃক ঘোষিত হারজিতের সম্ভাবনা; প্রারম্ভিক সম্ভাবনা। (verb transitive) (১) মূল্য ধার্য/জিজ্ঞাসা/নিরূপণ করা; মূল্যচিহ্নিত করা: All the goods in this shop are clearly priced. (২) price oneself/one’s goods out of the market (উৎপাদনকারীদের সম্বন্ধে) এমন উচ্চমূল্য ধার্য করা যাতে পণ্যের বিক্রয় হ্রাস পায় কিংবা বন্ধ হয়ে যায়pricey [প্রাইসি] (অপশব্দ) আক্রা; চড়া দামি। priceless (adjective) (১) অমূল্য; অনর্ঘ: priceless works of art. (২) (অপশব্দ) উদ্ভট: a priceless old fellow; অত্যন্ত মজাদার: a priceless joke.
  • English Word prick 1 Bengali definition [প্রিক্] (noun) (১) সুচ, কাঁটা ইত্যাদি ফোটানোর দাগ; ফুটা: pricks made by a needle. (২) খোঁচা: Can you feel the prick? the prick of conscience/remorse, বিবেকের/অনুতাপের দংশন। pin-prick (লাক্ষণিক) কাঁটা। (৩) (প্রাচীন প্রয়োগ) (ষাঁড়ের) অঙ্কুশkick against the prick অহেতুক বাধা দিয়ে বিক্ষত হওয়া। (৪) (নিষেধ, অশিষ্ট) শিশ্ন; (অশিষ্ট, গালি) লেওড়া: a stupid prick.
  • English Word prick 2 Bengali definition [প্রিক্] (verb transitive), (verb intransitive) (১) ফুটা করা; খোঁচা দেওয়া: prick a toy balloon; prick a blister; prick holes in paper. (২) বেঁধা: prick one’s finger with/on a needle. (লাক্ষণিক) Does your conscience ever prick you? বিবেক দংশন করে কি? (৩) তীক্ষ্ণ বেদনা বোধ করা; টাটানো: His fingers were pricking. (৪) prick something out/off (সুচালো কাঠি ইত্যাদির দ্বারা খোঁড়া গর্তে চারাগাছ) লাগানো: prick out young cabbage plants. (৫) prick up one’s ears (বিশেষত কুকুর, ঘোড়া) কান খাড়া করা; (লাক্ষণিক ব্যক্তি) কোনো উক্তির প্রতি তীক্ষ্ণ মনোযোগ দেওয়াpricking (noun) বেঁধানো খোঁচা।
  • English Word prickle Bengali definition [প্রিক্‌ল্] (noun) [Countable noun] কাঁটা; কণ্টক (verb transitive), (verb intransitive) (কাঁটা বেঁধার মতো) খচখচ করা; খোঁচা লাগা। prickly [প্রিক্‌লি] (adjective) (১) কণ্টকিত; কণ্টকীprickle pear ফণিমনসা। (২) prickle heat ঘামাচি(৩) (কথা) খিটখিটে: He is a bit prickle this morning.
  • English Word pride Bengali definition [প্রাইড্] (noun) (১) [Uncountable noun] গর্ব; দর্প; অহংকার; অভিমান; আত্মতৃপ্তিtake (a) pride in somebody/something; take no/little, etc pride in somebody/something কোনো কিছু না কারো জন্য গর্ববোধ করা/না-করা: take (a) great pride in one’s achievements/in the success of one’s children. pride of place সম্মানিত/উচ্চ আসন। (২) [Uncountable noun] আত্মসম্মান; আত্মজ্ঞান: I did not intend to wound your pride. That man has no pride. false pride মিথ্যাভিমান; মিথ্যা আত্মাভিমান। (৩) [Uncountable noun] গর্ব বা অহংকারের বস্তু; অহংকার: a boy who is his parents’ pride and joy. (৪) [Uncountable noun] দম্ভ; অহমিকা; দর্প; ঔদ্ধত্য: the sin of pride; be puffed up with pride, বেজায় রকম গর্বিত হওয়া। Pride goes before a fall (প্রবাদ) অহংকার পতনের মূল। (৫) the pride of পূর্ণতা; পূর্ণবিকাশ: in the full pride of youth, পূর্ণ বিকশিত যৌবনে। (৬) [Countable noun] দল; ঝাঁক: (বিশেষত) a pride of lions/peacocks. □ (verb transitive) (reflexive) pride oneself on/upon something গর্ব/অহংকার বোধ করা: He prides himself upon his knowledge of horses.
