• Bengali Word snap English definition [স্ন্যাপ্] (verb transitive), (verb intransitive) ১ snap (at) (something) হঠাৎ দাঁত দিয়ে কট করে কামড়ে ধরা বা কামড়ে ধরার চেষ্টা করা; খাবল দিয়ে ধরা: The fish snapped at the bait; (লাক্ষণিক) লুফে নেওয়া: He snapped at the offer.
    snap something up সাগ্রহে কেনা; The cheap but attractive saris were soon snapped up. (২) পট করে ছিঁড়ে যাওয়া বা ছিঁড়ে ফেলা; মট করে ভেঙে যাওয়া বা ভেঙে ফেলা; ফট করে খোলা বা বন্ধ করা; হঠাৎ তীক্ষ্ণ শব্দ করা; তীক্ষ্ণকণ্ঠে কিছু বলা: The rope snapped. She snapped down the lid of the box. The coachman snapped his whip. The captain snapped out his orders. snap at somebody কাউকে চড়া গলায় কিছু বলা: She snapped at her husband. snap one’s finger at somebody/in somebody’s face (অবজ্ঞাস্বরূপ) কারো মুখের উপর আঙুল নাচানো; কারো মুখের উপর তুড়ি মারা। snap somebody’s nose/head off রাগের স্বরে কাউকে কিছু বলা; রূঢ় বা অসহিষ্ণুভাবে কথার মধ্যে বাধা দেওয়া। (৩) চট করে ফটো তুলে নেওয়া। (৪) (অপশব্দ) snap to it জলদি গা তোলা; চটপট রওনা করা। snap out of it কোনো বিশেষ মানসিক অবস্থা (যেমন রাগ বা বিষণ্ণতা), অভ্যাস ইত্যাদি থেকে বেরিয়ে আসা। □ (noun) (১) [countable noun] হঠাৎ কট করে কামড়ে ধরা; এ রকম কামড়ে ধরার শব্দ; পট করে ছেঁড়া বা মট করে ভাঙা; এ রকম ছেঁড়া বা ভাঙার শব্দ; ফট করে খোলা বা বন্ধ করা; এ রকম খোলা বা বন্ধ করার শব্দ: make a snap at the bait. The lid shut with a snap. (২) [countable noun] cold snap আকস্মিক স্বল্পস্থায়ী ঠাণ্ডা আবহাওয়া। (৩) (কথা) শক্তি; উদ্যম; প্রাণচাঞ্চল্য: Put some snap into it. (৪) ছোট মচমচে পিঠাবিশেষ (সাধারণত যৌগশব্দে ব্যবহৃত): ginger-snaps. (৫) [countable noun] (সাধারণত যৌগশব্দে ব্যবহৃত) আংটা; ক্লিপ। snap-fasteners পোশাক, দস্তানা ইত্যাদিতে লাগানোর ক্লিপবিশেষ। (৬) (attributive(ly)) প্রায় বিনা নোটিশে এবং তড়িঘড়ি করে করা হয়েছে এমন: a snap election. (৭) snap-dragon (noun) [countable noun] (=antirrhinum) দেখতে থলের মতো এবং চাপ দিলে ঠোঁটের মতো খুলে যায় এরকম ফুলবিশিষ্ট উদ্ভিদ। snapshot (noun) (সাধারণত শৌখিন ফটোগ্রাফারের হাতে) হাত-ক্যামেরার সাহায্যে চট করে তোলা ফটো। snapy (adjective) উজ্জ্বল; প্রাণবন্ত: Make it snapy! look snapy! (অপশব্দ) জলদি করো! snapish [স্ন্যাপ্ইশ্‌] বদমেজাজি, খিটখিটে; কথার মধ্যে বাধা দেয় বা গলা চড়িয়ে কথা বলে এমন। snapishly (adverb) snapishness (noun)