Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word press 3 Bengali definition [প্রেস্‌] (verb transitive) (১) (ইতিহাস) (কাউকে) জোর করে সেনা বা নৌবাহিনীতে ভর্তি করাpress-gang (noun) (ইতিহাস) সশস্ত্রবাহিনীতে জোর করে ভর্তি করার কাজে নিয়োজিত দলবিশেষ। (২) জনগণের স্বার্থে ব্যবহারের জন্য (কিছু) গ্রহণ করা; অধিগ্রহণ করাpress into service জরুরি প্রয়োজনবশত কাজে লাগানো/খাটানো।
  • English Word presscriptive Bengali definition [প্রিস্‌ক্রিপ্‌টিভ] (adjective) নির্দেশক; নির্দেশাত্মক; অনুজ্ঞামূলক; অনুজ্ঞাত; লোকাচারসম্মত; ব্যবহারসিদ্ধ; পরম্পরাগত: a presscriptive grammar of the English language, যে ব্যাকরণে ভাষার ব্যবহারবিধি নির্দেশ করা হয়, নির্দেশাত্মক ব্যাকরণ। দ্রষ্টব্য descriptive.
  • English Word pressure Bengali definition [প্রেশা(র্‌)] (noun) [Uncountable noun, countable noun] (১) পীড়ন; সন্নিহিত কোনো বস্তুর উপর নিরবচ্ছিন্নভাবে প্রযুক্ত বল; চাপ; a pressure of 3 kg to the square cm; atmospheric pressure. blood-pressure (noun) রক্তচাপ। pressure cabin (বিমানপোতে) চাপ-নিয়ন্ত্রণযোগ্য প্রকোষ্ঠ (pressurize দ্রষ্টব্য)। pressure-cooker (noun) উচ্চ চাপযুক্ত তাপে অল্প সময়ে রান্না করার জন্য বায়ুরোধক পাত্রবিশেষ; প্রেসার-কুকার pressure-gauge (noun) তরল বা বায়বীয় পদার্থের যেকোনো বিন্দুর চাপ মাপার যন্ত্রবিশেষ; চাপমানযন্ত্র। (২) প্রবল চাপ বা প্রভাব; চাপ: pressure of work; family pressures. Be/come under pressure চাপের মুখে থাকা: I’m under strong pressure to vote for my cousin. bring pressure to bear on somebody (to do something); put pressure on somebody/put somebody under pressure (to do something) চাপ/বল/প্রভাব প্রয়োগ করা। pressure-group সুসংগঠিত গোষ্ঠীবিশেষ (যেমন কৃষক বা শিল্পপণ্যোৎপাদনকারীদের সমিতি), যা তার সদস্যদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য প্রভাব বিস্তার করতে প্রয়াস পায়; চাপসৃষ্টিকারী গোষ্ঠী। (৩) ভার; পীড়ন; চাপ; তাগিদ: the pressure of taxation; under the pressure of poverty/necessity. (৪) (at) high pressure প্রচণ্ড কর্মশক্তি ও ক্ষিপ্রতা; work at high pressure; a high pressure salesman. □ (verb transitive)= pressurize.
