P পৃষ্ঠা ৪৩
- English Word potion Bengali definition [পোশ্ন্] (noun) [Countable noun] তরল ওষুধ, বিষ কিংবা ঐন্দ্রজালিক উপচারের এক মাত্রা; ঢোক; চুমুক: a love potion (love দ্রষ্টব্য) প্রণয়োপচার।
- English Word potluck Bengali definition [পট্লাক্] (noun) [Uncountable noun] (plural potlucks) (এটা potluck supper, potluck dinner, potluck lunch নামেও পরিচিত) পটলাক হচ্ছে এমন ধরনের সমাবেশ যেখানে প্রতিটি ব্যক্তি বা কোনো গ্রুপের প্রতিটি সদস্য নিজের সামর্থ্য আর রুচিমাফিক খাবার আনেন এবং তারা সবাই মিলেমিশে খান: These potluck desserts are the perfect sweets to take to your next party.
- English Word potpourri Bengali definition [পোপুআরি America(n) পোপারী] (noun) (১) বিবিধ দ্রব্যে প্রস্তুত ঝোল; সুগন্ধের জন্য ঘটে রক্ষিত শুকনা গোলাপ পাপড়ি ও বিবিধ মসলার মিশ্রণ। (২) সাহিত্যিক বা সাংগীতিক সংকর সামগ্রী; পাঁচমিশালি।
- English Word potshred Bengali definition [পট্শাড্] (noun) (বিশেষত প্রত্নতত্ত্বে) মৃৎপাত্রের টুকরা; খোলামকুচি।
- English Word pottage Bengali definition [পটিজ্] (noun) [প্রাচীন প্রয়োগ) ঘন স্যুপ; ঝোল।
- English Word pottassium Bengali definition [পট্যাশিআম্] (noun) [Uncountable noun] (রসায়ন) সব জীব শরীরের জন্য অপরিহার্য সাদা ধাতব মৌল (প্রতীক K) যা খনিজ লবণরূপে এবং শিলামধ্যে পাওয়া যায়; পটাসিয়াম।
- English Word potted Bengali definition [পটিড্] (adjective) (১) দ্রষ্টব্য pot 2. (২) (বইপুস্তক) অপর্যাপ্তভাবে সংক্ষেপিত।
- English Word potter 1 Bengali definition [পটা(র্)] (America(n)= putter [পাটা(র্)] (verb transitive) (১) অবসন্নভাবে কাজ করা; টেনেহিঁচড়ে কিছু করা; টুকিটাকি কাজ করা: pottering about in the garden. (২) বাজে কাজে/হেলাফেলায় সময় নষ্ট করা: potter away a whole afternoon. potter (noun) এভাবে যিনি কাজ বা সময় নষ্ট করেন।
- English Word potter 2 Bengali definition [পটা(র্)] (noun) কুমোর; কুমার; কুম্ভকার। potter’s wheel কুমোরের চাক। pottery (noun) (plural potteries) [Uncountable noun] মৃৎশিল্প; মৃৎপাত্রাদি; [Countable noun] কুম্ভশালা। the Potteries ইংল্যান্ডের স্ট্র্যাফোর্ডশায়ারের অঞ্চলবিশেষ, যেখানে মাটির পাত্রাদি গড়াই প্রধান শিল্প।
- English Word potty 1 Bengali definition [পটি] (adjective) (pottier, pottiest) (British/Britain প্রা. কথ্য) (১) গুরুত্বহীন: potty little jobs. (২) potty (about somebody/something) (ব্যক্তি) বোকা।
- English Word potty 2 Bengali definition [পটি] (noun) (plural potties) শিশুর মূত্রত্যাগের পাত্র; টব।
