P পৃষ্ঠা ৪৪
- English Word pox Bengali definition [পক্স্] (noun) (১) (কথ্য. সাধারণত) the pox উপদংশ। (২) বসন্তরোগ। small pox গুটিবসন্ত। chickenpox জলবসন্ত; পানিবসন্ত।
- English Word practicable Bengali definition [প্র্যাক্টিকাব্ল্] (adjective) করা সম্ভব এমন; কার্যকর; সাধ্য: practicable methods; Your invention is ingenious but not very practicable. practicably [প্র্যাক্টিকাব্লি] (adverb) সাধ্যরূপে ইত্যাদি। practicability [প্র্যাক্টিকাবিলাটি] (noun) সাধ্যতা; সুসাধ্যতা; সুগম্যত্ব।
- English Word practical Bengali definition [প্র্যাকটিক্ল্] (adjective) (১) (theoretical-এর বিপরীত) প্রায়োগিক; ব্যবহারিক; ফলিত: overcome the practical difficulties of a scheme; a suggestion with little practical value; a practical joke. দ্রষ্টব্য joke. (২) (ব্যক্তি ও চরিত্র) ব্যবহারপটু; ব্যবহারজ্ঞ; ব্যবহারপ্রবণ; প্রয়োগবুদ্ধিসম্পন্ন; প্রয়োগপ্রবণ: a practical young wife; practical minds, তত্ত্বের চেয়ে কর্মের প্রতি যাদের বেশি আগ্রহ। (৩) ব্যবহারযোগ্য; ব্যবহারোপযোগী; প্রয়োগসিদ্ধ; ক্রীড়াসিদ্ধ: a practical invention. practically [প্র্যাকটিক্লি] (adverb) (১) ব্যবহারিকভাবে; প্রয়োগসিদ্ধভাবে ইত্যাদি। (২) প্রায়; বলতে গেলে: I’ve practically finished the job. practicality [প্র্যাকটিক্যালাটি] (noun) (plural practicalities) প্রায়োগিক দিক, প্রস্তাব ইত্যাদি: They have got down to practicalities.
- English Word practice Bengali definition [প্র্যাক্টিস্] (noun) (১) [Uncountable noun] (theory-র বিপরীত) প্রয়োগ; কর্ম; অনুষ্ঠান; আচরণ: Put a plan into practice; I don’t think the plan will work in practice. (২) [Countable noun] রীতি; আচার; ব্যবহার: local practice, দেশাচার; popular/general practice, লোকাচার/লোকরীতি; good practice, সদাচার; bad practice, দুরাচার; according to usual practice, যথারীতি; যথাব্যবহার; make a practice of (something) নিয়মিতভাবে/অভ্যাসমাফিক করা; অভ্যাসে পরিণত করা: traders who make a practice of adulterating goods. (৩) [Uncountable noun] (বিশেষত কোনো বিদ্যা, শিল্পকলা, খেলাধুলা) চর্চা; রেওয়াজ; অভ্যাস; আবৃত্তি; অনুশীলন; মক্শো: Practice makes perfect. It takes years of practice to become a good violinist. practice of arms, শস্ত্রাভ্যাস; (attributive(ly)) a practice game, অনুশীলনমূলক/রেওয়াজি খেলা। in/out of practice অভ্যাস/চর্চা থাকা বা না-থাকা: He is out of practice. (৪) [Uncountable noun] (চিকিৎসক ও আইনজীবীর) ব্যবসা; আইনব্যবসা; চিকিৎসকবৃত্তি: retire from practice; no longer in practice; [countable noun] (সমষ্টিগত) যারা নিয়মিতভাবে কোনো চিকিৎসক বা আইনজীবীর পরামর্শ নেন; পসার: a doctor with a large practice; sell one’s practice, (অন্য চিকিৎসকের কাছে) নিজ পসার বিক্রি করে দেওয়া; a doctor in general practice, দ্রষ্টব্য practitioner ভুক্তিতে general practitioner. (৫) sharp practice [Uncountable noun] অসৎ বা বেআইনি কার্যকলাপ।
- English Word practician Bengali definition [প্র্যাকটিশ্ন্]= practitioner.