  • English Word prie-dieu Bengali definition [প্রী ডিউআ] (noun) ঈশ্বরের কাছে প্রার্থনাকালে নতজানু হয়ে বসার জন্য ক্ষুদ্র আসবাববিশেষ; প্রার্থনাপিঁড়ি
  • English Word priest Bengali definition [প্রীস্‌ট্] (noun) খ্রিষ্টীয় গির্জায় যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক নিযুক্ত পুরোহিতবিশেষ, বিশেষত অ্যাংলিকান, সনাতন (অর্থোডক্স) ও রোমান ক্যাথলিক গির্জার ডিকন ও বিশপের মধ্যবর্তী পদমর্যাদা সম্পন্ন পুরোহিত; খ্রিষ্টীয় পুরোহিত priest ridden (adjective) পুরোহিতাধীন; পুরোহিততান্ত্রিক। (২) (অ-খ্রিষ্টীয় ধর্ম) যাজক; পুরোহিত; উপাধ্যায়; যাজনিক; গুরুpriestess [প্রীস্‌টেস্‌] (noun) যাজিনী; যাজিকা। priest craft (noun) পুরোহিতদের উচ্চাকাঙ্ক্ষী বা ইহজাগতিক নীতি; পুরোহিততন্ত্র। priest-hood [প্রীস্‌ট্‌হুড্] (noun) কোনো গির্জাসংগঠনের পুরোহিতদের সমষ্টি; পুরোহিতমণ্ডলী: the Spanish priest-hood. priestly, priest like (adjective(s)) পৌরোহিত; পৌরোহিতিক; যাজকীয়।
  • English Word prig Bengali definition [প্রিগ্] (noun) [Countable noun] দাম্ভিক; আত্মতৃপ্ত; ধর্মাভিমানী ব্যক্তি; দাম্ভিক; কৃতার্থম্মন্য; রুচিবাগীশpriggish [প্রিগ্‌গিশ্‌] (adjective) দাম্ভিক; আত্মতুষ্ট। priggishly (adverb) সদম্ভে। priggishness (noun) দাম্ভিকতা।
  • English Word prim Bengali definition [প্রিম্‌] (adjective) (primmer, primmest) পরিচ্ছন্ন; পরিপাটি; ছিমছাম; আনুষ্ঠানিক: a prim garden; a very prim and proper old gentleman. □ (verb transitive) (primmed, primming, prims) (মুখমণ্ডল, ঠোঁট ইত্যাদিতে) একটি পরিচ্ছন্ন ভাব ফুটিয়ে তোলা। primly (adverb) পরিচ্ছন্নভাবে; ছিমছামভাবে। primness (noun) পরিচ্ছন্নতা।
  • English Word prima Bengali definition [প্রীমা] (adjective) (ইতালীয়) প্রধানা; মুখ্যাprima ballerina [প্রীমাব্যালারীনা] (noun) ব্যালেনৃত্যের প্রধান নর্তকী। primadonna [প্রীমাডনা] (noun) অপেরার প্রধানগায়িকা; (কথ্য) অহংকারী; মেজাজি।
  • English Word prima facie Bengali definition [প্রাইমা ফইসী] (adverb), (adjective) (লাতিন) প্রথমলব্ধ ধারণার ভিত্তিতে; আপাতদৃষ্টিতে; প্রথমদর্শনে; আপাতদৃষ্টে: have prima facie a good case. prima facie evidence (আইন সম্বন্ধীয়) (খণ্ডিত না-হওয়া পর্যন্ত) পর্যাপ্ত বিবেচিত প্রমাণ; আপাতপর্যাপ্ত প্রমাণ।
  • English Word primacy Bengali definition [প্রাইমাসি] (noun) (plural primacies) (১) শ্রেষ্ঠত্ব; প্রাধান্য(২) আর্চবিশপের পদ; প্রধান ধর্মাধ্যক্ষ পদ
  • English Word primaeval Bengali definition [প্রাইমীভ্‌ল্] (adjective) দ্রষ্টব্য primeval.