  • English Word pressurize, pressurise Bengali definition [প্রেশারাইজ্‌] (verb transitive) (১) চাপপ্রয়োগ/সৃষ্টি করা(২) pressurize somebody (into doing something/to do something) চাপ সৃষ্টি করে বা প্রভাব বিস্তার করে কিছু করানো: pressurize the President into resigning/to resign. (৩) (সাধারণত past participle) (বিমানপোত, ডুবোজাহাজ) অভ্যন্তরীণ বায়ুচাপ নিয়ন্ত্রিত ও স্বাভাবিক রাখা যায় এমনভাবে নির্মাণ করা: pressurized, নিয়তচাপ; a pressurized cabin নিয়তচাপ প্রকোষ্ঠ।
  • English Word prestidigitator Bengali definition [প্রেস্‌টিডিজিটেইটা(র্‌)] (noun) বাজিকর; কুহকজীবী; ইন্দ্রজালিকprestidigitation [প্রেস্‌টিডিজিটেইশ্‌ন্] (noun) ভেলকিবাজি; ভোজবাজি; কুহক; ইন্দ্রজাল; হাতসাফাই।
  • English Word prestige Bengali definition [প্রেস্‌টীজ্‌] (noun) [Uncountable noun] (১) (ব্যক্তি, জাতি প্রভৃতির) সুখ্যাতিজনিত সম্মান; মর্যাদা(২) প্রশংসনীয় কর্ম, সাফল্য, অর্জিত সামগ্রী ইত্যাদির দরুন মোহনীয়তা বা বিশিষ্টতা: (attributive(ly)) prestige value, মোহনীমূল্য; মোহনমূল্য। prestigious [প্রেস্‌টিজাস্] (adjective) মর্যাদাজনক; মর্যাদাকর।
  • English Word prestissimo Bengali definition [প্রেসটিসিমোউ] (adjective), (adverb) (ইতালীয় সংগীত) অতি দ্রুত; অতি দ্রুতলয়ে; যথাসত্বর
  • English Word presto Bengali definition [প্রেস্‌টো] (adjective), (adverb) (ইতালীয় সংগীত) দ্রুত; দ্রুতলয়েHey presto! খেলা দেখানোর সময় ভেলকিবাজদের উক্তিবিশেষ (লাগ ভেলকি লাগ!)।
  • English Word prestressed Bengali definition [প্রীস্‌ট্রেসট্] (adjective) (কংক্রিট) টানটান করা লোহার তারযোগে দৃঢ়ীকৃত
  • English Word presumable Bengali definition [প্রিজিউমাব্‌ল্ America(n) প্রিজূউমাব্‌ল্] (adjective) (সত্য বলে) ধরে নেওয়া যায় এমন; বিনা বিচারে মেনে নেওয়ার মতো; অনুমেয়; অঙ্গীকারযোগ্য; অবগম্যpresumably [প্রিজিউমাব্‌লি] (adverb) অনুমেয়রূপে ইত্যাদি।
  • English Word presume Bengali definition [প্রিজিউম্ America(n) প্রিজূম্‌] (Verb transitive), (verb intransitive) (১) বিনা বিচারে মেনে নেওয়া; অনুমান করা; (সত্য বলে) ধরে নেওয়া: Let us presume that.... (২) সাহসপূর্ব কিছু করা; স্বাধীনতা গ্রহণ করা; ধৃষ্টতা দেখানো: I won’t presume to contradict you. (৩) presume upon something (আনুষ্ঠানিক) অপব্যবহার করা; অন্যায় সুযোগ গ্রহণ করা: presume upon somebody’s good nature; presume upon a short acquaintance, অল্প সময়ের পরিচিত হলেও তার সঙ্গে অন্তরঙ্গ আচরণ করা। presuming (adjective) গায়েপড়া; ধৃষ্টতাপ্রবণ; প্রগলভ।
  • English Word presumption Bengali definition [প্রিজাম্‌প্‌শ্‌ন্‌] (noun) (১) [Countable noun] অনুমান; অনুমিতি; সম্ভাবনীয়তা: on the false presumption that she was about to divorce her husband; on the presumption that the enemy will launch an attack. (২) [Uncountable noun] ধৃষ্টতা; দুঃসাহস: If you will excuse my presumption, I would Like to give you a few words of advice.
  • English Word presumptive Bengali definition [প্রিজাম্‌পটিভ] (adjective) আনুমানিক; অনুমানসিদ্ধ: presumptive evidence আনুমানিক প্রমাণ; the presumptive heir/the heir বলিষ্ঠতর দাবিসম্পন্ন কেউ জন্মগ্রহণ না-করা পর্যন্ত (সিংহাসন ইত্যাদির) উত্তরাধিকারী; আপাত উত্তরাধিকারী।
  • English Word presumptuous Bengali definition [প্রিজাম্‌প্‌চ্‌আস্‌] (adjective) (আনুষ্ঠানিক) (আচরণ ইত্যাদি) অহংকৃত; প্রধৃষ্টpresumptuously (adverb) সাহংকারে; প্রধৃষ্টভাবে ইত্যাদি।
  • English Word presuppose Bengali definition [প্রীসাপোউজ্‌] (verb transitive) (১) পূর্বেই ধরে/মেনে নেওয়া(২) =imply; সূচিত করা; শর্তস্বরূপ প্রয়োজন হওয়া: Good performance presupposes painstaking preparation. presupposition [প্রীসাপোজিশ্‌ন্‌] (noun) [Countable noun, Uncountable noun] পূর্বকল্পনা; পূর্বগ্রহণ।
  • English Word pretence Bengali definition (America(n)= pretense) [প্রিটেন্‌স্] (noun) (১) [Uncountable noun] ভান; ছল; ভণ্ডামি: do something under the pretence of friendship/religion/patriotism, বন্ধুত্ব ইত্যাদির ছদ্মবেশ/দোহাই দিয়ে। (২) [Countable noun] ওজর; অজুহাত; ব্যপদেশ: He insults his servants on the slightest pretence. false pretences (আইন সম্বন্ধীয়) ছলনা; প্রতারণা: obtain money by/on/under false pretences. (৩) [Countable noun] (উৎকর্ষ, গুণবত্তা ইত্যাদির) অভিমান; [Uncountable noun] আত্মাভিমান; আত্মশ্লাঘা; মিথ্যাভিমান: a man without pretence.