- English Word practise Bengali definition (America(n)= practice) [প্র্যাক্টিস্] (verb transitive), (verb intransitive) (১) অনুশীলন/অভ্যাস/চর্চা করা: practise tennis; practise (for) three hours every day. (২) অভ্যাস করা: practise early rising. practise what one preaches অন্যকে যে উপদেশ দেওয়া হয় তা নিজে আচরণ/অনুশীলন করা। (৩) পেশায় রত বা নিয়োজিত থাকা: practise law, আইনব্যবসা করা। (৪) practise on/upon; practise to do something (প্রাচীন প্রয়োগ) (কারো সরল বিশ্বাস, সরলতা ইত্যাদির) সুযোগ নেওয়া; নিরত হওয়া: practise to deceive. practised (America(n)= practiced) (adjective) দক্ষ; কোবিদ; অনুশীলিত; অভ্যাসিত।
- English Word practitioner Bengali definition [প্র্যাক্টিশানা(র্)] (noun) (১) যে ব্যক্তি কোনো শিল্প বা বৃত্তিতে নিয়োজিত; ব্যবসায়ী; (যৌগশব্দে) -সেবী; -বৃত্তিক। (২) (বিশেষত আইন ও চিকিৎসাশাস্ত্রে) পেশাজীবী: a practitioner of medicine, চিকিৎসাজীবী; a practitioner of law, আইনজীবী; ব্যবহারজীবী; ব্যবহারবিদ। general practitioner (সংক্ষেপ GP) যে চিকিৎসক ভেষজ উপচারের পাশাপাশি ছোটখাটো অস্ত্রোপচারেও পারদর্শী এবং যিনি রোগীর বাড়িতে গিয়ে কিংবা নিজের চেম্বার বা উপচারকক্ষে রোগী দেখেন (family doctor নামেও পরিচিত); গৃহচিকিৎসক; সাধারণ চিকিৎসক।
- English Word praelcy Bengali definition [প্রেলাসি] (noun) (plural praelcies) (১) প্রেলাট (prelate দ্রষ্টব্য) এর পদ, দফতর বা এখতিয়ার। (২) the prelacy প্রেলাটমণ্ডলী।
- English Word praesidium Bengali definition [প্রিসিডিআম্] (noun)= presidium.
- English Word pragmatic Bengali definition [প্র্যাগ্ম্যাটিক্] (adjective) ব্যবহারিক ফল ও মূল্য সম্বন্ধীয়; সবকিছু প্রয়োগসিদ্ধতার দিক থেকে বিবেচনা করে এমন; কার্যসিদ্ধিমূলক; কার্যসাধনাত্মক; প্রয়োগবাদী; ব্যবহারবাদী। pragmatically [প্র্যাগ্ম্যাটিক্লি] (adverb) কার্যসিদ্ধতার/প্রয়োগসিদ্ধতার/কার্যোপযোগিতার দিক থেকে।
- English Word pragmatism Bengali definition [প্র্যাগ্মাটিজাম্] (noun) [Uncountable noun] (১) (দর্শন) কোনো ভাব, প্রত্যয় বা উক্তির সত্যতা বা মূল্যনির্ভর করে মানবকল্যাণের ক্ষেত্রে তার প্রাসঙ্গিকতার উপর- এই তত্ত্ব বা বিশ্বাস; প্রয়োগবাদ। (২) গোঁড়ামি; অনধিকারচর্চা; পণ্ডিতম্মন্যতা। pragmatist [প্র্যাগ্মাটিস্ট্] (noun) প্রয়োগবাদী।
- English Word prairie Bengali definition [প্রেআরি] (noun) বিশেষত উত্তর আমেরিকার বৃক্ষহীন, তৃণাবৃত, সুবিস্তীর্ণ সমতলভূমি, বিশেষত তৃণভূমি।