- English Word pouch Bengali definition [পাউচ্] (noun) (১) কোমরবন্ধের সঙ্গে ঝুলিয়ে বা পকেটে রাখার ছোট থলে বা থলি; ঝুলি: a tobacco pouch; ammunition-pouch. (২) কোনো জন্তুর (যেমন ক্যাঙ্গারুর) দেহসংলগ্ন থলি; উপজঠর। (৩) চামড়ার ফোলা অংশ যেমন বৃদ্ধ বা অসুস্থ রোগীর চোখের নিচে; ঝোলা। □ (verb transitive) (১) থলেতে/ঝুলিতে ভরা। (২) (পোশাকের অংশ) ঝোলার মতো করে তৈরি করা; থলির মতো ঝোলানো বা ঝুলিয়ে রাখা।
- English Word pouf, pouffe Bengali definition [পূফ্] (noun) (১) গদি। (২) [পুফ্] (নিষেধ) (তুচ্ছার্থে অপশব্দ) পুরুষ সমকামী; কোলবালিশ।
- English Word poulard Bengali definition [পূলা:ড্] (noun) যে মুরগির ডিম্বাশয় অপসারণ করা হয়েছে কিংবা যাকে সুপুষ্ট করা হয়েছে; খাসি মোরগ।
- English Word poulterer Bengali definition [পোল্টারা(র্)] (noun) (British/Britain) গৃহপালিত পাখি এবং শিকার-করা পশুর কারবারি; হাঁসমুরগিওয়ালা।
- English Word poultice Bengali definition [পোল্টিস্] (noun) [Countable noun] বেদনার উপশমের জন্য নেকড়ায় লাগানো তিসি, সরিষা ইত্যাদির তপ্ত মণ্ড; উপগাছ; উৎকারিকা। □ (verb transitive) পুলটিস/উপনাহ বাঁধা/লাগানো।
- English Word poultry Bengali definition [পোউল্ট্রি] (noun) (সমষ্টিগত noun) (১) (plural verb-সহ) হাঁসমুরগি। (২) (singular verb-সহ) (মাংস হিসেবে) হাঁসমুরগি: We cannot afford poultry everyday. Poultry is expensive this Christmas.
- English Word pounce Bengali definition [পাউন্স্] (verb intransitive) pounce on/at ছোঁ মারা; ঝাঁপিয়ে পড়া: The eagle pounced on the hare. (লাক্ষণিক) সাগ্রহে গ্রহণ করা; লুফে নেওয়া: He pounce at the first opportunity to discredit his partner.
- English Word pound 1 Bengali definition [পাউন্ড্] (noun) (দ্রষ্টব্য পরি. ৫) (১) ওজনের একক; ১৬ আউন্স; পাউন্ড। (২) pound (sterling) ব্রিটিশ মুদ্রার একক; পাউন্ড: a five-pound note. penny wise, pound foolish; in for a penny, in for a pound, দ্রষ্টব্য penny. (৩) অন্য আরো কিছু দেশের মুদ্রার একক।
- English Word pound 2 Bengali definition [পাউন্ড্] (noun) (১) (আগেকার দিনে ইতস্তত ভ্রাম্যমাণ গৃহপালিত পশুকে আটকে রাখার জন্য) খোঁয়াড়। (২) (আধুনিক প্রয়োগ) (ইতস্তত ভ্রাম্যমাণ কুকুর-বিড়াল এবং নিষিদ্ধ স্থানে রক্ষিত গাড়ি আটক রাখার জন্য) খোঁয়াড়।
- English Word pound 3 Bengali definition [পাউন্ড্] (verb transitive) pound (away) (at/on) (১) অনবরত ভারী গোলাবর্ষণ করা; মারাত্মকভাবে আঘাত করা; পেটানো; বাড়ি মারা; থপথপ/ধপধপ করা: The enemy warships pounded (away at) the port installations. Who is pounding at the door. His heart was pounding as he approached the queen. (২) চূর্ণবিচূর্ণ/চূর্ণিত/অবচূর্ণিত/অবধ্বস্ত/গুঁড়া গুঁড়া করা; গুঁড়িয়ে দেওয়া: pound crystals in a mortar; cake made of pounded rice and honey. (৩) থপথপ করে চলা/দৌড়ানো: to pound along the road.