  • English Word pretend Bengali definition [প্রিটেন্‌ড্‌] (Verb transitive), (verb intransitive) (১) ভান/ছল করা; (মিছামিছি) খেলা: pretend to be asleep; children pretending that they are soldiers. (২) অজুহাত/ছুতা দেওয়া: pretend sickness. The lawbreaker pretended ignorance. (৩) pretend to দাবি করা; অভিমান করা: to pretend to learning, বিদ্যাভিমান করা: He pretended to the throne, (মিথ্যা) দাবি করেন। pretendedly (adverb) সকপটে; মিথ্যা: pretendedly asleep, ঘুমের ভান; pretendedly religious কপটধর্মী; ধর্মধ্বজী। pretender (noun) যে ব্যক্তির (সিংহাসন, পদবি ইত্যাদির) দাবি বিসংবাদিত: pretender to the throne, রাজ্যাভিযোগী।
  • English Word pretense Bengali definition [প্রিটেন্‌স্] দ্রষ্টব্য pretence.
  • English Word pretension Bengali definition [প্রিটেন্‌শ্‌ন্‌] (noun) (১) [Countable noun] (প্রায়ই plural) দাবি; অভিমান: pretension to learning, বিদ্যাভিমান; pretensions to being considered a scholar; social pretensions, উঁচু সামাজিক মর্যাদার দাবি/অভিমান। (২) মিথ্যাভিমান; অভিমানিতা; আত্মাভিমানিতা; জাঁক; দাম্ভিকতা
  • English Word pretentious Bengali definition [প্রিটেন্‌শাস্] (noun), (adjective) (যৌক্তিকতা ছাড়া) বিরাট কৃতিত্ব বা গুরুত্বের দাবিদার; আত্মাভিমানী; আত্মাভিমানপূর্ণ; সদম্ভ; আত্মশ্লাঘা: a pretentious author/book/speech; use pretentious language. pretentiously (adverb) সদম্ভে; আত্মশ্লাঘাভরে, সদর্পে ইত্যাদি। pretentiousness (noun) আত্মাভিমানিতা; দাম্ভিকতা।
  • English Word preterite Bengali definition (অপিচ preterit) [প্রেটারিট্] (noun), (adjective) preterite (tense) (ব্যাকরণ) অতীতের কোনো কাজ বা অবস্থা প্রকাশক (কাল); অতীতকাল
  • English Word preternatural Bengali definition [প্রীটান্যাচ্‌রাল্] (adjective) প্রকৃতিক্রম-বহির্ভূত; অনৈসর্গিক; অস্বাভাবিকpreternaturally (adverb) অনৈসর্গিকভাবে; অস্বাভাবিকভাবে: preternaturally solemn.
  • English Word pretext Bengali definition [প্রীটেক্‌স্‌ট্‌] (noun) [Countable noun] অজুহাত; ব্যপদেশ; ওজর; ছল; অছিলা: He is looking for a pretext to refuse our invitation.