  • English Word primal Bengali definition [প্রাইম্‌ল্‌] (adjective) (আনুষ্ঠানিক)= primeval আদিম; মুখ্য; প্রধান; অগ্রগণ্য
  • English Word primary Bengali definition [প্রাইমারি America(n) প্রাইমেরি] (adjective) প্রথম; প্রাথমিক; আদ্য; আদি; আদিম; মুখ্য; প্রধান: of primary importance, পরম গুরুত্বপূর্ণ; a primary school, প্রাথমিক বিদ্যালয়; primary rocks, সর্বনিম্ন স্তরবর্তী; আদিশিলা; the primary meaning of a word, শব্দের মূল অর্থ; মুখ্যার্থ। (২) primary colours মৌলবর্ণ (লাল, নীল ও হলুদ)। □ (noun) (plural primaries) (America(n)) (প্রার্থী মনোনয়নের জন্য নির্বাচকমণ্ডলীর) প্রাথমিক সম্মেলন। primarily [প্রাইমারালি America(n) প্রাইমারালি] (adverb) প্রথমত; প্রধানত; মুখ্যত।
  • English Word primate 1 Bengali definition [প্রাইমেইট্] (noun) আর্চবিশপ: the primate of England, ইয়র্কের আর্চবিশপ; the primate of all England ক্যান্টারবেরির আর্চবিশপ।
  • English Word primate 2 Bengali definition [প্রাইমেইট্] (noun) সর্বোচ্চ শ্রেণির স্তন্যপায়ী প্রাণী; (মানুষ, বানর; বনমানুষ, লেমুর প্রভৃতি এই শ্রেণির)।
  • English Word prime 1 Bengali definition [প্রাইম্] (adjective) (১) প্রধান; মুখ্য; সর্বাধিক গুরুত্বপূর্ণ: his prime motive. Prime Minister প্রধানমন্ত্রী। (২) উৎকৃষ্ট; অত্যুৎকৃষ্ট; অত্যুত্তম: prime (cuts of) beef. (৩) মৌল; প্রাথমিকprime cost অধিব্যয় (ওভারহেড), কাঙ্ক্ষিত মুনাফা ইত্যাদি বাদ দিয়ে উৎপাদনব্যয়; প্রাথমিক উত্পাদনব্যয়। prime meridian শূন্য দ্রাঘিমা (গ্রিনিচের দ্রাঘিমা)। prime mover (ক) চালিকাশক্তির মৌল উৎস, যেমন বায়ু, জল ইত্যাদি; চালিকাশক্তি। (খ) (লাক্ষণিক) কোনো কার্য বা পরিকল্পনার উদ্যোক্তা; মূল প্রবর্তয়িতা। prime number (গণিত) যে সংখ্যাকে ১ এবং ঔ সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ্য করা যায় না (যেমন- ৩, ৫, ৭); মৌলিক সংখ্যা
  • English Word prime 2 Bengali definition [প্রাইম্] (noun) [Uncountable noun] (১) পূর্ণবিকাশ; পূর্ণতা; উত্তমাংশ; উৎকৃষ্ট অংশ: in the prime of youth/life. (২) আরম্ভ; আদি: the prime of the year, বসন্তকাল। (৩) গির্জার প্রভাতী (সকাল ৬টায় কিংবা সূর্যোদয় লগ্নে) প্রার্থনা-অনুষ্ঠান
  • English Word prime 3 Bengali definition [প্রাইম্] (verb transitive) (১) ব্যবহারের জন্য প্রস্তুত করা: prime a gun, (ইতিহাস) বারুদ ভরা; prime a pump, (পানি ঢেলে ভিজিয়ে) চালু করা। prime the pump (লাক্ষণিক) নিষ্ক্রিয় শিল্পপ্রতিষ্ঠান বা অর্থনীতিকে চাঙ্গা করার জন্য অর্থ বিনিয়োগ করা। (২) তথ্য ইত্যাদি সরবরাহ করা; সবক দেওয়া: The witness appeared to be primed by a lawyer. (৩) (কথ্য) (কোনো ব্যক্তিকে) প্রচুর খাদ্য বা পানীয় দিয়ে পূর্ণ করা; গেলানো; টইটম্বুর করা: well primed with liquor. (৪) (কোনো কিছুর পিঠে) রং, তেল ইত্যাদির প্রথম প্রলেপ লাগানো
  • English Word primer 1 Bengali definition [প্রাইমা(র্‌)] (noun) (বিদ্যালয়ের) প্রথম পাঠ্যপুস্তক; প্রথম পাঠ: an English primer.
  • English Word primer 2 Bengali definition [প্রাইমা(র্‌)] (noun) [Countable noun] (১) কারতুজ, বোমা ইত্যাদির বারুদে আগুন ধরানোর জন্য মুখটি বা টোটার মধ্যে রক্ষিত অল্প পরিমাণ বিস্ফোরক; উদ্দাহক(২) তৈলচিত্রে প্রথম প্রলেপ দেওয়ার জন্য রঞ্জকদ্রব্যের মিশ্রণবিশেষ; রঙের প্রলেপ
  • English Word primeval Bengali definition (অপিচ primaeval) [প্রাইমীভ্‌ল্] (adjective) (১) পৃথিবীর ইতিহাসের আদিতমকাল সম্বন্ধীয়; সনাতন; আদ্যকালীন(২) সুপ্রাচীন: primeval forests, প্রত্ন-অরণ্য (যে প্রাকৃতিক অরণ্যের কোনো গাছ কখনো কাটা হয়নি)।