- English Word poundage Bengali definition [পাউন্ডিজ্] (noun) [Uncountable noun] পাউন্ড (£) প্রতি দেয় বা প্রাপ্য দস্তুরি বা পারিতোষিক (যেমন ৫ পেনি); পাউন্ড (lb) প্রতি দেয় বা প্রাপ্য কর/শুল্ক (যেমন ৩ আউন্স)।
- English Word pounder Bengali definition [পাউন্ডা(র্)] (noun) (সাধারণত যৌগশব্দে) নির্দিষ্ট পাউন্ড ওজনের বস্তু: a three-pounder (যেমন ৩ পাউন্ড ওজনের মাছ); নির্দিষ্ট পাউন্ড ওজনের গোলানিক্ষেপক কামান: a twelve-pounder, বারো পাউন্ডের কামান।
- English Word pour Bengali definition [পো(র্)] (verb transitive), (verb intransitive) (১) ঢালা; পাতিত করা: She poured a cup of tea for the old man; (লাক্ষণিক) to pour out one’s tale of misfortunes. pour cold water on something নিরুৎসাহিত করা; (কোনো কিছুর উপর) ঠাণ্ডা পানি ঢেলে দেওয়া। pour oil on troubled water মিষ্টি কথায় গোলযোগ বা বিবাদ-বিসংবাদ প্রশমিত করার প্রয়াস পাওয়া। (২) (অবিরাম) প্রবাহিত হওয়া; ঝরা; স্রোতের মতো প্রবাহিত বা নির্গত হওয়া; Sweet was pouring down his face. Letters of congratulations poured in. (৩) (বৃষ্টি) অঝোরে ঝরা; প্রবল বৃষ্টিপাত হওয়া: a pouring wet day. It never rains but it pours বিপদ কখনো একা আসে না।
- English Word pout Bengali definition [পাউট্] (verb transitive), (verb intransitive) অসন্তোষভরে ঠোঁট বাঁকানো/ফোলানো/ওলটানো। □ (noun) ঠোঁট ফোলানো/ঠোঁট ওলটানো অবস্থা। poutingly (adverb) ঠোঁট বাঁকিয়ে/উলটিয়ে/ফুলিয়ে।
- English Word poverty Bengali definition [পভাটি] (noun) [Uncountable noun] দারিদ্র্য; দরিদ্রতা; দীনতা; দৈন্য; দরিদ্রদশা: live in poverty; fall into poverty; poverty of ideas. poverty-stricken (adjective) দারিদ্র্যপীড়িত: poverty-stricken houses.
- English Word powder Bengali definition [পাউডা(র্)] (noun) (১) [Countable noun, Uncountable noun] চূর্ণ; চূর্ণক; গুঁড়া: a tin of talcum-powder, অভ্রচূর্ণ প্রসাধনী পাউডার হিসেবে ব্যবহৃত হয়; take a powder every morning, গুঁড়া ওষুধ; soap-powder; bleaching-powder; baking-powder powder-puff (noun) প্রসাধনীচূর্ণ ত্বকে লাগানোর জন্য ব্যবহৃত প্যাড। powder-room (noun) হোটেল, রেস্তোরাঁ, সিনেমা ইত্যাদি স্থানে মহিলাদের প্রক্ষালন প্রকোষ্ঠ; প্রসাধনঘর। (২)= gunpowder, বারুদ। not worth powder and shot লড়াই করে পোষাবে না এমন (অর্থাৎ লড়াই করে যা অর্জিত হবে তার মূল্য অতি সামান্য)। powder -magazine (noun) বারুদখানা। powder-flask/-horn (noun) (ইতিহাস) বারুদ বহনের ফ্ল্যাস্ক; পশুশৃঙ্গ। □ (verb transitive), (verb intransitive) পাউডার মাখা/লাগানো/ঘষা। powdered (adjective) চূর্ণিত; অবচূর্ণিত; নির্জলীকৃত: powdered milk/eggs, গুঁড়া দুধ/ডিম। powdery (adjective) চূর্ণবৎ; গুঁড়া গুঁড়া; পাউডার মাখানো: powdery snow; a powdery nose.