- English Word praise Bengali definition [প্রেইজ্] (verb transitive) (১) প্রশংসা/গুণকীর্তন/তারিফ/সুখ্যাতি করা। (২) (ঈশ্বরের) স্তব/স্তুতি/মহিমাকীর্তন/গুণগান/বন্দনা করা। □ (noun) (১) [Uncountable noun] প্রশংসা; গুণকীর্তন; সুখ্যাতি; তারিফ। (২) (plural) sing somebody’s/one’s own praises উচ্ছ্বসিত প্রশংসা করা; প্রশংসায় পঞ্চমুখ হওয়া। [Uncountable noun] উপাসনা; আরাধনা; মহিমা; স্তুতি; স্তবগান; বন্দনা: Praise be to God! ঈশ্বরের জয় হোক। Praise be! ঈশ্বরের (কী) মহিমা/কৃপা! praiseworthy [প্রেইজ্ওয়াদি] (adjective) প্রশংসনীয়; শ্লাঘনীয়; প্রশংসাযোগ্য। praiseworthily (adverb) প্রশংসনীয়ভাবে, শ্লাঘনীয়ভাবে ইত্যাদি। praiseworthiness (noun) শ্লাঘ্যতা; প্রশংসনীয়তা; শ্লাঘনীয়তা।
- English Word Prakit Bengali definition [প্রাকৃত্] (noun) প্রাচীন ভারতীয় আর্যভাষাসমূহের সাধারণ নাম, যে ভাষাসমূহ থেকে সাহিত্যিক ভাষা সংস্কৃতের জন্ম, এবং বহু বিবর্তনের মধ্য দিয়ে যে ভাষা থেকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল প্রভৃতি দেশের অধিকাংশ ভাষার উদ্ভব ঘটেছে; প্রাকৃত।
- English Word pram Bengali definition [প্র্যাম্] (noun) (British/Britain) perambulator- এর বহুল প্রচলিত সংক্ষিপ্ত রূপ; হাতগাড়ি।
- English Word prance Bengali definition [প্রা:ন্স্ America(n) প্র্যান্স্] (verb transitive) prance about ১ (ঘোড়া) সামনের দুই পা তুলে পিছনের দুই পায়ে লাফিয়ে লাফিয়ে চলা; বল্গিত গতিতে চলা। (২) (লাক্ষণিক) উদ্ধতভাবে/ঔদ্ধত্যভরে চলা বা চলাফেরা করা; (আনন্দে) নাচা বা লাফানো। □ (noun) বল্গিত গতি; প্লুত গতি।
- English Word prank Bengali definition [প্র্যাঙ্ক্] (noun) [Countable noun] সকৌতুক বা দুরভিসন্ধিমূলক ছলনা; মর্কটক্রীড়া; মর্কটচেষ্টা: play pranks on somebody. prankful, prankish (adjective) মর্কটচেষ্ট।
- English Word praseodymium Bengali definition [প্রেজিআউডিমিআম্] (noun) [Uncountable noun] (রসায়ন) রুপার মতো সাদা ধাতব মৌল (প্রতীক Pr)।
- English Word prate Bengali definition [প্রেইট্] (verb intransitive) বোকার মতো বকবক করা; বাজে বকা।
- English Word prattle Bengali definition [প্র্যাট্ল্] (verb intransitive) (শিশু) সরলচিত্তে, অমায়িকভাবেভাবে কথা বলা; (বয়স্কদের সম্বন্ধে) ছেলেমানুষের মতো আবোলতাবোল বকা; বাজে বকা; বকবক করা। □ (noun) [Uncountable noun] বাজে বকুনি; আবোলতাবোল; কচকচানি।
- English Word prawn Bengali definition [প্রোন্] (noun) [Countable noun] চিংড়ি।
- English Word pray Bengali definition [প্রেই] (verb transitive), (verb intransitive) (১) pray (to God) (for something) প্রার্থনা করা। (২) pray somebody for something/to do something (সাহিত্যিক আলংকারিক অর্থ) অনুগ্রহ ভিক্ষা চাওয়া; প্রার্থনা/মিনতি/অনুরোধ করা: They prayed for mercy. (৩) (আনুষ্ঠানিক অনুরোধ) অনুগ্রহ করে: Pray reply by the return of the post.
