• Bengali Word mind 1 English definition [মাইন্‌ড্‌] (noun) ১ [uncountable noun] মন; স্মৃতি; স্মরণ bear/keep something in mind মনে/স্মরণ রাখা।
    bring/call to mind মনে/স্মরণ করা। go/pass from/out of one’s mind মন/স্মৃতি থেকে হারিয়ে যাওয়া; বিস্মৃত হওয়া। put somebody in mind of something মনে/স্মরণ করিয়ে দেওয়া। Out of sight, out of mind (প্রবাদ) চোখের আড়াল হলে স্মৃতিরও আড়াল হয়ে যায়। (২) [uncountable noun] (তবে কোনো-কোনো বাক্যাংশে indefinite article-সহ কিংবা plural যেমন নিচে দ্রষ্টব্য) চিন্তা; অনুভূতি; চিন্তাভঙ্গি; মতামত; অভিপ্রায়; উদ্দেশ্য; মন; মানস। absence of mind অন্যমনস্কতা; অমনোযোগ; অনবধান; অনবধানতা; ঔদাসীন্য। presence of mind প্রত্যুৎপন্নমতিত্ব; উপস্থিত বুদ্ধি; প্রত্যুৎপন্ন বুদ্ধি। be out of one’s mind /not in one’s right mind পাগল/উন্মাদগ্রস্ত/মতিচ্ছন্ন/মতিভ্রষ্ট/মতিভ্রান্ত; বিকৃত মস্তিষ্ক হওয়া। be of one mind (about something) একমত/অভিন্নমত হওয়া। be of the same mind (ক) (একাধিক ব্যক্তি) একমত হওয়া। (খ) (এক ব্যক্তি) অভিন্ন মত পোষণ করা: Are you still of the same mind? be in two minds about something দ্বিধান্বিত/সংশয়ান্বিত হওয়া; দ্বিধা করা। bend one’s mind মনকে এমনভাবে প্রভাবিত করা, যাতে তা স্থায়ীভাবে (বিশ্বাস ইত্যাদির দ্বারা) আবিষ্ট থাকে; মনকে মুচড়ে দেওয়া। সুতরাং mind-bending (adjective) মন আবিষ্ট করা। blow one’s mind (কথ্য) (মাদকদ্রব্য, অসাধারণ বা অত্যদ্ভুত দৃশ্য, শব্দ ইত্যাদি) মানসিক উত্তেজনা, উন্মাদনা ইত্যাদি সৃষ্টি করা; উন্মাদিত করা। সুতরাং, mind-blowing (adjective) উন্মাদক; উন্মাদনাকর। mind-boggling (adjective) আতঙ্কজনক; অসামান্য; ভিরমি ধরানো; চিত্তবিভ্রমজনক। change one’s mind মন টলা, সংকল্প/মত পরিবর্তন করা; মতের নড়চড় হওয়া। give one’s mind to something মন/মনোযোগ দেওয়া; মন ঢালা/লাগানো; মনোনিবেশ/দৃষ্টিনিবদ্ধ করা। give somebody a piece of one’s mind, দ্রষ্টব্য piece (২). have a good mind to do something কিছু করার তীব্র ইচ্ছা থাকা। have half a mind to do something কিছু করার বেশ ইচ্ছা থাকা। have something on one’s mind (অসমাপ্ত দায়িত্ব) মনকে পীড়া দেওয়া; মনের উপর ভার হয়ে থাকা; মন খচখচ করা। keep one’s mind on something দৃষ্টি নিবদ্ধ রাখা; মনোযোগ অক্ষুণ্ণ রাখা। know one’s own mind নিজের ইচ্ছা, অভিপ্রায় ইত্যাদি সম্পর্কে সচেতন থাকা; নিজের মনকে জানা। make up one’s mind (ক) মনঃস্থ করা;(খ) (অপরিবর্তনযোগ্য কোনোকিছু) মেনে নেওয়া। read somebody’s mind কারো অন্তরের ভাব বা অভিপ্রায় অবগত হওয়া; মন জানা/বোঝা। সুতরাং, mind-reading (noun) অনুমান; আন্দাজ; মন-জানা; মর্মপঠন। mind-reader (noun) মর্মজ্ঞ; মর্মবিদ। set one’s mind on something মনেপ্রাণে কামনা করা; কিছু পাওয়ার জন্য সংকল্পবদ্ধ হওয়া। speak one’s mind মনের ভাব খোলাখুলি প্রকাশ করা। take one’s/somebody’s mind off something মনোযোগ সরিয়ে নেওয়া; দৃষ্টি বিভ্রষ্ট করা। in the mind’s eye কল্পনায়; মনশ্চক্ষুতে; মানসনেত্রে। to my mind আমার দৃষ্টিতে। (৩) [countable noun, uncountable noun] মেধা; মনীষা; মেধাবী/মনস্বী ব্যক্তি: This writer has a first rate mind.