  • English Word prettify Bengali definition [প্রিটিফাই] (verb transitive) (past tense, past participle prettified) বিশেষত দৃষ্টিকটুভাবে শোভাবর্ধন করা; চাকচিক্য সম্পাদন করা
  • English Word pretty Bengali definition [প্রিটি] (adjective) (prettier, prettiest) (১) সুন্দর বা দীপ্তিময় না হয়েও মনোরম ও আকর্ষণীয়; সুশ্রী; সুদৃশ্য; সুরূপ; মঞ্জু; মঞ্জুল: a pretty girl/garden/picture/piece of music. pretty-pretty (adjective) (কথ্য) আপাতমনোহর; বাহ্যত সুন্দর। (২) চমৎকার; উত্তম; ভালো: a pretty wit; You have made a pretty mess of the job! (বক্রোক্তি)। (৩) (কথ্য) প্রচুর; ঢেরa pretty penny এক গাদা/কাঁড়ি অর্থ: It cost me a pretty penny. come to/reach a pretty pass কঠিন সংকটে পড়া। a pretty kettle of fish দ্রষ্টব্য fish 1 (১)। □ (adverb) মোটামুটি; বেশ: It’s a pretty impossible situation. It’s a pretty windy day. pretty much খুব কাছাকাছি: His position is pretty much what I expected. pretty nearly প্রায়: Her complexion is fair, or pretty nearly so. pretty well প্রায়: He’s pretty well near his goal. sitting pretty (কথ্য) ভাগ্যবান; ভবিষ্যৎ বিকাশের পক্ষে অনুকূল অবস্থানে সমাসীন। (noun) (plural pretties) (শিশু) লক্ষ্মীসোনা; জাদুমণি: my pretty; my pretty one. prettily [প্রিটিলি] (adverb) চমৎকারভাবে। prettiness (noun) চারুতা; সুরূপ; সুরূপতা; মঞ্জুলতা।
  • English Word pretzel Bengali definition [প্রেট্‌স্‌ল্‌] (noun) (জার্মান) গিঁট বা লাঠির আকারে তৈরি মচমচে নোনতা বিস্কুটবিশেষ
  • English Word prevail Bengali definition [প্রিভেইল্] (verb transitive) (১) prevail (over/against) জয়লাভ করা; সাফল্যের সঙ্গে লড়াই করা: Truth will prevail. (২) ব্যাপক হওয়া; বিরাজমান/বহুল প্রচলিত হওয়া: The conditions now prevailing in the country. (৩) prevail on/upon somebody to do something বুঝিয়ে সুজিয়ে রাজি করানো; উদ্বুদ্ধ করা; prevail upon a friend to lend me his camera. prevailing (adjective) বিরাজমান; প্রচলিত; অধুনাপ্রচলিত: The prevailing fashion in dress.
  • English Word prevalent Bengali definition [প্রেভালান্‌ট্‌] (adjective) (আনুষ্ঠানিক) সাধারণ; ব্যাপক; (উক্ত সময়ে) সর্বত্র দৃষ্ট বা অনুষ্ঠিত; প্রচলিত; অধুনা প্রচারিত: the prevalent fashions; the prevalent opinion on the proposed bill, সর্বাভিব্যাপ্ত মত। prevalence [প্রেভালান্‌স্] (noun) [Uncountable noun] ব্যাপকতা; সর্বাভিব্যাপ্তি; প্রচলন; প্রাবল্য; প্রচলতা; বিস্তার: the prevalent of bribery.
  • English Word prevaricate Bengali definition [প্রিভ্যারিকেইট্] (verb transitive) (আনুষ্ঠানিক) অসত্য বা অংশত অসত্য উক্তি করা; (সম্পূর্ণ) সত্য বলা থেকে বিরত থাকা; সত্যের অপলাপ করা। prevarication [প্রিভ্যারিকেইশ্‌ন্‌] (noun) [Uncountable noun, Countable noun] সত্যের অপলাপ; অর্থবৈকল্য; সত্যবৈকল্য। prevaricator (noun) সত্যের অপলাপকারী।
  • English Word prevent Bengali definition [প্রিভেন্‌ট্] (verb transitive) (১) prevent somebody (from doing something); prevent something (from happening) নিবৃত্ত করা: prevented from seeing by the smoke; প্রতিরোধ/নিবারণ করা: prevent a disease from spreading. (২) (প্রাচীন প্রয়োগ) পদপ্রদর্শকরূপে আগে আগে যাওয়া; অগ্রবর্তী হওয়া: 'Prevent us, Lord, in all our doings’. preventable [প্রিভেন্‌টাব্‌ল্‌] (adjective) নিবারণীয়; প্রতিষেধযোগ্য।