- English Word prayer Bengali definition [প্রেআ(র্)] (noun) (১) [Uncountable noun] প্রার্থনা। (২) [Uncountable noun] গির্জার উপাসনাপদ্ধতি; প্রার্থনা: Morning/Evening Prayer. (৩) প্রার্থনায় উচ্চারিত কথা; প্রার্থনা: the Lords Prayer, দ্রষ্টব্য lord; ঈশ্বরের কাছে মিনতি। prayer-book (noun) (গির্জার অনুষ্ঠানাদিতে ব্যবহার করার জন্য) প্রার্থনাপুস্তক। the Prayer Book (Book of common Prayer নামেও অভিহিত) ইংল্যান্ডীয় গির্জার অনুষ্ঠানাদিতে ব্যবহৃত প্রার্থনাপুস্তক; প্রার্থনাসংহিতা। prayer-meeting (noun) প্রার্থনাঅনুষ্ঠান, যাতে উপস্থিত ব্যক্তিরা পর্যায়ক্রমে ঈশ্বরের উদ্দেশে প্রার্থনা নিবেদন করেন; প্রার্থনাসভা। prayer-rug/ prayer-mat (noun) জায়নামাজ। prayer-wheel (noun) প্রার্থনার জন্য তিব্বতি বৌদ্ধদের ঘূর্ণায়মান বস্তুবিশেষ (সিলিন্ডার), যার ভিতরে বা গায়ে প্রার্থনাবাক্য উৎকীর্ণ থাকে।
- English Word pre- Bengali definition [প্রী] (prefix) আগে; পূর্বে; প্রাক-: pre-war; pre-natal; pre-arrange দ্রষ্টব্য পরি ৩।
- English Word pre-empt Bengali definition [প্রীএম্পট্] (verb transitive) (আনুষ্ঠানিক) (১) অগ্রক্রয়াধিকার বলে পাওয়া। (২) (America(n)) অগ্রক্রয়াধিকার লাভের জন্য (সরকারি জমি) দখল করা। pre-emption [প্রীএম্শ্ন্] (noun) [Uncountable noun] (আনুষ্ঠানিক) অন্যদের কেনার সুযোগদানের আগেই এক ব্যক্তি, প্রতিষ্ঠান ইত্যাদি কর্তৃক ক্রয়; অগ্রক্রয়; ঐরূপ ক্রয়ের অধিকার; অগ্রক্রয়াধিকার। pre-emptive [প্রীএম্পটিভ] (adjective) অগ্রক্রয়মূলক: a pre-emptive bid, (ব্রিজ খেলায়) অধিক ডাকাডাকি বন্ধ করার জন্য যথেষ্ট চড়া ডাক; নিরসনমূলক ডাক; a pre-emptive air strike, নিবৃত্তিমূলক অতর্কিত বিমান হামলা।
- English Word Pre-Raphaelite Bengali definition [প্রি:র্যাফালাআইট] (noun) (চারুকলা) রাফায়েলের পরবর্তী সময়ে, উনিশ শতকে একদল ব্রিটিশ সদস্য ইতালীয় শিল্পকলার পদ্ধতিসদৃশ চিত্রাঙ্কনের রীতি প্রচলিত করে, সেই দল বা সেরূপ চিত্রাঙ্কন পদ্ধতি ইত্যাদি। □ (adjective) a Pre-Raphaelite portrait.
- English Word preach Bengali definition [প্রীচ্] (verb transitive), (verb intransitive) (১) preach (to) প্রচার করা; ধর্মপ্রচার; ধর্মদেশনা করা; ধর্মোপদেশ দেওয়া; ধর্মীয় বক্তৃতাদান করা: preach Islam; preach against lust. (২) preach (to) উপদেশ দেওয়া: a father preaching to his son. ঘোষণা করা; (কোনো কিছুর সপক্ষে) প্রচারণা চালানো: to preach war. preacher (noun) প্রচারক; ধর্মপ্রচারক; ধর্মোপদেশক; কথক। preachify [প্রীচিফাই] (verb intransitive) (past tense, past participle preachified) উপদেশ দেওয়া; নসিহত করা; (বিশেষত ক্লান্তিকরভাবে) হিতোপদেশ দেওয়া।
- English Word preamble Bengali definition [প্রীঅ্যাম্ব্ল্] (noun) (বিশেষত কোনো আনুষ্ঠানিক দলিলের) প্রস্তাবনা।
- English Word prearrange Bengali definition [প্রীআরেইনজ্] (verb transitive) পুনর্বিন্যস্ত/পূর্বনির্ধারিত/পূর্বব্যবস্থিত করা। prearrangement (noun) পূর্বব্যবস্থাপক; পূর্ববিন্যাস; পূর্বনির্ধারণ; প্রাকনির্ধারণ।
- English Word precarious Bengali definition [প্রিকেআরিআস্] (adjective) (আনুষ্ঠানিক) অনিশ্চিত; আশঙ্কাজনক; দৈবাধীন: make a precarious living as a freelance.precariously (adverb) অনিশ্চিতভাবে।