- English Word power Bengali definition [পাউআ(র্)] (noun) (১) [Uncountable noun] (ব্যক্তি বা প্রাণীর) কিছু করার ক্ষমতা; শক্তি; সামর্থ্য। (২) (plural) শারীরিক বা মানসিক শক্তি; ক্ষমতা: failing powers, ক্ষীয়মাণশক্তি; a man of great intellectual powers. (৩) [Uncountable noun] জোর; বল; বেগ; the power of a blow. More power to your elbow! (উৎসাহদানে ব্যবহৃত বাক্যাংশ)। (৪) [Uncountable noun] কর্মশক্তি; শক্তি: water power; electric power. horse power, দ্রষ্টব্য horse. (attributive(ly)) power-lathe/ power-loom/ power-mill শক্তিচালিত কুন্দ/তাঁত/কারখানা। power-boat (noun) ইনজিনচালিত নৌকা। power-dive (verb transitive), (noun) (বিমান) ইনজিন চালু থাকা অবস্থায় ঝাঁপ (দেওয়া)। power-house/ power-station (noun(s) বিদ্যুৎকেন্দ্র। power-point (noun) দেওয়াল ইত্যাদিতে বৈদ্যুতিক প্লাগ লাগানোর জন্য আধান; বৈদ্যুতিক সন্ধি। (৫) [Uncountable noun] অধিকার; নিয়ন্ত্রণ; কর্তৃত্ব; বল; প্রভুত্ব; প্রভাব; প্রতাপ; শক্তি; বশ: the power of the law; the power of the Parliament; have a person in one’s power; have power over somebody; fall into somebody’s power. in power (ব্যক্তি বা রাজনৈতিক দল) ক্ষমতায়। power politics যে কূটনীতির পিছনে সামরিকশক্তির সমর্থন থাকে; শক্তির কূটনীতি। (৬) [Countable noun] কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টিকে প্রদত্ত বা তাদের অধিগত অধিকার; ক্ষমতা: the powers of the Prime Minister. (৭) [Countable noun] প্রবল কর্তৃত্ব বা প্রভাবসম্পন্ন ব্যক্তি বা সংগঠন; শক্তি: The press is certainly a power to be reckoned with. the powers that be (হাস্যরসাত্মক) কর্তাব্যক্তিরা; ক্ষমতাসীন মহল। (৮) [Countable noun] আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রবল কর্তৃত্ব ও প্রভাবশালী রাষ্ট্র; শক্তি। the Great Powers বৃহৎশক্তিসমূহ। (৯) [Countable noun] (গণিত) ঘাত: the second, third, fourth, etc power of x (= x 2, x 3, x 4, etc.). (১০) [Uncountable noun] বিবর্ধনশক্তি; শক্তি: the power of a lens. (১১) (কথ্য) বৃহৎ সংখ্যা বা পরিমাণ; অপরিসীম: Your advice has done him a power of good! (১২) [Countable noun] দেবতা, আত্মা ইত্যাদি; শক্তি: the powers of darkness. powered (adjective) শক্তিসম্পন্ন; শক্তিচালিত: a new aircraft powered by Rolls Royce engines; a high-powered car; (লাক্ষণিক) a high-powered salesman.
- English Word powerful Bengali definition [পাউআফুল্] (adjective) শক্তিশালী; পরাক্রান্ত; প্রবল; বলিষ্ঠ; জোরালো: a powerful blow/enemy; a powerful remedy.
- English Word powerless Bengali definition [পাউআলিস্] (adjective) শক্তিহীন; ক্ষমতাহীন; নির্বল; নিঃশক্তি; নিষ্প্রভাব; অসহায়; অক্ষম: render somebody powerless; be powerless to resist. powerlessly (adverb) অক্ষমভাবে ইত্যাদি।